তারা এখন আমাদের সাথে কোথাও যেতে চায় না ও আমাদের থেকে কিছু একটা লুকিয়ে রাখে। বেশীরভাগ সময় একা একা থাকতে পছন্দ করে। সম্ভবত বয়সের দোষ কিছুদিন পড়ে আবার হয়ত ঠিক হয়ে যাবে। আর ও যেহেতু আমাদের রক্তের কেউ না তাই চাইলেও শাসন করতে পারিনা তবে অফ ক্যামেরা অন ক্যামেরায় অনেক বুঝাই। আমি মনে করি শাসন করলে উল্টা হিতে বিপরিত হতে পারে কারন এই বয়সে ছেলে মেয়েরা বিবেক না আবেগ দিয়ে সিধান্ত নেয় আর যেটা সবসময় ভালো কিছু নিয়ে আসেনা।
Vai se apnader theke onk valo bojhe sere den ebr thn limar moto postabe, bie die onno chele ba tar family ta ses korben na. Tara nije valo thaktew jane na rakhtew jane na
এই মেয়েটা বেশি আদর পেতে পেতে একটা সময় নিজের অবস্থান ভুলে যাবে।একটা আশ্রিতার এত দেমাগ থাকতে পারে সেটা এই মেয়েকে না দেখলে কেউ বিশ্বাস করবে না। আজকাল নিজের ভাইয়ের ফ্যামিলিতেও কেউ এত ভালোবাসা,কেয়ার,যত্ন পায় না,যতটা ও পায়। আসলে ও এসবের যোগ্যই না। সময় থাকতে আপদ বিদায় করতে হয়। ফাজিল
@@user-dk6eo5iv6k ঠিক বলছেন তবে মেয়েটার কথা বলার ধরন টা লক্ষ করে দেখেন আমি আপনার মত স্বাভাবিক মনে হচ্ছে না। এই ব্লগ টা আমি প্রায় প্রথম থেকেই দেখছি। মেয়েটার আসার আগে থেকেই।উনারা যেভাবে কেয়ার করেন তাতে যেকেউ এমন কথা বলতে বা এই ব্যবহার করতে একটু হলেও ভাববে। কিন্তু সে নির্দ্বিধায় কথা গুলো বলছে
তারা পড়াশুনা করে ঠিক আছে, কিন্তুু তার মধ্যে নৈতিকতার অভাব রয়েছে, লাং শব্দের অর্থ কি, সে বুঝে, তারা কপাল ভাল যে, সালাম ভাইয়ের মত, একজন সচেতন পরিবার পেয়েছে।
ভাইয়া আমি আপনার ব্লগ দেখি। তাঁরা ছাড়াই আপনার বাগান বাড়ি এবং কৃষি কাজ খুব ভালো লাগে। যেখানে নিজের সন্তান বিশ্বাস ঘাতকতা করে, সেখানে তারা কে নিয়ে আপনাদের আদর বেশি বারাবারি মনে হয়।তার ছাড়া আপনার ব্লগ ভালো চলবে। আপনি একজন ভালো মানুষ।
রাইট ওরা কেন এতো দাম দেই আবার ভিডিও করে সবার সামনে নিয়ে আসে ভাইয়া আমি ২ বছর দরে আপনাদের ভিডিও দেখি অনেক ভালো লাগে গ্রাম এর পরিবেশ দেখতে তবে তাঁরার এই নাটক গুলোর ভিডিও ভালো লাগে না ভাইয়া
আমার বাবা একটা কথা বলতো সেটা হলো "কুকুরের পেটে ঘি হজম হয় না" তারা র অবস্থা হয়েছে এমন। অনেক গরীব ব্যকরাউন্ড থেকে আসছে তো তাই এত ভালো পরিবেশ ভালো মানুষ" আপনার আর সম্পা আপুর"মতো ওর সহ্য হচ্ছে না। পরিবার আর পরিস্থিতি ওর খারাপ কিন্তু ও শয়তানি করে ইচ্ছে করে । এর এখন বিয়ে করা প্রেম করে বেড়ানোর সখ জাগছে, আপনি যত ভালো কথা বলেন না কেন ওর ভালো লাগবে না। রোজ রোজ ওর হাত পায়ে না ধরে ওকে বের করে দেন বাড়ি থেকে না হলে একদিন না একদিন অঘটন ঘটিয়ে ফেলবে আর আপনার বাচ্চা বা পরিবারের উপর খারাপ প্রভাব পড়বে। কথা গুলো তিতা হলেও সত্যি ওকে অনেক আগে থেকে দেখি আর আমরা সব ই বুঝি ভাইয়া।
সবার কমেন্ট পরে এবং নিজের বিবেক দ্বারা বুঝি এই মেয়ের কথা চিন্তা না করে আপনার মানসম্মান এর কথা চিন্তা করে এরে বিদায় করেন। আপনি হয়তো রাজা এবং বাদরের গল্পটা জানেন তাই জার অবস্থান যেখানে তারে সেখানে রাখাই উত্তম। আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে সব সময় ভালো রাখুন ও হেফাজতে রাখুন।
@@ARealKing1999 শোনেন এই চ্যনেল এর শুরু থেকে সালাম ভাই সম্পা আপাকে যেমন দেখছি ঠিক তেমনি তারা তারার ফ্যেমিলির লোকজন সবাইকে দেখছি একজায়গায় থাকলে রাগ অভিমান হবে স্বাভাবিক তবে সেটা এমন হওয়া উচিত নয়।আমরা সবাই মানুষ তার মানে এই নয় তার সাথে আমার কি সম্পর্ক সেটা ভুলে যাবো।একজন মালিক শ্রমিককে ভালোবেসে বোন এর জায়গায় দিলো এই সুযোগে শ্রমিক মালিককে সম্মান না দিয়ে তার মাথায় চরে বসবে এটা ঠিক না।তারা এবং তারার বাবা মা এরা যে কি পরিমান সার্থপর লোক পূর্বের ভিডিও দেখলে আপনিও বুঝবেন।সালাম ভাই উধার মনের মানুষ এবং তার মেয়ের তারার প্রতি দুর্বলতা তাই ওকে এখনো সয্য করছে।আপনার কাছে প্রশ্ন আপনি কাউকে কাজে নিলে কাজ বাদ দিয়ে পড়াশোনা করাবেন?তার সেপ্টির জন্য বাসায় হাই বেতনে টিউশন টিচার রাখবেন?তার খুশির জন্য তার চৌদ্দ গুস্টির সাহায্য করবেন?তার ভবিষ্যৎ এর কথা চিন্তা করে গোল্ড কিনবেন?তার সম্পদ বৃদ্ধির জন্য গরু কিনে দিবেন?তার মা-বাপ এর চিকিৎসা চালাবেন?ছোটো ভাই এর পড়াশোনার খরচ নিবেন?বাপেরে দোকান করার টাকা দিবেন?এমন কি তার পড়াশোনা চাকরি বিয়ে সব দ্বাইত্ব নিবেন? এতো দায় কিসের? নিঃসন্দেহে সালাম ভাই একজন ভাল মানুষ তাই এত্তো কিছু করছে ওর জন্য ১০মিনিট দেখানের জন্য না আর যাহা সত্যি তাহা স্বীকার করতে কিশের আপত্তি। এই মেয়ে যদি একটা অঘটন ঘটায় তখন আপনার মতো লোক রাস্তায় নামবে গৃহকর্মী নির্যাতন এর বিচারের দাবিতে তাই আগেই এই বিপত দুর করা ভালো।
শম্পা আপুর মতো বোন পেয়েছে তারা ভাগ্য ভালো আবার তা র সাথে রাগ করে খুবই দুঃখের বিষয়। তারার এই রাগ একদিন ওর জীবনে বড় অশান্তি ডেকে আনবে আল্লাহ যেন তারা কে সঠিক বুঝ দান করে এই দোয়া করি।
আমার আব্বা আম্মা মারা যাওয়ার পর নিজের আপন আত্মীয় স্বজনদের কাছে উস্টা গুতা খাইয়া বড় হইছি,,কাজ-কামে একটু ভুল হইলে কতো কথা শুনাইতো,,কাজ কাম করতে করতে বড় হইছি,,, জিবনে শান্তি পাইনি,, আপনাদের ভিডিওতে তারার জীবন দেখিয়া খালি মনে হয় ইসরে আমিও যদি এইরকম থাকিয়া বড় হইতে পারতাম,, জীবনে জন্মদিন ও কোনদিন উদযাপন করতে পারিনি,,কোন গিফট পাইনি,,,আপনারা তো রাত ১২টায় ও তারার জন্মদিন বানাইছেন কতো গিফট দিছেন,,,ও যে পরিবেশে জন্ম ওর তো ছিরা তেনা পরে ঘুরার কথা,,এর ওর ঘরে খুইজা ভাত খাওয়ার কথা,,সব কিছু যে না চাইতেই পাইয়া গেছে এর লাইগা এর মূল্য বুজতেছে না,,,ও যে পরিবেশে থাকার কথা ওরে কয়টা দিন ওখানে থাকতে দিন প্লিজ তাইলে ওর যোগ্যতা কতোটুকু ও নিজে বুজতে পারবে,,,, বেশি মাথায় উঠাইছেন এর লাইগা ফকির ঝিরা এতো বার বারছে,,,,পারলে আমার এই টেক্সটা ওরে দেখাইয়েন প্লিজ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ভাই আমি একজন মালয়েশিয়ান প্রবাসী। আপনার পেইজে যখন ৬/৭ লাইক পড়তো তখন থেকে আমি আপনা ও শম্পা-আপুর সব ভিডিওগুলি দেখি। আমি আপনাদের কোন ভিডিওতে কখনো কমেন্ট করিনি, আজকেই ফাস্ট কমেন্ট। সচরাচর আপনার ভিডিওতে লাইক দেই। সালাম ভাই সত্যি কথা বলতে তারার কথা শুনে আমি হতবাক হই । অনেক ভিডিওতে দেখি তারা কারণ-অকারনে রাগ অভিমান করে আপনাদের উপরে, তারা আপনাদের সাথে দীর্ঘদিন যাবত একসাথে থেকেও কোনটা ভালোবাসা আর কোনটা শাসন এখনো বুঝতে পারেনি। তারা আপনাদের শাসন করাটা ভালোভাবে নিতে পারেনা, আর তারার প্রতি আপনাদের যে ভালোবাসাটা সেটাও বুঝতে পারেনা। ও শুধু আপনাদের শাসন করাটাই মনে ধরে রাখে, আপনার মুখের উপর তারা কিভাবে এই কথাটা বলতে পারলো, আমার মাথায় ধরে না। ভাই কথায় আছে এক গাছের ছাল আরএক গাছে কখনো জোড়া লাগেনা, যদিও লাগে তার ফল ভালো হয় না। দুনিয়াটা কতটা কঠিন আপনাদের মায়ার জাল থেকে বের হলে বুঝতে পারবে। সর্বশেষ কথা তারা ছোট মানুষ ওর কথায় আপনি ও শম্পা-আপু কষ্ট পাইয়েন না। আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইলো, ধন্যবাদ সবাইকে।
@@AmeAmelia-kb4hyআপনি আমাকে একটা কমেন্ট কিভাবে বিচার করলেন....আমি তো ওনাদের ভিডিও বাহিরেও জানতে পারি তাই বলেছি।আর একটা কথা, ১০ মিনিটের ভিডিও দেখে আপনারও তার সাপোর্ট নেয়া উচিত না।
@@AmeAmelia-kb4hy আমি Doyel Agro এর সব ভিডিও দেখেছি। তারা মেয়েটির ব্যবহার প্রথম থেকেই দেখেছি সে কেমন,, তার বাবার সাথে কিছু ভিডিও আছে,সে কি ভাবে কথা বলেছে,, আল্টিমেটলি সকল কিছু জাস্টিফাই করেই কথা টা বলেছি। আলহামদুলিল্লাহ বাবা মা যে শিক্ষা দিছে আজ পর্যন্ত কেউ খারাপ বলতে পারে নাই।।আপনের চোখে খারাপ,, হতেই পারি।কারন আমি যে সবার কাছে ভালো হব তা না,,আপনাকে ধন্যবাদ আমার সমালোচনা করার জন্য। এতে আমার যদি কোন ভুল থাকে তা শোধরায়ে নিব। তবে শেষ কথা মিলায়ে নিয়েন তারা মেয়ে টা ভাল না।ওকে
ভাইয়া মনে হয় তারার কেউ আছে,,,আপনার ভয়ে হয়তো স্বীকার করে না।। তবে আপনি খোজ খবর রাইখেন পঁচা শামুকে যেন পা না কাটে??তারার প্রতি আলাদা একটা আবেগ কাজ করতো এখন দিন দিন এর ব্যবহারে একটু বিরক্ত।।।তবে দোয়া করি আল্লাহ ওকে সঠিক বুঝ দান করুন
তারার চেয়ে জান্নাত অনেক ভালো ও telented একটা মেয়ে আর কিছু দিন আগে একটা মেয়ে দেখেছিলাম কি যেন. নাম ( তারার সাথেই পরে ) সে মেয়েটাও তারার চেয়ে অনেক ভালো ... আমি মনে করি তারাকে তার নানীর কাছে পাঠিয়ে দেওয়া হোক আর তার জায়গায় জান্নাত বা তারার বান্ধবীকে নেয়া হোক .... তারা বাস্তব জীবন সম্পর্কে একটু অভিজ্ঞতা হোক
আল্লাহ তুমি তারাকে সঠিক বুঝ দান করো😢😢তারা খুব ভুল করতেছে যদি সালাম ভাই একবার জিদ করে তারা কে না রেখে বিদায় করে দেয় তাহলে তারা আবার আসতে চাইলেও সালাম ভাই ওকে মন থেকে মেনে নিতে পারবে না,, শম্পা ভাবি অনেক ভালো এমন দুইটা মানুষ পাইলে আমি আজীবন থাকতাম উনাদের কাছে 😊
ভিডিও দেখি কখোনো কমেন্ট করিনা,,,আজ করলাম এই মেটা পুরা ঘার তেরা,, আর যে না পাওয়ার ছিলো জিবনে সেসব পেয়েছে তো,, তাই এ অবস্থা, বুজবে একদিন সময়ে সাথে,,,আগে ভাল্লাগতো তারাতে, এখন রাগ উটে
তারার পাখা গজাইছে সে এখন একা একা চলতে পারে উরতে তার চোখ ফুটে গেছে আসলে পর কখনো আপন হয়না এটাই বাস্তব এইটা মেনে নিতে হবে আর তারার মনে রং লাগছে তাই এখন আর আপনাদের আগের মতো ভালো লাগে না সে এখন বসন্তের কোকিলের মতো এই ডাল থেকে ঐ ডালে যেতে ছাই তাই সে এমন করে আর যে চলে যেতে ছাই তাকে যেন দেন তারার জন্য আপনার কোনো কিছুই থেমে থাকবে না তবে আমি একটা বলতে চাই আমার এই কমেন্ট আপনি সহ যারা দেখছেন আমি বলেদিলাম তারা আপনার এখানে বেশি দিন থাকবে না কারণ সে মুখের ওপর কথা বলতে শিখেগেছে।
জে লোক তার বাবাকে বলে জনমো দিলেকেনো সে কাওকে, সনমান দিবেনা,,,,ভাই আপনার ভিডিও গুলো সব আমি দেকি,, মালয়েশিয়া থেকে,,,, আপনাদেরকে,,,,,❤❤❤❤❤❤❤❤ অনেক অনেক ভালো বাশি, জদি,আরাম লিখাতে আপনি কস্ট পায়ে থাকেন, খমাকরেদিয়েন,,,,,,❤❤❤❤❤❤
তারা মেয়েটার কপাল অনেক ভালো। আপনাদের মত ভালো মানুষের তত্ত্বাবধানে এখনো আছে। আপনাদের ছায়াতল থেকে বেরিয়ে গেলেই বুঝবে জীবন কি জিনিস। (বর্তমানে তারার আচার ব্যবহার, কথাবার্তা এরকম হওয়ার কারণ বয়ঃসন্ধিকাল)।
সালাম ভাই আমি ছোটো মানুষ এতো ভালো বুঝতে না তবু ও বলছি আমা🎉 আনচলিক ভাষায় যে বাঁশের চেয়ে কনচি মোটা হইলে বাঁশের দাম কমিয়ে যায় সেই জন্য কনচে টা কেটে ফেলা উচিত ভুল হলে খমা করে দিবেন
বোন আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো তারপরও একটা কথা বলি যদি কাজের বাসায় থাকতো তাহলে তোমার জীবনের অবস্থা কি হতো তার থেকে অনেক ভালো আছো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো তোমার নিজের কাছে মনে হয় তুমি কষ্টে আছো কিন্তু পৃথিবী ঘুরে দেখো অনেক কঠিন
আসসালামুওয়ালাইকুম ভাইজান আমি মনে করে ছিলাম তারা ছোট তাই এমন করছে কিন্তু এখন মনে হচ্ছে ওর সভাব টাই এই রকম ওকে বিদায় করুন না হলে পড়ে আপনার মান সম্মান সব শেষ করে দেবে 👊👊👊👊
তারার বিষয়ে অনেকে অনেক কিছু বলেছে। আমি শুধু বলবো তারার বিষয়ে যে সব কমেন্ট লিখেছে সেই সব কমেন্ট তারা কে দেখাবেন। তাহলে সে বুঝবে তাকে এখন মানুষ কতটা ঘৃণা করে। এই রকম ভাই পাওয়া ভাগ্য।।