আহ্ অনেক দিন ধরে ফাঁশি দেখিনা।আরো কবে থেকে যে দেখা শুরু করবো আল্লাহই ভালো জানে।ভালো মানুষের জন্য ভালো চাই। আর খারাপ মানুষের জন্য খারাপ চাইতে হয় না।উপর থেকে চলে আসে। কারণ উপরে একজন আছেন।আমার আপনার সৃষ্টিকর্তা।
যারা জীবন দিয়ে ও অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এদের জন্য বাংলাদেশের স্বাধীনতা হয়েছে আমরা তোমাদের ভুলব না তোমাদের নেক হায়াত ও সুস্থতা কামনা করছি জারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি আমিন
এক জায়গায় লেখা দেখলাম পুলিশ হেডকোয়ার্টাস বাংলাদেশ ঢাকা। হায়রে বাংলাদেশ পুলিশ! ওখানে কি কোন বাঙলা ভাষায় দক্ষ বাক্য গঠনে পারদর্শী কোন পুলিশ কর্মকর্তা বা কর্মচারী ছিল না? বিষয়টি হবে ---- পুলিশ হেডকোয়ার্টাস ঢাকা বাংলাদেশ।
এটাই হল আল্লাহর বিচার। আগে জানলে তো তোরাও পালিয়ে যাতি তাই আল্লাহ তোদেরকে বিচার করার জন্য এই বাংলায় বেদে রেখেছেন। এখন অপেক্ষা কর কঠিন থেকে কঠিন বিচারের জন্য।