উনি যখন আপনার কাছে গিয়েছিলো, আপনি যেসব পরামর্শ দিয়েছেন, আলহামদুলিল্লাহ সেগুলো একটাও মানেনি, আর উনি বারবার বলতেছে যে অনেক যত্ন করার পরেও ছাগলগুলো টিকাতে পারতেছি না, আর আমি মনে করি ছাগলের কোন যত্নই করেনি তিনি, মানিক ভাই আমি তো আপনার কাছে কখনো যায়নি এবং ফোনে কথা বলিনি, শুধু আপনার ভিডিওগুলো প্রতিদিন দেখার চেষ্টা করি, ভিডিও গুলো দেখার কারণে আলহামদুলিল্লাহ আমার ছাগল গুলো অনেক ভালো আছে, আপনি যেভাবে বলেন ঠিক সেভাবেই ছাগলগুলোর যত্ন নেওয়ার চেষ্টা করি,
আলহামদুলিল্লাহ ভাই ইউটিউব দেইখা আপনাদের ভিডিও দেখে আমি সফল কারণ আমি একটা ছাগল দিয়ে শুরু করছি এখন মাশাল্লাহ আমার দশটা ছাগল আছে মানিক ভাই দোয়া ও ভালোবাসা রইলো আপনার প্রতি
মানিক ভাইয়া আপনার ছাগলের খামার দেখে আমি ছাগল পালনে ইচ্ছুক ছিলাম।সিদ্ধান্ত নিয়েছি যে আমিও ছাগল পালবো কিন্তু এই ভিডিও দেখার পরে সেই ইচ্ছে টা মরে গেলো।আপনার ছাগল গুলো দেখে কলিজা ঠান্ডা হয়ে যায় কিন্তু এগুলো দেখে আর মন চাচ্ছে না যে ছাগলের খামার দেওয়ার।
এই খামারী কাজের চেয়ে, আবেগ বেশি।। ওরা এখানে ঠিক মতো সময় দেয়না। খুঁজ নিলে দেখা যাবে, ওরা ফার্মে সময় না দিয়ে অন্য জায়গায় সময় দিয়েছে। এই চাপাবাজ লোক দিয়ে হবে না। সে ইনভেস্ট করে নাই তাই তার কোন দায় নেই।। সে বন্ধুত্বের সুযোগে বাঁশ দিয়েছে। ইনভেস্টারের উচিৎ হবে,বন্ধু কে বন্ধুর মতো রেখে। অন্য কোথায় নিজে শুরু করা উচিৎ।।
আহারে আফসোস। যত্নে রতন মেলে কথায় আছে। আপনারা তো যত্ন ঐ করেন না। আর সেড ও চারপাশে পরিবেশ ভালো না । তাই এই অবস্থা সেড ও চারপাশে পরিবেশ ভালো রাখেন তাহলে দেখবেন উন্নতি হচ্ছে।
মানিক ভাই যেগুলো পারবেন এগুলো কি জন্য করে অনেক খামারে এরকম করে আপনি ভালো পরামর্শ দিয়েছেন ওদেরকে ওদের থেকে খামারটা আরো সুন্দর করে করা উচিত ছাগলের বেশি ব্যারাম হয় কি জন্য ওষুধ কি জন্য হয় বলবো বেশি হয়ে যাবে গরু-ছাগলের বাসস্থানগুলো ঠিক রাখতে হবে আমার থেকে গরুর খামার আছে আপনার থেকে ছাগলের খাবার আছে কথার কথা ছাগলের খামার আছে আমরা কি প্রতিদিন ছেড়ে দিব
পুরো খামারটা অব্যবস্থাপনা জর্জরিত এখন সর্বোত্তম হবে কিছুদিন একটু ভালো খাবার দিয়ে সব ছাগলগুলো বিক্রি করে দেওয়া এই পরিস্থিতি থেকে এরা কখনই বেরিয়ে আসতে পারবে না!যদিও বেরিয়ে আসতে চায় তবে তাদের অনেক ইনভেস্ট এবং অনেক মেহনত করতে হবে যদিও তাদের ধরার সম্ভব নয় কারণ তারা তিন বছরের মধ্যেই পারে নাই।
আসসালামু আলাইকুম মানিক ভাই আপনার কাছে ফার্স্ট টাইম যখন গিয়েছিল তখন আপনি যে পরামর্শ দিয়েছেন তা একটু মানেনি ওনারা ভালো একটা পরামর্শ দেন ভাই যেন ভালো কিছু করতে পারে
ভিডিওর ২২ মিনিটে এসে বুঝলাম বিষয়টা কি... মানুষের টাকায় সব,, আমি এতো শ্রম দিয়ে কি লাভ ?? 😅😅যা হয়ে যায় যাক ।। এটাই মূলত মূল কারণ ।। নিজের টাকার খামার হলে সবই ঠিক হতো ইনশাআল্লাহ
আসসালামুয়ালাইকুম মানিক ভাই আমি একটা ছাগল কিনতে চাচ্ছি আমার মার জন্য আমি দেশের বাইরে থাকি আমার মায়ের বলতেছে একটা ছাগল পালবে প্লিজ আমাকে জানাবেন একটা ভালো ছাগলের দাম কত
আসসালামুয়ালাইকুম আলম ভাই কেমন আছেন আমি কুয়েত থেকে বলতেছি আমার মা একটি ছাগল পালতে চাচ্ছে কি জাতের ছাগল হলে ভালো হবে প্লিজ যদি আপনি আমাকে একটা ভালো জাতের ছাগল দিতে পারেন তাহলেও জানাবেন ভাই প্লিজ আমি আপনার একজন সাবস্ক্রাইবার এবং আপনার ভিডিও প্রায় সময় দেখি
দুই মাসের একটা আর হওয়ার কয়েকদিন পরই মারা গেছে তিনটা বাচ্ছা মারা গেছে ভাই এক বছর পালার পরে তিনটা বাচ্চা তোলা তিনটা বাচ্চা মারা গেলে প্রচুর কষ্টদায় কয়েকদিন পর বুরোরাটার অবস্থা খারাপ হয়ে গেল কম দামে বিক্রি করতে হলো
মানিক ভাই একটা ভিডিও দেখে ফলো করলে হবে না ইউটিউবার বা খামারে যা করতেছে এটা শিখে মুখস্ত করে খামার করতে হবে আমার কথা হলো এটা আপনার খামারে গেছে আমি দেখছিলাম কৃষকের কামের এক গ্লাস ইউটিউব চ্যানেলে দেখছিলাম দুস্থদের শিশুদের ভাই
নিজের টাকায় খামার করলে এভাবে অবহেলা, অযত্ন করতো না। অন্যর টাকাতো তাই সিরিয়াস না। সেই জন্যই অন্যর উপর ভরসা করে কিছু করতে নেই। নিজে কিছু করতে পারলে করো নয়তো নয়। আমার জিনিস আমি যেভাবে যত্ন করবো, অন্য কেউ আমার জিনিস আমার মতো করে যত্ন করবেনা।।
@@ShokherKhamar আসসালামু আলাইকুম ভাই। আপনি কেমন আছেন?? ভাই আমি একজন সেনা সদস্য। আমার চাকরি আর দের বছর আছে,,। ইচ্ছা আছে পেনশন গিয়ে একটা ছাগলের খামার দিবো ইনশাআল্লাহ। আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে। আপনার প্রতিটি ভিডিওতে অনেক কিছু শেখার আছে। নিজের অভিজ্ঞতার জন্য আমি অলরেডি ২টা ছাগল দিয়ে পারিবারিক ভাবে ছাগল পালা শুরু করেছি। আগামি বছর প্রথমের দিকে আপনার কাছ থেকে একটা শিরোহির পাঠা বাচ্চা নিতে চাই,, ব্রিডার বানানোর জন্য। শিরোহি ছাগল আমার খুব ভালো লাগে, তাই হিরোহির ব্রিডার দিয়ে খামার শুরু করতে চাই। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে ইচ্ছে আছে আপনার সাথে দেখা করবো। আপনার জন্য দোয়া ও শুভ কামনা রইল।।
Manik by 1 ta 3 maser pregnant cagol kene 22 mase 1 ta cagol teke 5 bacca 72 hajar taka beclam aro 2 ta ace 24 hajar dam bole mother ta 2 mas er opor pregnant khoros mase 450 taka alhamdolillah
শের নির্মাণ করছে ঠিক হয় নাই ভাই সেট করা উচিত যা হলো বড় কোশ্চেন সেট করা উচিত যা হলো বড় কষ্টের কিন্তু খোলামেলা সেট লাগবে আপনার মত খোদা ছাগলের খামার করতে হলে খোলামেলা ছাগলের সেট করতে হলে খোলামেলা সেট লাগবে
ওনারা কথাই হেডন কাজে কিছুই না আমি প্রথম বিডিওটা ও দেকছি আপনি যে ভাবে বুজালেন।তারা সেই কথা গুলো ফলো করলে আজ কিছু হলেও ঊন্নতি দেকতেন। এদের দিয়ে হবে না। আর হলেও এদের রুটিন মাফিক চলেতে।
Batper pura bas diaye dice bondhure.je invest korce se to ar palon korenai ar je bondhu dekhasuna korce se holo prokito batper nijer tk to ar na tai sob ses korce