হেরেছে তাতে কোনো দুঃখ নেই। সেদিন খেলা দেখে মনেই হয়নি আমার দেশের খেলোয়াড় খেলছে। তবে কোচ কে ধন্যবাদ জানাই দলকে এই পসিশনে নিয়ে আসার জন্য। কোচের কাছে বাঙালি জাতির আবদার সে যেন ২ জন ফিনিশার আমাদের দেশকে উপহার দিয়ে যায়।
পুরাটা খেলা লাইভ দেখেছি,,, আমার দেখা প্রথম লাইভা খেলা এটা যেটাতে বাংলাদেশ ভালো খেলেছে বলে মনে হয়েছে,,, সত্যিই খেলাটা উপভোক্তা করেছি ।। মাতৃভূমির জন্য শুভকামনা। ❤️❤️❤️
বাংলাদেশ ভালো করার কারন হলো লাল জার্সি পরে খেলা,,লাল কালার চোখে বেশি আকর্ষন করে তাই প্লেয়ার দের নিজেদের প্লেয়ার এর প্রতি বেশি মনোযোগ ছিল,,,,this is science ❤❤🇧🇩🇧🇩
মাঠের ক্লিয়ারেন্স অনুযায়ী খেলাটা দারুন ছিলো,just mid strike একজন দরকার ছিলো, যে শুধু স্ট্রাইক করলেই গোল হবে,কিন্তু এমন স্ট্রাইকের দেখা কবে মিলবে দেশে !😕
মাশাআল্লাহ আল্লাহ তুমি বাংলাদেশের ফুটবল দল দের কে এবং বাংলাদেশের বিভিন্ন পেশা র খেলুয়ার দের কে সাহসী বানিয়ে দেও আমিন আল্লাহ তুমি ও শুক্তি শালি বানিয়ে দেও আমিন আল্লাহ তুমি এবং বুদ্ধি বাড়িয়ে দেন আমিন আল্লাহ তুমি ও শরিল্লে জেদ্দ বাড়িয়ে দেন আমিন জাতে পৃথিবীর যে কোনো দেশ কে কঠিন জবাব দিতে পারে ও ভালো করে খেলতে পারে ও পৃথিবীর যে কোনো টিকেটারের সাথে জগরা করার সাহসী বানিয়ে দেয় আমিন আল্লাহ তুমি বাংলাদেশের সকল মানুষ দের কে সাহসী বানিয়ে দেও আমিন আল্লাহ তুমি 🚤🚤💪💪🇧🇩🇧🇩🤲🤲💞💞 ও নিজ দেশের সাতে অন্য অন্য মানুষের সাথে জগরা করার সাহসী বানিয়ে আমিন আল্লাহ তুমি
ভাই, আমাদের মেসি নেইমার দরকার নাই। আপাতত, পাসিং ফুটবলটা খেলা আয়ত্ত করুক। সব এক সাথে চাইলেই তো আর হবে না। স্ট্রাইকার লাগবে। এক জন স্কিল দেখাইয়া একটা গোল দিয়া পুরা টিমকে উঠাইতে পারবে না। টিম ওয়ার্ক লাগবে।
এলিটা থাকলে ম্যাচ টা আমরাই জিতাম। শুধুমাত্রর একজন ভালো ইস্টাইকারের অভাবে আমার ম্যাচ আমাদের করে নিতে পারিনি। এলিটা ভালো ইস্টাইকার লিগে সে দেশি দের মাধ্যমে সবচেয়ে বেশি গোল করেছে লিগে। তা হলে কেন তাকে দলে নিলোনা? এটা এলিটার সাথে অন্যাই হয়েছে। #we_need_Eleta
মালোশিয়া বাহিরের দেশর প্লেয়ার দের নাগরিকত্ব দিয়ে খেলাচ্ছে তাতে তারা ভালো ফলো পাচ্ছে। অথচ আমাদের দেশের নাগরিকত্ব নেওয়া Eleta Kingsley লিগে ভালো খেলছে খুবি কম সময় প্লেয়িং টাই পেয়েও লিগে দেশি দের মাধ্যমে সবচেয়ে বেশি গোল করেছে। তা হলে তাকে কেন দলে নেওয়া হলো না? তার তো সব কিছুই ঠিক ছিলো fifa & afc থেকে খেলার অনুমতি ও ছিলো কিন্তু তাকে আমাদের দেশের ফুটবল ফেডারেশন খেলাতে পারনি। এটাকি তাদের ব্যার্থতা নয়? মালোশিয়ান ফুটবল ফেডারেশন পারে। আমাদের দেশের ফুটবল ফেডারেশন কেন পারেনা? Turkmenistan নের সাথে বাংলাদেশ গোল করার কতো যে সুযোগ পেয়েছে তা বাংলাদেশের ইস্টাইকার রা কাজে লাগাতে পারেনি। সেই ম্যাচে যদি এলিটা থাকতো তা হলো কি হতো.? এলিটা থাকলে ম্যাচ টা আমরাই জিতাম। শুধুমাত্রর একজন ভালো ইস্টাইকারের অভাবে আমার ম্যাচ আমাদের করে নিতে পারিনি। এলিটা ভালো ইস্টাইকার লিগে সে দেশি দের মাধ্যমে সবচেয়ে বেশি গোল করেছে । তা হলে কেন তাকে দলে নিলোনা? এটা এলিটার সাথে অন্যাই হয়েছে। #we_need_Eleta
গোল দেয়ার প্লেয়ার এর অভাব। ফিনিশিং দিতে পারেনা আর অ্যাটাকিং খেললে সব সময় ভালই খেলা যায়। বাংলাদেশ সাম্প্রতিক সময় ডিফেন্সিফ ফুটবল খেলে যার ফলে গোল দিতে তো পারেনা বরং গোল খায় বেশি। তাই অ্যাটাকিং ফুটবল খেলা দরকার। আর গোল দিতে পারে এমন প্লেয়ার দরকার। তাছাড়া ভালই খেলবে বলে গোল বার প্রযন্ত নিতে পারবে গোল দিতে পারবেনা। আজকে বাংলাদেশ যেভাবে আক্রমণ করছে ভালো কোনো দল হলে গোল কম পক্ষে ৭ টি হতো।
এক সময় বাংলাদেশের ফুটবল নিয়ে অনেক আলোচনা হত বিগত কয়েক বছর ফুটবল নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি এখন আবার বাংলাদেশের ফুটবল নিয়ে আলোচনা হচ্ছে বড্ড বেশি ভালো লাগছে এগিয়ে যাবে বাংলাদেশ