গত কোরবানিতে ওনার কাছ থেকে গরু নিয়েছি। উনি আমাদেরকে দাম ধরেছেন ষাঁড় গরু 85 হাজার টাকা। ঢাকায় সেই গরুর দাম ছিল ৭৫ হাজার টাকা। তুহিন ভাই অনেক ভালো লোক
তুহিন ভাই দেশি মুরগির গুলো ও লাইভ ওয়েদার 400 টাকা কেজি তে পাওয়া যায় না আর আপনি তো গরু দিতেছেন 320 টাকায় দোয়া করি ভাই আপনার জন্য এই সুবিধাটা জেনো সাধারণ লোকে পায়
ভাই, ৬০৯ কেজি গুন ৩২০ ১৯৪৮০০ টাকা,,, দাম কিন্তু অনেক কম না,,,, এরকম গরু এভেলেবেল হাটে পাওয়া যায়,, গাভী টা ১ লাখ এবং বকনা টা ৮০ হাজার এর বেশি হবে না হাটে,,,,এখন বাকিটা আপনার বিবেচনা!!
ভাই আপনি যদি মাংস হিসেবে দাম ধরেন তাহলে শুনেন একটা গাভী জবাই দিলে গাভীর লাইফ ওয়েট অনুযায়ী শতকরা চল্লিশ থেকে পয়তাল্লিশ কেজি মাংস হবে।তাহলে হিসাব করেন গাভীর কতটুকু মাংস হবে আর সেই মাংসগুলো দাম কত করে পরবে।আর বিশেষ করে একটা গাভীকে মাপার আগে পনচাশ কেজি পানি এবং খাবার খাওয়া।আপনাকে গরুর লাইফওয়েট থেকেও পনচাশ কেজি বাদ দিয়ে আপনাকে হিসাব করতে হবে।তাহলে আপনি সেটা নিয়ে পোসাতে পারবেন।
@Md Sabbir আমাকে লাগবে না, আপনি উত্তর বঙ্গের যেকোনো হাটে এই সপ্তাহের ভিতর যান, ১০০% এই টাকায় পাবেন পাবেন,,, না পেলে আমাকে বলিয়েন। তবে একটু কস্ট করতে হবে, হাটে ঘুরাঘুরি করে কিনতে হবে
কেমন আছেন ভাই আপনার কথাবার্তা সব কিনা আপনি ব্যবসা অনেকদিন করতে পারবেন এটাই সত্য আপনার এলাকার লোক আপনারা কথা বলেন একটা লোকের সবাই ভালো বলে না ব্যবসা করলে সারা জীবনই ভালো থাকবেন ইনশাআল্লাহ আমি ভাই অনেক টাকা লস খাইছি পাবনা থেকে গরু কিনে পাবনা থেকে যারা গরু কিনছে জে টু আছে জে টু আছে দাশুড়িয়া পাবনা তাদের ছাড়া কোনো পথ নেই শেষ হয়ে গেছে না হলে আর প্রবাসী জীবনের শেষ আপনার কাছে
গরু টা যদি আরো একটু পেট ভরে পানি খেতে পারতো ৫-১০ হাজার টাকা বেরে যেতো সকাল বেলা গরু কম করে ৩০ কেজি পানি ও দানাদার খায় 😂😂 সবাই খালি পেটে গরু কিনবেন......
একেক গরু কে কমে 20 কেজি পানি খাওয়ানো হয়েছে।ওজন বেশির জন্য তুহিন একখান চালো মাল। 20 কেজি 550 টাকা করে হলেও 11000 হাজার টাকা। তা ক্রেতার মাথায় রাখতে হবে। আর তুহিন যদি সত্যিই ভালো মানুষ হয়ে থাকে তাহলে গরু গুলো কে স্বাভাবিক ভাবে ওজন করাতেন।