গতকাল অর্থাৎ 24/04/2022 জলপাইগুড়ি থেকে সরকারী বাস উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংন্থার বাসে চেপে শিলিগুড়ি গেছিলাম । শিলিগুড়ি ঢোকার আগে বামদিকের ফুলবাড়ির আন্তযার্তিক চওড়া রাস্তাটা আবারো দেখলাম , যেহেতু আমি একা ছিলাম না ও গন্তব্য ছিলো শিলিগুড়ি থেকে বাগডোগরার মধ্যবর্তী স্থান ফাঁসিদেওয়া মোড়ে , তাই আমার স্বাদ অপূর্ণ ই থেকেগেলো।
@@TihamTraveler তুমি তো গেছোই , বাংলাদেশ অংশের পঞ্চগড়ের বাংলাবান্ধা পেড়িয়ে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ফুলবাড়ির রাস্তাটা সোজা এসে NH31Dতে এসে মিশেছে( NATIONAL H IGH WAY মানে জাতীয় সড়ক ) বাদিকে দুই কিমি গেলেই শিলিগুড়ি মেট্রোপলিটন এরিয়া ।এই রাস্তা ধরে একটু এগোলেই বাদিকে পরবে শিলিগুড়ি বাইপাশ বা নৌকাঘাট রোড ,ওখানেই মহানন্দার উপর একটি ব্রিজ আছে , সেটাই হয়ত দেখা যায় তেঁতুলিয়া থেকে। ম্যাপ দেখো সব বুঝতে পারবে।
শুধু দেশটা ভাগ হয়ে যাওয়ার জন্য ,আপনি আর এগোতে পারলেন না। একটা কাঁটা তারের বেড়া, আমাদের বাঙ্গালী জাতি কে আলাদা করে রেখেছে। খুব খারাপ লাগে। একবার ইন্ডিয়া ঘুরে যাবেন।