শামসুল উলামা তোমাকে হাজার সালাম | ছোটবেলার অন্যতম একটি প্রিয় মর্সিয়া | আলহামদুলিল্লাহ ছোটোবেলার প্রিয় মর্সিয়াগুলো একে একে আবারও রিমেইক ভার্শনে ফিরে পাচ্ছি প্রিয় কবির কণ্ঠে | আল্লাহ যেনো এরকম বারবার তার কণ্ঠের গজল দিয়ে আমাদের অন্তর শীতল করার তাওফীক দেন
এই মর্সিয়াটা কতো গেয়েছি তার কোনো ইয়ত্তা নাই,স্থানীয় মানুষজনের অনুরোধেও এটা কতোবার গেয়ে শুনিয়েছি।নতুন করে আবার রিলিজ করার জন্য কৃতজ্ঞতা স্বীকার করছি। জাযাকুমুল্লাহ💜
mashaallah,, প্রিয় কবির কন্ঠ ও লেখনির মধ্যে আল্লাহ বরকত দান করুন (আমিন)।।। আমার অনেক প্রিয় গজল আগে এই গজল না শুনলে ঘুমই আসতো না,, এটি অনেক জায়গায় পরিবেশনা করেছি আমি অধমে,❤️❤️❤️
ছোটবেলায় যে গজল গুলো বেশি বেশি গাইতাম তারমধ্যে অন্যতম গজল এটি। অনেক দিন অপেক্ষা করেছি এই গজলটি বুলবুল ভাইর কন্ঠে নতুন করে শোনার জন্য তবে আজকে আশা পূরণ হল। আল্লাহ আপনার লেখা, সুরকরা ও গাওয়াকে কবুল করুন। আমীন।
মাশাআল্লাহ, এই নাশিদ গুলো ছোট বেলা অনেক শুনেছি কিন্তু সময়ে কালে পুরাতন নাশিদ গুলো হারিয়ে যাই, আর এই নাশিদ গুলো প্রিয় কবি ও রিসালাহর শিল্পী বৃন্দ আমাদের কে শুনাতে নতুন আঙ্গিকে নিয়ে আশে সবার মাঝে, তাই প্রিয় কবি ও রিসালাহর সবাই কে মুবারক জানাই।
অনেক দিন পর আমার মনের আশা পূরণ হল, আমি আগে রেগুলার রিকোয়েস্ট করতাম বুলবুল ভাই আপনার পোরানো গজল গুলো আবার নতুন করে আপডেট করেন, আলহামদুলিল্লাহ পেয়েছি আবার গজল,, বাকি গুলো ও পেয়ে যাব ইনশা আল্লাহ
শামসুল উলামা তোমাকে হাজার সালাম,, প্রিয় ভাইদের কন্ঠে মাশাআল্লাহ মন জুড়ে গেল - আলহামদুলিল্লাহ রাহবারের মুরিদীন আমরা ধন্য অলি আল্লাহর সুহবত পেয়ে,, ইতালি থেকে ছাতক উপজেলার তালামীজের অনুপ্রেরণায় ক্ষুদ্র ভক্ত কবি মুজাহিদ ইসলাম ভাইয়ের ❤
এই খানে যারা বুলবুল ভাইয়ের বক্ত আছেন প্লিজ এই গজল গুলো শেয়ার করেন আপনাদের বন্দুদের মাদ্যমে WhatsApp, imo, messenger, Facebook, ইত্যাদি,, আমরা চাই প্রিয় বুলবুল ভাইয়ের সাক্সক্রাইভ বেশি হোক ভিউ বেশি হোক এবং ইসলামিক ভিডিও গুলো মানুষের কাছে পৌছে যাক