Тёмный

ত্বিন গাছের ফল ঝরে পড়ার রহস্য ও সমাধান | Fig Fruit Dropping Solution 

Bizpata & Garden Fresh Bangladesh
Подписаться 41 тыс.
Просмотров 13 тыс.
50% 1

ত্বিন ফল গাছের ফল ঝরে পড়ার রহস্য ও সমাধান | Fig Fruit Dropping Solution
মহৌষধ ত্বিনফল যা উর্দুতে আঞ্জীর বা আঞ্জির বলা হয়। বাংলায় ডুমুর। ইংরেজিতে ফিগ (fig) ,ইতালিতে ফিচি (fichi)। কোরআনে বর্ণিত এই তিনফল সারাতে পারে অনেক রোগ। রাখতে পারে সুস্থ
বাংলাদেশে অনেকেই বাইরে থেকে ত্বিনফল গাছ বা গাছের ডাল এনে চাষ করছেন। এটা আমাদের দেশের কাকডুমুরের মত একিই না। পাতা, ফল দুটিই আলাদা। তিন التين গাছের বৈজ্ঞানিক নাম Ficus carica. ফাইকাস গণভুক্ত প্রায় ৮০০ প্রজাতির মধ্যে আঞ্জির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজাতি। এই ফলের আকার দেশিও কাকডুমুর (Ficus hispida) এর চাইতে বড়; এটি একটি জনপ্রিয় মিষ্টি ও রসালো ফল। আঞ্জির গাছ ৬ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। হিন্দি, মারাঠি, ফার্সি ও উর্দু ভাষায় এই ফলকে আঞ্জির বলা হয় এবং আরবি ভাষায় এর নাম ত্বীন।
পৃথিবীর অনেক দেশে এর চাষ হয়, বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়ায় এটি বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয় এবং এটি হলো একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। আফগানিস্তান থেকে পর্তুগাল পর্যন্ত এই ফলের বাণিজ্যিক চাষ হয়ে থাকে। এর আদি নিবাস মধ্যপ্রাচ্য।
তিনফল জাতের কারণে ঝরে পড়ে। এর দুই রকম গাছ হয়। পুরুষ গাছ ও স্ত্রী গাছ। পুরুষ গাছের ডুমুরে স্ত্রী ও পুরুষ উভয় ফুল থাকে। স্ত্রী গাছের ডুমুরে কেবল স্ত্রী ফুল থাকে। কমন ফিগ ছাড়া অন্য কোনো জাত পরাগায়ন ছাড়া পরিপক্ক হয় না। পরাগায়নের জন্য বিশেষ এক ফিগ ওয়াস্প (Blastophaga Fig wasp) লাগে যা আমাদের দেশে নেই। এর জীবন চক্র নিয়েও এই ভিডিওতে কথা বলা হয়েছে।
ক্যাপরি (Capri), কমন (Common), স্মিরনা (Smyrna), সান পেড্রো (San Pedro) এই চার ধরণের গাছের মধ্যে কেবল কমন ফিগ আমাদের দেশের জন্য উপযোগী।
ত্বীন ফল এর উল্লেখ আছে পবিত্র কুরআনের সুরা ত্বীনে। এই বরকতময় ফলের নামেই নামকরণ করা এই সুরার। সুরা নাম্বার ৯৫। সুরা ত্বীনের ১-৪ নাম্বার আয়াতের অর্থ - “কসম ‘তীন ও যায়তূন’ (ফল) এর, কসম ‘সিনাই’ পর্বতের, কসম এই নিরাপদ নগরীর, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠন ও আকৃতিতে।”-সুরা নাম্বার ৯৫; সর্বোত্তম গঠনকে সুন্দর ও সুস্থ রাখতে কুরআনে বর্ণিত এসব ফল নিয়মিত খাওয়ার কোন বিকল্প নেই।
যোগাযোগঃ
Garden Fresh Bangladesh
মেসেঞ্জারঃ m.me/Gardenfresh
ইমেইলঃ info@gardenfreshbd.com
ফেইসবুকঃ GardenFresh
ইউটিউবঃ / gardenfreshbangladesh
ইন্সটাগ্রামঃ gardenfreshbangladesh
টুইটারঃ gardenfreshbd
ওয়েবসাইটঃ www.gardenfreshbd.com
গাছ-গাছালি, ব্রিক্স মিটার, পি এইচ মিটার ইত্যাদি যন্ত্রপাতি থেকে শুরু করে ১২ মাসি কালো তরমুজ, রকমেলন, স্কোয়াশ সহ বিভিন্ন বিদেশি ফসলের বীজ, চাষের যাবতীয় কৃষি সামগ্রীঃ সার, ঔষধ, কোকো ডাস্ট, ভার্মি কম্পোস্ট, সিডলিং ট্রে, মালচিং পেপার, পলি টানেল সামগ্রী, ড্রিপ ইরিগেশন সিস্টেম, রুট হরমোন ইত্যাদি, কৃষি পরামর্শ, কৃষি সেবা ও কৃষি পন্য বিক্রয়ে সহযোগিতা, ছাদ ও বারান্দা বাগান তৈরি করে দেয়া, বাগানের মাটির পিএইচ ও গুণমান নির্ণয়, সার সুপারিশ, গাছের রোগ-বালাই সনাক্তকরণ, বালাইনাশক সুপারিশ, দেশি-বিদেশি জাতের গাছের চারা, বীজ, ছাদ বাগানে প্রয়োজনীয় সামগ্রী, নিম অয়েল, ইয়েলো স্টিকি ট্র্যাপ বা হলুদ আঠালো ফাঁদ, বর্দো মিক্সচার ইত্যাদি সহ নানা আইটেম এর জন্য আমাদের ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন।
...............................................................
#tinfol #ত্বিনফল #ত্বীন

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 96   
Далее
Fig Tree Fruit Drop (Dried Figs)
2:16
Просмотров 6 тыс.