অপূর্ব আলোচনা জয়গুরু মনপ্রাণ ভরে গেলো অনেক অনেক ধন্যবাদ পোস্ট করার জন্য। ঘরে বসে শ্রীশ্রীঠাকুরের জীবনের কথা জানতে পারছি। আরো জানতে চাই শ্রীশ্রীঠাকুরের জীবনের কথা।
আমার একটা জিজ্ঞাসা আছে সেটা হলো নাম কি মনে মনে করতে হয়ে নাকি মুখে আওয়াজ করে ? কারণ বলা হয় যে দীক্ষা মন্ত্র উচ্চারণ করতে নেই মুখে।তাহলে আসল ব্যাপারটা কি ? জানতে পারলে উপকৃত হতাম