Тёмный

দুই বাংলার দুই বাঙালীর মুর্শিদাবাদ ভ্রমণ || A day with Salahuddin Sumon at Murshidabad. 

Manas Bangla
Подписаться 375 тыс.
Просмотров 179 тыс.
50% 1

সেদিন বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালাউদ্দিন সুমন ভাইয়ের সাথে ঘুরে বেড়ালাম মুর্শিদাবাদের আনাচে কানাচে। যা দেখতে পেলাম তাই তুলে ধরলাম আপনাদের কাছে। বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট, সেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানলের সঙ্গে থাকবেন এই আশা রাখি । #manasbangla#khoshbag#khoshbag#murshidabad#salauddinsumon#salahuddinsumon#sirajuddoula
ব্যক্তিগত মতামত ও পরামর্শ দেওয়ার জন্য নিচের মেইল আইডি তে মেইল করুন। manasbangla9@gmail.com
Stay Connected with me on Social Network :
Twitter : / manasbangla
Facebook : / manasbangla
Instagram : / manasbangla

Опубликовано:

 

11 май 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 965   
@SalahuddinSumon
@SalahuddinSumon 2 года назад
দেখবো দেখবো করে আয়েশ করে দেখার সুযোগ পাচ্ছিলাম না। আজ দেখে ফেললাম ভিডিওটা। খুব ভালো লাগলো। সত্যিই মানস দা'র সাথে এই ভ্রমণ স্মৃতি অমলিন থাকবে আজীবন। বুকে আগলে ধরে দাদা দেখালেন সবকিছু। দাদার বাইকে করে ঘুরলাম অনেক জায়গায়। বাইকে বসেই দাদার মুখে জানলাম, অনেক ইতিহাস।
@hafijurrahman1336
@hafijurrahman1336 2 года назад
দাদা এই পার্টে তোমার video টা এখনো পেলাম না। অনেক অপেক্ষায় আছি
@manasbangla
@manasbangla 2 года назад
তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার চিরস্মরণীয় হয়ে থাকবে। তোমার আন্তরিকতা ও ব্যবহার আমি ও আমার পরিবারকে মুগ্ধ করেছে। মুর্শিদাবাদ বহুবার ঘুরেছি কিন্তু তোমাকে সাথে নিয়ে ঘোরার আনন্দটাই ছিল আলাদা। বহু কিছু বাকী রয়ে গেলো। পরবর্তী সময়ের অপেক্ষায় রইলাম। আগাম আমন্ত্রণ রইলো।
@MdRiyaz11052
@MdRiyaz11052 2 года назад
ভাল থাকুন সুস্থ থাকুন..
@user-bm3rb2od2k
@user-bm3rb2od2k 2 года назад
@@manasbangla দাদা ঢাকার জিঞ্জিরা প্রসাদ ভ্রমণের আমন্ত্রণ জানাচ্ছি
@ilikeflower9912
@ilikeflower9912 2 года назад
দুই বাংলার দুজনের কমান্ট সত্যিই খুব ভাল লাগলো এমন যদি এক হত দুইবাংলা যার যার ধর্ম সে পালন করবে থাকতো না কোন বাধা তাহলে সবকিছু দেখা সুবিধা হত,যেমন ছোট বেলা প্রাইমারী স্কুলে ছিল না কোন ধর্মের বাধন, ছিল শুধু সবাই বন্ধু, কে কোন ধর্মের সেটা কখনো ভেবেই দেখতাম না জানতাম সে হিন্দু বন্ধু আমি মুসলিম,,আমি বাংলাদেশী
@orangemediabd355
@orangemediabd355 2 года назад
দাদা আপনাদের দুজনের ভিডিও দেখার পর চোখের পানি ধরে রাখতে পারিনা। কারন সঠিক ইতিহাস তুলে ধরেন। আমার প্রিয় দিদিকে সালাম দিলাম। নন্দীগ্রাম, বগুড়ার, বাংলাদেশ।
@ExplorerArka
@ExplorerArka 2 года назад
দুর্ধর্ষ। । অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম যে কবে দুই বাংলার দুই ইতিহাসপ্রেমী মানুষকে একই পর্দায় দেখবো।। ধন্যবাদ মানসদা এত সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য।
@Tofail256
@Tofail256 2 года назад
Apnader video khub bhalo
@anitajoya5691
@anitajoya5691 2 года назад
কবে হবে একই ভাষার ভিন্ন ধর্মের দুই সম্প্রদায়ের মনের ও বিবেকের এবং ব্যাবহারের মিলন এমনি বাস্তবিক রূপে! তা দেখার অপেহ্মায় আছি । আমার বয়সীরা কী দেখে যেতে পারবো ০০? মানুষে মানুষে এমন মিলনে পৃথিবীতে যেন সৌন্দর্য শান্তির সমাহার ভরপুর হয়ে উঠবে। কোথাও আর কোন সমস্যা থাকবে না। আহা! কী সুন্দর সেদিন হবে! বাংলাদেশ। ধন্যবাদ!
@mrigankshidas7839
@mrigankshidas7839 2 года назад
আপনাকে এবং সুমন ভাই আমার তরফ থেকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা । আমি দুজন নের ভিডিও মন দিয়ে দেখি।
@amalbal2299
@amalbal2299 2 года назад
Nv b mvp
@shribijanhalder191
@shribijanhalder191 2 года назад
@@anitajoya5691 বেশী ইমোশন হয়ে পড়বে না।। দুই সম্প্রদায়ের মনের মিলন হলে বাংলাদেশে হিন্দুরা ৪% এ নেমে যেত না, আর হিন্দুর মেয়ে গুলো কে বিয়ে করে খুন করতো না মুসলিম রা।। আর ভারতে হিন্দুরা কত ভালো আছে, তা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এর পর জানা গিয়েছে ।। সুতরাং আবেগে গা ভাসাবেন না।। আপনি বিপদে পড়লে কোনো মুসলিম আপনার পাশে দাঁড়াবে না । আমি দক্ষিণ ২৪ পরগনা থেকে বলছি, এখানে অনেক হিন্দু এখনো ঘর ছাড়া।।
@dipakroy6091
@dipakroy6091 2 года назад
দারুন দারুন,,দু বাঙালী এবং দুই বাংলা ,এপার ওপার যেন এক হয়ে যায়। পুরোনো ইতিহাস যেন আবার ফিরে আসে।।।
@mamunhossain16
@mamunhossain16 2 года назад
দাদা আসলে চোখে পানি চলে আসছে.... অনেক কষ্ট করে সঠিক ইতিহাস তুলে দরার জন্য অনেক ধন্যবাদ। বাংলাদেশে আসবেন , আপনাকে আর সুমন ভাইকে ধন্যবাদ।
@mohsinmani9632
@mohsinmani9632 2 года назад
আপনি, সুমন এবং সমর্পিতা বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার স্মৃতি রক্ষায় অসাধারণ সব উদ্যোগ নিয়েছেন, নিতে যাচ্ছেন। আমি আপনাদের সহযাত্রী হতে প্রস্তুত। আপনারা আমার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অতল ভালোবাসা এবং অভিবাদন গ্রহণ করুন।
@fafpresents1081
@fafpresents1081 2 года назад
পশ্চিম বাংলা মুলত বাংলার ইতিহাসের আতুরঘর। বাংলা ও বাংলার ইতিহাস কে জানতে ও বুঝতে হলে পশ্চিম বাংলায় যেতেই হবে। চট্টগ্রাম থেকে দেখছি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ❤️❤️
@subhamghosh8991
@subhamghosh8991 2 года назад
🙏🙏নমস্কার মানস মহাশয় এবং সালাউদ্দিন সুমন মহাশয়। সালাউদ্দিন সুমন মহাশয়কে ভারতবর্ষের বাঙালিদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মানস বাবু এবং সালাউদ্দিন সুমন বাবুর এই সুন্দর ভিডিওটা দুই বাংলার মিলনের ভিডিও। আমরা আপামোর বাঙালিরা খুবই আনন্দিত এই ভিডিওটা দেখে। এই ভাবেই ভারতবর্ষ এবং বাংলাদেশের বাঙালিরা মিলেমিশে থাকুক এটাই কামনা করি ভগবানের কাছে🇮🇳🇧🇩❤️❤️❤️💝। এই ভিডিওটা দেখে খুব আবেগপ্রবণ হয়ে পরলাম। তারপর আমি তো আবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বাসিন্দা। আমি সুমন বাবু ও মানস বাবুর ভিডিও প্রায় দু'বছর ধরে দেখি এবং সত্যিই খুব ভালো লাগে আমার। আপনাদের কর্মের ভক্ত হয়ে পরেছি এক প্রকার।
@rafiqulislam-us7tw
@rafiqulislam-us7tw 2 года назад
মানসদা,বাংলাদেশ থেকে লিখছি।আপনাকে, সালাউদ্দিন সুমন এবং আজকের লুৎফুন্নেসা'কে একসংগে ঐতিহাসিক মুর্শিবাদে দেখার সুপ্ত বাসনা পুরন হলো। আপনার বর্ননা শুনে মনে হচ্ছিল আমিও যেন আপনাদের সংগে সিরাজের "হীরাঝিল" প্রাসাদে হাঁটছিলাম। ধন্যবাদ আপনাকে,সুমন ও আজকের সিরাজের "বেগম"কে।
@bhaskarsarkar4067
@bhaskarsarkar4067 2 года назад
ফাটাফাটি! মানসবাবু এবং সুমনভাই একসঙ্গে। দুজনের ইউটিউব চ্যানেল ই আমার ভীষন প্রিয়।
@Sandy-tw8ru
@Sandy-tw8ru 2 года назад
সমর্পিতা, আজকের লুৎফুন্নিসা দিদিকে জানাই আন্তরিক ভালবাসা, শ্রদ্ধা ও শুভকামনা। দিদির কাজ সবার জন্য অনুকরণের যোগ্য।
@HabibKhan-xc8ls
@HabibKhan-xc8ls 2 года назад
দুই বাংলার দুই ইতিহাস ও ঐতিহ্যপ্রেমী ❤️❤️
@bagubiswas642
@bagubiswas642 2 года назад
খুব ভালো লাগলো মানস'দা সুমন ভাইকে একসাথে পেয়ে। খুব ইচ্ছে আছে এমাসেই হিরাঝিল দেখতে যাওয়ার। বোন সমর্পিতার জন্য একরাশ শুভকামনা।
@karinulbhuiyan3029
@karinulbhuiyan3029 2 года назад
মর্মস্পর্শী বর্ণনায় আমার চোখে ও পানি চলে আসছিলো! ঐ বোনটির আকুতির প্রতি শ্রদ্ধা। উনাকে সালাম জানাবেন।
@yusufibnishaque6672
@yusufibnishaque6672 2 года назад
অসাধারণ..... দুই বাংলার মানুষের হৃদয় আবারও মিলে মিশে একাকার...
@songlover5961
@songlover5961 2 года назад
🙄🙄🙄 natok
@rakinsifullah6868
@rakinsifullah6868 2 года назад
অসাধারণ ❤️ দু'জন ইতিহাস প্রেমি মানুষ। ইতিহাস মিলেমিশে একাকার। ❤️
@haridasdalui1176
@haridasdalui1176 2 года назад
খুব ভালো লাগলো, দুই বাঙলা একসাথে 🙏🙏🙏❤️❤️❤️ ধন্যবাদ মানসবাবু,ধন্যবাদ সুমনবাবু
@MrSazed09
@MrSazed09 2 года назад
খুবই ভালো লেগেছে। তারও চেয়ে বেশী ভাল লেগেছে সর্মপিতা সাথে থাকাতে। কারণ তার আবেগকে আমি সম্নান করি। সিরাজ-উদ-দৌল্লার প্রতি সমর্পিতার ভালবাসা অতুলনীয়।
@sarmilamajumder6819
@sarmilamajumder6819 2 года назад
খুব ভালো লাগলো সত্যি নিরসার্থ ভাবে যেভাবে সমরপিতা দি যেভাবে করছে,,বলার কোনো ভাষা নেই।ভালো থাকবেন আপনারা 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@nbvmonajir
@nbvmonajir 2 года назад
বাহ!! মন জুড়িয়ে গেল। ভালো থাকুক শেষ স্বাধীন নবাব সিরাজের স্মৃতি, ভালো থাকুক তার ইতিহাস, ভালো থাকুন আাপনারা।
@pradipkar2685
@pradipkar2685 2 года назад
সালাহউদ্দিন সুমন আমার একজন প্রিয় ব্লগার। আপনাদের দুজনকে একসাথে দেখে খুবই ভালো লাগলো 🍁
@pranaychakraborty7441
@pranaychakraborty7441 2 года назад
চোখে জল এসে গেল। কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই 🙏। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। ❤
@voiceofpeace9821
@voiceofpeace9821 2 года назад
দুই দেশের দুই পাগলা। ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের দুজনের জন্য দোয়া রইলো।
@rahulchakrabarty3538
@rahulchakrabarty3538 2 года назад
দুজনকে 🙏🙏🙏 🇮🇳❤️🇧🇩 দুই দেশের সাম্প্রদায়িক শক্তিগুলো নিপাত যাক মানবতা জিন্দাবাদ ❤️
@azharulislam4975
@azharulislam4975 2 года назад
সাম্প্রদায়িক শক্তিগুলো নিপাত যাক, মানবতার জয় হোক সবখানে। 🇧🇩❤️🇮🇳
@dwijendramohanbasak6730
@dwijendramohanbasak6730 2 года назад
Amra ek e desh.. sob engrej der chokranto
@rajibchowdhury5694
@rajibchowdhury5694 2 года назад
ব্রাহ্মণরা নিপাত যাক।
@fahimsojib1511
@fahimsojib1511 2 года назад
Right dear.
@dwijendramohanbasak6730
@dwijendramohanbasak6730 2 года назад
@@fahimsojib1511 bondhu .. hindu muslim ek e jati, amra vai vai, amdr sotru ek e .. soyatan america europe er christian ar ihudi jati.. ora prithibir kolonko
@ashikmusicplus7589
@ashikmusicplus7589 2 года назад
মানস দা এবং সুমন ভাই দু'জনেই আমাদের প্রিয় মানুষ। দু'জনকে একই ভিডিওতে দেখে খুব ভালো লাগলো। বিশেষ করে নবাব সিরাজুদ্দৌলার খোশ বাগ মহল নতুন করে আবিষ্কার এবং এই মহল ঘিরে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা সত্যি প্রশংসনীয়। ভবিষ্যতে মানস দা'র সঙ্গে দেখা করার প্রত্যাশা রইলো।
@debalinabiswas9979
@debalinabiswas9979 2 года назад
এই দুজন মানুষকে একসাথে দেখার ইচ্ছে ছিল কয়েক বছর ধরে❤️ .. মানস বাবু এপার বাংলায় যা দেখান , সুমন বাবুও ওপারে তাই দেখান ..এত মিল . এপার ওপার মিলেমিশে একাকার ❤️💝আসলে আমরা তো মন থেকে সবাই একইরকম .. ভালো থাকবেন দুজন.. আর এভাবেই আমাদের আনন্দ দেবেন , সমৃদ্ধ করবেন 💝 অসাধারণ ভিডিও.. ধন্যবাদ❤️🙏
@bappadityapaul9712
@bappadityapaul9712 2 года назад
খুব ভালো লাগলো দুই বাংলার প্রতিভাবান ইতিহাস প্রেমী ইউটিউবার কে একসাথে দেখতে পেয়ে।
@gaffarabdur2739
@gaffarabdur2739 2 года назад
দুই বাংলার দুই ইতিহাস প্রেমিক ও সাথে লুৎফন নেছা কে দেখে সত্যি মনটা জুরিয়ে গেল। ঐতিহাসিক কারনে আজ দুই বাংলা বিভক্ত কিন্তু আমাদের সাংস্কৃতি এক । এ,গাফ্ফার ডেপ্টফোর্ড ব্রডওয়ে লন্ডন যুক্তরাজ্য ( মানস দা ভক্ত মানুষ আমি)
@hellobdtours2960
@hellobdtours2960 2 года назад
মনের ইচ্ছাটা আজকে পূরন হলো দুই বাংলাকে এক হতে দেখে এবং এক সাথের ভিডিও দেখে। মনে হচ্ছিল ইতিহাসের সেই দুই বাংলা আজ এক হয়ে গেছে। অসাধারণ অতুলনীয় ভিডিও।
@hasibali3788
@hasibali3788 2 года назад
মোরা একই বৃন্তে দুটি কুসুম! ওই কাটাতারের বেরার সাধ্য নেই আমাদের আলাদা করার। ভালোবাসা ওই বাঙলার প্রতি 🇧🇩❤️🇮🇳
@soro4634
@soro4634 2 года назад
Watching from Bangladesh 🇧🇩 I am a Muslim. আমি সুমন ভাইয়ের সব ভিডিও গুলো দেখেছি প্রায় 🙂🙂 এখন মাঝে মাঝে আপনার ভিডিও গুলো দেখবো আমি 👍👍🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
@azizulwadudbahar1695
@azizulwadudbahar1695 2 года назад
দুই বাংলার দুই ইতিহাস প্রেমিককে একসাথে দেখে ভীষণ ভাল লাগলো ! অভিনন্দন মানস দা', অভিনন্দন সুমন ভাইকে ।
@dipanwitaroy828
@dipanwitaroy828 2 года назад
Khub valo laglo.
@azmaluddin9333
@azmaluddin9333 2 года назад
দেশ টা ভিন্ন হলেও বাঙালির হৃদয়টি অভিন্ন।(পঃবঃ)
@shafincomputer5657
@shafincomputer5657 2 года назад
Thank you
@basiclife5693
@basiclife5693 2 года назад
অখন্ড ভারতের স্বপ্ন দেখি বাংলাদেশ থেকে
@tapasbhattacharyya5676
@tapasbhattacharyya5676 2 года назад
অপূর্ব সুন্দর,দুই বাংলার এই মেলবন্ধন আমাদের অনেক দিনের স্বপ্ন।খুউব খুশী হয়েছি।দুজন কে অনেক, অনেক শুভেচছা ও ভালোবাসা জানাই। 🙏🙏
@tapolsss9765
@tapolsss9765 2 года назад
সুমন ভাই কেজ মানুষ দাদার সাথে দেখবো এটা আমি কোনদিন ভাবিনি ।ধন্যবাদ দুই বাংলার জনপ্রিয় মানুষ কে
@kabirhussaintapadar
@kabirhussaintapadar 2 года назад
দুই বাংলার দুই রত্মকে একসাথে দেখে অনেক ভালো লাগলো আমিও ইতিহাসকে অনেক ভালোবাসি ‌
@riponchandrasarker5189
@riponchandrasarker5189 2 года назад
দুই বাংলার আমার প্রিয় দুজন মানুষকে একত্রে দেখে খুব ভালো লাগলো। অসাধারন।....ময়মনসিংহ, বাংলাদেশ থেকে....
@sandeepanroy8417
@sandeepanroy8417 2 года назад
দাদা আমাদের ঠাকুরদারা চট্টগ্রাম লোক ছিলো আমার অনেক মোণ যাবার
@peacefulindian
@peacefulindian 2 года назад
13:02 অসাধারণ। চোখে জল এলো। সত্যিই আমরা শহীদ সিরাজউদ্দৌলা এর হিরাঝিল না দেখে মিরজাফর এর বংশধরদের হাজারদুয়ারি দেখি।। 😢😢😢 সরকার অতিসত্বর উদ্যোগ নিয়ে কিছু একটা ব্যবস্থা নিক।
@anny...1608
@anny...1608 2 года назад
অবশেষে ইচ্ছে পূরণ. সুমন ভাইকে স্বাগত... মানস বাংলা কেও অনেক অভিনন্দন...🙏💐
@BITTUSIKDAR
@BITTUSIKDAR 2 года назад
INDIA 🇮🇳 ❤ 🤝 ❤ 🇧🇩 BANGLADESH LOVE FROM KOLKATA
@bblsbashar8082
@bblsbashar8082 2 года назад
বাংলাদেশ থেকে দেখছি ❤️❤️🇧🇩🇮🇳ভালোবাসা অবিরাম
@nurulislamserdar4049
@nurulislamserdar4049 2 года назад
আহ, আমার ২ই জন প্রিয় মানুষ , আপনাদের দুজনকে একসাথে দেখে আমার যে কত আনন্দ লাগছে যা বলে বুঝাতে পারবো না , আপনাদের দুজনের মঙ্গল কামনায় সব সময় ।
@krishanwarrior1367
@krishanwarrior1367 Год назад
দুই বাংলার দাদা কে একসাথে দেখে আমি মুগ্ধ হলাম জয় হিন্দ ।
@safinmahmud3445
@safinmahmud3445 2 года назад
দুই প্রিয় ঐতিহাসিক ভ্রমণ পিপাসু একসাথে দেখে ভালো লাগলো 💚🇧🇩
@prabalparkrasi9585
@prabalparkrasi9585 2 года назад
The video has become world class.Thanks to both Manas and Suman. I am a 70 years old bengalee writing from Bangalore.
@mdnuruddin9574
@mdnuruddin9574 2 года назад
দু জনকে একসাথে দেখে খুব ভালোই লাগলো। ধন্যবাদ সুমন ভাই।
@abdulgofur1295
@abdulgofur1295 2 года назад
বাহ্,কি আচানক আকর্ষণীয় হয়েছে ,দুজনকেই আগে থেকেই জানি ,from India 🇮🇳 Assam ❤️🇧🇩
@smarajitchakraborty7673
@smarajitchakraborty7673 2 года назад
অপূর্ব। উপরওয়ালার ইচ্ছায় দুই বাংলার দুই ইতিহাস প্রেমির যুগোল বন্দি দুই বঙ্গের মানুষ ভীষণ ভাবে উপভোগ করেছেন এবং ইতিহাসের অনেক অজানা কাহিনী জেনে সমৃদ্ধ হয়েছেন।
@shyamalpaul4844
@shyamalpaul4844 2 года назад
আপনারা দুইজন ই সুবক্তা 🙏 সূমন ভাই ও আপনার মতো অত্যন্ত সুদক্ষ ব্লগার 🙏❤️ সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও প্রকাশ করেন 👌 আপনাদের দুজনকে ধন্যবাদ 🙏
@JAHANGIRMIDEA
@JAHANGIRMIDEA 2 года назад
আমি বাংলাদেশী আর ইতিহাসের ছাত্র ছিলাম । মানস বাংলা চ্যানলেকে সাবসক্রাইবার করে ফেললাম এবং দাদাকে জানাই শ্রদ্ধা সম্মান ও ভালবাসা ।
@abedinahmedsarjil3051
@abedinahmedsarjil3051 2 года назад
দাদা বাংলাদেশ থেকে বলছি এমন কোন দিন যায় না আমি আপনার ভিডিও দেখি না প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমি আপনার ভিডিও দেখে ঘুমাই আমিও একজন ইতিহাস প্রেমী মানুষ কিছু কারণে ভারত আসা হচ্ছে না আশা করছি খুব শীঘ্রই ভারত আসবো ভারতে আসলে অবশ্যই মুর্শিদাবাদে আসবো এবং মুর্শিদাবাদে আসলে আপনার সাথে অবশ্যই দেখা করবো । এপাশে সালাউদ্দিন সুমন ভাই আমি উনারও অনেক বড় ভক্ত। উনার সকল ভিডিও আমার দেখা হয়। কিছুদিন আগে আমি ভাবছিলাম যে আপনাদের দুজনকে একই পর্দায় কেন দেখা যাচ্ছে না । আর আজ আপনাদের দুজনকে এক পর্দায় দেখে আমি খুবই খুশি হয়েছি। ভালো থাকবেন মানস দাদা। এভাবেই একটির পর একটি ভিডিও দিয়ে যান আমরা আছি আপনার পাশে। উপরওয়ালা বাঁচায় রাখলে একদিন অবশ্যই দেখা হবে
@prabalparkrasi9585
@prabalparkrasi9585 2 года назад
কি ভালই না বললেন। আমি ব্যাংগালোর নিবাসী।
@nitadhua3775
@nitadhua3775 2 года назад
ভীষণ ভালো লাগলো। এভাবে দুই বাংলার দুজন প্রিয় মানুষ কে একসাথে দেখে মন ভরে গেল। দুজনের জন্য ই রইল অনেক অনেক শুভেচ্ছা। নদীয়া থেকে।
@kajaldebnath7049
@kajaldebnath7049 2 года назад
দারুন, ধন্যবাদ আপনাকে। আর সুমনকে ও ধন্যবাদ জানাবেন, তার দৌলতে বাংলাদেশের অনেক ইতিহাস আমরা দেখতে ও জানতে পেরেছি।
@kaziharun133
@kaziharun133 2 года назад
সত্যিই মানস দাদা, আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল আপনাদের দুই জনকে এক সাথে দেখার।আমি আবেগে আপ্লুত হলাম। সেই জন্য উপর ওয়ালাকে ও ধন্যবাদ জানাচ্ছি মানে বহুত শোকরিয়া প্রকাশ করছি।তো হিরাঝিল প্রাসাদ সংলগ্ন নবাব সিরাজ ও পলাশির যুদ্ধে নিহত শহিদ দের স্বরণে স্হৃতিস্তম্ভ নির্মিত হবে জানতে পেরে আনন্দিত হলাম। আর এর মুল কৃতিত্বের দাবীদার একমাত্র আপনি স্বয়ং। আমি আপনার ও আপনার পরিবারের সকলের সুস্বাস্হ্য ও দীর্ঘায়ু কামনা করি।পরিশেষে আপনি ও আমাদের প্রিয় সালাউদ্দিন সুমন ভাইকে শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
@mdimranhasan6438
@mdimranhasan6438 2 года назад
যতবার তোমাদের দুজনের ভিডিও দেখি ততোবার মন যেনো বলছে তোমাদের দুজনের দেখা হক আজ আমার মনের আশা পুর্ণ হলো খুব ভালো লাগে দুজনকে একসাথে দেখে দুজনেই বাংলার পুর্ব ঐতিহ্যবাহী ধরে তুলেন দুজনের ভিডিও খুব ভালো লাগে মাঝে মাঝে মনে করতাম দুজনের ভিডিও গুলি একর রহস্যেরগেরা দুজুন দুজনকে চেনাজা নেই মাঝে মাঝে ভাবতাম যে যদি দেখাপরিচয় হয় তাহলে খুব ভালো লাগবে যেটা আশা করেছি সেটা আজ পুর্ণ হলো খুব ভালো লাগছে দুজনকে
@aditidasgupta6749
@aditidasgupta6749 2 года назад
সত্যিই এতদিন পর মানস দা এবং সুমন দা কে একসঙ্গে দেখে খুব ই ভালো লাগছে ।
@shyamadey9254
@shyamadey9254 2 года назад
নমো নমো নমো বাংলাদেশ মমো চির মনোরমো চির মধুর !! 💐💐💐💐💐💐💐 নমো নমো নমো সুন্দরী মমো জননী বঙ্গভুমি গঙ্গার তীর স্থিগধো সমীর জীবন জুরালে তুমি ।
@AnandaBhattacharya
@AnandaBhattacharya 2 года назад
ফেসবুকে দেখার পর ভিডিওটা আবার ইউটিউবে দেখলাম, যত দেখি ততই অভিভূত হয়ে যাই.........
@user-fs6qu5hu9i
@user-fs6qu5hu9i 10 месяцев назад
অনেক ভালো লাগছে খুব ভালো আমাদের দুই বাংলার ভিতরে অনেক ভালোবাসা আছে
@khalidkhan-ug1oi
@khalidkhan-ug1oi 2 года назад
কি বলবো?কিছুতো বলার নেই।মানস,সুমন,সমর্পিতা সবাই একসাথে। খুব ভালো লাগলো।মনটা মুর্শিদাবাদ এর জন্য কেমন করে যেন....
@bablubaidya3499
@bablubaidya3499 2 года назад
অসাধারন ছিলো।‌ দুই বাংলার ইতিহাস প্রেমী,দুই নায়ককে জানাই অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা 🙏🌷💕
@MdJahed-
@MdJahed- 2 года назад
দুই বাংলার দুই ইতিহাসপ্রেমি মানুষ। দাদা কে আমন্ত্রণ রইল বাংলাদেশ
@user-hd2ny5du6m
@user-hd2ny5du6m Год назад
দুই জনে আমাদের বাংলার ইতিহাস তুলে ধরেন। দুই জনের প্রতি মনের অন্তস্থল থেকে ভালোবাসা রইলো।
@unitedsandsofasad
@unitedsandsofasad 2 года назад
খুব ভালো লাগলো। ধন্যবাদ। ভালোবাসা ও শুভকামনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ক্লাসগুলোতে খুব প্রাসঙ্গিক ছিলো ব্যাপারগুলো। আজকের লুৎফুন্নেসাকেও অশেষ ধন্যবাদ।
@rahimaakter2482
@rahimaakter2482 2 года назад
অসাধারণ দাদা, ইতিহাসের দুই দিকপালকে এক সাথে দেখতে পেয়ে দর্শক হিসেবে আমরাও অভিভূত।
@fahimfardinlafamfarla9330
@fahimfardinlafamfarla9330 2 года назад
অনেক ভাল লাগল................ অনেক শুভ কামনা। এক দিন আমিও বেড়াতে আসব মুর্শিদাবাদে ❤️
@madhabidas5100
@madhabidas5100 2 года назад
আজ খুব খুবই ভালো লাগল। মানসবাবু এবং সুমন ভাই দুই ইতিহাসপেরমীকে একসঙ্গে দেখে।আজ আবার দুই বাংলা মিলেমিশে একাকার,সুস্থ থাকুন ভালোথাকুন।একসঙ্গে আরো ভিডিও পেতে চাই।বাঁকুড়া জেলার বিষ্ণু পুর থেকে।
@nurulislam-gm6mb
@nurulislam-gm6mb 2 года назад
দুই বাংলা এক হলে অনেক ভালো হতো আদি কাল থেকে মুসলিম খৃষটান হিন্দু সবাই মিলে মিশে ছিলাম ঐ রাজনীতি কারণ এ টুকরো করে বাংলা আসলে খুব দুখঃ লাগে ইনশাহ আল্লাহ একদিন ঠিক হবে
@ignatiusgomes1745
@ignatiusgomes1745 2 года назад
Good job dada. Keep it up. Thanks mis.Orpita, god bless you guys. 🙏 ♥️From 🇧🇭
@ChoyonExpress
@ChoyonExpress 2 года назад
প্রিয় মানষ দা ভাইয়া মুর্শিদাবাদ গিয়েছে আপনার সাথে দেখা হয়েছে দেখে খুব ভালো লাগলো আমিও আসবো মুর্শিদাবাদ আসব এবং আপনার সান্নিধ্য কামনা করব।
@monjuribegum1865
@monjuribegum1865 2 года назад
অনেক অনেক ভালো-লাগায় মন ভরে গেলো । মন ছুটে গেল অনেক দিন আগে দেখে আসা মন কেমন করা সেই প্রান্তরে। মন বলছে আবার যাবো, যেতেই হবে। শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।
@alokkatham5355
@alokkatham5355 2 года назад
অপূর্ব ভিডিও আমাদের উপহার দেবার জন্য মানোস দা ও সুমন দা আপনাদের দুজনেই অনেক অনেক ধন্যবাদ জানাই । আজ দুই বাংলা মিলেমিশে একাকার । এটাই তো আমাদের সংস্কৃতি তাইনা মানোস দা ।Samarpita দিদি কেও আমার অনেক শুভকামনা জানাই । তিনি ইতিহাসের ধংস প্রাপ্ত অধ্যায়ের পুনরুদ্ধারের কারিগর । তার অদম্য ইচ্ছা শক্তি কে আমি অসংখ্য শ্রদ্ধা ঞ্জাপন করি ।সুধু আমি কেন আমার মতো হাজার হাজার ভারতবর্ষের মানুষ তার কাজে আপ্লুত । তার স্বপ্ন পুরনহোক আর ভারতের ইতিহাসও সমৃদ্ধ হোক প্রত্যাশা রইলো । নবাবের প্রতি বঞ্চনার ইতিহাসও খানিকটা হ্রাস প্রাপ্তহোক আপনাদের সকলের প্রচেষ্টার মধ্যদিয়ে । দয়াকরে হিরাঝিল সংস্কার কমিটির ব্যাঙ্কের একাউন্ট নম্বরটি আপনার ভিডিও তে প্রকাশ করবেন অনুরোধ রইলো ।
@mymind5174
@mymind5174 2 года назад
সুৃমন ভাই, সমর্পিতা দিদি ও মানষ দা কে এক সংগে দেখে খুব ভালো লাগল,আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।🌺 সুমন ভাইয়ের প্রতি একটি অনুরোধ রইল যে-""বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার অন্তরগত ধলই ইউনিয়নের শফিনগর গ্রামে একটি ঐতিহাসিক ব্যাক্তি এবং নিদর্শন আছে তা ইতিহাস ঐতিহ্য সম্বলিত,ইহা আপনার চ্যানেলের মাধ্যমে তুলে ধরে বাংলার ইতিহাস কে আরো সমৃদ্ধ করে তুলতে পারবেন। মোগল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা তৎকালীন বর্মার আরকানে অবস্থান কালীন সময়ে তার পুত্র শাহমনোহর শফিনগর গ্রামে বসতি স্থাপন করে, তিনি ছিলেন একজন সুফি দরবেশও। উক্তগ্রামে তাঁর দরগাহ শরীফে তার ব্যবহৃত পাগড়ি, দলিল, কিছু জিনিস পত্র শত শত বছর ধরে এখনো সংরক্ষিত আছে। বাদশাহ আলমগীর তামারপাতে খোদাই করে তাঁকে শতদ্রোন জমি দান করেন। 🌹
@mrbin5199
@mrbin5199 2 года назад
অনেকদিন অপেক্ষায় ছিলাম আপনাদের একসাথে দেখব আজ সেটা পূরণ হলো tnx...... ❤️❤️❤️🙏
@anjumanara2184
@anjumanara2184 2 года назад
Oh my goodness. Salute both of you guys. Bangladesh theke .
@asyouwish3298
@asyouwish3298 2 года назад
মানুষ ভাই আপনি দুই বাংলার মিলন যেভাবে দেখালেন তাতে আপনাকে কি বলে ধন্যবাদ সেই ভাষা খুঁজে পাচ্ছিনা। আমরা কবে বুঝব যে আমরা মুসলমান নই বা হিন্দু নয় ,আমরা সবাই একই মায়ের সন্তান।
@SOTOTA66
@SOTOTA66 2 года назад
অসাধারণ লাগলো, দুজনে যেন দুজনের সঙ্গে সাক্ষাতের জন্য উৎকর্ন হয়ে অপেক্ষা করছিলেন ! দাদা ভাইএর এই অনন্য স্মৃতি দুজনের মনে চির ভাস্বর হয়ে থাকবে বলে আমি মনে করি !
@sujandas1291
@sujandas1291 2 года назад
আমার প্রিয় দুজনকে একসাথে দেখে খুব ভালো লাগলো ৷
@MegaAkashnil
@MegaAkashnil 2 года назад
বাংলাদেশের বরিশাল থেকে বলছি। অসাধারণ একটি ভিডিও দেখলাম। মানস দা ও সুমন ভাইকে একসাথে দেখার ইচ্ছে ছিল বহুদিন, অবশেষে সেই প্রত্যাশা পূরন হল। এই দুই ইতিহাসপ্রেমীর একজায়গায় উপস্থিতি থেকে এটাই প্রমানিত হয়, দুই বাংলার মানুষ কত ভালবাসে সিরাজকে এবং হীরাঝিল উদ্ধারে সকলেই নিবেদিত প্রাণ। অসাধারণ মুহুর্তগুলো ধরে রাখার জন্য মানসদাকে অনেক অনেক ধন্যবাদ।
@imransekh2819
@imransekh2819 2 года назад
মানস বাবুর উপস্থাপনা কথার মধ্যে পাওয়া যায় সব সময় সব জিনিসে উচ্চ ধারণা রাখে। মানস বাবু আমার খুব খুব ভালো লাগে। মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। পূর্ব বর্দ্ধমান নাদনঘাট থেকে আন্তরিক অভিনন্দন।
@supnohinshafik3409
@supnohinshafik3409 2 года назад
সত্যিই খুভ ভালো লাগলো দুই জন প্রিয় মানুস কে একসাথে দেখে। 🇧🇩🇧🇩🇧🇩
@archangiri6464
@archangiri6464 2 года назад
কি পরিমান ভালো লাগলো আজকের উপস্থাপনা ভাষায় প্রকাশ করা যাবেনা। সুমন ভাই আর মানস দা দুজনের আগ্নেয় উপস্থিতি তে উজ্জ্বল হয় রইলো এই ভিডিও মনের ভিতরে। উপরি পাওনা হিসেবে রইলো নবাবের প্রাসাদের অঞ্চলে স্মৃতি স্তম্ভ তৈরির আনন্দ সংবাদ। ভালোবাসা নেবেন মানস দা, ভালোবাসা নেবেন সুমন ভাই। 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Goodboy-yg3pz
@Goodboy-yg3pz 2 года назад
বাংলাদেশ দেশ থেকে দেখছি আপনাদের অসংখ্য ধন্যবাদ বিশেষ করে দিদিকে তার এই উদ্যগ নবাব সিরাজদৌলার আবেগ আর ভাল বাসার জন্য।
@mdsamsuddin2592
@mdsamsuddin2592 2 года назад
সমর্পিতা ,সুমন এবং মানসদাকে অশেষ ধন্যবাদ৷
@samimsk144
@samimsk144 2 года назад
সুমন ভাই ও মানস দা কে একসাথে দেখে অনেক ভালো লাগলো❤❤❤
@ismailidris3301
@ismailidris3301 2 года назад
প্রকাশ করতে পারছিনা কিযে ভালো লাগলো ! দুই প্রিয় মানুষ আর দুই বাংলা, আর প্রিয় সিরাজ ঊদ্দোল্লাহ - এই অনুভূতি শুধু অনুভবের, প্রকাশের ভাষা যেন সেখানে নীরব !
@khairulIslam-cl4gq
@khairulIslam-cl4gq 2 года назад
সুমন ভাই ও মানস বাংলার দাদা এই জনই বাংলা ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার নায়ক 💖💖 দোয়া রইলো
@sufisujon
@sufisujon 2 года назад
অসংখ্য ধন্যবাদ দাদা বাংলাদেশ থেকে 🇧🇩🙏
@mukulchakraborty5989
@mukulchakraborty5989 2 года назад
Wonderful presentation by my both history lovers HERO, I salute both of you.
@taposhsen2739
@taposhsen2739 2 года назад
প্রিয় ২ জন ইতিহাস লালনকারী মানুষকে এক সাথে দেখার আনন্দ আলাদা। যারা ২ বাংলার ইতিহাস কে তুলে আনছে। এই ভাবেই এই ২ জন কে বাংলাদেশে একসাথে ইতিহাস খুজার ভিডিও দেখার আশা থাকলো।
@moonimuislam7504
@moonimuislam7504 2 года назад
অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম যে কবে দুই বাংলার দুই ইতিহাসপ্রেমী মানুষকে একই পর্দায় দেখবো। আজ সত্যি হলো
@saro8624
@saro8624 2 года назад
সত্যিই অসাধারণ লাগলো ধন্যবাদ দাদা ভাই আপনাকে। আমি সুমন বলছি বাংলাদেশ ঢাকা থেকে। লাভ ইউ দাদা ভাই
@shahinurrahman6493
@shahinurrahman6493 2 года назад
ভালো লাগলো আপনাদের দুজনের মেলবন্ধন অনুষ্ঠানের জন্য। ❤️❤️❤️❤️❤️❤️
@zahidulislamislam15
@zahidulislamislam15 2 года назад
খুবই আনন্দিত হলাম আরো আনন্দ পাবো দু'জন মিলে মিশে দুই বাংলার ঐতিহাসিক নিদর্শন দেখালে ঠিক এই রকম
@ofchowdhury6185
@ofchowdhury6185 2 года назад
অসাধারণ অনুভূতি প্রকাশ করা অসম্ভব। সারাক্ষণ বারংবার ভিডিওটা দেখতে ইচ্ছে করছে। তবে সমর পিতা উদ্দোগ নিয়েছে শহিদ স্মৃতি সৌদ নির্মাণের জন্য। এমন মানবিক ও ইতিহাস বিদৌত মনোভাবের মানুষ খুবই কম দেখা যায়। মানুষ ও সুমন ও সরকার ভাতৃত্বদয় সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা শুভকামনা। আরব উপসাগর কাতারের রাজধানী দোহা নগরি থেকে ওমর ফারুক চৌধুরী।
@alamgirhossain9550
@alamgirhossain9550 2 года назад
ভারতীয় দাদা আর বাংলাদেশের সুমন ভাই স্যালুট দুই ইতিহাস বেত্তাকে।
@kamalkrishnamandal7809
@kamalkrishnamandal7809 2 года назад
তোমরা হলে আমাদের ইতিহাসের মাষ্টার।
@sayeedasad
@sayeedasad 2 года назад
দুজন পছন্দের মানুষকে একত্রে দেখে অনেক ভাল লাগছে।
@hasibpanna7759
@hasibpanna7759 2 года назад
ধন্যবাদ মানস'দা, সুমন ও সমর্পিতা'কে। ধন্যবাদ উজ্জ্বল'কেও। আকাঙ্খিত শহীদমিনারের বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করবার প্রত্যাশা ব্যক্ত করছি। বেঁচে থাকলে আগামীতে কোনো এক পলাশী দিবসে সৃষ্টির অধীশ্বরের কৃপায় শ্রদ্ধা নিবেদনের জন্য উপস্থিত হবো হীরাঝিল প্রাঙ্গণে।
@tapassaha5771
@tapassaha5771 2 года назад
আমার প্রিয় দুজন youtuber। সুমন ভাই আপনি সত্যিই অনেক ভাল মনের একজন মানুষ। একজন বাংলাদেশি হিসেবে আপনাকে নিয়ে খুব গৌরব হয় আমাদের।
@zahangiralom663
@zahangiralom663 2 года назад
এপার বাংলা ওপার বাংলা মাঝখানে কাঁটাতার, রক্তে মাংসে সবাই বাঙ্গালি এক বৃত্তে এই বাংলার। রাজশাহী,, বাংলাদেশ 🇧🇩🇧🇩🇧🇩
@mdabdulawal73
@mdabdulawal73 2 года назад
ক্ষমতায় বাঙলী ছিলনা, তাই হয়তো কাঁটাতার।
@SOTOTA66
@SOTOTA66 2 года назад
কাঁটাতার দিয়ে হৃদয়কে, মানবতা আটকে রাখা যায় না !
@fahimsojib1511
@fahimsojib1511 2 года назад
জি ভাইজান।
@Allaha6l
@Allaha6l 2 года назад
এতেই মঙ্গল দুই ধর্মের লোকের
Далее
Документы для озокомления😂
00:24