এটা বলার জায়গা তো এখানে নয়। বাংলাদেশে আইনের শাসনের অভাব আর মাস্তান তন্ত্রের কারনে এমন কিছু ঘটনা ঘটে। প্রভাবশালী কিছু মুসলিম দুর্বল কোনো মুসলিমের জায়গা দখল করে আবার প্রভাবশালী হিন্দুকে নিজের ছোট ভাইয়ের জায়গা দখল করতে দেখেছি। প্রশাসন ও সরকার দলীয় নেতাকে টাকা খাওয়াতে পারলে প্রশাসন আপনার কথাও শুনবে। শুধু শুধু দেশের বদনাম জায়গা বেজায়গায় বলে বেড়াবেন না কারন দেশটা আপনারও।