আল্লাহ যা করেন তাতেই কল্যাণ কিন্তু আমরা বুঝিনা। যদি এমন না হতো তাহলে এই ভালো বাসা কখনো প্রকাশ পেতোনা। এই ব্যাংক গুলো সযতনে রাখা হোক মানুষের আবেগের ভালো বাসার প্রকাশ গুলো যাতে ভবিষ্যৎ প্রজন্মকে জানানো যায়।
যুদ্ধক্ষেত্রের সমস্যা যুদ্ধক্ষেত্রে সমাধান করতে হয় গোল টেবিলে না। বাংলাদেশের নদী সমস্যা এমনই একটি বিষয়। এজন্যে মার্কিন/চীনা/রুশ সামরিক ঘাঁটি পারমাণবিক বো-মা সহ দেশে থাকতে হবে।
হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর; এবং প্ৰত্যেকের উচিত চিন্তা করে দেখা আগামী কালের জন্য সে কী অগ্রিম পাঠিয়েছে। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর; তোমরা যা কর নিশ্চয় আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত।
যমুনা টেলিভিশনকে ধন্যবাদ, বাট উপস্থাপিকার পোশাক আশাক আরেকটু ডিলা ডালা হলে, অন্তত যারা বেপর্দা পছন্দ করে না তাদের জন্য ভালো হয় ❤❤❤যমুনা টেলিভিশন ❤❤❤ ❤❤
কুমিল্লা ব্রাহ্মণপাড়া বুড়িচং থানা আরো অনেক জায়গার মানুষ বন্যার পানিতে। অনেক গর্ভবতী শিশু বাচ্চা মা সহ অনেকে কষ্ট পেতেছে বন্যার পানিতে। সান পাড়া জিরুন রান্নাঘর জগনাথপুর সাদপুর তন্ডিপুরে এসব আমি চলে।
প্লিজ আপনারা দয়া করে কুমিল্লা জেলা উপজেলা বরিশাল উপজেলার এর ভিতরে গ্রামে গিয়ে তাদেরকে উদ্ধার করেন তাদের জন্য খাবার নিয়ে যান। গ্রামে না থাকাতে খুবই সংকটময় হচ্ছে না কেউ থাকার জায়গা পাচ্ছে না উঁচু দালানকোঠা নেই।