Dada, ami barir interier wall a waterproof r damproof primer kratey chai6i kintu amr current j paint a6ey wall seta only 2years hye6ey and wall ar surface akhno smooth a6ey. Tahley o ki damp proof r waterproof primer krar agey wall ar paint ta tultey hbey naki existing paint ar upor primer dewa jabey?
Putty ও primer একসাথে মিক্সড করে লাগানোর কোনো নিয়ম নেই। এবং আমরা এই ভাবে কাজ করিনা। কোনো পেইন্টার ভাই যদি নিজস্ব আইডিয়া থেকে করেন। সেটা ওনার পার্সোনাল। কোনো কোম্পানির ইন্সট্রাকশন এ এই ধরনের কথা বলা নেই।
বাইরের দেওয়ালে প্রায় ১৫ বছর আগে আলটিমা রং করা ছিল, কোথাও রং একেবারে উঠে যায়নি কিন্তু হাল্কা হয়েছে,এখন যদি। স্মার্ট কেয়ার কে প্রাইমার হিসাবে ব্যবহার করি তবে কটি কোট দেওয়া উচিৎ?
@@barunkumarsar3944 1কোট প্রাইমার করলেই হবে। তবে ওয়াল টি ভালো ভাবে ক্লিন করে নেবেন। ক্লিন করতে গিয়ে কোথাও যদি রং উঠে গিয়ে প্লাস্টার ওয়াল বেরিয়ে আসে। কেবল সেই জায়গায় 2 কোট করবেন।
@@rainbowpainttech দেওয়ালে যদি paint করা থাকে তারপিন দিয়ে , তাহলে কি সেই দেওয়ালে প্রাইমার এর সঙ্গে স্টেইনার মিক্স করে দেওয়ালে লাগানো যাবে, pls ektu bolben amk , Ami confused hoye jaschi
দাদা আপনার ফোন নাম্বার টা কি পাওআ যাবে , আমার বাড়ির ভেতরের পুট্টি নষ্ট হয়ে গেছে । আমি এখন কি করে ঠিক করব , colour করানোর আগে ? কেউ বলছে ঘোষে তুলে দেবে , আবার কেউ বলছে ঘোষলে হবে না । পুরো নস্ট পুটি তুলে দিতে হবে । ৫ বছর আগে পুট্টি হয়েছিলো , সুধু পুট্টি করা প্রাইমার ছাড়া
কিন্তু রং মিস্ত্রি বলে নতুন দেওয়ালে এক কোট প্রাইমার দু কোট সনোসিম এবং দু কোট রং করতে । সোনোসিম আগে হবে এক কোট প্রাইমার তার উপর হবে । আপনি বলছেন দু কোট প্রাইমার করতে ? কোনটা ঠিক?