আমি লজ্জিত আমি এই দেশের নাগরিক 😔 বাংলাদেশে এখনকার ছাত্র রাজনিতি আর শেখ মুজিবের রাজনিতি এক নয়। তাই সবারই উচিত ছাত্ররাজনিতি ছেড়ে দেয়া এবং সারকারের উচিত ছাত্র রাজনিতি নিষিদ্ধ করা। দেশের সকল প্রকার ভালো কাজের কৃতিত্ব যদি সরকারকে বার বার দেয়া হয়, তাহলে খারাপ কাজের দায়ও সরকারকেই নিতে হবে। #LoveYouBangladesh #StopStudentPolitics
আমেরিকার বিশ্ববিদ্যালয়ে মিছিল ও সমাবেশ নাই । আছে পড়া- লেখা । আর বাংলাদেশের বিশ্ববিদ্যালয় গুলো মিছিল মিটিংয়ের কারখানা । এখানে নাই পড়া- লেখা ।তাই বিশ্বের 1000 বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের নাম নাই । এটাই সঠিক সিদ্ধান্ত । ধন্যবাদ
সত্যি কিছু বলার নাই , বাংলাদেশের সর্বচ সম্মান হলো বুয়েটের সেই যাগার উপচার্য কি করে এই ভাবে সাজিয়ে , গুছিয়ে মিথ্যা কথা বলে ? একজন শিক্ষক যদি এই ভাবে মিথ্যা কথা , তাহলে আমরা কি করে এদের নিকট ভালো কিছু শিখবো ,,,
ভিসি,ছাত্র কল্যাণ চেয়ারম্যান এরকম গুরুত্বপূর্ণ পদে থেকেও তাঁরা নিজেদের ক্ষমতা এবং দায় ও দায়িত্ব কতটুকু সেই সম্পর্কেই জানে না।ঘটনার দুইদিন পর তারা আসছে ছাত্রদের সাথে কথা বলার জন্য।এসেই তিনি বারবার উপর মহলে যোগাযোগ করার বিষয়টি আওড়িয়ে যাচ্ছেন। সবকিছু তে উপরের মহল থেকে সিদ্ধান্ত নিয়েই কেন তার কাজ করতে হবে?
শিক্ষা প্রতিষ্ঠান থেকে সকল রাজনৈতিক দল বাদ দেওয়া উচিত। দেশের প্রয়োজনে ৫২ বা ৭১ এর মত ছাত্ররা এমনিতেই ঝাঁপিয়ে পড়বে ইনশা আল্লাহ। তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে কোন রাজনৈতিক দলের প্রয়োজন নেই। আল্লাহ আমাদের সকলকে হেপাজত করুন। আমিন
Media k na rekhe khub valo korse... Students der questions thik ase vc avoid korte chacee.... Raysha khub valo questions korse bt Tomar save thakte hobe...
আরে ভাই বোন সেও তো ওদের চামচা তাকে উপর থেকে যা বলা হবে সেটাইতো করবে তাই বাংলাদেশে কোন খুনের বিচার নাই যার শক্তি তার এসব তাই সবাই মিলে আসো আমরা রাজপথ কায়েম করি নিজের অধিকার আমরা নিজেই ছিনিয়ে নেই
লেখাটি দুইবার পড়ুন, তিনবার ভাবুন _____ . আপনি যে হাত দিয়ে আরেকজনকে অন্যায়ভাবে থাপ্পর দিচ্ছেন সেই হাতটি নেই বলে কেউ হয়তো তার সন্তানকে আদর করে বুকে জড়িয়ে ধরতে পারছে না। আপনি যে পা দিয়ে আরেকজনকে অন্যায়ভাবে লাথি দিলেন সেই পাটি না থাকার কারণে হয়তো কেউ স্কুলে যেতে পারছে না। আপনি যে চোখ দিয়ে হারাম জিনিস দেখে যাচ্ছেন হরহামেশা সেই চোখটি নেই বলে কেউ হয়তো তার প্রিয় মাকে একনজর দেখতে পারছে না। আপনি যে কান দিয়ে সারাদিন হারাম গান শুনছেন সেই কানটি না থাকবার কারণে হয়তো আপনার পরিচিত কেউ আপনার কথা শুনতে পায় না। আপনি যে ব্রেন-বুদ্ধি দিয়ে অন্যকে ঠকাবার বা কষ্ট দেবার পরিকল্পনা করছেন সেই ব্রেন-বুদ্ধির অভাবে কেউ হয়তো পাগলাগারদে আছে কিংবা রাস্তায় উলঙ্গ হয়ে হাটছে। আপনি যে মুখ দিয়ে গীবত করছেন, গালি দিচ্ছেন সেই মুখটি না থাকবার কারণে কেউ হয়তো তার প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসার ডাকে ডাকতে পারছে না। আপনি যে নাক দিয়ে হারাম ঘ্রাণ নেয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন সেই নাকটি না থাকবার কারণে কেউ হয়তো সন্তানের দেয়া আতরের সুবাস অনুভব করতে পারছে না। আপনি যে চেহারা বা শারীরিক কাঠামোর জন্য অহংকার করছেন তার চেয়েও বেশি সুন্দর চেহারা আর সুঠাম দেহ নিয়ে কেউ হয়তো কবরে গিয়ে হাড্ডিসার কংকাল হয়ে পড়ে আছে। একটিবারও কি ভেবে দেখেছেন যে আপনি যে নিয়ামতগুলো ভোগ করছেন সেই একই নিয়ামত না পেয়ে অন্য কেউ চোখের পানি আর নাকের পানি একাকার করছে। যে সৃষ্টিকর্তা আপনাকে দেয়া নিয়ামতগুলো ঐসব মানুষগুলোকে দেননি সেই সৃষ্টিকর্তা কি এখনো পারেন না আপনাকে দেয়া নিয়ামতগুলো চোখের পলকে নিয়ে নিতে? পারেন। কিন্তু সাধারণত করেন না। এর মানে এই নয় যে, কখনো করবেন না। করতেও পারেন। অতীতেও করেছেন, এখনো করেন, ভবিষ্যতেও করবেন। জাস্ট সময়ের ব্যাপার। মনে রাখবেন, আপনাকে দেয়া নিয়ামতগুলো কোনো স্থায়ী বিষয় নয় যে, এর কোনো ক্ষয়-লয় নাই। এগুলো পরীক্ষা। আপনার চোখের সামনেই তো দেখেছেন কত ক্ষমতাধর মানুষ মুহুর্তে লাশ হয়ে গেছে। কত সুন্দর চেহারার মানুষের হাড় কবরে পড়ে রয়েছে। কত টাকাপয়সাওয়ালা ধনকুবের খালি হাতে হাসপাতালের বেডে ধুঁকতে ধুঁকতে শেষ প্রাণবায়ু ত্যাগ করেছে। একটু ভাবুন...প্লিজ... _____ . লিখাঃ শাহাদাৎ হুসাইন খান ফয়সাল ভাই ( আল্লাহ্ তাকে উত্তম প্রতিদান দান করুন, আমীন!) . (Y) শেয়ার করুন বন্ধুদের সাথে ইন শা আল্লাহ্!
স্পর্শ কাতর বিষয়গুলোর একটার পর একটা বিষয় ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে যারা উর্ধ্বতন পর্যায়ে ক্ষমতাবান নীতিনির্ধারক যেন মিডিয়ার এবং জনগণের চিন্তা-চেতনাকে অন্য ক্ষেত্রে নেওয়ার একটা কৌশল এটা হতে পারে আমি মনে করি