লিটার ছাড়া (ব্রুডিং) জিরো থেকেই বড় করি এমনকি কোন প্রকার ভ্যাকসিন ব্যবহার করিনা। এমনকি কোন প্রকার এন্টিবায়োটিক ব্যবহার করিনা। যদি কখনও প্রয়োজন হয় তাহলে ভেসজ+প্রাকৃতিক দিয়েই চিকিৎসা করি। বিগত ২ বছর হতে মুরগ পুষছি। দেশি + ফাউমি। শুকরিয়া, সাকসেসফুলি চলছে আজও।
৫০ টা দিয়ে শুরু করেন সেগুলো পালনে করে আগে বুঝেন তার পর লাভের চিন্তা বা হিসাব করবেন। আগেই যদি ১০০০ দেশি মুরগী পালনে কত টাকা খরচ হবে এবং কত টাকা ইনকাম হবে চিন্তা করেন তাহলে তো বিপদ ভাই।
@@-krishighar6658 ঠিক বলছেন, গত ১১ মাস হলো দেশি মুরগীর সাথে যুক্ত আছি, ২০ পিস পেরেন্স থেকে ৫০ পিস হইছে এখন,,,,, তবে এখন অবদি ৫ টা ও লাভ পাইনি,,,,,তবে চেষ্টায় আছি এখনো,,,,,আর আমার ভুল গুলো খুজে বের করার চেষ্টা করতেছি,,,,,দোয়া করবেন ভাই।