এনারা একটা খুব talented family. এদের বাবা ছেলের কাছে কলকাতার নামজাদা (তারা নিজেরা মনে করে)পরিচালক রা আগে কাজ শিখুক তারপর ছবি বানাক। আগের সপ্তাহে দেখলাম অযোগ্য ভীষণ ভালো লাগলো। পরের সপ্তাহে দেখলাম কে এক অর্ণ ভট্টাচার্যের পরিচালনায় কি যেন সিনেমা টার নাম এতো বাজে নামটাই মনে পড়ছে না। তার আবার সৃজনশীল পরিচালক অনির্বাণ ভট্টাচার্য। সেটা নাকি আবার ওথেলোর আদলে লেখা্। উইলিয়াম শেকসপিয়র বেঁচে থাকলে লজ্জায় মুখ ডাকতেন। ও সিনেমা টার নাম অথৈ। মনে পড়েছে। অনির্বাণ ভট্টাচার্য তো পন্ডিত। সৃজিতের দশা হবে। ওদের সিনেমা কেউ দেখবে না। আমরাই সেরা এই মনোভাবের জন্য। পারভারটেড সিনেমা। সারাক্ষণ মুখ দিয়ে একটা নোংরা আওয়াজ। নোংরা কথা। ঐযে we are the best. এক সপ্তাহ চলবে কিনা সন্দেহ। কৌশিক বাবু আপনি আর উজান ভালো ভালো ছবি তৈরী করে আমাদের উপহার দিন। এই সমস্ত নোংরা সিনেমা দেখতে ইচ্ছা করে না।