Pronam Guru Maharaj joy,joy Thakur Maa Swamiji joy Pronam, Maharaj apnar sixsa amader antar ভক্তিতে পূর্ণ হয়ে যায়,🙏🙏☘️☘️🏵️🏵️🌸🌸🌹🌹🌿🌿🌺🌺🌿🌿🌹🌹🌸🌸🏵️🏵️☘️☘️🙏🙏❤️❤️❤️👌👌
মহারাজ প্রনাম🙏 আজ আপনার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যদি ধর্ম সন্মেলন হয়, ঠিক সেই সময় জানালেন ওখানে একটি চার্চ নেওয়া হয়েছে ধর্মালোচনার জন্য খুবই আনন্দ লাভ করলাম। 🙏🙏
এত সুন্দর সহজ করে জীবনের উদাহরণ দিয়ে বলেন, ঠিক আমাদের লেভেলে নেমে, কি যে ভালো লাগে।মাধ্যমিক লেভেলের সংস্কৃত জেনেছি, তাতে করে শাস্ত্র তো সরাসরি পড়তে পারি না,যদি আপনার মতো মাস্টার মশাই পাওয়া যায়, জীবন ধন্য হয়ে যাবে
মহারাজ আপনাকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। আপনার মুখে ঠাকুর মা ও স্বামীজি র আলোচনা শুনলে মন ভরে যায়। আপনি আশীর্বাদ করুন ঠাকুর মা ও স্বামীজি র চরণে শরণাগত হয়ে থাকতে পারি।জয় মহারাজ।🙏🌹🙏
গতকাল ঠাকুরের কৃপায় রামকৃষ্ণ মিশন কাসুন্দিয়া-র ভক্ত সম্মেলনে উপস্থিতি থাকার সৌভাগ্য হয়েছিল আমার । খুব ভালো লেগেছে মহারাজের বক্তৃতা । গতকাল সারাদিন আমার খুব আনন্দে কেটেছে । জয় ঠাকুর মা স্বামীজি । 🙏🏻 প্রাণারাম চ্যানেলকে শুভেচ্ছা জানাই এত সুন্দর কাজ করার জন্য ।
অসাধারণ লাগলো শ্রদ্ধেয় মহারাজজীর কাছ থেকে শিকাগো সম্পর্কে জানতে পেরে। প্রার্থনা করি ঈশ্বর উনাকে সুস্থ রাখুন। প্রণাম জানাই মহারাজজীর শ্রী চরণে। জয় মা জয় মা জয় মা।