সবার কাছে অনুরোধ, পুলিশের সোর্স গুলো যদি কখন অপরাধ মুলক কাজ করে ধরা পরে ওদের এমন শাস্তি দিন যাতে ও সারাজীবন দুঃস্বপ্নের ঘোরে থাকে, ওর ঘুম হারাম হয়ে যায়।
আমি একজন নারী। আমি কয়েকটি ডিভোর্সী নারীর জীবন দেখলাম। পরিচিত এবং আত্মীয়দের ভেতরে। প্রতিটি নারীর একটি কমন বিষয় দেখলাম। তারা যদি একটু সহনশীল এবং সেকরিসাইস আর কম্প্রোমাইজ করতে পারতো, তাহলে প্রথম স্বামীকে নিয়ে থাকতে পারতো। তারা তাদের অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা বা অতিরিক্ত জেদের কারনে বা সহনশীল বা ধৈর্য্যশীল না হবার কারনে প্রথম স্বামীকে ডিভোর্স দেয়। কিন্তু প্রথম স্বামীকে অন্যায়ভাবে ছাড়ার পরে তারাও আর পরবর্তীতে সুখী হতে পারে না। যেসব নারীরা প্রথম স্বামীকে ঠকায়, তারাও তাদের জীবনের দ্বিতীয় পুরুষের কাছে ঠকে, প্রতারিত হয়। সবচাইতে বড় কথা হলো পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেও দেয়, আখেরাতেও দেয়। এই গল্পে এই নারীর এই লোকটার সাথে অবৈধ সম্পর্ক ছিলো। অবৈধ সম্পর্ক কখনোই ভালো কিছু বয়ে আনে না।
সময়ের অসঙ্গতির পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সময় টিভি কর্তৃপক্ষ যেভাবে প্রতিবেদন তৈরি করেন তা খুবই গোছানো। তাই ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়, আলাদা করে অভিনয় করে বিষয়টি দর্শককে বোঝানোর ব্যাপারটি অপ্রয়োজনীয়। এতে মনোযোগ বাধাগ্রস্ত হতে পারে। আপনারা এত নিখুঁতভাবে ঘটনাটি তুলে ধরেন যে দর্শক তা নিজে থেকেই ঘটনার গভীরতা উপলব্ধি করতে পারে। ধন্যবাদ।
@@alokkumardey5965sir.... Porokriyar akta news ase....... Family te baba mara gesen.... R.. Selemeyeder ai papi ma sara r kew nei... Tai... Luksomaje prokash korte voy pacche..... Plz... Help us
@alokkumardey,,,,Sir... Plz.... Amora onek babe... Bujiye o parini... Ma.... Amr chachato vai er sate 1.5 bosor teke porokriya kore astesen.... Plz.... Help us
মনের গহীনে না বলা কথা গুলো জমে থাকুক। সীমিত সময়ের তৃপ্তি গুলো অতৃপ্ত থাকুক। নিস্তব্ধ পথে একসাথে চলার ইচ্ছে গুলো স্তব্ধ থাকুক। তবুও জীবনে "হারাম" নামক কোনো "ফিতনা" না আসুক!
বিচার হবে,,, হবে মনে হয় সাজা হবে এটাই তো চিন্তার বিষয় কি সাজা হবে জামিনে বেরিয়ে আসবে,,,সঠিক বিচার হলে মানুষ মারার কথা মাথায় আসে কেমন করে,,,এমন ১০ রায় সরাসরি ফাসির দেয়া গেলে কিছুটা হলেও সমাজটা ভালোর দিকেই জেতো,,, আসলে বিচার হয় আবার জামিনে বেরিয়ে আসে তাই এগুলো দিন দিন বারতেছে,,,