মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় শায়েখের তিলাওয়াতে আমি ইসলামকে চিনেছি, জেনেছি, বুঝেছি, শিখেছি। ইন্টারমিডিয়েট অবধি সময় লেগেছে আমার। ও রব এই প্রিয় মানুষটাকে আমার হেদায়াতের পথে আনার জন্য তুমি তাকে নাজাতের উসিলা হিসেবে কবুল কর এবং নেক হায়াত দান কর। ও রব আমার ক্রোন্দন যদি তোমার দরবারে পৌছায় তবে এই শায়েখের সাথে আমার একবার সাক্ষাত করিয়ে দিও। মালিক, তোমার কাছে বিশেষ মিনতি আমার। আল্লাহ কবুল কর...
হুজুর আমার অনেক পছন্দের। কেননা আমি তার ওয়াজ শুনে গান শোনা গাওয়া এবং সব গান ডিলেট করে দিয়েছি। আমি হুজুর কে ভালোবাসি আল্লাহর জন্য। হুজুরের কন্ঠে আল্লাহ আরো বরকত দান করুন এবং হুজুরের নেক হায়াত দান করুন। হুজুরের কন্ঠে ভেসে আসে কোরআন এর পাখির সুর।
Heaven tune ২ মিলিয়ন সাবস্ক্রাইব হতে চলেছে আলহামদুলিল্লাহ 🥰🤲🥰এভাবেই যেন আমাদের জন্য ভালো ভালো ইসলামিক গান উপহার দেন এবং ইসলামী সংস্কৃতির জন্য সামনে আরো ভালো কিছু থাকছে Heaven tune এর পক্ষ থেকে ইনশাআল্লাহ 🥰🥰🥰