@@kawserhossain-hl5ib আপনাকে এভাবে বলার উদ্দেশ্য হচ্ছে, আপনাকে অনেকে অনেক প্রশ্ন করে কিন্তু আপনি তাদের উত্তর দেন থ্যাঙ্ক, আপনার কাছ থেকে মানুষ জানতে ও শিক্ষতে চায়, আশা করি আপনি তাদের প্রশ্নের উত্তরগুলি ঠিকঠাক ভাবে দিবেন যেহেতু আপনি ভিডিওটা আপলোড দেন আপনার কাছে মানুষে অনেক প্রশ্ন থাকবে এটাই স্বাভাবিক, আপনার খামারের মঙ্গল কামনা করি, যদি পারেন আপনার খামারের লোকেশন টা দিয়েন একদিন দেখতে আসবো।