স্টুডেন্ট হিসেবে যদি আপনি ট্যুরিস্ট ভিসার জন্য এপ্লাই করেন তাহলে পেশাগত প্রমান হিসেবে আপনার স্টুডেন্ট আইডি কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রত্যয়ন পত্র দিবেন
Vhai NID card ar photo copy dewa hoy nai sei khetre ki kono problem hobe.ta chara sob kagoj thik diyechi kinto NID card ar copy dite mone chilo nah kinto passport ar modde id number dewa ache....?
আমার প্রথমে এমআরপি পাসপোর্ট ছিল। এমআরপি পার্সপোর্ট এর মেয়াদ শেষ হওয়াতে ই-পাপোর্ট করা হলো। তার মানে আমার হাতে দুটি পাসপোর্ট আছে। দুটি পাসপোর্ট ঢাকা হতে ইস্যু করা। এখন, ভিসা পাওয়ার ক্ষেত্রে যদি Any other passport এর অংশে Yes দিলে, পুরাতন পাসপোর্ট এর তথ্য দিতে হবে।নাকি কেউ যদি দুই দেশের নাগরিক হন তার জন্য এই অংশ টি প্রযোয্য হবে? ??
আমি ব্যাংক একাউন্ট করসি সাড়ে ৫ মাস এর মতো হয়েছে, একন এটার স্টেটমেন্ট দিলে হবে,আর আমি যদি ব্যাংক স্টেটমেন্ট নেওয়ার আগে নির্দিষ্ট পরিমান টাকা ডুকিয়ে পরে আবার স্টেটমেন্ট নেওয়ার পর টাকা গুলো বের করে ফেলি তাহলে কোন সমস্যা হবে...?
ভাই আমার পাসপোর্টে লেখা আমার আমার পেশা বিজনেস কিন্তু আমার কাছে ট্রেড লাইসেন্স নেই আমি কি চাকরির সনদপত্র দিয়ে আবেদন পারবো করতে পারব। এবং ভিসা পাওয়া যাবে কিনা
আমি ৩দিন আগে ভিসা আবেদন করেছি ও ভিসার টাকা পে করেছি। আমার এপয়েন্টমেন্ট ডেট আসছে ২৯শে এপ্রিল ২০২৪। আমি কি উক্ত তারিখেই সব কাগজ জমা দিবো নাকি এর আগেও জমা দিতে পারবো? অর্থাৎ এপয়েন্টমেন্ট ডেট এর আগে কি আমাকে কোন কাগজপত্র জমা দিতে হবে আইভেক সেন্টারে নাকি এপয়েন্টমেন্ট যে তারিখে সে তারিখেই দিতে হবে?
আমার পাসপোর্ট মেয়াদ ৮ মাস ১৯/০৪/২৪ শেষ হবে কিন্তু এখন আমি ভিসা এপ্লিকেশন করি। তাহলে কি হবে। আর ৬ মাস মেয়াদ এপ্লিকেশন এর দিন থেকে নাকি যেদিন এম্বাসিতে জমা দিব সেদিন থেকে ৬ মাস মেয়াদ হতে হবে। জানাবেন
আসলামু আলাইকুম আমার একটা হেল্প লাগবে.... আমার ভাইয়া সৌদি আরবে থাকে ওইখানে কাজ করে এখন দেশে ছুটিতে আসছে ইন্ডিয়া ঘুরতে যাবে এখন তার ভিসা এপ্লিকেশন এ পেশা কি দিব...? এবং কি কি ডকুমেন্টস লাগবে...?????
বিদেশে যে কাজ করছেন সেই পেশা দেবেন। প্রমাণ হিসেবে ওই দেশের আইডি কার্ড (আকামা/রেসিডেন্সি কার্ড) দেবেন। ( মিডেল ইস্টের দেশ গুলোতে প্রায় সব দেশের আইডিতে পেশা উল্লেখ থাকে, আরবি/ইংরেজি)। তাছাড়া ওই দেশে কাজের সময় কোনো আইডি কার্ড ব্যবহার করে থাকলে সেটা দেবেন।
ভাইয়া আমার প্রফেশন দেওয়া স্টুডেন্ট। তো নিজের একাউন্ট স্টেটমেন্ট দিতে পারব? এক্ষেত্রে একাউন্ট এ অনেক টাকার লেনদেন হয়। যেহেতু ফ্রিল্যন্সার। তো অনেকে বলতেচে নাকি কি চাকরি করি বা এত টাকা কই থেকে আসে সেটার প্রমান দিতে হবে। দয়া করে জানাবেন
আপনি ফ্রিল্যান্সার হিসেবে ও এপ্লাই করতে পারেন। পেশার জায়গায় others দিয়ে ফ্রিল্যান্সার দিতে পারেন। তারপর যে মার্কেটপ্লেস এ কাজ করছেন, তার স্ক্রিনশট। ইনকাম হিস্টোরির / সামারির একটা স্ক্রিনশট। ফ্রীলান্সার আইডি কার্ড থাকলে দিবেন । আমার পরিচিত একজন এভাবে ভিসা পেয়েছে তাই বললাম। স্টুডেন্ট হিসেবে আবেদন করলে আপনার বাবার উপর ডিপেন্ডেন্ট হিসেবে এপ্লাই করেন, সাথে বাবার ব্যাংক স্টেটমেন্ট এবং পেশার কাগজপত্র দিবেন
প্রত্যেকের ফাইলে প্রতিটি ডকুমেন্টের দুইকপি করে লাগে নাকি আলাদা আলাদা দুইটা ফাইল হবে যেখানে প্রত্যেক ডকুমন্টের আলাদা আলাদা কপি একটা করে কপি থাকবে?ফাইল রেডি করে, পিন আপ করা যাবে?
আমার ভিসার ইন্টারভিউ আগামীকাল ১৯ সেপ্টেম্বর, আমি ব্যাংক স্টেটমেন্ট তুলেছি এই মাসের ৩ তারিখ। এতে কি কোনো সমস্যা হবে? ব্যাংক স্টেটমেন্ট ১৫ দিনের পুরনো হলে কি কোনো সমস্যা হয়?
আমার পাসর্পোটে পেশা ইঞ্জিনিয়ার দেয়া আর আমি ভিসা এপ্লিকেশন ফর্মে দিয়েছি প্রাইভেট সার্ভিস, এক্ষেত্রে আমার কোন পেশার কাগজপত্র দেখাতে হবে? বা ভিসা পেতে কোন সমস্যা হবে কিনা?
আপনি ইঞ্জিনিয়ার হিসেবে যে কোম্পানিতে চাকরি করছেন সেখান থেকে একটা NOC নিয়ে ভিসার আবেদনের সাথে জমা দিবেন। সাথে অফিসের আইডি কার্ড এর কপি এবং ভিজিটিং কার্ড। ধন্যবাদ।
আপনি দেশে এসে এপ্লাই করতে পারবেন। আপনি বিদেশে যে কোম্পানিতে চাকরি করেন সেখান থেকে একটা এন ও সি নিয়ে আসবেন, সাথে আপনার ওয়ার্ক পারমিট এবং অফিস আইডি কার্ড এর ফটোকপি দিবেন পেশাগত প্রমান হিসেবে। বাকি ডকুমেন্টস একই রকম থাকবে।
ব্যাংক স্টেটমেন্ট দিবেন সাথে স্বামীর পেশাগত কাগজপত্র যেমন ভিজিটিং কার্ড, অফিস আইডি কার্ড, এন ও সি, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স এর কপি। পাসপোর্ট এ যদি স্বামীর নাম উল্লেখ না থাকে তাহলে ম্যারেজ সার্টিফিকেট দিবেন
IVAC এএ ওয়েবসাইটে বলা আছে তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট দেয়ার জন্য। অনেকে এক মাসের ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ও ভিসা পাইছে, আপনি চাইলে নিজ দায়িত্বে এপ্লাই করতে পারেন। ট্রানজেকশন ভালো হলে ভিসা পেতে পারেন
ভাই আমি আর আমার আম্মুকে নিয়ে ট্রিটমেন্ট এর জন্য ভিসার আবেদন করতে চাচ্ছি, এ ক্ষেত্রে আমাকে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে? যদি আমি এবং আমার আম্মুর ব্যাংক একাউন্ট না থাকে, তাহলে সে ক্ষেত্রে কি আমার ছোট বোনের ব্যাংক স্টেটমেন্ট দিতে পারি?
আপনার আম্মুর সাথে যাওয়ার জন্য আপনাকে এটেনডেন্ট ভিসা নিতে হবে, এর জন্য নরমাল এ্যাপ্লিকেশনে যা যা লাগে তাই দিবেন , আর এক্ট্রা লাগবে যেই রুগীর সাথে যাবেন তার পাসপোর্টের কপি ও ইন্ডিয়ান ডাক্তারের এ্যাপয়েন্টমেন্ট কপি। আপনার বাবার ব্যাংক স্টেটমেন্ট দিবেন।
ভাই মেডিক্যাল ভিসার জন্য কেউ যদি কৃষি কাজ, দোকানপাট করে অথবা গৃহিণী সেক্ষেত্রে পেশার প্রমানপত্র হিসাবে কি দিতে হবে? এবং তাদের যদি ই-মেইল না থাকে তাহলে কি করতে হবে? অন্য কারোর মেইল দিলে কি হবে?
কৃষক হলে নিজের বা বাবার নামে জমির পর্চা কপি, দোকান হলে ট্রেড লাইসেন্স, গৃহিনী হলে কোন প্রমাণ পত্র লাগবে না, তিনি স্বামীর উপর নির্ভরশীল দেখিয়ে আবেদন করবেন এবং স্বামীর পেশাগত কাগজপত্র এবং স্বামীর ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আবেদন করবেন।
ই আমার পাসপোর্টে বর্তমান ঠিকানা ঢাকা স্থায়ী ঠিকানা আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া এখন আমি ঢাকায় ভারতীয় ভিসার জন্য এপ্লাই করব তাহলে আমার গ্রামের বাড়ির বিদ্যুৎ বিলের কপি দিলে কি কোনো সমস্যা হবে
Please reply with solution... Ami covid -19 er tika nei nai,tai certificate nai,amar visa application ki reject korbe???joma deoar por.baki documents 100% ok ase.
ভাই আমার আগের পাসপোর্ট এর মেয়াদ শেষ হওয়ায় নতুন পাসপোর্ট করেছে। ভারতীয় ভিসা আবেদন ফর্ম পুরন করেছি এপোয়েন্টমেন্ট ডেট দিয়েছে ০৪/০১/২০২৪ । সমস্যা হলো ফর্মে এক জায়গায় লেখা ছিল any other valid passport সেখানে NO লিখে দিয়েছে। এভাবে জমা দিলে কি কোন সমস্যা হবে।
Vaiya Amar Profession dici Student .But amar nijer bank statement ace . 50k Taka ace. তাহলে আমার নিজের একাউন্ট স্টেটমেন্ট দেওয়া যাবে? নাকি যার উপর Dependent দিচি তার একাউন্ট দিতে হবে? Please Answer 🙏
আসসালামু আলাইকুম? ভাইয়া আমি ডলার এন্ডোর্সমেন্ট এর জন্য আবেদন করছি। পাসপোর্ট এ সীল মেরে দিছে। কাল পরশুর মধ্যে এক্টিভ হয়ে যাবে বলেছে ইনশাআল্লাহ। এখন কি পাসপোর্টে সীল মেরে দেওয়ার পর কি কোনো ডলার এন্ডোর্সমেন্টের স্লিপ নিতে হবে ব্যাংক থেকে।
vai amar ek friend o biznes kre tedlaisen diy visar abedon korse. kintu or laisenser meyad jun mase ses hoyegese ekhon ki eta diye o visa pabe. amake janaben vai pilsss
আমি আমার এবং বাবা মার জন্য করতে চাই। সেক্ষেত্রে এনাদেরকেও কি সাথে নিয়ে যেতে হবে ভিসা সেন্টারে ? উনারা অন্য শহরে থাকেন । সব ডকুমেন্ট রেডি করে নিয়ে আমি কি একাই তিনজনের এপলিকেশন সাবমিশন করতে পারবো ? কাইন্ডলি জানাবেন ভাইয়া
Bhaiya ami ekjon student HSC exam diyechi 2022 teh ekhno kono University teh bhorti hoinai, student id card er meyad o nai, ekhn peshagoto proman potro hishabe kon paper dibo?
ভাইয়া ভাল আছেন? আশা করি। আমি ১ বার ভিসা পেয়েছি ২য় বার ভিসা পাইনি। আবার এপ্লাই করছি, next এই মাসে ডিসেম্বর ৪ তারিখে ব্যাংক থেকে ২০০ ডলার এন্ডোর্সমেন্ট পাসপোর্ট সিল এবং ডলার এন্ডোর্সমেন্ট সার্টিফিকেট পেয়েছি সাথে ব্যাংক স্টেটমেন্ট ৭০,০০০টাকা জমা স্টেটমেন্ট পেপার। ডিসেম্বর ২৭ তারিখে পাসপোর্ট ফাইল কাগজ সহ জমা দিব অনলি ফ্রেশ। আমি কি ইন্ডিয়ান ভিসা পাবো?? একটু জানাবেন প্লিজ
ভাইজান কি ধরনের এস্টেটেমেন্ট দিতে হবে আমার একটা স্টুডেন্ট সেভিংস একাউন্ট আছে কিন্তু আমি নরমাল টুরিস্ট ভিসা করব আমার পাসপোর্ট এও স্টুডেন্ট উল্লেখ নাই এখন আমার এস্টেটমেন্ট কি কাজ করবে
আপনাদের একাউন্টের স্টেটমেন্ট দিয়ে এপ্লাই করত্র পারবেন। তবে একাউন্টে ২৫ হাজার বা তার বেশি টাকা রাখার চেষ্টা করবেন। যত বেশি টাকা থাকবে তত বেশি ভিসা পাওয়ার সম্ভাবনা।
এপ্লাই করে পেমেন্ট করলে আপনি একটা এপোয়েনমেন্ট তারিখ পাবেন সেই তারিখে ডকুমেন্টস জমা দিবেন। জমা দেয়ার পর আপনি একটা ডেলিভারি স্লিপ পাবেন। সেই তারিখে পাসপোর্ট ডেলিভারি পাবেন।
ভাই আমি একজন প্রবাসী,আমার কি রিটান টকেট জমা দেয়া প্রয়োজন আছে?আর আমি যে ভিসা ফী দিলাম,ঐ কপি কোন স্টেপ এ দিবো।জানালে উপকৃত হবো,আমার এপয়েন্টমেন্ট ২১ স্পটেম্বর
ইন্ডিয়ান ভিসার জন্য রিটার্ন টিকেট দেয়ার দরকার হয় না। ভিসা ফি পেমেন্ট কপি ভিসা ফাইলের একেবারে শেষে পিন আপ করে দিবেন, তাদের মন চাইলে রাখবে না হলে খুলে আপনাকে দিয়ে দিবে।
পাসপোর্টে পেশা উল্লেখ থাকেনা, আপনি ভারতীয় ভিসার আবেদনে অন্য যেকোনো পেশা দিতে পারেন। যদি ভিসা আবেদনে পেশা কৃষক দিতে চান তাহলে আপনার বা আপনার বাবার নামের জমির পর্চা দিবেন।
আমি একজন কলেজ ছাত্র। আমি কি আমার আব্বুর ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে পারবো? আর ব্যাংক স্টেটমেন্ট আব্বুরটা দেওয়ার পাশাপাশি কি পাসপোর্টে ডলার এনডোজ করে দিলে কোনো প্রবলেম হবে কিনা?
আইডি কার্ড এর ফটোকপি থাকলে স্টুডেন্ট হিসেবেই এপ্লাই করতে পারেন। এক্ষেত্রে student, dependent on father, or unemployed, dependent on father এভাবে এপ্লাই করতে পারেন। উভয় ক্ষেত্রেই আবেদন ফর্মে বাবার পেশাগত ডিটেইলস লিখবেন এবং বাবার ব্যাংক স্টেটমেন্ট দিবেন।
আরো কিছু লেনদেন করে দিতে পারেন। আমার পরিচিত একজন ১ মাসের ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ও ভিসা পাইছিল, তবে ভিসা শুধু স্টেটমেন্ট এর উপর নির্ভর করেনা, অন্য ডকুমেন্টস গুলো ঠিক থাকতে হবে
Amr student id card e honours er meyed porjnto deua ase..but ami ekhn masters e portesi...masters er jnne to alada id card deyna sekhtre masters er admit card dile hbe? R amader sei son exam year likha tokhn to r exam hyna er 1 year porei hy..so date e to problem hbe na taina?
vaiya amr boyosh 25 yr amr NID card nei.Ami chikitsha visay india jete chacchi.ami ki jonmo nibondhon diye passport korte parbo??erpor visar jonno try korte parbo??
আপনি বেকার বা স্টুডেন্ট হিসেবে আবেদন করলে আপনার বাবার ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আবেদন করতে পারবেন। কিন্তুআপনি চাকরিজীবী বা ব্যবসায়ী হলে আপনার নিজের ব্যাংক স্টেটমেন্ট লাগবে
vai amar ak friend o akti coto dokane chakri kre o india jete chay akhon o kivabe india jabe o to kono office chakrio kre na.akhon kivabe noc dibe or kono satifiket o nai. Pliss janaben
vai amar previous ekta passport ache,,, oitar name correction kroe new E-passport korci,,,but ager tar meyad ache ekhoho,,,amr question hocche ei ghore ekhon ki dibo Yes or No (Any other passport / Identity Certificate held ( if yes, please fill in the following)
আসসালামু আলাইকুম ভাই,আমার বাবার ২ টা বাড়ি আমার পাসপোর্ট ঠিকানা অনুযায়ী আমার ঠিকানা ২য় বাড়ি, কিন্তু এখানে বিদুৎ ব্যাবহার করা হয় না। কিন্তু আমার ১ম বাড়ি একটু দুরে ই। এতে করে আমার ১ম বাড়ির বিদুৎ বিল কি গ্রহণযোগ্য হবে?
আমি একজন ভাড়াটিয়া হিসাবে ভাড়া থাকি। বিদ্যুৎ বিল হয় বাসার মালিকের নামে। ভিসার আবেদনের সাথে মালিকের নামের বিদ্যুৎ বিলের কপিটি কি ইউটিলিটি বিলের প্রমানক হিসাবে দেখানো /সাবমিট করা যাবে? জানাবেন প্লিজ।
ভাই আমি স্টুডেন্ট কিন্তু আমার স্টুডেন্ট আইডি কার্ড এক্ষণ ও পাই নাই এসএসসি পাস করে কলেজ এ ভর্তি হইসি কিন্তু কলেজ থেকে এক্ষণ ও আইডি কার্ড দেই নাই এ ক্ষেত্রে আমি কি জমা দিবো
ভাইয়া আমার ব্যাংক স্টেটমেন্ট নাই। আবেদন করার তিন চারদিন আগে ব্যাংক থেকে এন্ডোর্সমেন্ট করি ১৫০ ডলার... ভিসা পাওয়ার আমি পুনরায় ব্যাংকে গিয়ে আমি সেই ১৫০ ডলার বিক্রি করে বাংলা টাকা নিয়ে ইন্ডিয়া প্রবেশ করে তাহলে কি কোন সমস্যা হবে জানাবেন....?? আরেকটা প্রশ্ন মহিলাদের ক্ষেত্রে যদি সে বেকার হয়ে থাকে যেমন বিবাহিত না বাড়িতে থাকে। তাহলে তার পেশাগত প্রমাণ কি দিতে পারবো...??
ডলার নিয়ে ইন্ডিয়া প্রবেশ করাটা বৈধ তাই আপনি ডলার নিয়ে যাবেন কারণ অনেক সময় বর্ডারে ডলার আছে কিনা চেক করে। বেকার হিসেবে এপ্লাই করতে পারবেন তবে বাবার উপর ডিপেন্ডেন্ট দেখাবেন।
ভাই আমি যেই অফিসে চাকরি করি সেই অফিসের noc আমি নিয়েছি আমাদের অফিসার সিক্নিচার করছে কিন্তু কোনো সিল দেয়নাই ৷ আমি বলছি সিল দিতে সে বলো সিল লাগে না ৷ ভাই এখনো কি এই noc দিলে কাজ হবে ? দয়াকরে আমাকে একটু জানাবেন প্লিজ ৷
@@BappyTheDrifter @RDWS1887 নামে তো ভাই কোনো ভুল নাই। প্রথম যখন পাসপোর্ট তৈরি করেছিলাম তখন বাংলাদেশ সরকারের নিয়ম ছিল নামের প্রথমে Md থাকলে Mohammad লিখতে হবে। পরে ঐ নিয়ম পরিবর্তন করে এনআইডি তে যা আছে মানে Md থাকলে Md আর Mohammad থাকলে Mohammad লিখতে হবে।
ইউটিলিটি বিলের ঠিকানা আর আপনার বর্তমান ঠিকানা এক রকম হলেই হবে, বিল অন্য কারো নামে থাকলে চলবে। পেশাগত প্রমান হিসেবে আপনার ওয়ার্ক পারমিট, আকামা এগুলো দিবেন। আপনার ওয়াইফ ছেলে মেয়ে আপনার উপর ডিপেন্ডেন্ট হিসেবে এপ্লাই করবে তাদের জন্য আপনার ব্যাংক স্টেটমেন্ট দিবেন। একাউন্টে জন প্রতি মিনিমাম ১৫০ ডলার সমপরিমাণ টাকা থাকতে হবে
Unemployed select korben. Tarpor father er upor dependent hisebe apply korben. Father er bank statement diben. Online application form e father er occupation details likhben
ভাই, কিভাবে মোটর সাইকেলে একসাথে ভারত, পাকিস্তান, ইরান ভ্রমণ করা যায়? ভিসাগুলো কিভাবে লাগাতে হবে? কোন কোন স্থান থেকে লাগাতে হবে? কোন দেশের ভিসা কোন দেশ বা জায়গা থেকে লাগাতে হবে? বিস্তারিত বলেন। আমি কোথাও খুজেঁ পাচ্চি না।
Apnr video ta onk informative chilo. tobe amr ekta question chilo, Amr shob document correct ache but amr NID te abbu-ammu r name e vhul ache ekhetre ki amr visa reject hower possibility ache?
ভিসার আবেদনের ক্ষেত্রে সকল ডকুমেন্টস এর তথ্য এক রকম হওয়া উচিত তা না হলে ভিসা রিজেক্ট হতে পারে। তাই আপনার উচিত এন আইডি সংশোধন করে নেয়া। আর যদি ভারত যাওয়া অনেক জরুরি হয় তাহলে এপ্লাই করতে পারেন। ভাগ্য ভালো হলে ভিসা পেয়ে যাবেন। ধন্যবাদ
ভাইয়া আমি ও আমার আব্বু মেডিকেল ভিসা। কাগজ জমা দেয়ার তারিখ ২৪ সেপ্টেম্বর। আর আমার ছোট ভাই এন্ট্রি ভিসা। ওর কাগজ জমা দেয়ার কাগজ পড়েছিলো আজকে অর্থাৎ ৪ সেপ্টেম্বর। তো আজকে জমা দিতে গেলাম ওরা বলতেছে যে আপনাদের মেডিকেল ভিসার কাগজ জমা না হওয়া পর্যন্ত এন্ট্রি ভিসার কাগজ জমা নেয়া হবে না! এই বলে ভাইয়ের এন্ট্রি ভিসা ক্যন্সেল করে দিল! এটা কী নিয়ম ভাইয়া? প্লিয এটি নিয়ে একটু বিস্তারিত জানাবেন 🙏।
ভাইয়া আমি এপ্লাই করছি স্টুডেন্ট দিয়ে। তাই পিতার পেশা সিলেক্ট করা লাগছে, কিন্তু ব্যাংক স্টেটমেন্ট আমার নিজের। এখন আমার প্রশ্নঃ বাবা একটা শপে জব করে, তো জমা দেয়ার সময় কি পিতার পেশার প্রমাণ দিতে হবে? যদি দিতে হয় তাহলে কী দিবো?
আপনার মেয়ের বয়স যদি ১৮ বছরের নিচে হয় তাহলে আপনি এন্ট্রি ভিসার জন্য এপ্লাই করবেন। মেয়ের বয়স যদি ১৮ এর বেশি হয় তাহলে আপনি ট্যুরিস্ট ভিসার জন্য এপ্লাই করবেন। IVAC এর ওয়েবসাইট দেখে এই রকম মনে হচ্ছে।
Hello vaiya. Amr bank account hoyeche 2 month. And application form a amr occupation diyechi student. ekhon ami ki amr baba'r bank statement dibo naki amr duel currency card endorsement kore oiar copy dibo? 15th October amr appointment date😊