ভাইয়া, আমার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা আলাদা। তবে পাসপোর্টে স্থায়ী এবং বর্তমান ঠিকানা দুটোই একই দেয়া। অর্থাৎ দুটোই স্থায়ী ঠিকানা অনুযায়ী দেয়া।কিন্তু আমার Nid করা বর্তমান ঠিকানায়। এটায় কি ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য কোনো সমস্যা হবে?
ভাইয়া IVAC পাসপোর্টের প্রথম পৃষ্ঠার ও NID ফটোকপি এ দুইটা কি কালার Print দিতে হবে ?? সাদা কালো ফটোকপি দিলে হবে না ????আমি সাদা কালো ফটোকপি দিতে চাচ্ছি কোন সমস্যা হবে ?? অ্যাম্বাসিতে গ্রহণ আফিসারের বলে সাদাকালো রিসিভ করে না , হয়রানী করে
আমার একটি প্রশ্ন আছে যদি এটি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে জানিয়েন। আমি ভারতে টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে চাই তবে আমি কিছু জিনিস বুঝবে পারছি না কি করব। # আমার পাসপোর্ট তৈরি করার সময় পেশা ছাত্র দেওয়া হয়েছিল। এখন তো আমি আর পড়ি না। আর কোনো চাকরি করি না এখন বেকার তাহলে আমার এখন কোন ধরনের কাজ লাগবে। # আমার বাসার পুরো ঠিকানা পাসপোর্ট এ আছে তবে আমার বাসার পানির বিল কারেন্ট বিল শুধু সার্কট হাউস পড়া এটি দেওয়া আছে তাহলে কি এই ক্ষেত্রে কি করতে পারি?? # আর আমার পাসপোর্ট এ আমার আব্বুর পদবির সাথে মিল নাই। আর এটি পরিবর্তন করা সম্ভাবনা আমার কাছে। এই ৩ টি সমস্যার জন্য আমার কি ভিসা বাতিল হবে??
@@rajanrcvlogs4093 sobi ki 2tai same houa lagbe ??aktay Kan Ato ta bujha jay na chul AR jonno.j sobi ta lab print daoa lagbe seta Jodi alada sobi dai tahole ki kono somossa hobe
ভাই পাসপোর্ট সংসধোন করেছি এফিডেভিট না করেই। ডিসেম্বর মাসের ৪তারিখ জমা দিবো। এখন প্রশ্ন হলো পাসপোর্ট সংসধোনের জন্য ভিসা পেতে কোন সমস্যা হবে কি? আর এফিডেভিট যদি জমা দিতে হয় তাহলে এটা কি বাংলা ভার্শন নাকি ইংলিশ ভার্শন দিতে হবে?
ভাই যাদের পুরাতন পাসপোর্ট এর সাথে নতুন পাসপোর্ট এর মিল নেই তারা এফিডেবিট টা কোথায় দিবে লাস্ট এর দিকে না প্রথমে? আর এফিডেবিট এর মেন কপি দিবো না ফটোকপি? মেইন কপি দিলে কি তারা সেটা ভিসা ডেলিভারি সময় ফেরত দিবে?
vai doble entry visar jonne file joma dichi... Amr ager ekta passport chilo oita haray geche ekhn notun ekta passport diye joma dichi... Kono GD copy dei nai.. Ekhn amr ki visa hobe
আমার ইসলামি ব্যাংক এ একাউন্ট রয়েছে কিন্তু সেটা একটা এজেন্ট শাখায় খোলা এবং সেখানেই লেনদেন করা হয়েছে৷ ইসলামি ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং এ করা স্টেটমেন্ট নিলে কি কোন প্রবলেম হবে? ইসলামি ব্যাংক এর মেইন ব্রাঞ্চে কথা বলে জানলাম, উনারা বললো যে মেইন ব্রাঞ্চ থেকে সিল সাক্ষর সহ ওই একাউন্ট এর স্টেটমেন্ট উঠানো যাবে প্রবলেম নাই। কাইন্ডলি একটু জানান ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে আমার এই স্টেটমেন্ট ভিসা অফিসে জমা নিবে কি
ধন্যবাদ ভাই আপনার প্রত্যেকটি ভিডিও আমি দেখি আমি একটি বিষয় জানতে চাচ্ছিলাম আমার বাড়ি বগুড়া আমি ঢাকায় প্রাইভেট কোম্পানিতে জব করি আমি যদি ঢাকায় ফিউচার পার্কে ভিসা কি করতে পারবো এবং আমি তো ভাড়া ভাড়া বাসায় থাকি ঢাকায় ব্যাংক স্টেটমেন্ট দিতে পারব এই দিতে পারব শুধুমাত্র ইলেকট্রিক বিল টা আমার নামে না অথবা গ্যাস ও বিল আমার নামে আমি কিভাবে যা পেতে পারি জানলে খুশি হব ভালো থাকবেন ভাই ধন্যবাদ
আমার বাড়ি নাটোর জেলায় রাজশাহীতে আপয়েন্টমেন্ট ডেট দেরিতে থাকায় আমি ঢাকাতে আবেদন করতে চাচ্ছি,, এক্ষেত্রে কি কোন অতিরিক্ত কাগজ লাগবে.?? বা কোন সমস্যা হবে কি.? এক ভাই বললো ঢাকার ইউটিলিটি বিলের কাগজ না দিলে নাকি জমা নিবে না এটা কি সত্যি.?? অভিজ্ঞ ভাই বোনেরা জানালে উপকৃত হতাম ধন্যবাদ...