আমার তেকে দেশি মুরগি দুইবার বাচ্চা ফুঠাইচে। তারপর বাচ্চা পুটানো পর ১ মাস তাকত তারপর একটা একটা করে চলে গেচে আমার তেকে মুরগির বাচ্চা হচ্ছে না কারণ কি। আমাকে একটু বলেন কিভাবে পালন করব সহজ নিয়মে প্লিজ বলেননা ভাই
আমার ২ টা গলাছিলা মুরগী ৩ মাস আগে এনেছি। খাচায় পালন করি।।। এরা এখন ডিম দিচ্ছে।যেহেতু মোরগ ছাড়া ডিম দিচ্ছে৷ সেহেতু বাচ্চা হবেনা সেগুলোতে। আমি চাচ্ছি প্লাস্টিকের ডিম দিয়ে কুচে বসিয়ে দিবো।। আর ঠিক ২১ দিনের মাথায় সোনালি ১ দিনের বাচ্চা হ্যাচারী থেকে এনে রাতের অন্ধকারে উমের মধ্যে দিয়ে দিবো।। তাহলে কি বাচ্চাগুলো মা মুরগী নিয়ে নিবে নাকি ঠুকরিয়ে মেরে ফেলবে বাচ্চাগুলোকে??!??!??!?!