দাদা আমার বাইক rtr150 .৫ বছর বয়স ৩০হাজার কিলোমিটার রানিং, আমার বাইকের জন্য সবথেকে কোন ইঞ্জিন অয়েল টা ভালো হবে আপনার মতামত চাচ্ছি অনেক উপকৃত হব দাদা 💝
নয়ন দাদা আমার ডিসকভার ১২৫ এস টি বাইক নতুন ইঞ্জিন করিয়েছি টোটাল সব ঝেড়ে কাজ হয়েছে কিন্তু প্রথম থেকে ক্লাচ যেখানে টাইট করা হয় সেখানে লাস্ট ঘাটে ঠেকে আছে টাইট করার কোনো অপশন নেই । কি করবো একটু বলেন প্লিজ।
দাদা যাদের বাইকে অয়েল ফিল্টারের বদলে অয়েল স্ট্রেইনার আছে তাদের ক্ষেত্রে মেকানিকেরা মবিল পরিবর্তনের সময় অয়েল স্ট্রেইনার পরিষ্কার করতে চায় না, বলে ওটা করা দরকার নেই। এটা কি ঠিক?
না দাদা, সোরুম থেকে নেওয়া বেবি পিনিওম সহ।। ক্লাস প্রেস করে ধরে রাখলে শব্দ টা হই না, ছেড়ে দিলে ঘট ঘট টাল টাল আওয়াজ হই,অনেক কিছুই পরিবর্তন করে দেখেছি তাও সমাধান হচ্ছে না।