Тёмный
No video :(

নাইয়ারে নায়ের বাদাম তুইলা।। বাঁশিতে ভাটিয়ালি সুর।। nikhil krishna majumder ।। 

Nikhil Krishna Majumdar
Подписаться 39 тыс.
Просмотров 674 тыс.
50% 1

নাইয়ারে নায়ের বাদাম তুইলা
ভাটিয়ালি গান।
বাঁশিঃ নিখিল কৃষ্ণ মজুমদার,
দোতারাঃ সুমন শেখ ও মৌমিতা আচার্য।

Опубликовано:

 

29 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 351   
@makhanmazumder709
@makhanmazumder709 4 месяца назад
🙏গুরুজী, ৭৫ বছর বয়সে আমেরিকায় বসবাস করেও আপনার জন্য বাংলাদেশকে ভুলতে পারছিনা, পাগল করা বাঁশীর সুরের সাথে আপনার ছাত্রদের দোতারার কম্বিনেশন সর্বদা বাংলাদেশকে মনে করিয়ে দেয়।বাঁশীতো অনেকেরই শুনি , কিন্তু এমন হৃদয়গ্রাহী সুর বিরল। পরম করুণাময় আপনাকে দীর্ঘজীবি করুন এ প্রার্থনা করি।
@nikhilkrishnamajumder8439
@nikhilkrishnamajumder8439 4 месяца назад
ঈশ্বর আপনাকেও ভালো রাখবেন এই কামনা করি। ভালো থাকবেন।
@mokteruzzamankhan5977
@mokteruzzamankhan5977 Месяц назад
Nikhilda , প্রায় সময়ই আপনার সুমধুর সুরে বাশী বাজানো শোনা হচ্ছে! কারণ ছুটির দিনে হাতে কাজ তুলনামূলক কম থাকে তাই ! আপনার মোবাইল নং টা দিয়েন please ! বিস্তারিত পরিচয় পাইলে আপনি আমাকে চিনবেন, আশা করি!
@uttamkumarrajak671
@uttamkumarrajak671 3 года назад
আব্দুল আলিমের এই ভাটিয়ালি গান টি জীবনের একসময় আমার খুব প্রিয় গান ছিল। বহুবছর নিজে বহু মঞ্চে গেয়েছি। যে গুরুদেব আমাকে শিখিয়েছিলেন তিনিও আজ প্রয়াত। জীবনের প্রায় সায়াহ্নে এসে বাঁশির সুরে সেই গান শুনে মুগ্ধ হয়ে গেলাম। পাগল করা বাঁশির সুরের সঙ্গে মৌমিতা ও সুমনের দোতারার সংগত আরও মুগ্ধ করেছে। এক কথায় অসাধারণ। নিখিল বাবু আপনি দেবী সরস্বতীর বরপুত্র।
@nikhilkrishnamajumder8439
@nikhilkrishnamajumder8439 3 года назад
অনেক ধন্যবাদ আপনাকে, ভাল থাকবেন।
@amirhossain6219
@amirhossain6219 13 дней назад
আমাকে আশির্বাদে রাখবেন?
@akhilchandradas4907
@akhilchandradas4907 10 месяцев назад
অসম্ভব সুন্দর বংশীধ্বনি মনপ্রাণ হরণ করে নেয়। নমস্কার দাদা ভালো থাকবেন। থাকবেন ।
@SubhashChDebnath
@SubhashChDebnath 4 месяца назад
এই বাসির সুরটা আমি বার বার শুনি। কিযে ভালো লাগে।
@akhilchandradas4907
@akhilchandradas4907 11 месяцев назад
আবহমান বাংলার পল্লী গানের সুর যা মানব হৃদয়ে ব্যাকুলতায় ভরিয়ে দেয় । আব্দুল আলীম আমার অত্যন্ত প্রিয় শিল্পী যাকে গানের পাখি খ্যাতি দেয়া হয়েছে । মন ভরে গেল ।
@bashirahmed2203
@bashirahmed2203 10 месяцев назад
❤অবিস্বাস এক বাশীর সুর শুনে হৃদয় জুড়ে যায় ❤️
@litonhossain9863
@litonhossain9863 2 дня назад
গুরুদেব আপনাকে দেবার মত কিছু নেই এই গরীবের তাই ভালবাসা দিলাম❤️❤️❤️❤️এই জীবনে কত মানুষ কত মানুষের শএু হয় কিন্তু গুরুদেব আমি আপনাকে ভালবাসি ❤️❤️।
@globalskilldevelopment1261
@globalskilldevelopment1261 2 года назад
আমার অতিপ্রিয় একটি গানের বাঁশীর সুরে মনমুগ্ধ হয়ে গেল। অতুলনীয়
@RahulsCreationbd
@RahulsCreationbd Месяц назад
মন জুড়িয়ে যায়। সেরা বংশীবাদক আপনি।
@kumareshbarman8416
@kumareshbarman8416 11 месяцев назад
মন টা শীতল হয়ে গেলো ,,,❤ India থেকে দেখছি আলিপুর distric
@user-bo6vq6of5u
@user-bo6vq6of5u Год назад
পৃথিবীতে এর চেয়ে মনোমুগ্ধকর বাদ্য আছে কি? প্রাণের মাঝে এমন ঝড় তুলে যাতে আবেগগুলো পেজা তুলোর মত উড়তে থাকে।
@user-ku1ot7op5r
@user-ku1ot7op5r Год назад
কিছু বলার নেই, অসাধারণ বললেও ভুল হবে। অনেক দিন পর মনটা ভরে গেল।
@pijushbala1086
@pijushbala1086 2 года назад
ষাটের দশকের মাঝামাঝিতে মা এই গানটি করতেন কখনও কখনও। আমরা সেই ছোটবেলায় জানতাম পূর্ববঙ্গের ভাটিয়ালি গান। আপনার বাঁশির সুর নতুন করে যেন হারিয়ে যাওয়া শৈশবের দিনে ফিরিয়ে নিয়ে গেল।
@swapanch.debnath8879
@swapanch.debnath8879 3 месяца назад
কি দারুন বাঁশির সুর| মুগ্ধ হয়ে গেলাম গুরু , মনপ্রাণ ভরে গেল | হাজারো সালাম|
@user-je2tq2em2r
@user-je2tq2em2r Год назад
অসাধারণ সুন্দর আপনার বাশীর সুর, মাটি ও মানুষের হ্নদয় ছুয়েছে । কিছু সময়ের জন্য হারিয়ে গিয়েছিলাম গ্রাম বাংলার সেই অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য লীলাভুৃৃমি নদীর তীর থেকে জোছনা রাতে ভেসে আসা হ্নদয়ে সাড়া জাগানো বাশীর সুর ।।
@sibpadasarkar138
@sibpadasarkar138 10 месяцев назад
শুনে প্রাণ মন ভরে গেল।আর কিছু বলার থাকে না। আপনার আরো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। দোতারা বাদকদের প্রতি শুভকামনা রইল।
@sumonexpress977
@sumonexpress977 3 года назад
বাঁশির সুর শুনে ,,, ক্ষনিকের জন্যে কোথায় যেন হারিয়ে গেলাম ৷ আপনাকে অসংখ্য ধন্যবাদ! শৈশবকে মনে করিয়ে দেয়ার জন্য ৷ ভালো থাকবেন ৷
@himadrichakraborty4598
@himadrichakraborty4598 3 года назад
একদম ঠিক বলেছেন
@jiteshsarker859
@jiteshsarker859 2 месяца назад
কি বলবো আপনাকে বলার ভাষা খুজে পাচ্ছিনা, সারাদিন শুধু আপনার এই মধুর বাশিঁর ধনি শুনছি, আর ভাবছি একটা মানুষের পক্ষে কি করে সম্ভব এই ভাবে বাশিঁ বাজানো, এইটা আপনি নাকি সয়ং কৃষ্ণ বাজাচ্ছে বুঝতে পারছিনা, ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনাকে অসংখ ধন্যবাদ, ভালো থাকবেন।
@nikhilkrishnamajumder8439
@nikhilkrishnamajumder8439 2 месяца назад
আপনি ও ভালো থাকবেন, নমস্কার জানাচ্ছি।
@surendranathsarkar7134
@surendranathsarkar7134 3 года назад
অতুলনীয়,ভগবান আপনার মঙ্গল করুন।আপনার নিরোগ শতায়ু কামনা করি।
@akmkarim1
@akmkarim1 3 года назад
আমি শৈশব ও কিশোর বয়সে ফরিদপুর জিলার এক গ্রামে কাটিয়েছি৷ আমাদের গ্রামের উত্তর পাশ দিয়ে প্রবাহিত কুমার নদী, ওপারে জোছনা রাতে এমন করে নাম না জানা এক রাখাল বাশের বাশী বাজাতো৷ আমি মুগ্ধতার সাথে সে বাশীর সুর শুনতাম আর দূর থেকে রাখালকে ভালো লাগুতো৷
@sowdyeatelecom6071
@sowdyeatelecom6071 2 года назад
পপফফফপপপপোপপফপফপোপপপপোপপোপপফপপোপপপফপোোপোপপফোপপপোপপোপপপোপপোপপপোপোপফফফপপ
@wiseman1071
@wiseman1071 2 года назад
কুমার নদ , নদী নয় ভাইয়া ।
@shohagtalukdervlogs87
@shohagtalukdervlogs87 2 года назад
faridpur jelar kon grame,ami shovarumpur a cilam,kumar nodir pasai
@basudebkarmakar5202
@basudebkarmakar5202 2 года назад
@@sowdyeatelecom6071 o9pl
@faridulislamshawon6147
@faridulislamshawon6147 2 года назад
Faridpur home district ❤️❤️❤️
@tangailerkhabor
@tangailerkhabor 3 года назад
সমধুর বাঁশির সুর মোহিত করে সবাইকে। আমিও তার ব‍্যতিক্রম নই।ছোট বেলা থেকেই বাঁশির সুর আমাকে খুব কাছে টানত।কিন্তু পরিপূর্ণভাবে শেখা হয়ে ওঠেনি।দাদা খুব সুন্দর বাঁশি বাজান।আমি আপনার টিউটোরিয়াল গুলো ফলো করছি।আপনাকে অসংখ্য ধন‍্যবাদ আপনার প্রতিভা আমাদের মাঝে ছড়িয়ে দেবার গন‍্য। নজরুল,বাংলাদেশ।
@anantamandal9743
@anantamandal9743 7 дней назад
প্রতিদিনের ক্লান্তি দুর করে আপনার মধুর বাসির সুরে ❤❤❤ কলকাতা থেকে
@user-gc9ps6qd7l
@user-gc9ps6qd7l 3 года назад
খুব খুবই সুন্দর,,,, জয় গুরু জয় হোক মেহনতী মানুষের।।।
@biraj3675
@biraj3675 3 года назад
Telug
@nayemmahbub1602
@nayemmahbub1602 3 месяца назад
কত ভাগ্যবান ব্যক্তি তারা, যে আপনার গ্রামে জন্ম নিয়েছে,
@asokdas8909
@asokdas8909 3 года назад
অসাধারণ। দোতারা, বাঁশী.. সবেতেই আপনি সমান ওস্তাদ। অনেক ধন্যবাদ।
@mdiqbal6822
@mdiqbal6822 8 месяцев назад
গ্রাম বাংলার মনমাতানো গানের প্রাণ কেড়ে নেয়া ও পাগল করা বাঁশীর সুরে ও বাদ্যযন্ত্রে আমি সম্মোহিত হয়ে মন্তব্য না করে উপায় ছিলো না।
@gajensarkar4326
@gajensarkar4326 3 года назад
এ তো একদম মন কেড়ে নেওয়া সুরের জাদু।শিল্পীকে জানাই অন্তরের শ্রদ্ধা।
@sumonbiswas1497
@sumonbiswas1497 Месяц назад
খুব সুন্দর, খুব সুন্দর। মন কাড়া সুর তুলেছেন। আমি বাঁশি বাজাতে ভালোবাসি, বাঁশির সুর ভালোবাসি। ❤
@meyerachol9689
@meyerachol9689 Год назад
আমার প্রিয় বাঁশির সুর ছোট বেলা থেকেই আমার চাচা তার বন্ধুদের সাথে চাদনী রাতে বাঁশি বাজাতো কানে সুর আসলে ঘরে থাকতে পারতাম না তাদের সাথে আড্ডার দিতাম।আমার প্রিয় মানুষটির ও প্রান যেন এই বাঁশির সুর ২০০৩ প্রেম কোটি প্রতির মেয়ে অর্থের অভাবে মিল হলোনা।আজ তার ঘরে একটা মেয়ে কিছু দিন আগে আমাকে ফোন করে দোয়া চাইছে তার দ্বিতীয়টা ছেলে হবে বলে।তার সাথে কান্নার কন্ঠের বলেছে তুমি বাঁশির বাজাবো আমি শুনবো।আমি অস্ট্রেলিয়ার আল্লাহ অনেক কিছুই দিছে টাকা বাড়ি কোনও অভাব নেই কিন্তু সেই দিন সময় আর এই বাঁশির সুর নেই।চাপা কষ্ট নিয়ে দিন পার হচ্ছে।
@patelbhupen2254
@patelbhupen2254 3 года назад
Pranam Guru ji....Maine Aaj Tak Aapke jaisa flute player Kabhi nahi dekha 🙏🙏🙏
@zainalhotmail3255
@zainalhotmail3255 Месяц назад
খুব ভালো লাগলো মনটা জুড়িয়ে গেলো
@mdrabiulislam8434
@mdrabiulislam8434 Год назад
অসাধারণ, নিখিল বাবুর জন্য অনেক অনেক ভালো বাসা, খুলনা বিভাগের জন্য এটি গর্ব,
@haradhanbhowmik9249
@haradhanbhowmik9249 Год назад
চমৎকার পরিবেশনা! গ্রাম বাংলার প্রানকাড়া সুরের ভাটিয়ালি গান। বাঁশীতে এ সুর হৃদয় স্পর্শ করে যায়!!!❤
@Dhirendrachandradas-vg9jl
@Dhirendrachandradas-vg9jl 3 месяца назад
Oh! How sweet! sweet!. Filled heart with unprecedented joy and pleasure. Best wishes for all.
@shahjalalflutist3957
@shahjalalflutist3957 2 года назад
অসাধারণ সুন্দর - আপনার সুর গুলো বার বার শুনতে ইচ্ছা করে
@GreenVally-xn5lv
@GreenVally-xn5lv 2 месяца назад
Excellent ! How Heart touching tune, alongwith I returned back to my greenery village.
@mdkhan4821
@mdkhan4821 2 года назад
কিছু বলার নেই। অসাধারণ বলেও অসম্মান হবে
@habiburrahaman6162
@habiburrahaman6162 2 года назад
আব্দুল আলীমের এই গানের সুরে জীবনের ফেলে আসার দিন গুলি একে একে ভেসে উঠল।
@mirshahjahan-ng6qy
@mirshahjahan-ng6qy 8 месяцев назад
দুর্ভাগ্য আমার প্রিয় আব্দুল আলীম ভাই কে সুভাগ্যবান তার পরও আলীম মধুরতম গান শুনলে আলীম ভাই না পাওয়ার স্বাদ উপভোগ শুখ পাই.....
@swapanch.debnath8879
@swapanch.debnath8879 3 месяца назад
স কি দারুন বাঁশির সুর| মুগ্ধ হয়ে গেলাম গুরু ,প্রনাম |
@user-lp5fl5zk1s
@user-lp5fl5zk1s 10 месяцев назад
হৃদয় ছুয়ে যাওয়া এক বাশির সুর
@AbdurRazzak-zy6tp
@AbdurRazzak-zy6tp 2 года назад
আমার প্রিয় একটি গান।ছোটবেলায় সব সময় গানটি আমার মুখে থাকত।
@sayedraj1662
@sayedraj1662 Год назад
গানটার প্রথম লাইন কি ভাই
@harunurrashid3974
@harunurrashid3974 Год назад
কিছু বলার ভাষা নেই, এত সুর
@monjurmorshed7580
@monjurmorshed7580 2 года назад
আহা, শামসু স্যারের কথা খব মনে পড়ে। সংগে নিখিল ভাই বাশি বাজাতেন 🌷🙏
@yeasinali4614
@yeasinali4614 Год назад
যে বাঁশী মন কে কাঁদায় সেই বাঁশী ঘর বাধায়।
@krishnaroy4081
@krishnaroy4081 Год назад
❤❤❤🌷🌷🌷❤❤❤সুরের সাথে ফিরে পেলাম বাংলাদেশের সবুজ গাছ গাছালি। অপূর্ব সমন্বয়।
@lifeisjustend510
@lifeisjustend510 2 года назад
শোনার আগেই কমেন্ট করে পেললাম
@mdjuwelsarkar1549
@mdjuwelsarkar1549 3 года назад
সত্যি অসাধারণ, বাঁশির, সুর দাদা ধন্যবাদ আপনাকে
@ripon2350
@ripon2350 3 года назад
অসম্ভব সুন্দর,যখন শুনি গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায় ❣️❣️❣️
@mainuddinsk3461
@mainuddinsk3461 3 года назад
খুব সুন্দর ❤️❤️
@sahadatmamun3246
@sahadatmamun3246 Месяц назад
কতবার য়ে শুনলাম বলতে পারবো না। কিন্তু ভালো লাগা তো শেষ হয় না....
@niharranjanbhowmik9420
@niharranjanbhowmik9420 2 года назад
অসাধারন সুরে মুগ্ধ হলাম।ধন্যবাদ শিল্পীদের।❤❤
@kishorbiswas1135
@kishorbiswas1135 2 месяца назад
খুব সুন্দর হয়েছে।
@ahmedhossain4243
@ahmedhossain4243 3 года назад
Excellent !! You are an asset and living legend of Bangladesh. Salute you hundred times.
@fakhrulislam7425
@fakhrulislam7425 2 месяца назад
চমৎকার বাঁশীর সূর।
@mehedi.hridoy
@mehedi.hridoy 3 года назад
আহা কি দারুন ❤
@julhasahmed4814
@julhasahmed4814 Год назад
আমি যখন প্রাইমারী স্কুলে পড়ি তখন ওই স্কুলে স্পোর্ট হইছিলো সম্ভাবত 04সালে আমি এই গানটা গেয়ে সেকেন্ট প্রাইজ পাইছিলাম খুব মিস করি এই দিন গুলির কথা নাইয়ে রে নাইয়ের বাদাম তুইলা কোন দুরে জাও চইলা
@manindrakumarchakrabarty7336
@manindrakumarchakrabarty7336 8 месяцев назад
বাহ, পাগল করা বাঁশীর সুর। আহা।
@user-sr8gv5kv1i
@user-sr8gv5kv1i 11 месяцев назад
আমার ইচ্ছা করে সব সময় এই সুর শুনতে পারতাম ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mantukumarbiswas1699
@mantukumarbiswas1699 3 года назад
এমন মনমুগ্ধকর বাঁশির সুর কার না ভাল লাগে? ইচ্ছে করছে এরকম বাঁশির সুরে নিজেকে ডুবিয়ে রাখতে।
@UpenChBaroi
@UpenChBaroi 3 года назад
মহাশয় আপনাকে অশেষ ধন্যবান ।
@jojo7822
@jojo7822 3 года назад
i have listen so many many times your bashir sur but stil my heart wanted to listen what a magic on you bashir sur dada i hope god give you long life but i am from uk london people dream city than u
@kamrultan9696
@kamrultan9696 Год назад
অসাধারণ সুর ধন্যবাদ শিল্পীকে
@joyroy7595
@joyroy7595 3 года назад
I got just impressed by the tune of the Banshi,Uncle!! So soothing So Amazing!!!
@sirazulalam4687
@sirazulalam4687 3 года назад
এরকম মোহিত সুরের মধ্যে যে কত তৃপ্তি-প্রশান্তি একাকার হয়ে আছে তার গভীরতা এবং বিস্তৃতি খুঁজে পাওয়া ভার !
@jojo7822
@jojo7822 3 года назад
my favourte song thank you my dada im from uk london city what can i say excellent i Enjoy very much your bashir shoor
@ShohidulIslam-fe4xw
@ShohidulIslam-fe4xw 2 года назад
দারুণ লাগে ছে শার
@harriskhan2126
@harriskhan2126 3 года назад
Salaam Nikhil sir I am a Muslim but I have a lots of respect to you ❤️❤️🙏🇧🇩 FM Habigunj
@md.nayeemsarker.2811
@md.nayeemsarker.2811 11 месяцев назад
মন ছুয়ে যাওয়া সুর,উস্তাদ আমি আপনার ছাত্র হতে চাই❤
@mohammedjilu5145
@mohammedjilu5145 3 года назад
""Excellent ""bashi""and""dotara music ""ustad jee. Sumon baiya. ""And ""sister""well done""both of you playing ""Fantastic dotara .after lock down i will coming to join with all inshaallah. Go a head good luck.
@mdrafiqulalam1638
@mdrafiqulalam1638 3 года назад
দারুন
@swapankumarbhowmik1622
@swapankumarbhowmik1622 3 года назад
খুব ভালো লাগলো অসাধারণ ভারত থেকে
@mohammadyousuf9104
@mohammadyousuf9104 2 года назад
Superb Tune, Outstanding performance, Touches the heart. Incomparable. Soothes mind, so soft and melodious. Many many Tnx.
@yousufhossain7762
@yousufhossain7762 8 месяцев назад
Really nice
@bdkbayjidyt7097
@bdkbayjidyt7097 Год назад
রাত ১:০৭, কানে হেডফোন লাগিয়ে একা একা নিরবে শুনি, এতো ভালো লাগে যা, বলার মতো না অসাধারণ,,,। কমেন্ট রেখে গেলাম ২০২৩ জুন মাস, আজ থেকে ৩০ বছর পরে আমার নাতি নাতনি এসে দেখবে,,,
@rig8giboh0j44
@rig8giboh0j44 Год назад
মন পাগল কড়া বাঁশির সুর ধন্যবাদ ❤ ভাই
@mamunhossain4292
@mamunhossain4292 3 года назад
অসাধারণ বাজিয়েছেন স্যার? ধন্যবাদ স্যার আপনাকে । আপনি আপনার নিজের তুলনা। আশীর্বাদ রইল আপনার প্রতি।
@f.u.barbhuiya6061
@f.u.barbhuiya6061 3 года назад
যেমন দোতারায় ওস্তাদ, ঠিক তেমনি বাঁশীতেও। দারুন ভাল লাগল। শুভেচ্ছা ও আশীর্বাদ রহিল। আপনার দীর্ঘ জীবন কামনা করছি।
@rasamaybiswas3196
@rasamaybiswas3196 3 месяца назад
অসাধারণ দাদা, যাহা প্রকাশ করার ভাষা নেই
@narayandas2595
@narayandas2595 2 года назад
মন জুড়ানো বাঁশির সুর।
@anuarshalkh9153
@anuarshalkh9153 3 года назад
দারুন বাঁশির সুর
@annuvai6573
@annuvai6573 3 года назад
অসাধারণ। জয় গুরু
@mihirbiswas6437
@mihirbiswas6437 Год назад
Nice sir
@lafasahmed4108
@lafasahmed4108 2 месяца назад
Excellent Brothers.
@mdanayatislam5584
@mdanayatislam5584 3 года назад
আমি মুসলিম তবে আমি ওনার ভর ভক্ত ওনার সাথে দেখা হলে জীবন ধন্য হত
@ripandhali3750
@ripandhali3750 3 года назад
তার মানে আপনি বলতে চাইছেন যে মুস্লিম হলে অমুসলিমদের ভক্ত হওয়া যাবে না বা বন্ধু করা যাবে না।
@bikashmandal4122
@bikashmandal4122 2 года назад
একজন শিল্পী শিল্পী হয় তার কোন জাত ধর্ম থাকে না।
@MDNayon-
@MDNayon- 2 года назад
অসাধারন শুনে ভালো লাগলো
@mehebubhossain1918
@mehebubhossain1918 2 года назад
আমার ও অসাধারণ ভালো লাগলো
@bollywoodkabestcomedy
@bollywoodkabestcomedy 3 года назад
আপনার Totally, পরিবেশন টা খুব ভালো।। আমরা India থেকে আপনার Music শুনি।। আপনি India, র Old Song ও দোতারা এবং বাঁশিতে পরিবেশন করুন।। ভালো লাগবে।। পাশে ছেলে মেয়ে দুটো কি আপনার ? সত্যি বলছি ওরা অসাধারণ।।
@farcasanugianinofarcasanu4363
@farcasanugianinofarcasanu4363 3 года назад
Beatiful song Touch in the depths of the heart Thank you master !
@SkSarkar-nm1ux
@SkSarkar-nm1ux 8 дней назад
Ashdaron laglo amar nekot ami Indian Puna thakey dakhchi ❤
@user-il5pl8de9v
@user-il5pl8de9v 20 дней назад
❤❤❤ অসাধারণ
@ManindranathBiswas-hc4sp
@ManindranathBiswas-hc4sp 10 месяцев назад
আঃ হা অসাধারণ দাদা। খুব ভালো লাগছে।
@prakashghosh8988
@prakashghosh8988 10 месяцев назад
Very good and excellent flute bazna
@soumengayen5695
@soumengayen5695 3 года назад
অপূর্ব !!অতুলনীয়!!
@shumondas905
@shumondas905 Год назад
Nice Dada
@poisiali7968
@poisiali7968 3 года назад
Dada may Allah bless you asmat Ali south korea 19/07/2021
@anowarhossain2357
@anowarhossain2357 3 месяца назад
অবিশ্বাস্য সুর লহরী। মন হরণ করে নেয়।
@lutfarhossain9752
@lutfarhossain9752 3 года назад
ওহ্ প্রান জুড়ানো সুর। সঙ্গীত যেন ঈশ্বরের ভাষা।
@nabarupebangla568
@nabarupebangla568 10 месяцев назад
আপনার বাঁশির সুর সত্যি সুন্দর ভারত থেকে শুনছি
@prokashdas3136
@prokashdas3136 2 года назад
অ-সা-ধা-র-ন.... গানটির tutorial দিলে আরও আনন্দ পেতাম।
@user-kb5vb5ru4o
@user-kb5vb5ru4o 6 месяцев назад
Also I'm Bengali but I can't write in Bengali thank you from Delhi
@user-xj8dm8vh9v
@user-xj8dm8vh9v 9 месяцев назад
হ্রদয় ছোঁয়ে গেল ।অসাধারণ
@sourovhasan7920
@sourovhasan7920 2 года назад
Ah ! heart touching. Thanks for such a nice gift.
Далее
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Просмотров 10 млн
НЕ ИГРАЙ В ЭТУ ИГРУ! 😂 #Shorts
00:28
Просмотров 303 тыс.
Naiya re nayer badam tuila---- Abdul Alim
4:36
Просмотров 33 тыс.