Тёмный

নাটক : আন্তরিক (১৯৮৫) । খালেদ খান, ডলি জহুর । Antorik | Khaled Khan, Dolly Johur | Bangla natok 

Shoeb Mahbub
Подписаться 44 тыс.
Просмотров 138 тыс.
50% 1

বাংলা পুরাতন বিটিভি নাটক : আন্তরিক
অভিনয়ে : খালেদ খান, ডলি জহুর, আবুল খায়ের, রওশন জামিল, বেবী জামান, খায়রুল আলম সবুজ
পরিচালনা: মোস্তফা কামাল সৈয়দ
Bangla Old Btv Natok: Antorik
Cast : Khaled Khan, Dolly Johur, Abul Khayer, Rowshon Jamil, Baby Zaman, Khayrul Alam Shobuj
Direction: Mostofa Kamal Syed

Опубликовано:

 

1 сен 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 131   
@baekbunny2074
@baekbunny2074 Год назад
পুরাতন নাটক দেখি কেন জানেন অতীত খুঁজি ?যখন আগের নাটক গুলি দেখি তখন যেন ফিরে যাই সেই ফেলা আসা দিনগুলির মাঝে ।খুব ভাল লাগে অতীত কেন এত মধুর লাগে জানিনা ।
@shammitalukdar2105
@shammitalukdar2105 Год назад
আমি ও অতীত খুজি ।সেই সাদাকালো টিভি ১৪",প্রাইমারী স্কুল ।ভাড়া বাসা ।বড় শহর গুলিতেও তখন বিকেলে বাচ্চারা গ্রামের মত দল বেধে খেলত । ১০ বছর হল প্রবাসী জীবন । এত বিলাসিতার পর ও শৈশবেই সুখে ছিলাম
@soponsopon7340
@soponsopon7340 Год назад
১০০% সহ মত
@HazratAli-mz7qx
@HazratAli-mz7qx Год назад
সত্যি অনেক সুন্দর লাগছে
@Razibulislamrazib777
@Razibulislamrazib777 6 месяцев назад
একই অবস্থা আমার। খুব ভালো লাগে, মনে খুব টানে অতীতের দিকে।
@user-fg9if1ev9l
@user-fg9if1ev9l 5 месяцев назад
👍
@zahirulhoque422
@zahirulhoque422 2 месяца назад
বর্তমান নাটক গুলোর মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছাড়া আর কিছু নাই পুরনো নাটক অনেক শিক্ষনীয় এবং পরিবার নিয়ে দেখার মত
@astersonfox8020
@astersonfox8020 Год назад
চমৎকার, এত আগের নাটক! অনেক অনেক ধন্যবাদ।কোনও দিন ও ভাবিনি এসব নাটক আবারও দেখতে পাব। আরও বেশি বেশি ৮০ -৯০ দশকের নাটক দিন প্লিজ।
@romanha9071
@romanha9071 10 месяцев назад
কতো সহজ সাবলীল সংলাপ অথচ খুব সহজেই মনকে অভিভূত করে ফেলে। ভাবতেই অবাক লাগে কতো সমৃদ্ধশালী ছিলো আমাদের বিনোদন গুলো কতো গুনি ছিলো ক্যামেরার সামনের ও পেছনের সৈনিকেরা। সত্যিকারের ভালোবাসা ❤
@MDHasan-sx9zl
@MDHasan-sx9zl 3 месяца назад
কত সুন্দর নাটক সোনালী দিনের,,, আর এখান কার নাটক যত সব অসব্যপনা
@tahmidtabaq2158
@tahmidtabaq2158 Год назад
১৯৮৫ সালের নাটক? সময়ের চেয়ে অনেক আধুনিক। এমনকি ৯০ দশকের শেষভাগেও এই আবহের নাটক দেখা যেত।
@nicemelody3314
@nicemelody3314 Год назад
খালেদ খানের নাটক মানে অসাধারণ অনুভূতি। আচ্ছা আজকাল নাটকের চরিত্রগুলি কি বাচালের মতো অনেক বেশি কথা বলে? সেগুলি আমি দেখি না কেন? মাঝে মাঝে অবশ্য দেখি আর মনেমনে বলি এগুলি জীবনের নাটক নয়, এগুলি কথা নাটক।
@golamrahaman1528
@golamrahaman1528 2 месяца назад
আজকের দিনে বিশুদ্ধ বাংলা শেখার একমাত্র মাধ্যম ৮০-৯০সালের নাটক।।।
@nasimaaktar3330
@nasimaaktar3330 2 месяца назад
আমিও নাটক দেখতে দেখতে সেই কথাটাই ভাবতেছিলাম।
@kanaakther478
@kanaakther478 Месяц назад
Ekmot Aamio.....
@niazhossen1666
@niazhossen1666 День назад
আহা!! কতো সাবলীল এবং মার্জিত অভিনয়।এক অন্যরকম ভালো লাগা।। আগের নাটক মানেই রুচি সম্মত!
@farzadamit4974
@farzadamit4974 Год назад
জন্মের আগের নাটক যতটা রুচিসম্মত, বর্তমানের নাটক এর ৫০ গুণ রুচিহীন!
@nisatsowkat2962
@nisatsowkat2962 Год назад
এক অন্যরকম ভালো লাগা।।আগের নাটক মানেই রুচিসম্মত 🌸❤️❤️
@delowaribnkamal2022
@delowaribnkamal2022 Год назад
আহা!!! কতো সাবলীল এবং মার্জিত অভিনয়। কৃত্রিমতার লেশমাত্র নেই।
@mohtasimfuadkuka4429
@mohtasimfuadkuka4429 Год назад
আমার জন্মের আগের নাটক। এগুলো দেখতে পাব ভাবিনি কখনও।
@OmarFaruk-kf5ee
@OmarFaruk-kf5ee Год назад
যদিও আমার একবিংশ শতাব্দীর গোড়ার দিকে জন্ম তবুও আমি আর সবার মত আধুনিকতার মোহে আকৃষ্ট হয়ে উচ্ছ্বলে যাই নি এখনো ৮০ / ৯০ দশকের সব বিনোদনের জন্য মুখিয়ে থাকি। খুব কৃতজ্ঞ থাকব হুমায়ূন স্যারের খাদক নাটকটি আপলোড দিলে।
@tasnimnishat4892
@tasnimnishat4892 11 месяцев назад
আমিও খাদক নাটকটি অনেক খুজেছি। কিন্ত পাই নি😢
@souravstravelvlog3610
@souravstravelvlog3610 Год назад
অাগের নাটকের অভিনয় দেখলে মনে হয় ন্যাচারাল। অভিনয় বলে মনে হয় না। এবং ভাষাশৈলী অসাধারণ যা বর্তমানের নাটকে বিরল।। সত্যি অসাধারণ!!
@rubaiyathassan506
@rubaiyathassan506 Год назад
৮০ আর ৯০ দশকের নাটকের মিউজিক গুলোই ছিল অসাধারণ। কেমন যেন একটা অপার্থিব অনুভুতি মিশে থাকত। এখন কোন নাটক দেখিনা।তবে ইন্টারনেট ঘেটে পুরোনো নাটক পেলে দেখি। আর ভাবি সেই সময় কি ভাবতাম।সেই সব ভাবনা গুলোর মাঝে কি এখন কোন মিল আছ😢😢😢 তবে খুব ভালো লাগে সেই ছেলেবেলায় ফিরে যেতে। আরও কিছু মাস্টার পিস নাটক আছে। যদি আপলোড করা যেত! যেমন রায়হান গফুর অভিনীত কুহেলিকা, পূর্ণ দৈঘ্য মন্চ নাটক ম্যাকবেথ আর ওথেলো। সোজন বাদিয়ার ঘাট।ৃড:আলাউদ্দিন আল আজাদের উপস্থাপনায় মণিহার বলে একটা অনুষ্ঠান হতো তাতে বাংলা সাহিত্যের অনেক নাট্যরুপ ছিল। এ রকম অনুষ্ঠান দেখতে পেলে ভালো লাগত।
@RabindraTalapatra-yz3kr
@RabindraTalapatra-yz3kr 2 месяца назад
এখন যখন খুশি যেমন খুশি নিজের পছন্দ মতো ছবি, নাটক বা অন্য কিছু দেখা যায়। কিন্তু তখন শহরের প্রতি ঘরে এসব বিনোদন দেখার মাধ্যম টিভি ছিল না, একটি ঘরে থাকলে তার আশেপাশের কয়েকটি ঘরের লোকজন নিদিষ্ট সময়ে সপ্তাহের ১/২ দিন নাটক দেখা যেত । তার মধ্যে যে আনন্দ ছিল আজ মনে হয় কোন আনন্দ নয় শুধু কি যেন দেখছি নিজেরাও জানি না শুধু সময় পাড় কচ্ছি। এক‌ই ঘরে সকলের হাতে বিনোদনের মাধ্যম মোবাইলে যার যা পছন্দের বিনোদন, একসাথে বিনোদন অনেটা ইতিহাস হয়ে যাওয়ার পথে। ধন্যবাদ।
@anamikaislam2289
@anamikaislam2289 3 месяца назад
রওশন জামিল-- ছোটবেলাকার খুব পরিচিত অভিনেত্রী ❤
@bellalbhulu5731
@bellalbhulu5731 2 месяца назад
আমরা অপেক্ষা করেছি তাই তো এরকম নাটক দেখতে পেরেছি। কিন্তু আর কি অপেক্ষা করবো এরকম কিছু দেখার জন্য। মনে হয় না। কারণ সোনালী দিনগুলো বারবার ফিরে আসে না।
@ferdousiabedin4707
@ferdousiabedin4707 Год назад
নাটকটি যেন সেই সময়ের কথা বলে।আর সবার অভিনয় কত সাবলীল।
@ahmedsamialhasan505
@ahmedsamialhasan505 Год назад
অসাধারণ। কী শিল্পিত পরিচ্ছন্ন রুচিবোধসম্পন্ন পরিবেশনা।
@maksudurrahman3656
@maksudurrahman3656 Год назад
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সোয়েব মাহবুব ভাই।
@badrulwahidashik9677
@badrulwahidashik9677 Год назад
অসাধারণ শোয়েব ভাই। এই নাটকটা আগেও দেখেছিলাম আপনার পুরান চ্যানেলে। আরও দেখেছিলাম মহুয়ার মন। ভাই, এইরকম নাটক আরও দিবেন। বিশেষ করে সাগর সেঁচা সাধ নাটকটা আমার দেখার ইচ্ছে অনেকদিনের।
@dailylifearoundus
@dailylifearoundus Год назад
মনের অজান্তে হারিয়ে গেলাম সেই সময়গুলোতে |
@user-bh5eu9mu5r
@user-bh5eu9mu5r Год назад
পুরনো দিনের যত নাটক আজও অম্লান এখন শুধু ভাড়ামো আর যৌন সুড়সুড়ির সমারোহ।
@zakir910
@zakir910 2 месяца назад
অসাধারণ,, ❤❤❤ কত স্মার্ট জীবন্ত অভিনয়
@emmonsur1212
@emmonsur1212 2 месяца назад
আহা কত মার্জিত ভাষা, নির্মানশৈলী ❤
@dippeeppeep5717
@dippeeppeep5717 2 месяца назад
কত সুন্দর বাংলা ভাষা। আর এখনকার বাংলা ভাষা শুনতে মাঝেই মাঝেই অদ্ভুত লাগে। এই নাটকের প্রায় সবাই লিজেন্ড।
@rehanaakter6669
@rehanaakter6669 Месяц назад
জীবন এইরকমিই কিন্তু কেউ এই বাস্তবতা বুঝতে চেষ্টা করেনা ।
@shahadatbhuiyan2263
@shahadatbhuiyan2263 7 месяцев назад
এখানে যারা কমেন্ট করেন তারা অধিকাংশই ৯০ দশকের মানুষ কিন্তু আমার জন্ম 2000 সালে তাও আমার এই নাটক গুলো খুব ভালো লাগে মনে হয় এখনকার থেকে অনেক ভালো
@uttamghosh9120
@uttamghosh9120 Год назад
কতো পরিস্কার পরিচ্ছন্ন নাটক বার বার দেখতে ইচ্ছা করে।
@zulfi1969
@zulfi1969 Год назад
Beautiful story, clean dialogue and realistic theme. Wish BTV could bring back the same now :(
@nibirchowdhury3837
@nibirchowdhury3837 11 месяцев назад
Ami khuje khuje sudhu puran natok e dekhi 🥰 E ek onnorokom tripti 😇
@rakibislam4268
@rakibislam4268 2 дня назад
আহ্! কি সুন্দর নাটক!❤
@imtisharimran349
@imtisharimran349 Год назад
রওসন জামিল আরিফুল হক খালেদ খান আজ কেউ বেঁচে নেই কিন্তু ওনারা বেছে আছে ওনাদের কাজের মাঝে।কত সুন্দর রুচি শীল সাবলীল অভিনয়। খুব মনে পড়ে সেই সব দিনের
@tahmidtabaq2158
@tahmidtabaq2158 Год назад
Ariful Haq kobe mara gesen vai?
@anamikaislam2289
@anamikaislam2289 3 месяца назад
রওশন জামিল-- ছোটবেলার খুব পরিচিত অভিনেত্রী 💕
@Habeeb-cz7hz
@Habeeb-cz7hz 2 месяца назад
আরিফুল হক,এখনো বেচে আছে,,উনি এখন যুক্তরাষ্ট্রে থাকে,,
@rokanzzamanofficials9415
@rokanzzamanofficials9415 Месяц назад
নাটকটি দেখে সেই ৯০ দশকে হারিয়ে গেছিলাম 😢😢😢 কি দিন হারিয়ে কি দিন পাইলাম😢😢
@user-xo4eg6yh3g
@user-xo4eg6yh3g Месяц назад
সভ্যতার এ-ই ধোয়াসার মাঝে তোমরা আলোক বাতি, এখনো আঁধারে পথ খুঁজে পাই --আদর্শে জাগালে সাথী!
@cokie890
@cokie890 Год назад
আমার জন্ম ১৯৮৫ সালে । তখনকার নাটক 😲😲😲
@shahoriarkobir762
@shahoriarkobir762 19 дней назад
13/07/2024 ey somoy eseo amr purano natok dekhte khb vlo lage...
@shahadathossainchowdhury6922
কারো সাথেই তুলনা করার ভাষা নেই.... একটি পরিপূর্ণ সুখ এবং প্রশান্তির আস্বাদ পেলাম যেন.....❤️
@mdkhaledul2698
@mdkhaledul2698 Год назад
অসাধারণ গল্প অনেক ভালো লাগল old is gold. ধন্যবাদ ।
@maksudurrahman3656
@maksudurrahman3656 8 месяцев назад
শোয়েব মাহবুব ভাই, আপনার কাছে কৃতজ্ঞ থাকলাম।
@dorbeshbabab9812
@dorbeshbabab9812 Месяц назад
পুরনো দিনের স্মৃতি কেন এত কষ্ট দেয়। ভিতরটা নাড়া দিয়ে যায়। ও আজ আবার যদি পাইতাম সে দিনগুলি। কষ্ট কষ্ট কষ্ট কষ্ট কষ্ট কষ্ট কষ্ট কষ্ট কষ্ট কষ্ট কষ্ট কষ্ট কষ্ট
@anandakhan4160
@anandakhan4160 3 месяца назад
bangla handwriting is so good , i had dreamt a dream to copy such since 2005.
@helenbegumchowdhury1565
@helenbegumchowdhury1565 Год назад
Old is gold .thanks Mr.mabub.
@mahmudurrahman6210
@mahmudurrahman6210 2 месяца назад
বর্তমান নাটক হচ্ছে রুচিহীন আর আগের নাটকগুলো হচ্ছে রুচি সম্মত।
@mohdrab9784
@mohdrab9784 Месяц назад
Ashadaron natok .
@maksudurrahman3656
@maksudurrahman3656 8 месяцев назад
অসাধারণ আবহ সঙ্গীত। অপূর্ব, অপূর্ব।
@mahadihasan3047
@mahadihasan3047 2 месяца назад
Felt like I am in meditation. Slow and simple, yet full of elegance.
@basicinfoforall7306
@basicinfoforall7306 Год назад
great! We should follow it.
@anikdas5395
@anikdas5395 Год назад
খালিদ খান - চমৎকার অভিনেতা
@SamuslAlomBadol-jl6tz
@SamuslAlomBadol-jl6tz Месяц назад
এখনের নাটক আর নাটক নাই খুবই দুঃখজনক এখনের নাটক গুলাও পরিবার নিয়ে দেখার উপায় নাই 😢😢😢
@mahmudurrahman6210
@mahmudurrahman6210 2 месяца назад
মাশা আল্লাহ কত সুন্দর ভাষা চমৎকার অভিনয়
@RAli-hf9th
@RAli-hf9th Год назад
Thanks a lot.
@sharifhossain3474
@sharifhossain3474 2 месяца назад
শেষ না করে তখন কেউ উঠতো না।
@shahadathossain694
@shahadathossain694 Год назад
গেন্ডারিয়া হাই স্কুলের ক্লাস নাইন এ পড়ি ۔তখন এই নাটকটি দেখেছিলাম ۔কি সুন্দর ও পরিচছন্ন অভিনয় doly jahur .Ariful haque o khaled khaner .এখনতো কোনো নাটক হয়না ۔সব যৌন কর্মীদের সুড়সুড়ি আর আগের নাটকে সব সময় কৌতুহল কাজ করতো মিনিটে মিনিট কি হয় ও শিক্ষার অনেক কিছু ছিল
@dailylifearoundus
@dailylifearoundus Год назад
তখন আমি গেন্ডারিয়া ডিআইটি প্লটে 'সিরাজুল ইসলাম একাডেমি' প্রাইমারি স্কুলে পড়ি۔ শৈশব এর সেই স্মৃতিগুলো খুব মনে পরে 😭 | 40/K সতীশ সরকার রোডের বাড়িতে তখন থাকতাম
@xtasktaste0
@xtasktaste0 Год назад
Many many thanks vhai.
@zillionzaman3467
@zillionzaman3467 Месяц назад
আগের নাটকগুলো কত সুন্দর। আর এখনকার নাটক হলো সেই রকম চা খোর, সেই রকম ঝাল খোর, সেই রকম বিড়ি খোর ইত্যাদি ইত্যাদি।
@taniaara3492
@taniaara3492 2 месяца назад
নাটকের স্কুলের অংশটুকু আমাদের স্কুলে শ্যুট হয়েছিলো।
@sabbirahmedprodhan983
@sabbirahmedprodhan983 2 месяца назад
কোন স্কু্ল ?
@runumozumder696
@runumozumder696 Месяц назад
সোনালী দিনের স্মৃতি।
@karimaahmed812
@karimaahmed812 Год назад
পুরাতন নাটক অসাধারণ
@mironmunshi5759
@mironmunshi5759 2 месяца назад
শোয়েব ভাই এই পুর নতুন প্লেয়ারদের একটু সাক্ষাৎকার শোনাতে পারলে খুব খুশি হতাম আমার প্রিয় অভিনেতা ছিলেন রফিকুল আলম
@akshahid7178
@akshahid7178 2 месяца назад
আগেরকার মানুষ ছিল অভিনেতা, এখনকার মানুষ, 😢😢😢😢 .........
@jaforchoudhury2555
@jaforchoudhury2555 Год назад
Wish i were in 80's.
@mofizuddin-magura7835
@mofizuddin-magura7835 2 месяца назад
সত্যিই অসাধারণ
@sonchitasultana8663
@sonchitasultana8663 Год назад
Thanks. 1986 year
@MdJibon-ve7zi
@MdJibon-ve7zi 3 месяца назад
ছোট বেলার নাটক দেখতে পাবো ভাবিনি কখনো।
@asas14gram68
@asas14gram68 7 месяцев назад
Jonmer ager natok, bar bar dekhi Keno jani valo lage
@Tip-Top23
@Tip-Top23 Год назад
চমৎকার নাটক
@ZahidHasan-ng5tr
@ZahidHasan-ng5tr 2 месяца назад
একেই বোধহয় বলে মার্জিত, সাবলীল, সুন্দর
@rianahabiba9007
@rianahabiba9007 Год назад
এতো আগের নাটক সত্যি অসাধারণ।
@LisaLisa-gt7xu
@LisaLisa-gt7xu 10 месяцев назад
Speechless
@farjanaaktermili2667
@farjanaaktermili2667 6 месяцев назад
তুমি এসো, অন্তত কিছুক্ষণের জন্যে হলেও এসো!
@hkabir2167
@hkabir2167 Год назад
Thanks but sound is very low.Pls increase sound all your videos.
@hanifmiahhanifmiah8418
@hanifmiahhanifmiah8418 Год назад
চমৎকার নাটক। অনেক অনেক ধন্যবাদ নাটকের নির্মাতাকে।
@norulafsar8912
@norulafsar8912 2 месяца назад
আদব-কায়দা,ভদ্রতা সামাজিক রিতী নিতি পুরাতন এসব নাটক থেকে শেখা যায় ।
@sultana1033
@sultana1033 Год назад
❤️
@miht747
@miht747 Год назад
ভাই, মামুনুর রশীদের (বিটিভিতে প্রচারিত) ধারাবাহিক "সময় অসময়" নাটকটি কি আপনার সংগ্রহে আছে? থাকলে আপলোড দিবেন ভাই, খুব দেখতে ইচ্ছে করছে। আমার যতদূর মনে পড়ে কয়েক বছর আগে নাটকটি আপনিই আপলোড দিয়েছিলেন, তখন দেখেছিলাম।
@nurulislam-ux6lz
@nurulislam-ux6lz 7 месяцев назад
আমিও দেখতে চাই সময় অসময়।
@mdfahad0169
@mdfahad0169 Год назад
আমার জন্মের ১১ বছর আগের নাটক এটা।
@piuspalmer6268
@piuspalmer6268 Месяц назад
অনেকদিন হলো অভিনেতা খালেদ খানের অভিনয় দেখি না। উনি কি আছেন? নাকি বিদেশে। একবার কি যেন শুনছিলাম।
@jolynur3025
@jolynur3025 2 дня назад
উনি ২০১২/২০১৩ তে মারা গিয়েছেন
@fatemaferdous6292
@fatemaferdous6292 2 месяца назад
আমি তখন ক্লাস ফাইভে পড়ি।
@Catch_Me007
@Catch_Me007 Месяц назад
Me too
@shamimrahman6005
@shamimrahman6005 Год назад
Ki chomotkar shob purano diner natok gulo. Ajkal erokom nakot keno hoi na bujhi na
@jannat5483
@jannat5483 Год назад
ভলিউম অনেক অনেক কম, শুনতে সমস্যা হচ্ছে। পিলিজ ভলিউম ঠিক করবেন। ধন্যবাদ পুরোন নাটক গুলো দেয়ার জন্য। 💖💖
@Get-Agar
@Get-Agar 2 месяца назад
আস সালামু আলাইকুম। অনেক মোবাইলে সাউন্ড সিস্টেম খুব একটা ভালো না। আপনি প্লে স্টোর থেকে Precise Volume এপটা ব্যবহার করে দেখতে পারেন সাউণ্ড বাড়ে কিনা। এপটার সেটিংস বুঝতে হয়তো একটু সময় লাগতে পারে।
@raisasultana2622
@raisasultana2622 Месяц назад
একদিন যখন আছে কি?
@gjajdn2714
@gjajdn2714 4 месяца назад
বানফ্লাদেশের খালেদ খান৷ জাহিদ হাসান আ
@xgydlkjvgxbhfcg8730
@xgydlkjvgxbhfcg8730 Месяц назад
আগের মানুষ গুলোর চেহেরা দেখে বুঝা যাচ্ছে তারা কত ভালো মানুষ ছিল
@skittlesupporter
@skittlesupporter 2 месяца назад
Kalded khan, Tony Dias Somu choudhury ovinto ata thriller darabahik natok selo crime er upor ku nam bolte parben? Kub soto belai deksi.
@mdrezaul8705
@mdrezaul8705 Год назад
Ok
@10.parthasarathichakrabort70
@10.parthasarathichakrabort70 2 месяца назад
আমার তখন জন্ম হয় নাই
@mdmostafa2161
@mdmostafa2161 Год назад
Amar jonmo 1985 the😃😃
@shezanshakil8772
@shezanshakil8772 Год назад
শোয়েব ভাই নকল গহনা হারিয়ে ফেলে আসল মনে করে অনেক কষ্টে ফিরিয়ে দিতে গিয়ে শুনে .......নাটক টার নাম জানা থাকলে জানাবেন ।
@imranbabul6829
@imranbabul6829 2 месяца назад
সম্ভবত নাটকের নাম, নকল হার
@rubelhossin6942
@rubelhossin6942 2 месяца назад
2025 e dekhcilam
@uddinshafi2371
@uddinshafi2371 2 месяца назад
আরিফুল হক,অভিনেতা,নাট্যকার,কলামিস্ট। বহু বছর উনার সম্পর্কে কিছুই জানি না। বেঁচে আছেন না মারা গেছেন?
@Payratv3367
@Payratv3367 2 месяца назад
1985 Er natok
@kamrunzaman7968
@kamrunzaman7968 Год назад
মাল্যদান দেখতে ছাই
@youarenotalone359
@youarenotalone359 7 месяцев назад
Ekta natok khujchi Btv r, "tui futbe kobe shoi"
@crazyexplorer7202
@crazyexplorer7202 2 месяца назад
এইদেশের মানুষ হঠাৎ বাংলা ভাষা ভুলে গেল কি করে?
@Get-Agar
@Get-Agar 2 месяца назад
এইভাবে নাটকেই শুধু কথা বলা হতো। বাস্তবে তেমন একটা না। তাছাড়া ভাষা পরিবর্তনশীল।
@user-yg2qs2xp2b
@user-yg2qs2xp2b 2 месяца назад
Koto pobitro posondo
@samiafarees1593
@samiafarees1593 2 месяца назад
Koto Santo Kotha barta ar akhn natok chilla palla
@mdashraful1128
@mdashraful1128 6 месяцев назад
আগের মানুষ অনেক ব্রিলিয়ান্ট ছিলো
@ArshadAli-gq6dm
@ArshadAli-gq6dm 4 месяца назад
আজকে ২০২৪ সালে এসে দেখলাম আমার জন্মের আগের নাটক।
@ArshadAli-gq6dm
@ArshadAli-gq6dm 4 месяца назад
নাটকে শুনলাম ১৯৯৬ বলতে, এইটা ১৯৯৬ এর নাটক হবে।
@AliHaider-ph6uy
@AliHaider-ph6uy 2 месяца назад
1986 বলেছে @6:00
@sabbirahmedprodhan983
@sabbirahmedprodhan983 2 месяца назад
No 1986
Далее
Chor Kata। চোর কাঁটা। Mytv Natok
55:13
Бмв сгорела , это нормально?
01:01
Humayun Ahmed Er Natok Prio Podo Rekha
1:08:13
Просмотров 738 тыс.