ইন্ডিয়ানদের জন্য জীবন এক্টুর জন্য হুমকিতে পরেছিল। ইন্ডিয়ানদের সবকিছুর পিছনে স্বার্থ থাকে। তারা বেশি ভাব নিতে গিয়েছিল। যদি ক্যাপ্টেন তার কোম্পানির মাধ্যমে যদি ইন্ডিয়ান নেভি কে না থামাত তাহলে হয়তো তারা গুলি চালিয়ে দিত এবং এই 23 জন জীবন নিয়ে দেশে ফিরে আসতে পারতো না।