এটা পরিবেশ বান্ধব হবে কি? সোনালী ব্যাগ আসলে জুট পলিমার।এটাও একধরনের পলিথিন।যা ধ্রুত পানিতে মিশে শাকসবজি শষ্যদানায় প্রবেশ করে আমাদের শরিরে প্রবেশ করবে।অন্যান্য পলিথিন এর মত।অন্যান্য পলিথিন পানিতে মিশতে সময় নেয় এটা একটু ধ্রুত মেশে।ধ্রুত মেশায় ক্ষতি ও ধ্রুত হবে।
বেসরকারি কোম্পানি কে দায়িত্ব দেন সর্বোচ্চ ৯০ দিন লাগবে ওরা উৎপাদন শুরু করবে । যেমন বায়ু বিদ্যুৎ প্রকল্পে বেসরকারি কোম্পানিরগুলো তাদের অবদান দেখাতে শুরু করেছে
পাটের তৈরি সোনালী ব্যাগের ব্যবহার বাড়ানোর জন্য দরকার সচেতনতা। টিভি চ্যানেল, ইউটিউব, বিজ্ঞাপনের মাধ্যমে সচেতনতা তৈরি করতে হবে। দেশি পণ্য ও পরিবেশ বান্ধব পণ্য ব্যবহারের গুরুত্ব বাড়াতে হবে।
বিকল্প ব্যাগের দামের প্রাভাব পরবে নিত্য পন্যর উপর ফলে দাম বৃদ্ধি পাবে। ধরুন ২৫০ গ্রাম হলুদ কিনবে কিসের মধ্যে দিবে কাগজের ঠোঙ্গা নাকি পাটের ব্যাগের? অনেক বলবেন কাগজের ঠোঙ্গায় দিবে আমি বলবো সেটারও দাম বেশি এক কেজিতে ৫০- ৬০ টি ছোট সাইজের হবে বড় ২৫_৩০ পিস হবে।দামের প্রভাব পরবে হলুদের উপর যেমনটি ৫টাকার জিনিস ৬ টাকায় বিক্রি হবে। আর পলিথিন দামে সাশ্রয় ৫টাকার দামের মধ্যে থাকবে।যদি পলিথিন দামে বিকল্প ব্যাগের দাম সাশ্রয় থাকে তাহলে বাজার বিস্তার পাবে না হলে ব্যার্থ হবে।মাঝখানে সাধারণ জনগণ এবং দোকান ব্যবসায়িরা হয়রানি হবে, জরিমানা দিবে আর সরকারি লোকের পকেট গরম হবে।
Public private company kulen than fund collect kore Large scale koren. Bd bro company involve koren like rfl,megna,city ei gula company te share den within 6 month er modde alor muk dekbe
উনি এভাবে না করলে, যেসব কোম্পানির নাম বলেছেন। তারা নিজেরাই এসব আবিস্কার করে ফেলবে। প্রযুক্তির যুগে কলা গাছ, নারিকেলের শাষ, পাট সহ আরো অনেক গাছ থেকেই পলিথিন আবিস্কার করার আইডিয়া আর মেশিন এনে কাজ শুরু করতে এসব কোম্পানির ১ মাসও লাগবে না।
জাস্ট ওয়াটার প্রুফ বাজারের ব্যাগ কিনতে হবে এইটা মনে করি। সাধারণ পাটের ব্যাগের ভিতর ব্যবহার না হওয়া ছাতার কাপড় সেলাই করে ব্যাগ বানাই নেন। জটিল সমাধানে না তাকানোই ভালো।
থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার স্থানীয় বাজারে বিভিন্ন পাতা যেমন কলা পাতা ব্যবহার করা হয় ছোটখাটো পণ্যের বিক্রির ক্ষেত্রে, বাংলাদেশেও এমন প্রচলন করতে হবে।
জনপ্রিয় না হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে তার মধ্যে প্রথম কারন হল বাজারে পলিথিন ব্যাগের বিপরীতে যে পরিমাণে সোনালী ব্যাগ থাকার কথা তার ১০০ ভাগের ৫ ভাগও বাজারে নেই। তাহলে আপনি আমি বাজার করে কিভাবে সেগুলোকে বাড়িতে নিয়ে যাবো? তাই পলিথিন ব্যাগ নিষিদ্ধ করার আগে বাজারে তার বিকল্প পন্য প্রাপ্তি নিশ্চিত করতে হবে। তাহলে সোনালী ব্যাগ বাজার পাবে।
জনসচেতনতাই পারবে এ সমস্যা থেকে আমাদের বের করতে,,, বাজারের ব্যাগ গুলা আমরা নির্দিষ্ট করে নিলে হয়,,কিছু ব্যাগ কাপড়ের বানিয়ে নিয়ে সাথে রাখা উচিৎ বাজারে যাওয়ার সময়।
পলিথিন চিরকালের জন্য আইন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে যাতে কোনোভাবেই এটা আর পুনর্ব্যবহার করা না যায়। কোন প্রক্রিয়ায় নতুন প্রোডাক্ট আসবে এটা দেখার বিষয় নয় ব্যবসায়ীরাই চিন্তা করবে কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করা যাবে কিন্তু পলি কখনো বাংলাদেশে আর ফিরে যাতে না আসে।
আমরা সোনালী ব্যাগ চাই। পাটের দাম।বাড়লে কৃষক টাকা ভাবে এটা আরো ভালো। লাগলে সরকার পাটের জন্যে বর্তুকি দিবে। পাট শিল্প উন্নত করেন। পরিবেশ বান্ধব সোনালী ব্যাগ বাজারে আনেন।
আমাদের বাংলাদেশের মানুষ হচ্ছে ফুটানিবাজ । আজ থেকে 20 বছর আগেও মানুষ পাট বা চটের তৈরি ব্যাগ দিয়ে বাজার সদাই করতো। সুপারশপ হোক বা কাঁচা বাজার বাজার করতে যাবার সময় একটা ব্যাগ সাথে রাখলেই আর পলিথিন খোজা লাগেনা বা দোকানদাররাও পলিথিন ব্যবহার করার উৎসাহ রাখবেনা। অনেক উন্নত দেশ আছে যারা কাপড় বা পাটের তৈরি ব্যাগ ব্যবহার করে এমন কি তাদের অফিসের ব্যাগের সাথে একটা বাজারের ব্যাগ রাখে। আসলে পলিথিন দূর করতে চাইলে প্রশাসন দরকার নাই নিজেদের মানসিকতা চেঞ্জ করলেই হবে।
সঠিক পরিকল্পনা দরকার, বিকল্প, কাজের মাধ্যম না নিশ্চিত করেই কোন কিছু হুট করে নিষিদ্ধ করলে বিপদ বাড়বে বেশি পলিব্যাগের সুবিধা অপরসীম ক্ষতি বিবেচনা করে, তার বিপরীত ব্যবহার নিশ্চিত করা দরকার। এজন্য অন্য মহল আমদানি করতে না পারলে, তার সমস্যা বৃদ্ধি হবে।
Sonali bag has some limitations... please share full news to understand easily about sonali bag. when it touch water or rain then sonali bag melt, so this problem has to be solved.
2 bochor porjonto boradder taka char hoy nai,, desh a Jara polythene bebsa korce tader shubida ta focus rakhce,, are bhai orai koruk na polythene ar jayga paat use korbo,, somossa ki?
What the last guy said, It's totally a irrevalent thought of thing he said. Garments industry is running for like 20years then why it hasn't lost it's caliber? while he is saying jute production will be more costlier. No! It will be more cheaper because the product will vastly available on market with competitive pricing.
পাট যদি বেশি দামে কিনে, তাহলে কৃষক উপকৃত হবে। এবং পরিবেশ বাচবে। এতে করে যদি কম দামে সোনালী ব্যাগ তৈরি না করা যায়, তবে সরকার ভর্তুকি দিবে। সমস্যা কোথায়? তো যে পরিবেশবিদ বললো যে পাটের দাম বেশি হবে তাহলে উনি একটা সস্তায় তৈরি করুক। এরা হলো কমিশন খাওয়া লোক।এরা নামে পরিবেশবিদ, আর কাজে পলিথিন কোম্পানির কমিশন খায়।
কেন? Bowl কিংবা কন্টেইনার নাই? খালি আছে ফ্রিজে মাছ মাংস নিয়ে। যখন এলাকায় পানি উঠে বন্যা হয়ে যায় তখন ত সরকারকেই দোষ দেন। পলিথিন ফেলে ফেলে সব নালা, খাল সব ভরাট করে ফেলছচ।
মেশিন স্থাপনে কিভাবে ছয় মাস লাগবে?ইটিপি প্লান্ট সহ স্থাপন সর্বোচ্চ চার মাসে সম্ভব। জনগনের টাকায় বসে বসে বেতন পান তাই টের পান না। বেসরকারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হোক।