Тёмный

পঞ্চস্কন্ধ দুগর বুদি বেগর আগে লগে গুরি | রুবেল চাকমা, লক্ষ্মীদেবী চাকমা, মানকুমারি চাকমা। 

Buddhist Dhammapada Foundation
Подписаться 9 тыс.
Просмотров 253 тыс.
50% 1

কাউখালীতে পূজনীয় প্রজ্ঞাসিদ্ধি ভান্তের ২৬তম জন্মবার্ষিকী ঘিরে ৩দিন ব্যাপি ২৮বুদ্ধ পূজা ও শুভ জন্মদিন উদযাপন অনুষ্ঠানে হাজারো পূর্ণ্যার্থীর সমাগম।
রাংগামাটি কাউখালী উপজেলায় বেতছড়ি মৈত্রী নগর অরণ্য কুটিরের অধ্যক্ষ পূজনীয় প্রজ্ঞাসিদ্ধি ভান্তের ২৬তম জন্মবার্ষিকীতে ৩দিন ব্যাপি ২৮বুদ্ধ পূজা ও জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে ১ম দিনে বেতছড়ি মৈত্রীনগর অরণ্য কুটিরে গণ প্রব্রজ্যা প্রদান করেন রাংগামাটি রাজবন বিহার থেকে পূজনীয় সত্যপ্রেম মহাস্থবির মহোদয়।
অনুষ্ঠানে ২য় দিনে সকাল বেলা যাকজমক পূর্ণ ভাবে ২৮ বুদ্ধ পূজা করা হয়। পূজার সার্বিক দায়িত্ব ছিলেন হেডম্যান জোনাকি চাকমা। প্রজ্ঞাসিদ্ধি ভান্তের ২৬তম শুভ জন্মবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিহার পরিচালনা কমিটি সভাপতি বাবু তপন তালুকদার। মৎস্য অফিসার দিপন চাকমা হেডম্যান জোনাকি চাকমা। হেডম্যান সম্রাট সুর চাকমা। ডাঃ রুপেন্দু বিকাশ চাকমা বিশিষ্ট উপাসক বাবু অনুকর চাকমা সহ আরো বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সুদত্ত তালুকদার ও প্রজ্ঞাপ্তি চাকমা সঞ্চালনায় সকাল পর্বে ধর্মীয় গান পরিবেশন করেন রাংগামাটি বিশিষ্ট কণ্ঠ শিল্পী রুবেল চাকমা। বক্তব্য রাখেন তপন তালুকদার (লক্ষী)।
মহতী পুণ্য অনুষ্ঠানে বিকাল পর্বে ধর্মীয় গান পরিবেশন করেন রুবেল চাকমা, লক্ষীদেবী চাকমা ও মানকুমারি চাকমা।
বিকাল পর্বে বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি হেডম্যান জোনাকি চাকমা।
আয়োজিত পুণ্য অনুষ্ঠানে ধর্মীয় কার্যক্রম নানাবিধ দানকার্য সম্পাদনা করেন শ্রদ্ধেয় বিশুদ্ধালঙ্কার ভান্তে এবং ধর্মীয় দেশনা প্রদান করেন পূজনীয় প্রজ্ঞাসিদ্ধি ভান্তে।
ধর্মীয় দেশনা প্রদান কালে পূজনীয় প্রজ্ঞাসিদ্ধি ভান্তে বলেন জন্মদিন মানে কেক কর্তন, আনন্দ উল্লাস করে অনুষ্ঠান করলে জন্মদিন পালন হয় না।
জন্মদিনে স্বীয় জন্মদাত্রী জননী মায়ের গুণ স্বরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন প্রতিবছর জন্মদিনে আমি এই চিন্তা করি যে, জন্মের পর নিদিষ্ট আয়ু থেকে ১টা বছর গেল এই অতীত মুহুর্ত থেকে আমি কি হারিয়ে ছিলাম, আমি কি লাভ করেছিলাম এবং আমি কতটুকু নিজের চিত্ত উন্নতি করতে পারলাম এটাই জন্মদিনে মৌলিক চেতনা। মহতী পুণ্য অনুষ্ঠানে লক্ষ টাকা আসন চেয়ার দান করেছেন অনুকর চাকমা সেইসাথে জন্মদিনে আর্থিক ও সার্বিক সহযোগিতা যারা করেছেন কিংবা সমবেত পূর্ণ্যার্থীদেরকে আর্শীবাদ ও মঙ্গল কামনা করেন পূজনীয় প্রজ্ঞাসিদ্ধি ভান্তে।
ভান্তের ব্রহ্মচর্য জীবন নীরোগ সুস্থ দীর্ঘায়ু জীবন হোক ভান্তের ধ্যান সাধনা পূর্ণ হোক লক্ষ উদ্দেশ্য সফল ও সার্থক হোক বুদ্ধের নিকট এই কামনা করেন অনুষ্ঠানে সমবেত হাজারো পূর্ণ্যার্থীবৃন্দ।
গানের লিরিক্স
মৌলিক গান
👉👇👇👇👇👇👇👇
🎵পঞ্চস্কন্ধ দুগর বুধি, বেগর আগে লগে গুরি;
অজ্ঞান তৃঞ্চা জালত পুরি, দোল জীবনান বরবাদ গুরি।
বুদ্ধি নেইয়ে মানজে মা পেদত সুমেই
বারে বারে জনম লোইনে তৃঞ্চা বা-রেই
নিজরে কোচ পেলে তুমি, নিজরে দোলে যত্তন গ-ড়
উজকারী ওই গম হামানি নিত্যো গ-ড়
গুরা বুড়া গাবুর কাল, এই তিনান অক্তত
নিত্যো মুজি তা-গ কুশল কামত।
পঞ্চস্কন্ধ দুগর বুধি, বেগর আগে লগে গুরি;
অজ্ঞান তৃঞ্চা জালত পুরি, দোল জীবনান বরবাদ গুরি।
🎶পইলা আগে নিজ কাম দোলে গরিবা,
তারপর পোরেয়্যারে কাম গরিবার কবা;
সালে তমার রুজি'ব মু-অ কধা আন
ন অলে কধা কদে, পেবাদে লাজসান
নিজে গুইজ্জে পাপ কামানি ইদোত গোরি গোরি
তুম ন অইয়ে সংসার পদত থান গুরি গুরি।
পঞ্চস্কন্ধ দুগর বুধি, বেগর আগে লগে গুরি।
🎶বিদ্যাশিক্ষা শিগন যদি, মুরুক্ষ মানুজ
অনত্থক সে বিদ্যালোই, গড়ন ডাঙর দুজ
নিজ বিদ্যায় নিজে মরন, অন সর্বনাশ
সিত্ত্যেই তুমি মুরুক্ষ মানুজ ন গুইজ্জো বিশ্বাস
এই জীংহানীত পাপ পুণ্য বেক্কানি যে ক্ষয় মারায়,
মার রাজা চুগো আন্দল অবাক তারা হামাক্কায়।
প্রথম অন্তরা(ঐ)
পঞ্চস্কন্ধ দুগর বুধি, বেগর আগে লগে গুরি;
অজ্ঞান তৃঞ্চা জালত পুরি, দোল জীবনান বরবাদ গুরি।।

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 71   
Далее
buddha sutra
27:45
Просмотров 724 тыс.
Top 10 Chakma Buddhis  Song
35:30
Просмотров 432 тыс.