আমি বললামঃ " আমি ব্যর্থ " আল্লাহ বলেনঃ " বিশ্বাসীরা সফল হয় [ কুরআন -- ২৩ : ১ ] আমি বললামঃ " আমার জীবনে অনেক কষ্ট । আল্লাহ বলেনঃ " নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি " [ কুরআন -- ৯৪ : ৬ ] আমি বললামঃ " আমাকে কেউ সাহায্য করেনা । আল্লাহ বলেনঃ " মুমিনদের সাহায্যে করা আমার দায়িত্ব " [ কুরআন -- ৩০ : ৪৭ ] আমি বললামঃ " আমি দেখতে খুবই কুৎসিত " আল্লাহ বলেনঃ " আমি মানুষকে সৃষ্টি করেছি , সুন্দরতম আকৃতিতে " [ কুরআন -- ৯৫ : ৪ ] আমি বললামঃ " আমার সাথে কেউ নেই । আল্লাহ বলেনঃ " ভয় করােনা , আমি মুমিনদের সাথে আছি । [ কুরআন -- ২০ : ৪৬ ] আমি বললামঃ " আমার পাপ অনেক বেশী আল্লাহ বলেনঃ " আমি তওবাকারীদের ভালােবাসি । [ কুরআন -- ২ : ২২২ ] আমি বললামঃ " আমি সব সময় অসুস্থ থাকি " আল্লাহ বলেনঃ " আমি কুরআনকে রােগের নিরাময় হিসেবে পাঠিয়েছি । কুরআন -- ১৭ : ৮২ ] আমি বললামঃ " এই দুনিয়া আমার ভাল লাগেনা আল্লাহ বলেনঃ " তােমার জন্য পরকাল , ইহকাল অপেক্ষা শ্রেয় । কুরআন -- ৯৩ : ৪ ] আমি বললামঃ " বিজয় অনেক দুরে " আল্লাহ বলেনঃ " আমার সাহায্যে একান্তই নিকটবর্তী " [ কুরআন -- ২ : ২১৪ ] আমি বললামঃ " আমার জীবনে খুশি নেই " আল্লাহ বলেনঃ " শীঘ্রই তােমার রব তােমাকে এতাে দিবেন যে , তুমি খুশি হয়ে যাবে [ কুরআন -- ৯৩ : ৫ ] আমি বললামঃ " আমি সব সময় হতাশ " আল্লাহ বলেনঃ " আর তােমরা নিরাশ হয়ােনা এবং দুঃখ করােনা কুরআন -- ৩ : ১৩৯ ] আমি বললামঃ " আমার কোন পরি কল্পনা সফল হচ্ছে না " আল্লাহ বলেনঃ " আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী " [ কুরআন -- ৩ : ৫৪ ] আমি বললামঃ " আমার কেউ নেই । আল্লাহ বলেন , " যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে , তার জন্য আল্লাহই যথেষ্ট । " [ সুরা তালাক ৬৫ : ৩ ]
ফয়সাল তিতুমীর আপনি বিবিসিতে কাজ করেন কিন্তু কথা বলেন বাংলা রেডিও জোকারের মত। আপনাকে কথা বলতে শিখতে হবে, মিজানুর রহমান, মাসুদ হাসান খান, পুলক গুপ্ত, মোয়াজ্জেম হোসেন, সাকিল আনোয়ার, আকবর হোসেন, মুন্নি আকতার, শারমিন রমা, এদের কাছ থেকে। এদের কথা বলা ধরন হলো একটা শিল্প।
Ami sokol Bangladeshider bolchi amader project niye negative k ki bolche care na korte, care korle somoy nosto. Jara baje comments korche , Tara jealous....China keo niye western and western media o onek kichu bolto, but Tara care Kore ni....sudhu hard work Kore geche. That's why China is now the 2nd richest country in the world..... Stay Safe everyone
এই দেশকে যে সবথেকে বেশি ভালোবাসে সে হলো মমতাময়ী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,,,, সেতু নির্মাণ না করতে পরে সেজন্য আমাদের দেশের রাজনৈতিক দলগুলোই ছিল বিরোধী,, সম্ভব হয়েছে শুধু মাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য,,,
এর জন্যই তো ক্ষমতায় থেকে নির্বাচন দেওয়া লাগে... দেশের মানুষ কতটুকু ভালবাসে এই স্বৈরাচারী সরকারকে। যে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে... সঠিক রিপোর্ট প্রচার করলে বাংলাদেশ 2020 সালের সবচেয়ে বেশি দুর্নীতিতে এক নম্বর হবে। জয় শেখ হাসিনার জয় 😂😂🤣🤣
ইনশাআল্লাহ। আমেরিকা ইন্ডিয়া পাকিস্তান সৌদি আরব ইজরায়েল সহ অনেক দেশের রাষ্ট্রপ্রধান চায় না আমাদের পদ্মা সেতু হোক। বিএনপিও অনেক বদ দোয়া করছিল পদ্মা সেতুর ব্যাপারে। মানুষ উঠলে নাকি ভেঙে পড়ে যাবে। কিন্তু খোদ আল্লাহ তায়ালা চাইতেছেন বলেই পদ্মা সেতুর এই পর্যন্ত কাজ শেষ হলো। দেশের মানুষ জন আপনারা সরকারের সঠিক সমালোচনা করেন। নিজস্ব বিচার বিবেচনা দিয়ে মন্তব্য করেন। এতে করে নিজের দেশেরই উপকার হবে।
@@Ultraaop আরে ভাই সোজা বাংলা বোঝেন না? সিঙ্গাপুর যেমন এশিয়ার সবচেয়ে কম সময়ে বেস্ট রাইজিং কান্ট্রি, রুয়ান্ডা আফ্রিকার তেমন কান্ট্রি (যদিও তারা এখনো তেমন উন্নত হয়ে যায় নি।) তবে আগামি ১০/১৫ বছরে বৃহৎ পরিবর্তণ আসবে রুয়ান্ডায়।
*আওয়ামীলীগ সরকার মানেই উন্নয়ন এর সরকার।দুর্যোগ যত শক্তিশালীই হোক না কে তা মোকাবেলা করার সক্ষমতা বাংলাদেশ সরকার এর আছে।এই সংকট নিরসন করতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে উর্ধতন কর্মকর্তা কে বিশেষভাবে নির্দেশ দিয়েছি।*
ওসি প্রদীপের একটা নতুন ভিডিও সংগ্রহ করেছি অনেক কষ্টে। এই ভিডিও বাংলাদেশে একমাত্র এই চ্যানেলে প্রকাশ হয়েছে।আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব নেই বলে ভিডিওটি সবার কাছে পৌছে দিতে পারছি না। একটু কষ্ট করে ১ মিনিটের এই ভিডিওটি অবশ্যই দেখিয়েন তাহলে বুঝতে পারবেন। আর যারা এই ঘটনার সুষ্ঠু বিচার চান তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমরা সবসময় এই ঘটনার আপডেট নিউজ প্রকাশ করব।
রাজাকারদের জলে বাংলাদেশের উন্নয়ন দেখলে,সে পাকিস্তানের দালাল হোক আর ভারতের দালাল হোক। তবে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। একদিন সবাই বাংলাদেশের দালাল হবে এটাই আশা করি।
@@leombeast559 আপনাকে সত্য কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ আয়ু কামনা করছি সে যেন অনেক দিন বেচে থাকেন তাহলে বাংলাদেশের উন্নয়ন হবে
এই সেতু অদূর ভবিষ্যতেই ভেঙে পড়বে। সরকার কি করে যে চীনা কোম্পানি কে কাজটা দিল ভেবেই পাচ্ছি না। জাপানি কোম্পানি এই কাজটা করলে কোনো চিন্তা থাকতো না। কিছু কম এর জন্য চিনা কোম্পানিকে কাজটা দেয়া ঠিক হয়নি।