দাদা আমার সিফাং পাওয়ার টিলার যখন চাকা ঘুরানো হয় তখন ইঞ্জিন পিনিওমে কর-মর ছাওণ্ড করে এতে করনীয় কি একটু জনাবেন ! R sound একটু বেশি কিভাবে কমাবো একটু বলবেন ?
,,, আমার ২০ ঘোড়া ইঞ্জিন,,,,, সমস্যা হলে,,,,,ইঞ্জিন ফুল গতিতে ঘুড়ে না,,,,,,আমি অনেক কিছু,,,পাল্টাই ছি,,,যেমন,,,,,কেন সেপ,,,,,লাইনার পিস্টন,,,,,,লোড নিলে ফরচ টেনে ধরে,,,, এখন কি কেন পালটালে কি ফুল ফরচে ঘুরবে,,,,,,plzzz z বলেন
লজেন প্লেনজার লায়লার পিস্টন রিং বেগিন সবকিছু নতুন দেওয়ার পরেও যখন পামপে পানি উঠে কিছুক্ষণ চলার পরে কালো ধোঁয়া ছেড়ে পানি যখন চলে যায় তখন মেশিন আবার চলতে শুরু করে
কেমন আছেন ভাই আমি সৌদি আরব থেকে আপনার ভিডিও দেখছি আমার একটা যুক্তি দেবেন আমার টিলারটি 2012 সালের অন্য সব ভালো আছে কিন্তুু ইনজিনের শক্তি কম আমি একটা নতুন সাইফিং ইনজিন উঠাবো তাহলে গিয়ার বক্সে কোন সমস্যা হবে কী? প্লিজ জানাবেন ভাই 💞💞💞💞💖
দাদা আমার পাওয়ার টিলার ইজ্নিনের মবেল ঠিক মত উঠছে না, ইন্জিন চালু করলে 20/30 ঠিক থাকে ও মবেল পেশার ঠিক থাকে ও মবেল কাঠিটা উঠে । কিন্তু 3/4 ঘন্টা পর ইন্জিন টা চলার পর ঐ ভাবে আর মবেল উঠে না ।খুবই কম উঠে মবেল পাম নতুন দিয়ে দেখছি, আগের মতোই আছে ।এখন কী করতে পারি?
আসসালামু আলাইকুম দাদা, আমি বাংলাদেশের ঠাকুরগাঁও থেকে বলছি, আশা করি ভালই আছেন, আপনার ভিডিও গুলো দেখে খুবই ভাল লাগে এভাবে কেউ পার্ট টু পার্ট নিয়ে আলোচনা করেনা দাদা। যাই হোক আমি একটা পরামর্শ চাচ্ছি, আমার অনেক আগের একটা পাওয়ার টিলার ছিল সেটা বিক্রি করে দিয়েছি হয়ত ১৯৯৭/১৯৯৮ সালের হবে। কিন্তু এখন একটা গাড়ীর খুব দরকার। তো আমি আগের মডেলের একটা পুরাতন গিয়ার বক্স নিয়ে নতুন ১৬ হর্স ইঞ্জিন দিয়ে নিতে চাচ্ছি সেটা কেমন হবে? নাকি ডংফিং গিয়ার বক্সে সাইফিং ইঞ্জিন সেটিং করলে ভাল হবে দাদা? এখনকার নতুন গাড়ী গুলো তেমন ভাল লাগেনা দাদা সঠিক পরামর্শ চাচ্ছি প্লিজ....
ভাই আমার মনে হয় আপনি বাংলাদেশ থেকে ভিডিওগুলো দেখছেন। ভি এস টি গাড়ি সবচেয়ে ভালো। কিন্তু বাংলাদেশে এই জিনিসটি পাওয়া যাবে কিনা আমার জানা নেই। ডংফিং গাড়ি থেকে সাইফিং গাড়ির গিয়ার বক্স বেটার। আমার মনে হয় সাইফিং ডি আই গাড়ি নিলে বেটার হবে।
প্লিজ স্যার আপনার কন্টাক্ট নাম্বারটি দেবেন আমি নদীয়া থেকে বলছি আমি একটি পুরনো গাড়ি কিনেছি খুব প্রবলেম দেখা দিচ্ছে কোন মেকানিক ঠিকঠাক মত সরাতে পারছে না আমি আপনার সঙ্গে কথা বলতে চাই