এখানে প্রতিমা বিসর্জ্জন হচ্ছে, প্রতিমা হচ্ছে মায়ের প্রতিমূর্তি তাই আমরা প্রতিমার সম্মান করি, ভক্তি করি, আত্তা চলে গেছে এখানে শুধু খাচাটা বিসর্জ্জন হচ্ছে।
হেদায়েত বলতে কি বুঝাতে চেয়েছেন ভাই?সনাতন অর্থ সত্য বা আদি।সনাতনে যা নেই তাহাই মিথ্যা।আর একটি কথা বলি পৃথিবীর সমগ্র সংস্কৃতির সমন্নিত রপ হলো সনাতন।যে কর্মে কোনো সংস্কৃতি নেই সেটা কিন্তু কোনো ধর্ম নয়।বর্তমান জগতের লেখা পড়া থেকে শুরু করে আইন আদালত চিকিৎসা সমাজ পরিবেশ দেশ সবই কিন্তু সনাতনী আদলেই চলে আসছে এবং এভাবেই চলতে থাকবে।যারা এর পরিবর্তন আনতে চায় বা এনেছে তারাই কিন্তু ধ্বংসের মুখে পরেছে।আপনার শয়তানি বার্তা আপনাদের ভিতরেই লুকিয়ে রাখুন।তাতেই সমাজের মঙ্গল।
@@nani7476 apnar darona boul kava amader God na ata amader kebla ba dik namaz porar jonno r kabar opor apni o ta daria tak te parven r vitor provesh korte parben
৯১ ) তাদের পেছনে সে চুপিচুপি তাদের দেবতাদের মন্দিরে ঢুকে পড়লো এবং বললো, “আপনারা খাচ্ছেন না কেন?” ৯২) কি হলো আপনাদের, কথা বলছেন না কেন ?” ৯৩) এরপর সে তাদের ওপর ঝাঁপিয়ে পড়লো এবং ডান হাত দিয়ে খুব আঘাত করলো৷ ৯৪) (ফিরে এসে) তারা দৌড়ে তার কাছে এলো৷ ৯৫) সে বললো, “তোমরা কি নিজেদেরই খোদাই করা জিনিসের পূজা করো? ৯৬) অথচ আল্লাহই তোমাদেরকেও সৃষ্টি করেছেন এবং তোমরা যে জিনিসগুলো তৈরি করো তাদেরকেও৷”( সুরা সাফফাত)