@@ahamedoliar1837 আমাদের গ্রামেও সেম ঘটনা ঘটছিলো ভাই। সে বিদেশ থেকে সিলেটি এক ডাক্তার মাইয়ার লগে প্রেম করে ২৫-৩০ লক্ষ টাকা খোয়াইছে। তবে এর সাথে প্রার্থক্য হলো সে এসে বিয়ে করে ২ মাস বউকে নিয়ে ছিলো তারপরে মাইয়া ডিভোর্স দিয়ে ভাগছে।
খুব ভালো হয়েছে এটা কোন ধরনের ভালোবাসা ভিডিও চ্যাট করেননি দেখা হয়নি কথা হয়নি কিন্তু আপনি টাকা পাঠিয়ে গেছেন। যে ছেলেটাই কাজ করেছে তারই দোষ মেয়েটার কোন দোষ নেই।
এই ধরনের ছেলেদের সাথে এরকম হওয়াটাই উচিত। একটা নারীর ছবি দেখেই এত প্রেম উতলাইয়া পরে। এই ছেলেটার বিচার হওয়া উচিত, যাওয়ার আগে ঋণ করে ধার করে বিদেশে যাও, আর যাওয়ার পরে ৳2 কামাইতে পারলেই কোন খারাপ মেয়ের পিছে ডলবা এই চিন্তা নিয়েই থাকো
লালটু ভাই আর আমি সিঙ্গাপুর এক সাথে কাজ করেছি,,,, সে তার সব হারিয়ে আজ সে নিস্ব,,,তার বাবিকে আইনের আওতায় আনা হক,, এবং তার দৃষ্টান্ত মূলক শাস্তি হক,,,এমন প্রতারনার যেন আর কোন প্রবাসি শিকার না হয়