ধন্যবাদ ভাইয়া আমার অনেক উপকার হয়েছে কারন আমার ফোনে কি হয়েছে জানি না আমার নিজের ওয়াইফাই কানেক্ট করতে পারি নাই তাই মায়ের ফোন ফেকে এভাবে ইউজ করলাম ধন্যবাদ
@@MdRashel-w8j হটস্পট দিয়ে নেওয়া গেলে তো আরো ভালো ঐটা শুধু ওয়াইফাই অন করে হটস্পট অন করলেই হয়ে যায় কোন সেটিংস করা লাগে না, আর যেসব মোবাইলে হটস্পট দিয়ে হয় না সেগুলোর জন্য এই ব্লুটুথ পদ্ধতি।
@@tonmoyhassanmonir5565 তুমি ভিডিওতে দেখেছি ব্লুটুথ এর মাধ্যমে ওয়াইফাই চলবে,,, এখন আপনার কাছে যদি ফোন না থাকে তাহলে তো আমি আপনাকে ফোন কিনে দেবো না। সেটা আপনার ম্যানেজ করতে হবে।
@@MjMunna-o1r সবারই তো হচ্ছে আপনি ভিডিওটা দেখে একটু ভাল করে চেষ্টা করবেন ইনশাআল্লাহ হবে। আর না হলে আমি নতুন ভিডিও নিয়ে আসব ইনশাল্লাহ, চ্যানেলে চোখ রাখুন।
ভাইয়া থাম্বেলে দেওয়া আছে ওয়াইফাই চলবে ব্লুটুথ এর মাধ্যমে এবং ভিডিওতে সেটাই দেখানো হয়েছে আপনি হয়তো ভিডিওটা কেটে কেটে দেখছেন তাই বুঝতে পারেননি। এখানে আরো অনেক কমেন্ট আছে পড়ে দেখুন সবারই কাজ হয়েছে।
আমরা কি নিজেদের wifi নিজেরাই চুরি করে চালাবো? আরেক জনের Wifi চুরি করে জদি চালাই তাহলে তার ফোনে কিভাবে এই সব সেটিং করবো পাগল হইছে সবাই বলতেচে ভালো ভিডিও সব গুলা গাধা
@@maharunnasatonney774 ভিডিওটা আপনি সম্পূর্ণ বোঝেন নাই বুঝলে এমন কথা বলতেন না। ভিডিওতে বলা হয়েছে একাধিক ফোন ওয়াইফাই এ কানেক্ট করলে ওয়াইফাই এর মালিক বুঝতে পারে এবং ব্লক করে দেয়, আর এই ভিডিওতে যেটা দেখাইছি এভাবে কানেক্ট করলে ওয়াইফাই এর মালিক বুঝতে পারবে না এবং ব্লক করতে পারবে না।
Bluetooth দিয়ে না হলে Hotspot দিয়ে চেষ্টা করে দেখতে পারেন। Wifi on করার পর যদি hotspot on করা যায় তাহলে অন্য মোবাইলে hotspot কানেক্ট করলেই ইন্টারনেট চলবে,, আর hotpot on না হলে bluetooth দিয়েই করতে হবে।