Тёмный
No video :(

পীর মুর্শিদ নিয়ে অসাধারন আলোচনা।। হাবিবুর রহমান রেজভী।।01715261408|| by Biplob media 

BIPLOB MEDIA
Подписаться 267 тыс.
Просмотров 690 тыс.
50% 1

পীরের কাছে মুরীদ হওয়া কি ফরজ?
কুরআনের নির্দেশ অনুযায়ী ফরজ বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ (সুব:)। ইরশাদ হচ্ছে:
إِنِ الْحُكْمُ إِلَّا لِلَّهِ অর্থ: "বিধান দিবার অধিকার আল্লাহরই।"(সূরা ইউসুফ ১২:৪০)
আল্লাহ (সুব:) আরও ইরশাদ করেছেনঃ
أَلَا لَهُ الْخَلْقُ وَالْأَمْرُ অর্থ: "জেনে রেখো সৃষ্টি এবং বিধান তাঁরই।"(সূরা আরাফ ৭:৫৪।)
পীর-সূফীদের আক্বীদাহ হলো পীরের কাছে মুরীদ হওয়া ফরজ। যেমন চরমোনইয়ের পীর সাহেব 'মাওয়ায়েজে এসহাকিয়া' নামক কিতাবে বলেন: 'পীরের কাছে মুরীদ হওয়া ফরজ'। তিনি আরও বলেন, 'যদি কারো দুইজন পীর হয় তবে দুই পীর তোমার দুই ডানা ধরে বেহেশতে নিয়ে যাবেন। কোনই ক্ষতি নাই।' ('মাওয়ায়েজে এছহাকিয়া' সৈয়দ মা:মো: মোমতাজুল করীম রচিত: পৃষ্ঠা নং: ৫৫-৫৬ ) এছাড়া তিনি আরও বলেন: 'যার কোন পীর নাই তার পীর শয়তান।' এজন্য তারা একটি আরবী বাক্য তৈরী করেছে যাতে সাধারণ মানুষের আরবী দেখে এটাকে কুরআন-হাদীস মনে করে বিনা আপত্তিতে মেনে নেয়। সে বাক্যটি হলো: مَنْ لَيْسَ لَهٌ شَيْخٌ فَشَيْخُه شَيْطَانٌ অর্থ: "যার কোন পীর নাই তার পীর শয়তান।" ('ভেদে মারেফাত বা ইয়াদে খোদা' মাওলানা সৈয়দ মোহাম্মদ এছহাক রচিত: পৃষ্ঠা নং: ২৩।)
এ আরবী বাক্য শুনে অনেকেই এটিকে হাদীস বলে বিশ্বাস করে অথচ এটি কোন হাদীস নয় পীর-সূফীদের মনগড়া একটি বাক্য মাত্র। পীরদের যতগুলো সিলসিলা রয়েছে প্রায় সকলের আক্বিদাই এরকম । যেমন চরমোনাই পীরদের আক্বিদাহ তাদের বই থেকে উপরে উল্লেখ করা হলো।
এনায়েতপুরী পীর ও তার অনুসারীদের আক্বীদাহ-বিশ্বাসও একই রকম। তাদের রচিত কিতাব 'শরীয়তের আলো' নামক কিতাবে উল্লেখ আছে, 'পীর ধরা সবার জন্য ফরজ'।( 'শরীয়তের আলো' খাজা বাবা এনায়েতপুরী সাহেবের অনুমোদন ক্রমে মাওলানা মো: মকিম উদ্দিন প্রণীত। প্রকাশক পীরজাদা মৌ: খাজা কামার উদ্দিন (নুহ মিয়া)।)
সুরেশ্বরী পীর লিখেছেন: 'পীরের নিকট দীক্ষিত না হইলে কোন বন্দেগী কবূল হয় না।'(নুরে হক গঞ্জে নুর, পৃষ্ঠা নং ২৫, সুরেশ্বর দরবার এর পক্ষে সৈয়দ শাহ নূরে মঞ্জুর মোর্শেদ (মাহবুবে খোদা) ও ভ্রাতাগণ কর্তৃক প্রকাশিত, একদশ সংস্করণ ১৯৯৮।)
ভায়া মাধ্যম:
আল্লাহ (সুব:) পবিত্র কুরআনে ঘোষণা করেছেন মানুষ যত বড় পাপ ও গুনাহ করুক না কেন যদি তারা খাঁটি মনে আল্লাহর কাছে তওবা করেন তবে আল্লাহ (সুব:) অবশ্যই তাকে ক্ষমা করে দিবেন। এজন্য কোন ভায়া মাধ্যমের প্রয়োজন নাই। পবিত্র কুরআনে আল্লাহ (সুব:) ইরশাদ করেন:
وَمَنْ يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا
অর্থ: "আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি যুলম করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে আল্লাহকে পাবে ক্ষমাশীল, পরম দয়ালু।" (সুরা নিসা: ১১০)
এখানে সরাসরি আল্লাহর কাছে ক্ষমা চওয়ার কথা উল্লেখ করা হয়েছে। কোন প্রকারের ভায়া মাধ্যমের কথা নেই। আল্লাহ (সুব:) আরও ইরশাদ করেন:
قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ
অর্থ: "বল, 'হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।"(সুরা যুমার ৩৯:৫৩।)
কিন্তু পীর-মাশায়েখগণ বলেন, বান্দা অসংখ্য গুনাহ করলে পীরের মাধ্যম ছাড়া আল্লাহ (সুব:) মাফ করতে চান না। যেমন: চরমোনাইয়ের পীর বলেন: 'বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ পাক তাহাকে কবুল করিতে চান না। পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ঐ বান্দার জন্য দোয়া করিবেন, যাহাতে তিনি কবুল করিয়া নেন। ঐ দোয়ার বরকতে আল্লাহ পাক তাহাকে কবুল করিয়া নেন।' ('ভেদে মা'রেফাত বা ইয়াদে খোদা' মাওলানা সৈয়দ মোহাম্মদ এসহাক রচিত, পৃষ্ঠা নং ৩৪।)
তাদের এই বক্তব্য স্পষ্ট কুরআনের আয়াতের পরিপন্থি। ছোট বেলায় একটি কৌতুক শুনেছিলাম এক লোক শয়তানকে জিজ্ঞাসা করেছিলো; ওহে শয়তান! এক লোক সারা জীবন অন্যায় করেছে, পাপ করেছে এখন সে বৃদ্ধ বয়সে এসে তওবা করেছে আর কখনো গুনাহ করবে না বলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তুমি তাকে কিভাবে গোমরাহ করো? শয়তান হেসে বললো, এতো খুবই সহজ বিষয়। আমি তাকে বুঝাই তুমি সারা জীবন অন্যায় করেছ, পাপ করেছ। পাপ করতে করতে সীমালঙ্ঘন করেছ। তোমাকে আল্লাহ (সুব:) এইভাবে ক্ষমা করবেন না বরং তোমাকে একজন পীর ধরতে হবে। ঐ পীর যদি তোমার জন্য অনুনয়-বিনয় করিয়া আল্লাহর কাছে তোমার জন্য ক্ষমা চান তাহলেই কেবলমাত্র তুমি ক্ষমা পাইতে পার। এভাবে বুঝাইয়া-সমঝাইয়া তাকে একজন পীর ধরাইয়া দেই। এরপরে আমার বাকী কাজ ঐ পীর সাহেবই আঞ্জাম দিয়ে থাকেন। এটি একটি কৌতুক। এর কোন বাস্তবতা জানা ছিল না। কিন্তু চরমোনইয়ের পীর সাহেবের 'ভেদে মারেফাত বা ইয়াদে খোদা' নামক বই পড়ার পরে শয়তানের এই অভিনব কৌশলের বাস্তব দলীল পাওয়া গেল।

Опубликовано:

 

20 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3 тыс.   
@shahinislam8797
@shahinislam8797 Год назад
আলহামদুলিল্লাহ আমারও পীর আছে, যে পীর জান্নাত, জাহান্নাম দেখেছে!! তিনি হলেন মোহাম্মদ (সাঃ)!!
@eiarhossain4217
@eiarhossain4217 Год назад
উত্তম বলেছেন ভাই
@robiulsehik3765
@robiulsehik3765 Год назад
সে তো নবি সে পির হলো কি করে
@ssnsnetnetrokona
@ssnsnetnetrokona 5 месяцев назад
islame fir muride bolta kechu nai
@syedemdadulislam4925
@syedemdadulislam4925 5 месяцев назад
Right
@MashiurRahman-dt7st
@MashiurRahman-dt7st 4 месяца назад
আদালতে গেলে ওকিল লাগে বিচারক আমাদের চিনেনা তাহলে কি আল্লাহ তার বান্দাকে চিনেনা কতটা জাহেল হলে এমন কথা বলতে পারে আল্লাহ আপনাকে হেদায়ত দান করুক
@MdIbrahim-kv1jr
@MdIbrahim-kv1jr 5 лет назад
মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ এই কমেন্টগুলি পরে বুঝতে পারলাম মুসলিম এখন থেকে আগের চেয়ে অনেক, অনেক, অনেক সচেতন হয়েছে।
@chandondas6544
@chandondas6544 3 года назад
এটার ব্যাখ্যা কি দিবেন? ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-LcCtMrsrh3U.html
@chandondas6544
@chandondas6544 3 года назад
প্রধানমন্ত্রী আমার কথা শুনবে না মন্ত্রী ছাড়া। বড় বড় মানুষের সাথে দেখা করতে মিডিয়া লাগে কারন তিনি আমাকে চেনেন না। কিন্তু আল্লাহর ইবাদত করতে মাধ্যম লাগবে না কারণ আল্লাহ আমাকে চেনে।
@chandondas6544
@chandondas6544 3 года назад
ভাই প্রধান মন্ত্রী ও বড় বড় লোকের সাথে দেখা করতে মিডিয়া লাগে ২ কারনে: ১. তারা আমাকে চেনে না। ( ভাই আপনার কাছে আমার প্রশ্ন আল্লাহ কি আমাকে চেনেন না ? যে মিডিয়া লাগবে) ২. যাদের সাথে দেখা করতে মিডিয়া লাগে তাদের জ্ঞান কম। আমার সম্পর্কে তাদের ধারনা( জ্ঞান) নেই।( ভাই আপনার কাছে আমার প্রশ্ন আল্লাহর কি আমার সম্পর্কে কোন জ্ঞান নেই? যে মিডিয়া লাগবে?
@monjuralom1531
@monjuralom1531 2 года назад
মাসআল্লাহ ভাই আমার ও তাই মনে হচ্ছে
@ssnsnetnetrokona
@ssnsnetnetrokona 5 месяцев назад
alhamdulillah
@mdbaccumolla7485
@mdbaccumolla7485 2 года назад
হে আল্লাহ এই আলেম কে আপনি হেদায়েত দান করুন।
@sayedraihan6122
@sayedraihan6122 6 дней назад
কেনো রে ভাই
@nssohag3133
@nssohag3133 2 года назад
আল্লাহ ,এই হুজুর কে হেদায়েত দান করুন।।
@muhammedsijan3078
@muhammedsijan3078 2 года назад
আল্লাহ এদের মত বক্তা কে হেদায়েত দান করুক।।
@naemhasan9073
@naemhasan9073 2 года назад
আমাদের সব চেয়ে বড় পরিচয় আমরা মুসলিম, , আমরা তো একজনের মুরিদ হয়েই আছি, আমাদের প্রিয় নবী রাসুলের, যদি আল্লাহ পেয়ে চাই তাহলে আল্লাহর মুরিদ হতে হবে, মুসজিদে যেতে হবে, আর কোরআন মানতে হবে, আর যতোটৃকু পরি সৎ থাকার চেষ্ঠা করবো, তাতেই আমরা আল্লাহ পাবো, ইনসাআল্লাহ। ( এরকম আলেম নামের জালেমরা হচ্ছে, মাজার পুজারী তাই এরকম বক্তব্য)
@user-gm8hq2lu1q
@user-gm8hq2lu1q Год назад
হজুর আপনি সত্যিই বলছেন,,,,,,,যারা কানা তারা এগুলা কিছুই বুজবো না এটাই সত্যি 😊
@robiulsehik3765
@robiulsehik3765 Год назад
সঠিক ভাই
@zpeducation2913
@zpeducation2913 7 месяцев назад
পাগল
@ssnsnetnetrokona
@ssnsnetnetrokona 5 месяцев назад
ora dekta to mushrik dr moto lage
@ssnsnetnetrokona
@ssnsnetnetrokona 5 месяцев назад
islame fir muride bolta kechu nai@@robiulsehik3765
@ssnsnetnetrokona
@ssnsnetnetrokona 5 месяцев назад
ram sagol
@msnahida4139
@msnahida4139 2 года назад
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দেখানো পথ অনুসারে আমরা চলতে চেষ্টা করবো ইনশাআল্লাহ অন্য কারো প্রয়োজন মনে করিনা
@bitlesawa4546
@bitlesawa4546 2 года назад
Ryt
@romjanhossaain633
@romjanhossaain633 2 года назад
হুম💜💜
@mozammelhuq2972
@mozammelhuq2972 2 года назад
ভনঢবেটা
@alihossen5661
@alihossen5661 2 года назад
জ্ঞিয়ানির জন্য তরিকা অজ্ঞিয়ানির জন্য না। কারন যারা কোরানের সারমর্ম বুঝতে পারেনা তারাই অজ্ঞিয়ানি। সুরা কাহাব ১৭ নম্বরের সারমর্ম বুঝতে হবে।
@ssnsnetnetrokona
@ssnsnetnetrokona 5 месяцев назад
islame fir muride bolta kichu nai
@Murshed222
@Murshed222 4 года назад
নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ, সিয়াম পালন, কোরআন মাজীদ পড়া,দান সদকা করা ইত্যাদি আল্লাহর কাছে পছন্দনীয় কাজ।
@ronytalukdar4793
@ronytalukdar4793 2 года назад
সুধু এই কয়টা করলে হবে না আরো করতে হবে
@sureyesno2576
@sureyesno2576 2 года назад
@@ronytalukdar4793 Um....R.O.. PiR Dore take wife dara Service Na dile Jannat Paben ......Na.....????? Ki..
@moynamia2781
@moynamia2781 2 года назад
মাশাআল্লাহ জাজাকাল্লাহ
@mdzahirulislamzahirul6743
@mdzahirulislamzahirul6743 Год назад
@@sureyesno2576 হাঁসালেন ভাই
@MD--KALU----00000
@MD--KALU----00000 Год назад
আপনার আলোচনা শুনে অনেক শান্তি পাইলাম বাবা আপনার জয় হোক
@shaifogaming4867
@shaifogaming4867 5 лет назад
রাসুল ﷺ বলেন, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, (মিশকাত-২৩৭২)
@shahin_sarkar
@shahin_sarkar 4 года назад
Hmm vai thik bolecen ...
@AmirulislamJuyel
@AmirulislamJuyel 3 года назад
apni ki bujhate chesen???
@saifalrobin8671
@saifalrobin8671 3 года назад
@@AmirulislamJuyel Uni ki bujabe,,ata Hadis,, Unar amr -tar baper na, Nobi s. Er Hadis
@zubayerzarif5542
@zubayerzarif5542 3 года назад
@@AmirulislamJuyel - জান্নাতে যেতে হলে আল্লাহ তা'য়ালার রহমত লাগবে।-এটাই বুঝানো হয়েছে। [Mashuk Alam] 19/07/2021
@mdbiddut2544
@mdbiddut2544 2 года назад
১০০%
@syedaakhi4035
@syedaakhi4035 13 дней назад
খুবই সুন্দর ওয়াজ করলেন মাওলানা হাবিবুর রহমান রেজভী. 👌👍👌👍🥰💛🥰💛
@MdAlamin-pk3yl
@MdAlamin-pk3yl Год назад
আমার প্রিয় নবী চারা কোনো পিরের কথা কাজে আসবে না আল্লাহ কে চিনার জন‍্য আল্লাহর দেওয়া কোরআন আছে পরার জন‍্য সটিক আলেম আছে
@mahabuburrahman3361
@mahabuburrahman3361 5 лет назад
প্রিয় দশর্ক আপনাদের যদি শয়তান দেখার ইচ্ছা হয়; তাহলে এই হাবিবুর রহমান রেজভীকে ভালো করে দেখুন। ইনশাআল্লাহ আপনাদের মনবাসনা পূরণ হবে। ধন্যবাদ সকলকে।
@farukahammedraj7340
@farukahammedraj7340 3 года назад
কাউকে সরাসরি শয়তান বলা যাবেনা আল্লাহ বলেন আমি যে কাউকে হেদায়েত দান করতে পারি তাই আপনি শয়তানের অনুসারী বলতে পারেন।আসলে তিনি ইহুদি ও খ্রিস্টানদের মত পথভ্রষ্ট ভুলের ভিতর বসবাস করছে আল্লাহ তাকে যেন বুঝার তৌফিক দান করুক আমিন।
@mdshahanowaz8325
@mdshahanowaz8325 3 года назад
💯 💯💯😂☺️😂☺️😂%right
@nasrinsultana5794
@nasrinsultana5794 2 года назад
ওরে শয়তানের বাপ রে।
@shahidislam7918
@shahidislam7918 Год назад
100% কথা।
@user-xp1lp2rs5p
@user-xp1lp2rs5p 4 месяца назад
মাশাআল্লাহ সঠিক কথা বলেছেন ভাই আল্লাহ তোমার জান্নাতুল ফেরদাইশ দান করুন আমিন
@abuilhum733
@abuilhum733 4 года назад
এদের কথা আমল যতটুকু ঈমান আছে তা ও হারিয়ে যাবে! আল্লাহ হেদায়েত করুন৷
@tusharahmed282
@tusharahmed282 3 года назад
মাজার বিষয়ক কিছু কথা সাথে রেফারেন্স....ভুল হলে ধরিয়ে দিবেন।🙂 আল্লাহ তায়ালা বলেন, ‘আপনি বলুন! আমার নামাজ, আমার কোরবানি এবং আমার জীবন ও মরণ বিশ্বপ্রতিপালক আল্লাহরই জন্য। তাঁর কোনো অংশীদার নেই, তাই আমি আদিষ্ট হয়েছি এবং আমি প্রথম আনুগত্যশীল’ (সূরা আনআম : ১৬২-৬৩)। আর এক আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা যাবে না। আল্লাহ বলেন, ‘আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই (সূরা ফাতিহা : ৫)। সন্দেহবাদীদের উদ্দেশে আল্লাহ বলেন, ‘এই সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, যা আমি আমার বান্দার প্রতি নাজিল করেছি, তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে এসো এবং এক আল্লাহ ছাড়া তোমাদের সেসব সাহায্যকারীকেও সঙ্গে নাও (যাদের কাছে তোমরা কামনা করো)। যদি তোমরা (তোমাদের দাবিতে) সত্যবাদী হয়ে থাকো’ (সূরা বাকারা : ২৩)। হজরত আদম আ: থেকে শুরু করে হজরত মুহাম্মদ সা: পর্যন্ত দুনিয়াতে যত নবী-রাসূল আগমন করেছেন, সবার জীবনের উদ্দেশ্যই ছিল দুনিয়ার বুকে তাওহিদ বা একত্ববাদ প্রতিষ্ঠা করা। আর তাওহিদের সম্পূর্ণ বিপরীত হলো শিরক বা অংশীবাদ। অর্থাৎ ঈমান ও ইবাদতে কাউকে অংশীদার বানানো। আল্লাহ ছাড়া অন্যের জন্য ইবাদত করা, কোরবানি করা, মানত করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা, অন্য কারো কাছে কোনো কিছু পাওয়ার আশা করা। আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কিছু চাওয়া সম্পর্কে আল্লাহ বলেন, ‘এবং তুমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকো না, যারা তোমার লাভ ও তি সাধন করতে পারে না। আর যদি তাই করো তাহলে তুমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত হবে’ (সূরা ইউনুস : ১০৬)। পীর-মাজারকে সিজদা করা সম্পর্কে ইরশাদ হচ্ছে, ‘আল্লাহ ওই জাতিকে অভিশাপ দিয়েছেন, যারা তাদের নবীদের কবরকে সিজদার স্থল বানিয়েছে।’ রাসূলুল্লাহ সা:ও এর থেকে পানাহ চেয়ে বলেছেন, ‘হে আল্লাহ! আপনি আমার কবরকে প্রতিমা বানাবেন না।’ পীরের নামে কোরবানি প্রসঙ্গে আল্লাহ বলেন, ‘ওই সব প্রাণী যা আল্লাহ ব্যতীত অন্যের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় তা হারাম’ (সূরা মায়েদা : ৩)। শিরক জঘন্যতম অপরাধ এবং কবিরা গুনাহ। কারণ, শিরক হচ্ছে স্রষ্টার সাথে সৃষ্টির রবুবিয়াতের বৈশিষ্ট্য ও গুণের তুলনা করা। সুতরাং যারা আল্লাহর সাথে অন্যকে শরিক করল, তারা আল্লাহকে অন্যের সমান হওয়ার তুলনা করল। আর এটাই হচ্ছে বড় জুলুম। আল্লাহ বলেন, ‘নিশ্চয় শিরক হচ্ছে বড় জুলুম’ (সূরা লুকমান : ১৩)। রাসূলুল্লাহ সা: বলেন, ‘আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে সংবাদ দেবো না? আমরা (সাহাবিগণ) বললাম, হে আল্লাহর রাসূল! অবশ্যই বলে দিন। তিনি বললেন, আল্লাহর সঙ্গে শরিক করা এবং পিতা-মাতার অবাধ্য হওয়া’ (বুখারি ও মুসলিম)। যে ব্যক্তি শিরক থেকে তাওবা করবে না, আল্লাহ তাকে মা করবেন না। আল্লাহ তায়ালা বলেন, ‘নিশ্চয় আল্লাহ তাঁর সাথে শরিক করার অপরাধ মা করেন না, তা ব্যতীত অন্য যে কোনো অপরাধ যাকে ইচ্ছা মা করবেন’ (সূরা নিসা : ৪৮)। আল্লাহ অন্যত্র বলেন, ‘যে ব্যক্তি তাঁর (আল্লাহর) সাথে শিরক করবে, তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং সে চিরস্থায়ী জাহান্নামে অবস্থান করবে’ (সূরা মায়েদা : ৭২)। শিরক সব রকম নেক আমল নষ্ট করে দেয়। আল্লাহ বলেন, ‘যদি তারা শিরক করত, তাদের কাজকর্ম নষ্ট হয়ে যেত’ (সূরা আনআম : ৯৯)। কুরআন-হাদিসের উপর্যুক্ত আলোচনার ভিত্তিতে উলামায়ে কেরাম বলেন, মানুষ এ ধরনের মাজারে যায় তাদের ঈমান নিয়ে, আর সেখান থেকে ফিরে আসে অবচেতন মনে মূল্যবান ঈমান বিকিয়ে। কারণ সেখানে যাওয়ার আগে তার ঈমান ঠিকই ছিল; কিন্তু সেখানে গিয়ে বিভিন্ন শিরকি কাজ করে মুশরিক হয়ে ফিরে আসে।
@nojeebkamal1562
@nojeebkamal1562 2 года назад
হে আল্লাহ্ এই আলেমকে হেদায়েত করে দ্বীন বুঝার তৌফিক দিন আমিন,,,,,,,,,,
@abulbashar3134
@abulbashar3134 2 года назад
😃 Ke bhai apni... Study kren
@nasrinsultana5794
@nasrinsultana5794 2 года назад
উনি তো হেদায়েত এর উপরেই আছেন।আপনার কি উপায় হবে সেটা একবার চিন্তা করেন।এতো সত্য দলিল শুনেও আপনার এমন ধারনা হুজুরের উপর।
@sazidsajib4692
@sazidsajib4692 2 года назад
@@nasrinsultana5794 কুরআনের আয়াতের অপব্যাখা করেছেন হুজুর, আপনি কুরআনের আয়াতের বাংলা তরজমা পড়ে দেখেন, সব বুজতে পারবেন
@Apurbo880
@Apurbo880 Год назад
আমিন। এরকম জাহেল বক্তা কিছু সাধারণ মানুষদের পথভ্রষ্ট করছে
@ssnsnetnetrokona
@ssnsnetnetrokona 5 месяцев назад
amen
@anishuke4820
@anishuke4820 4 года назад
যাই হোক কমেন্ট পরে দেখা গেলো আমরা মুসলিমরা ঈমানদার, এসব কথায় ঈমান হারাবেন না,,,,সব কিছুর মালিক মহান আললাহ,
@pappuvaiislampappuvaiislam1868
@pappuvaiislampappuvaiislam1868 2 года назад
সথিক বলছেন
@mdrafiq7042
@mdrafiq7042 2 года назад
টাটকা শয়তান
@moynamia2781
@moynamia2781 2 года назад
Yes
@moynamia2781
@moynamia2781 2 года назад
আল্লাহু,আকবার
@shuvofokir8844
@shuvofokir8844 Год назад
Right
@naimhossain1713
@naimhossain1713 4 года назад
আমাদের মাধ্যম হজরত মুহাম্মদ (সঃ)
@hmshaheen7487
@hmshaheen7487 Год назад
আল্লাহ মাধ্যম হিসেবে নবীকে নির্বাচিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাই হিসসালাম এর পর..... তিনি মাধ্যম হিসেবে আউলিয়াদের কথা বলে গেছেন। সমস্যা কোথায়?
@ssnsnetnetrokona
@ssnsnetnetrokona 5 месяцев назад
right
@mdanik387
@mdanik387 2 года назад
আমাদের জন্য কাল কেয়ামতের মাঠে নবিজী সুপারিশ করবেন আমাদের পীরের দরকার নাই
@xgaming4748
@xgaming4748 2 года назад
পির শব্দের অর্থ শিক্ষক ❤️ আপনি যদি বলেন যে ধর্ম শিক্ষা জন্য পির এর কাছে যাও আমি তাতে রাজি আছি কিন্তু পির আমার কোন ক্ষতি বা উপকার করতে পারে না যদি আমার সৃষ্টিকর্তা না চায় 😡
@aminabibi626
@aminabibi626 Год назад
Hmm think
@SaddamHosen-ey4qg
@SaddamHosen-ey4qg 8 месяцев назад
রাইট
@ssnsnetnetrokona
@ssnsnetnetrokona 5 месяцев назад
islame fir muride bolta kechu nai
@abuilhum733
@abuilhum733 4 года назад
এই সমস্ত ভন্ডরা ইসলামের যত ক্ষতি করেছে!আবু জেহেল ও তত ক্ষতি করেনি৷
@asraftechtube3278
@asraftechtube3278 10 месяцев назад
রাইট ভাই
@NazrulIslam-ls6iq
@NazrulIslam-ls6iq 4 года назад
এম্পি-মন্ত্রীর সীমাবদ্ধতা আছে, আল্লাহর কোনো সীমাবদ্ধতা নাই। বিকৃত-বিপদজনক ব্যাখ্যা। জীবনের প্রতিটি পদে ওস্তাদ থাকবে এটাই সাভাবিক, কিন্তু ঐ ঘরে আল্লাহ ব্যাতীত আর কাউকে বসানো বিপদজনক। আল্লাহ! আমাদেরকে সরল পথের উপর রাখো। আমীন।।
@moynamia2781
@moynamia2781 2 года назад
right
@ssnsnetnetrokona
@ssnsnetnetrokona 5 месяцев назад
islame fir muride bolta kichu nai
@LIAKOTKHAN-gf8gs
@LIAKOTKHAN-gf8gs 3 года назад
আল্লাহ এক স্রেনীর আলেম দিয়া জাহান্নাম পু্র্ন করবে৷ আল্লাহ মালুম এই আলেম সেই দলের কি না৷
@hamidurrahman2812
@hamidurrahman2812 2 года назад
এরা ইসলামের শত্রু।
@jashimuddin4718
@jashimuddin4718 2 года назад
হাবিবুর রহমান রেজভী তরে কুওায় চুদে।
@alaminmondalthecrazyrider3035
@alaminmondalthecrazyrider3035 2 года назад
হ্যা এরাই তারা শিরিক কারী কখনো জান্নাত পাবে না
@nurnabi681
@nurnabi681 2 года назад
@@jashimuddin4718 tomar bhasa valo na
@ssnsnetnetrokona
@ssnsnetnetrokona 5 месяцев назад
oboshoi
@mdarobali4174
@mdarobali4174 Месяц назад
❤মহান❤আল্লাহ ❤পাক❤আমাদের ❤কে❤আসেকে❤রাসুল ❤বানান❤আমিন ❤❤❤❤❤
@quranhikmha195
@quranhikmha195 4 года назад
পীরদের কে সম্মান করো তাদের অনুসরণ করো না কারণ তাদের ভুল হতে পারে আমাদের নবীকে অনুসরণ করো আমাদের নবীর কখনোই ভুল হয়নি
@moynamia2781
@moynamia2781 2 года назад
একদম,সঠিক
@mrahosan868
@mrahosan868 Год назад
শুনেন ভাই। ওলী আউলিয়া রা আল্লাহর হুকুম ছারা কোনো কাজ তারা করেন না। তাদের কোন কাজ যদি আপনার কাছে খারাপ ও লাহে তাও তা নিজের ভুল মনে করে তওবা করবেন কারন। কোনো কামেল পির বা ওলী আল্লাহরা আল্লাহর হুকুম ছারা কোনো কাজ করেন না।
@quranhikmha195
@quranhikmha195 Год назад
akdom vul
@ssnsnetnetrokona
@ssnsnetnetrokona 5 месяцев назад
right
@ssnsnetnetrokona
@ssnsnetnetrokona 5 месяцев назад
islame fer muride bolta kichu nai
@AbdulHakim72855
@AbdulHakim72855 5 лет назад
অতি সুন্দর কথা বলছেন ,দলিল ভিত্তিক। হাজার হাজার ফুলের মাঝে তুমি একটি গোলাপ হয়ে বেচে থাকো,তার কামনা করছি।
@afrojkhan1099
@afrojkhan1099 2 года назад
Right
@jsp8074
@jsp8074 2 года назад
ভাই সব ভুয়া দলিল।
@islamisaspecialstar-6653
@islamisaspecialstar-6653 2 года назад
উনার কথাগুলো আল্লাপাক কোনোভাবেই মেনে নিতে পারছেন না। সরাসরি মুনাফিক না এই হুজুর আবু জেহেলের মত মুশরিক তাতে আমার কোন সন্দেহ নাই। একটা লিঙ্ক দিয়েছি। সবাই যাচাই করে নিবেন প্লিজ। তার কারণ যার কবরের হিসাব শুধু তাকেই দেয়া লাগবে। কোন কোন ভন্ডবাবা দিতে আসবে না। ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-sexnwPT_OOk.html
@bgb9956
@bgb9956 2 года назад
আল্লাহর কাছে চাইতে কারো উছিলা লাগে না। আল্লাহ অতি দয়ালু।
@moynamia2781
@moynamia2781 2 года назад
right
@srabonyaktar9541
@srabonyaktar9541 Год назад
আপনি কখনো আল্লাহ কে দেখেছেন?
@md.anwarcm3838
@md.anwarcm3838 2 месяца назад
@@srabonyaktar9541 একটু বুঝিযে বলুন কি বোঝাতে চেয়েছেন
@jamalhossain184
@jamalhossain184 2 года назад
আল্লাহ যেমন আপনাকে চিনে তেমনি সকল বন্দাকে আল্লাহ চিনে।
@nasrinsultana5794
@nasrinsultana5794 2 года назад
উনি ২৪ ঘন্টাই আল্লাহর কাজ করে আর আপনি বাল পাকামি করেন।আপ্নারে আল্লাহ চিনব??
@adnanbabu4953
@adnanbabu4953 5 лет назад
চোট বেলায় ওয়াজে ইবলিশের কথা শুনে খুব ইচ্ছে হয়েছিল শয়তানকে দেখার।তোকে দেখে ইবলিশ দেখার মনের আশা পূর্ণ হল।
@zahedulislam2315
@zahedulislam2315 3 года назад
আল্লাহর কাছে সরাসরি চাইতে হবে। ইসলামে দালাল দরকার হয় না।
@banglasong-new
@banglasong-new Год назад
হুজুর কে হায়াত যেন দেই আল্লাহ সঠিক কথা বলার জন্য.আমরা সাধারণ মানুষ অনেক ভুল পথে আছি বিভিন্ন আলেমদের ওয়াজ শুনে ,ঈমান যেন ধরে রাখতে পারি আল্লাহ যেন হেফাজত করে আমিন
@mdsumonkhan3947
@mdsumonkhan3947 Год назад
@ssnsnetnetrokona
@ssnsnetnetrokona 5 месяцев назад
allaho oboshoi dongsho koruk adrka
@mdshohiduzzamanahad9130
@mdshohiduzzamanahad9130 3 года назад
হুজুর তুমি শোন আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের বায়াত গ্রহন করেছি।তুমি কি সব চিনে ফেলেছো?
@akhlasudddin8980
@akhlasudddin8980 2 года назад
ইতি পুর্বের কমেন্ট মেন কে বলছি তুমরারে তো ময়দানে পাওয়া যায় না, রেজবী নাম শুনছো,? উনি রেরবীর ছাত্র,
@limonislam7723
@limonislam7723 4 года назад
অনেক মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, কিন্তু সাথে সাথে শিরকও করে। [ সুরা ইউসুফ ১২:১০৬ ]
@chandondas6544
@chandondas6544 3 года назад
প্রধানমন্ত্রী আমার কথা শুনবে না মন্ত্রী ছাড়া। বড় বড় মানুষের সাথে দেখা করতে মিডিয়া লাগে কারন তিনি আমাকে চেনেন না। কিন্তু আল্লাহর ইবাদত করতে মাধ্যম লাগবে না কারণ আল্লাহ আমাকে চেনে।
@mdjoynalabedin2555
@mdjoynalabedin2555 3 года назад
এইগুলা হল ঐসব মানুষের ওস্তাদ
@HabiburRahman-fx7pg
@HabiburRahman-fx7pg 3 года назад
@Hacha Kotha ধন্যবাদ আপনাকে।সুন্দর তথ্য প্রমান উপস্হাপনের জন্য।
@kaydeazam7758
@kaydeazam7758 3 года назад
তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু নাযিল করা হয়েছে, তা মেনে চল,, এছাড়া ওলী আওলিয়াদের অনুসরণ করোনা। সুরা আরাফ3 আয়াত,।,, আল্লাহ আরশে আযীমে সমাসীন আছেন,, সুরা আরাফ৫৪ য়ূনুছ3 রাদ2 তহা5 ফুরকান59 সাজদাহ4 হাদীদ4, । ,যারা বলবে আল্লাহ কলবে,। এরা যায় হোক, মুসলমান নয়,,,।01740600390
@kaydeazam7758
@kaydeazam7758 3 года назад
আল্লাহ আরশে আযীমে সমাসীন আছেন,, সুরা আরাফ৫৪ য়ূনুছ3 রাদ2 তহা5 ফুরকান59 সাজদাহ4 হাদীদ4,, এটা মানা ফরয,,,। আর ঐ ভন্ডপীর ও তাঁর অনুসারীদের, আল্লাহ হেদায়েত দান করুন,,, আমীন ,।01740600390
@foridahmed5608
@foridahmed5608 4 года назад
যার মনে আল্লাহ এবং আল্লাহ রাসুলের ভালোবাসা থাকে। তার কোন পীর লাগেনা।
@MDARMAN-lo8st
@MDARMAN-lo8st 2 года назад
আল্লাহ্ পাক এরকম আলেম দের কোথায় যে অবস্থান করাবেন আল্লাহ ই জানেন আল্লাহ্ এদের কে হেদায়েত দাঁন করুন আমিন
@babitaabdullatif6596
@babitaabdullatif6596 Год назад
আল্লাহপাক আপনি ধরনের মানুষরূপী শয়তান থেকে আমাদেরকে হেফাজত করুন
@salmansk8176
@salmansk8176 5 лет назад
আরে ঞ্জানপাপী আল্লাহ পেতে কোনো মাধ্যম আবশ্যক না। মহান আল্লাহ'র কাছে সবাই সমান, তিনি সর্বশ্রেষ্ট ন্যায়বিচারক।
@salmansk8176
@salmansk8176 5 лет назад
@@abdulmazed9163 আপনার কমেন্ট কোথায় দেখতে পাচ্ছি না দয়া করে লিঙ্ক দেন।
@salmansk8176
@salmansk8176 5 лет назад
@@abdulmazed9163 আাঁটি মুখো সেটাইতো
@nasrinsultana5794
@nasrinsultana5794 2 года назад
ওরে বদমাশ তোর নসিব খারাপ।আল্লাহ নিজেই ২ টা উসিলা ধরছেন।আর আমাদের উসিলা ধরতে বলছেন।তুই আর আমি কি আল্লাহর কাছে যাবার রাস্তা চিনি?তাই যারা চিনে তাদের সাথে যেতে হবে তো।আরে পাগলা না জেনে কিছু বলবিনা।তাহলে উসিলা ধরার দলিল দিয়ে তোকে কবর দিয়ে ফেলতে পারবে।
@ssnsnetnetrokona
@ssnsnetnetrokona 5 месяцев назад
right
@motiurrahman960
@motiurrahman960 4 года назад
যা ইচ্ছে বলে যাচ্ছে আর আমরা সুবাহানাল্লাহ সুবাহানাল্লাহ বলে যাচ্ছি
@user-zj6gg6pq5s
@user-zj6gg6pq5s 3 месяца назад
আমার প্রশ্ন মুর্শিদ জান্নাত পাবে গেরানটি দিতে পারবেন কিন্তু আমার নবীর গেরানটি আছে তিনি জন্নাতী তাই সবাই তাওবা করি আল্লাহ কাছে আমিন।
@MdSamsul-rk1cp
@MdSamsul-rk1cp 2 месяца назад
ওনেক সুনদর আলোচনা
@Anamul147
@Anamul147 4 года назад
বদমায়েশ। লালনের গানকে ঊদৃতি দিয়ে বলতেছে এটা কুরআনে আছে। আল্লাহ তুমি এদের হেদায়েদ নসিব করো। আমাকে সঠিক পথে চলার তওফিক দাও। (আমিন)
@chandondas6544
@chandondas6544 3 года назад
প্রধানমন্ত্রী আমার কথা শুনবে না মন্ত্রী ছাড়া। বড় বড় মানুষের সাথে দেখা করতে মিডিয়া লাগে কারন তিনি আমাকে চেনেন না। কিন্তু আল্লাহর ইবাদত করতে মাধ্যম লাগবে না কারণ আল্লাহ আমাকে চেনে।
@mithonkhan3187
@mithonkhan3187 2 года назад
ভালো লাগলো রেজভী সাহেবের ওযাজ
@mdabdulhaque4259
@mdabdulhaque4259 2 года назад
আপনি মহা গেনি ও মহা পুরুষ,আপনার কথা শুনে আমি ধন্য হয়ে গেছো।
@raiyaanrony3453
@raiyaanrony3453 5 лет назад
আল্লাহ এই সব হুজুরদের হেদায়াত দান করুন...
@alomgirhossinalomgir8323
@alomgirhossinalomgir8323 5 лет назад
উনী ফাছেক মাওলানা । অনাকে এরিয়ে চলুন ।
@aksanahmedniloy9087
@aksanahmedniloy9087 11 месяцев назад
আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দাও না হলে ধংস করে দাও আমিন
@nehalhasnain1265
@nehalhasnain1265 2 года назад
তোর পির সয়তান, যারা আল্লাহ ও রাসুলকে মানে, কোরআন ও সুন্নাহ ফলো করে, তারাই সত্যিকার ঈমানদার, তারাই সফল কামী হবে । প্রিয় নবীর একটা হাদিস আছে, আমার উম্মতরা আমার মৃত্যুর পর ৭০ ভাগে বিভক্ত হবে, একটি ছাড়া বাকী সব জাহান্নামে যাবে । আর এই ১ টি হচ্ছে কোরআন ও সুন্নাহ যারা মানবে ও আমল করবে । আমিন ।।।
@user-qu8my8yj9t
@user-qu8my8yj9t 5 лет назад
জনাব, আপনি যে আস্তা একটা মুশরিক এটা স্পষ্টভাবেই খাটি সকল মুসলিমরা জানে ।
@cptasingaming5386
@cptasingaming5386 5 лет назад
পীর না ধরলে নামায হবে না। কি রকম ভন্ড। মানুষের পকেট কাঁটার ধান্দা।
@mdhabibrohman9542
@mdhabibrohman9542 2 года назад
আল্লাহ তায়ালা আপনাকে হিদায়ত দান করুক
@MDLokmanAhmed-yc7ed
@MDLokmanAhmed-yc7ed Год назад
হুজুরের কাছে আমার একটি প্রাশ্ন সর্ব প্রথম আল্লাহ তায়ালা আদম আঃ কে এই পৃথিবীতে পাঠিয়েছেন আদম আঃ কার মাদ্দোমে আল্লাহ তায়ালার ইবাদত বন্দীগি করতো। তার মাদ্দম কে ছিলেণ
@akhiaktar4263
@akhiaktar4263 5 лет назад
হক কথা, অলি আউলিয়া গাউস কুতুব পীর-মুর্শিদ পাক পাঞ্জাতন এবং সুন্নি মুসলমানদের জয় হোক
@atikurrahman-jh8qq
@atikurrahman-jh8qq 4 года назад
আপনি পড়ালেখা করছেন কোথায়? আপনার ওয়াজ শোনার চেয়ে ঘুম উত্তম
@nasrinsultana5794
@nasrinsultana5794 2 года назад
এই আপনার মাথা নষ্ট দেখছি।বাজে কমেন্ট করবেন না।
@forhadhusen1916
@forhadhusen1916 Год назад
@@nasrinsultana5794 তর মাতা নষ্ট
@Apurbo880
@Apurbo880 Год назад
ভাই ওনি আলেয়াতে পড়ছে কিন্তু সহীহ বুখারী, সহীহ মুসলিম, কোরআন তাফসির পড়েছে বলে মনে হয় না। ওনি আব্দুল কাদের জিলানী কে বলে রাদিআল্লাহু তাআ'লা আনহু। যেটা একজন সাহাবী কে বলা যায়। ওনার এই নূন্যতম জ্ঞানও নাই
@mrshahjan3835
@mrshahjan3835 Год назад
আপনি রাদিআল্লাহু তাআ'লা আনহুর, ব্যাকা বুঝ
@Apurbo880
@Apurbo880 Год назад
@@mrshahjan3835 না বুঝলে তো বলতাম না, আর কাদেরকে বলা হয় সেটাও ক্লিয়ার করে বলে দিছি
@MDsheikhSadi-is5fq
@MDsheikhSadi-is5fq 4 месяца назад
আলহামদুলিল্লাহ,, অসাধারণ আলোচনা ❤❤❤❤
@sohelmahmud2001
@sohelmahmud2001 2 года назад
আমাদের উচিত সঠিক ইসলামি জ্ঞান অর্জন করা।
@ssnsnetnetrokona
@ssnsnetnetrokona 5 месяцев назад
right
@m.aprinting3090
@m.aprinting3090 Год назад
ভাল আলোচনা।মারহাবা
@khaledsaifullah3048
@khaledsaifullah3048 5 лет назад
আরে ফালতু সরাসরি আল্লাহর কাছেই চাও,,,,ভায়া দরকার নাই
@HarunRashid-ro5rz
@HarunRashid-ro5rz 4 года назад
r8 bro
@gaming0978
@gaming0978 4 года назад
উছিলা ছাড়া আল্লাহ পাও জাবেনা.......কাফাহ -১৭ আয়াতে বলছেন পোরতেক মুসলমানদের পির মুরশিদি ধরা আদ্শ ও ফরয
@freemotion277
@freemotion277 4 года назад
@@gaming0978 হারাম
@dobirhossain3996
@dobirhossain3996 4 года назад
তুই কি তোর মা বাপ ছারা কলাগাছ ফাইরা আইছোত
@mdakil5241
@mdakil5241 3 года назад
@@gaming0978 আরবিতে উসিলা বলতে কি বলেন তো ভাই
@anikimtiaz8012
@anikimtiaz8012 Год назад
আল্লাহ এগুলো পীর মুরিদী থেকে আমার ঈমান হেফাজত কুুরুক
@khondokersiddiqur4530
@khondokersiddiqur4530 3 года назад
Allah k Pete jodi maddhom lage ,,jannat Pete jodi maddhom lage sei maddhom hlo ,rasul Muhammad..
@02aharunorrashid70
@02aharunorrashid70 5 лет назад
আল্লাহ এদের সঠিক বুঝ দান করুক।
@MDASRAFULISLAM-rg2ii
@MDASRAFULISLAM-rg2ii 2 года назад
আল্লাহ আপনি আমাদের সবাইকে সঠিক ভাবে বুঝার তৌফিক দান করুন। আমিন
@jowelmahmud2083
@jowelmahmud2083 Год назад
আল্লাহ তুমি এই আলেমদের হেদায়েত দান করুন
@NasirKhan-li3mv
@NasirKhan-li3mv 4 месяца назад
ইয়া মুর্শিদ মাওলা ইয়ারি পাকপান্জাতন আলী
@moynamia2781
@moynamia2781 2 года назад
যার,পীর নাই,সে,শান্তিতে আছে,,,,যার,পীর আছে,সে,আগুনের,মাজে,আছে
@forhadhusen1916
@forhadhusen1916 Год назад
১০০% রাইট
@mrahosan868
@mrahosan868 Год назад
বোকার মতো কতা বলিয়েন না। তাছাউফ সম্পর্কে আপনার কোনো গেয়ান আছে? হুট করে কোনে হাদিস কুরআনে ছারা একটা কথা বলে দিলেন😑
@kashemali7372
@kashemali7372 Год назад
@@mrahosan868 to giyani vai kun pirer vokto apni
@mrahosan868
@mrahosan868 Год назад
@@kashemali7372 kno vai?
@Apurbo880
@Apurbo880 Год назад
আরে পীর সাহেব জান্নাতে যেতে পারবে কিনা সেটার গ্যারান্টি কেউ দিতে পারবে? মহান আল্লাহ অন্তর্যামী। তিনি তাকওয়া সম্পন্ন লোক পছন্দ করেন, আমরা শরীয়ত বিষয়ক কোন কিছু না জানলে হক্কানি আলেমদের কাছ থেকে সেটা জেনে নিবো। মাজার পুজারী এসব আলেমদের কাছ থেকে নয়
@md.firojhossain1889
@md.firojhossain1889 3 года назад
আল্লাহ হিদায়াত দান করুক !
@bdonlinejob6328
@bdonlinejob6328 Год назад
আল্লাহ বলেন :- যে আল্লাহর ব্যপারে মিথ্যা রটায় তার চেয়ে বড় জালিম আর কে? সূরা কাহাফ. আয়াত ১৫ আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করুক
@TV-xe6os
@TV-xe6os Год назад
মাশাআল্লাহ, ❤❤❤❤❤❤ হুজুরের প্রতি ভালোবাসা রইলো
@hemalhabib9471
@hemalhabib9471 5 лет назад
নাউজুবিল্লাহ,,,, আল্লাহ পাক যেন ওনাকে হেদায়েত দান করেন
@singershifatamiry1444
@singershifatamiry1444 4 года назад
Hemal Habib উনাকে নয়, আল্লাহ যেন আপনাকে হেদায়ত দান করেন।
@mollagiousuddin7599
@mollagiousuddin7599 2 года назад
@@singershifatamiry1444 ইহুদি
@Apurbo880
@Apurbo880 Год назад
আমিন
@mitumiya4808
@mitumiya4808 2 года назад
মন গরা দলিল
@JahirulIslam-zk7kg
@JahirulIslam-zk7kg Год назад
হুজুরকে অনুরোধ করছি সুরা কাহফ ১৭ নং আয়াত আবার একটু ভালো করে দেখেন।
@mdshareef2627
@mdshareef2627 2 года назад
নবী সাঃ বলেছেন, হুজুর দিয়েই জাহান্নাম উদ্ভোদন করবেন।
@digitalprime7400
@digitalprime7400 4 года назад
যখন সাগরে তোমাদের ওপর বিপদ আসে তখন সেই একজন ছাড়া আর যাকে তোমরা ডাকো সবাই অন্তর্হিত হয়ে যায়৷ কিন্তু যখন তিনি তোমাদের রক্ষা করে স্থলদেশে পৌঁছিয়ে দেন তখন তোমরা তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নাও৷ মানুষ সত্যিই বড়ই অকৃতজ্ঞ৷ (সুরা বনী ইসরাঈল ১৭:৬৭)।
@nyeemkhan285
@nyeemkhan285 4 года назад
এই ভিডিও টা ডিলিট করার জন্য রিকুয়েষ্ট রইলো। আপনার বিউয়ার বারতে পারে কিন্তু ইসলামের অনেক ক্ষতি হবে।
@shylashirin2396
@shylashirin2396 3 года назад
আমি সহমত।।না হলে সবাই মিলে রিপোর্ট মারে উরিয়ে দিব
@shimuakter2556
@shimuakter2556 3 года назад
ফালতু লোক
@saifalrobin8671
@saifalrobin8671 3 года назад
@@shimuakter2556 এরা ইসলামের ফেতনাবাজ,,ইসলামকে দলে দলে বিভক্ত করতে চাই, আল্লাহ সবাইকে হেদায়েত দিন,,আমিন
@Amdadulhaque-v3k
@Amdadulhaque-v3k 3 дня назад
চমৎকার আলোচনা করেচেন আমার মুর্শিদ দয়াময়
@akkashali656
@akkashali656 2 года назад
Allah tumi ei alim ke hedayet dan korun
@user-qp4zv8ep9s
@user-qp4zv8ep9s 5 лет назад
খুব দারুণ আলোচনা আমিন
@onemessagedawah
@onemessagedawah 5 лет назад
আল কাহাফ আয়াত ১৭ -------- আর তুমি দেখতে পেতে, সূর্য উদিত হলে তাদের গুহার ডানে তা হেলে পড়ছে, আর অস্ত গেলে তাদেরকে বামে রেখে কেটে যাচ্ছে, তখন তারা ছিল তার আঙিনায়। এগুলো আল্লাহর আয়াতসমূহের কিছু। আল্লাহ যাকে হিদায়াত দেন, সে হেদায়াতপ্রাপ্ত। আর যাকে ভ্রষ্ট করেন, তুমি তার জন্য পথনির্দেশকারী কোন অভিভাবক পাবে না।
@ranamohammod2819
@ranamohammod2819 4 года назад
কুরআন এর আয়াত নিয়ে এতবড় মিথ্যা কথা,, আল্লাহ ক্ষমা করবেন না,
@computersolution9631
@computersolution9631 4 года назад
ঠিক
@addoshokti7551
@addoshokti7551 10 месяцев назад
হুজুর আপনার কথা গুলো ওনেক সুন্দর লাগছে
@ssnsnetnetrokona
@ssnsnetnetrokona 5 месяцев назад
islame fir muride bolta kechu nai
@kohinurakter9478
@kohinurakter9478 2 года назад
নবী সুন্নত আদায়ে চেষ্টা করেন আল্লাহ কে পাবেন। মুখেকে হেফাজত করুন যায় নমাজে বসে আল্লাহ ডাকেন।
@sujonmahamud8099
@sujonmahamud8099 Год назад
আল্লাহ কে পেতে কাওর মাধ্যম লাগেনা
@ismailhossain9422
@ismailhossain9422 4 года назад
আল্লাহর দিদার পাইতে মাধ্যম লাগেনা ۔মাধ্যম ব্যবহার করেছিল আবুজেহেল আবুলাহাব যার কারণে মুশরিক হয়েছে সূরা ৩৯ আয়াত 3
@RaselAhmed-hy5zk
@RaselAhmed-hy5zk 3 года назад
Tik bolechen allah tala sobar hedayet koron
@m.loveallah7133
@m.loveallah7133 3 года назад
রাইট আয়াত
@hafijurkhan..6163
@hafijurkhan..6163 2 года назад
বলছি আল্লাহ দিদার পাইতে মাধ্যম লাগে না। কি দলিল আছে থাকেতো পাঠাও
@afrojkhan1099
@afrojkhan1099 2 года назад
Ayat Namber Ache To Kon Surah
@afrojkhan1099
@afrojkhan1099 2 года назад
Bol
@bongomela4475
@bongomela4475 8 месяцев назад
akmatro sedin kothin bipoder din amader prener prio.nodi Mohammadur rasulllah
@mdhuzzatullah7622
@mdhuzzatullah7622 3 года назад
ভুল তথ্য দেয়া বাদ দিন,আমাদের মাধ্যম, আমাদের নবী, কুরআান,হাদিস।
@shahin_sarkar
@shahin_sarkar 4 года назад
আল্লাহ এই ভন্ডদেরকে হেদায়েত দান করুন।
@AkashIslam-yy9to
@AkashIslam-yy9to 4 года назад
দোয়া করি আল্লাহ যেন আপনাকে হেদায়েত দেয়।
@asaduzzamanrasel7872
@asaduzzamanrasel7872 3 года назад
আপনি দ্বীন সম্পর্কে সঠিক জ্ঞান রাখেননা। মানুষকে ভুল তথ্য দিবেননা।
@mdparbbes6949
@mdparbbes6949 2 года назад
সঠিকটা বলো
@formangaming1178
@formangaming1178 2 года назад
আল্লাহ সব জায়গায় থাকেনা / আল্লাহ সব দেখেন
@mrmashud9057
@mrmashud9057 5 лет назад
মহান আল্লাহ্‌ আমাদেরকে এই সব শিরক বেদাতি থেকে রক্ষা করুন।
@user-wi5ii8yl1l
@user-wi5ii8yl1l 5 лет назад
সহমত
@AlamgirHossain-do1fc
@AlamgirHossain-do1fc 5 лет назад
যাজাকাল্লাহু খায়ের ঠিক বলেছেন
@mashaallah2289
@mashaallah2289 5 лет назад
আমিন
@user-bp3ot4ju6h
@user-bp3ot4ju6h Год назад
শ্রী শ্রী হাবিবুর ঠাকুর
@udjrkrndnfjfgehieifbfbd-yo2cv
@udjrkrndnfjfgehieifbfbd-yo2cv 8 месяцев назад
Amin Amin Amin Amin Amin Amin Amin Amin Amin Amin Amin Amin Amin Amin Amin Amin Amin Amin Amin Amin❤❤❤❤❤❤
@abdulbarek8710
@abdulbarek8710 5 лет назад
মাসাআল্লাহ খুব সুন্দর ওয়াজ
@mahmudurhasan2892
@mahmudurhasan2892 3 года назад
নাউজুবিল্লাহ..... আল্লাহ আমাদের সবাই কে হেদায়েত দান করুন...
@nilahmed823
@nilahmed823 3 года назад
হয়তো সবাই হেদায়েত পাবে কিন্তু আপনি পাবেন না মুর্শিদ বিহীন।
@saifalrobin8671
@saifalrobin8671 3 года назад
আমিন
@saifalrobin8671
@saifalrobin8671 3 года назад
@@nilahmed823 শিরিকি কথা ভাই,,বান্ধার সবচেয়ে নিকটে আল্লাহ❤ এই আল্লাহকে পেতে হলে পির লাগবে কেনো? মুর্শিদ কাকে বলেন?
@rjgamer8347
@rjgamer8347 3 года назад
وَ تَرَی الشَّمۡسَ اِذَا طَلَعَتۡ تَّزٰوَرُ عَنۡ کَہۡفِہِمۡ ذَاتَ الۡیَمِیۡنِ وَ اِذَا غَرَبَتۡ تَّقۡرِضُہُمۡ ذَاتَ الشِّمَالِ وَ ہُمۡ فِیۡ فَجۡوَۃٍ مِّنۡہُ ؕ ذٰلِکَ مِنۡ اٰیٰتِ اللّٰہِ ؕ مَنۡ یَّہۡدِ اللّٰہُ فَہُوَ الۡمُہۡتَدِ ۚ وَ مَنۡ یُّضۡلِلۡ فَلَنۡ تَجِدَ لَہٗ وَلِیًّا مُّرۡشِدًا ﴿٪۱۷﴾ ওয়া তারাশশামছা ইযা-তালা‘আততাঝা-ওয়ারু ‘আন কাহফিহিম যা-তাল ইয়ামীনি ওয়া ইযা-গারাবাত তাকরিদুহুম যা-তাশশিমা-লি ওয়া হুম ফী ফাজওয়াতিম মিনহু যালিকা মিন আ-য়া-তিল্লা-হি মাইঁ ইয়াহদিল্লা-হু ফাহুওয়াল মুহতাদি ওয়া মাই ইউদলিল ফালান তাজিদা লাহূত্তয়ালিইইয়াম মুরশিদা-। তুমি সূর্যকে দেখবে যখন উদিত হয়, তাদের গুহা থেকে পাশ কেটে ডান দিকে চলে যায় এবং যখন অস্ত যায়, তাদের থেকে পাশ কেটে বাম দিকে চলে যায়, অথচ তারা গুহার প্রশস্ত চত্বরে শায়িত। এসবই আল্লাহর নিদর্শন। আল্লাহ যাকে সৎ পথে পরিচালিত করেন সে সৎ পথ প্রাপ্ত এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন, তুমি কখনও তার কোন পথ প্রদর্শনকারী অভিভাবক পাবেনা। And you might have seen the sun, when it rose, declining to the right from their Cave, and when it set, turning away from them to the left, while they lay in the midst of the Cave. That is (one) of the Ayat (proofs, evidences, signs) of Allah. He whom Allah guides, is rightly guided; but he whom He sends astray, for him you will find no Wali (guiding friend) to lead him (to the right Path). ( Surah Al Kahaf ayat no17)
@rjgamer8347
@rjgamer8347 3 года назад
Mittha kotha.... Quraner kono jaigai eii sob kotha naii..... Vondo
@satrosena5786
@satrosena5786 Год назад
Masayallah i love YOU habibur Rahman h kabla Alhamdulillah
@masdko
@masdko 2 года назад
আল্লাহ আমাদের সকল ফিতনা থেকে রক্ষা করুন। বক্তা নয় বক্তার বক্তব্য শুনলে আপনিই বিচার করতে পারবেন, কে সঠিক বলছে। যুক্তি আর রেফারেন্স সংবলিত বক্তব্য খুজুন। শাইখ আহমাদুল্লাহ এবং ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর এই দুই জনের বক্তব্য শুনুন। আল্লাহ আমাদের সঠিকটা বুঝার সামর্থ দান করুন।
@kurshadalam5883
@kurshadalam5883 4 года назад
নাউজুবিল্লাহ মিন জালেক আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
@OsmanGoni-77
@OsmanGoni-77 4 года назад
সব বুঝলাম, তাহলে রাসুলুল্লাহ সাঃ এর পীরের নাম কি? উনি কোন পীর ধরেছিলেন???
@ahbabkawsar7572
@ahbabkawsar7572 3 года назад
আর আপনি দেখতে পেতেন- সূৰ্য উদয়ের সময় তাদের গুহার ডান পাশে হেলে যায় এবং অস্ত যাওয়ার সময় তাদেরকে অতিক্রম করে বাম পাশ দিয়ে(১), অথচ তারা গুহার প্রশস্ত চত্বরে, এ সবই আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে অন্যতম। আল্লাহ যাকে সৎপথে পরিচালিত করেন, সে সৎপথপ্ৰাপ্ত এবং তিনি যাকে পথভ্ৰষ্ট করেন, আপনি কখনো তার জন্য কোন পথনির্দেশকারী অভিভাবক পাবেন না।।।,,এখানে kutay lekha pir dora lagbe...koto mitta badi hujur
@dolleducationassam3732
@dolleducationassam3732 2 года назад
পীর দৰবনা আমি
@razibshaqe9884
@razibshaqe9884 3 года назад
সুরা কাহাফের ১৭ নং আয়াতে বলা আছে---আল্লাহ যাকে সৎপথে চালান তিনি সৎপথ প্রাপ্ত, এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন, আপনি কখনোও তার জন্যে পথপ্রদর্শনকারী ও সাহায্যকারী পাবেন না। তার অর্থ কি তাহলে এই
@shakilislam2092
@shakilislam2092 5 лет назад
সূরা কাহাফ ১৭ আর তুমি দেখতে পেতে, সূর্য উদিত হলে তাদের গুহার ডানে তা হেলে পড়ছে, আর অস্ত গেলে তাদেরকে বামে রেখে কেটে যাচ্ছে, তখন তারা ছিল তার আঙিনায়। এগুলো আল্লাহর আয়াতসমূহের কিছু। আল্লাহ যাকে হিদায়াত দেন, সে হেদায়াতপ্রাপ্ত। আর যাকে ভ্রষ্ট করেন, তুমি তার জন্য পথনির্দেশকারী কোন অভিভাবক পাবে না। হুজুর কিসের মধ্যে কি আনলো.....
@arahaman6993
@arahaman6993 5 лет назад
এই লোক সঠিক কথা বলেছে, এ রকম আরো ভিডিও চাই
@MdJihad-mh7vq
@MdJihad-mh7vq 3 года назад
Right
@mdbiddut2544
@mdbiddut2544 2 года назад
ভুল aro video ase pir murid niya dekhen
Далее
🔥НОВАЯ БАТАРЕЯ?😮
00:40
Просмотров 203 тыс.
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Просмотров 740 тыс.
🔥НОВАЯ БАТАРЕЯ?😮
00:40
Просмотров 203 тыс.