মার্কেট বন্ধ করে সংস্কার করতে হয় না কি ভাই৷?? মার্কেট আগে বুঝতে হবে, বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমিও একজন ক্ষুদ্র বিনিয়োগ কারি। আমিও চাই মার্কেট সংস্কার হোক। কিন্তু মার্কেট বন্ধ করে নয়। মার্কেট কে মার্কেটের গতিতে চলতে দেওয়া উচিৎ।
ব্যক্তিত্ব ও বক্তব্য দুটোই চমৎকার। ওনোকে পছন্দ হলো। শুভকামনা চেয়াম্যান মহোদয়ের জন্য। তবে উনি যা করতে চান বলে জানালেন সেগুরো শুধু মুখের কথা না হয়ে কাজ হয় সে প্রত্যামা করছি।
নতুন চেয়ারম্যন আসার পর আমরা বুক ভরা আশা নিয়ে অপেক্ষা করতে থাকি কিন্তু প্রতিবার সে হতাসা হতাসাহ থেকে যায় । স্যার আপনি অন্তত এ বাজারটাকে রক্ষা করেন। আল্লাহ আপনার সহায় ।
শেয়ার মার্কেট ভালো হবার সবচে বড় সমস্যা ৩ % সার্কিট । এটা নিয়ে বিসেকের চেয়ারম্যান কোন কথা বললেন না এমন কি সাংবাদিকরা ও কোন প্রস্ন করলেন না । আমরা কি সবাই শেখ হাসিনার মত জ্ঞানী ( মানসিক পতিবন্ধি ) হয়ে যাচ্ছি ? এই চেয়ারম্যান সাহেব কি পারবেন ডঃ মীর্জা আজিজুল ইসলাম সাহেবের মত সফল বিসেকের চেয়ারম্যান হতে ?? আমার সন্দেহ আছে ।
২০০৯ সাল থেকে বার বার আমাদের বোকা বানানো হয়েছে। দাওয়াত দেওয়া হয়েছে যে, পুঁজি নিয়ে আসুন, এবার বাজার স্ট্যাবল হবে। বিশ্বাস করেছি কিন্তু হয়নি। অনেক ক্ষুদ্র বিনিয়োগকারীর লাইফ শেষ হয়ে গেছে। এবার সময় এসেছে কিছু করার। ক্ষুদ্র বিনিয়োগ কারীদের রিকভারি করার। আশা করি তা আপনি করবেন। শুভকামনা রইলো।
ওরিয়ন গ্রুপে চেয়ারম্যান নিয়োগ দিয়ে ঐ গ্রুফের শেয়ারগুলো লেনদেনের সুযোগ করে দিন। বর্তমান সরকারের প্রতিস্টান নয় বলে শেয়ারগুলো লেনদেন হচ্ছে না। অতচ শেয়ারগুলো মৌলভিক্তিক শেয়ার। ইপিএস ভালো। গ্রোথ ভাল। যেমন ওরিয়ন ফার্মা শেয়ার।
নতুন কমিশনের প্রধান কাজ হবে,, বাজারে মানি ফ্লো বাড়ানো,, ইনডেক্স বাড়ানো আর তার জন্য যত মার্কেট মেকার আছে তাদের সাথে আলোচনা করে বাজারে ভলিউম বাড়ানো। আর কেউ যেন ফলস ভলিউম করতে না পারে কোন শেয়ারে তা দেখতে হবে।।
বিনিয়োগ শিক্ষা মানুষের কাছে সহজলভ্য করতে হবে এবং বিনিয়োগকারীর সংখ্যা বাড়াতে হবে। সকল বড় দেশীয় ও বহুজাতিক কোম্পানিগুলোকে বাধ্যতামুলক ভাবে তালিকাভুক্ত করতে হবে।
বিএসইসি চেয়ারম্যান বক্তব্যে মার্কেটে বিনিয়োগকারীদের দ্রুত আস্থা ফিরায়ে আনার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া বিষয়ে কোন কথা বলছে বলে মনে হলো না। ওনার উচিত ছিল মার্কেটে পতন টেকানোর জন্য সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
To the young students ! This is time to build our country.. Alhamdulillah by the l blessings of Allah we have brilliant students and young people like you. You will make mistake in the process .Learn from your mistake and make it better. I pray to Allah for the best .
শেয়ার বাজার কে সবার আগে দুর্নীতি মুক্ত ও কারসাজি মুক্ত করতে হইবে । এবং যাহারা বিভিন্ন ধরনের অনিয়মের সাথে জরিত তাদের কে আইনের আওতায় এনে বিচার করা দরকার ।।
Money flow has to increase. That is the initial requirement. Daily market turnover has to be above BDT 1,000 crore that is basically the job of DSE and CSE. You focus on regulatory issues:- 1. Governance. 2. To ensure IPOs comes regularly with authentication of the basic that is publicly provided. 3. ll reports and information should be transparent, valid and equally available to public. Wish you all the best
Intraday Trading চালু করা খুব জরুরী। বিশ্বের বেশির ভাগ দেশেই যেখানে এই System চালু রয়েছে, সেখানে আমরা কত পিছিয়ে। তবে মি: রাশেদকে একজন যোগ্য ব্যক্তি মনে হয়েছে। ওনার কাছে এই বিষয়টা নিয়ে জোড়ালো অনুরোধ জানাচ্ছি।
IPO of Govt. Companies/enterprises must be floated within one month. Difference between listed n unlisted companies with DSE /CSE must be made at least 12 percent gap issuing SRO of the President.
আপনি যত দ্রুত পারেন 3% সার্কিট ব্রেকার উঠিয়ে দিয়ে আমাদেরকে বাঁচান প্লিজ আপনার হাতে ধরি পায়ে ধরি। আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষ থেকে একটাই চাওয়া আমরা শেয়ার করতে পারি না এবং 3% এর কারণে শেয়ার ভাইয়ার শুন্য দেখলে আরো বেশি পেনিক হয়ে পড়ি তাতে আমরা আরো বেশি ক্ষতির সম্মুখীন হই।
লেকচার বাদ, লেকচার সকলে দিয়েছিলো, প্রথমেই ভুল করছিস ঐ মোমেন্ট সুচক ফেলে মুখতার পরিচয় দেওয়া হয় ছে, ভাত একটা টিপেলেই বুঝা যায় সিব্দ হয়েছে কিনা , একাধারে সুচক ৭৫০০ উঠাতে হবে, না হলে আগে থেকেই পদছেড়ে দেও, না হলে পালিয়ে যেতে হবে
IF ANY ONE WANT TO GOING TO BE A STREET BEGGER HE MUST GO TO INVESTMAN DSE/CSE STOCK EXCHANGE,. IT IS ONLY LOSS BUISNESS ABOUT 15 YEARS/ IN 1995 INDEX IS 5900. IN 2024 THE INDEXT IS 5300. .IT IS ONLY LOSS BUISNESS .NO PROFIT. Reply
আপনাকে চেয়ারম্যান করেছে, আপনি বিনিয়োগ কারিদের কি উপকার করিতেছেন , বাজার সেষ হয়ে যেতেছে কোন পদখেপ দেখছিনা, কথা বলার স্টাইল ও অন্যরকম, মনে হচ্ছে সেয়্যার মার্কেট সম্মন্ধে অভিজ্ঞতা নেই, সিবলির মতো আপনার পকেট ভারী হবে সাধারণ বিনিয়োগ কারিগন নিস্স হয়ে পথের ভিখারী হয়ে যাবে, মার্কেট ভালো হওয়ার জন্য কঠিন পদক্ষেপ নিন, সাধারণ বিনিয়োগ কারি দেরকে লস্ থেকে বাচান, ধন্যবাদ ।
বাজার তো শেষ হয়েই গেছে ১৫ বছরেরও বেশি সময় ধরে... এখন আর কি শেষ হবে। এখন হবে সংস্কার, পুনর্গঠন.... উনি তোর আলাদিনের চেরাগ নিয়ে বসেন নি। রাতরাতি বদলে দিবেন। আর যদি হুট করে বদলাতে চান তাহলে তো কারসাজির ফান্দে পড়বেন।
শেয়ারে গেম্বলিং না হলে কোন শেয়ারই বাড়বে না। এতো কথা না বলে শেয়ারের গেম্বলিং এর সহজ ব্যাবস্থা করেন। প্রসেসগুলো ঠিক করেন। সবাই সত্য কথা বলতে শিখেন আগে। তবেই মার্কেট ঠিক হবে দ্রুত
ওরিয়ন গ্রুপে চেয়ারম্যান নিয়োগ দিয়ে ঐ গ্রুফের শেয়ারগুলো লেনদেনের সুযোগ করে দিন। বর্তমান সরকারের প্রতিস্টান নয় বলে শেয়ারগুলো লেনদেন হচ্ছে না। অতচ শেয়ারগুলো মৌলভিক্তিক শেয়ার। ইপিএস ভালো। গ্রোথ ভাল। যেমন ওরিয়ন ফার্মা শেয়ার।