আমি মুরগির ব্যবসা শুরু করতে চাচ্ছি, এই সংক্রান্ত 20 থেকে 25 টা ভিডিও আমি দেখেছি। তবে এ কথা শিকার করতে আমার কোন লজ্জা নেই আপনার ভিডিও থেকে যা আমি শিখতে পেরেছি ইতিপূর্বে আমি কোন ভিডিও থেকে তা শিক্ষা অর্জন করতে পারি নাই। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ভিডিও দেওয়ার জন্য।
দৈর্ঘ্য নির্ভর করবে আপনার জায়গা বা ঘরে করার সক্ষমতার উপর, ১০০-২০০ ফুট দৈর্ঘ্য কোন বিষয় নয়, প্রস্থটা গুরুত্বসহকারে বিবেচনা করবেন; ১০/১৫ ফুট হলে ভালো; কোন অবস্থাতেই ২০ এর বেশি নয়!
Its really an excellent and nformative video....your presentation is very nice and smooth which just taunted me to subscribe your channel..... Carry on brother
আপনার যদি পর্যাপ্ত জায়গা থাকে তবে অর্ধ ছাড়া/মুক্ত বা সেমী ইনটেনসিভ অবস্থায় পালন করতে পারেন; এই পদ্ধতিতে করলে বাজারের খাবার অল্প সাপ্লাই দিতে হবে; বাকিটা মুরগি নিজেই সংগ্রহ করে খাবে। জায়গা বেশি না থাকলে সম্পূর্ণ আবদ্ধ বা ইনটেনসিভ পদ্ধতিতে পালন করতে পারেন; এই পদ্ধতিতে করলে বাজারের খাবার সাপ্লাই দিতে হবে।
উত্তর দক্ষিণে করলে সবচেয়ে বড় সমস্যা হবে ventilation, মানে বায়ু চলাচলে সমস্যা হবে, আল্টিমেটলি, আপনার খামার ব্যবস্থাপনায় সমস্যা হবে, মর্টালিটি বাড়বে, আর্থিক ক্ষতি হবে
দেরিতে উত্তর দেয়ার জন্য দুঃখিত। মুরগির পুষ্টি চাহিদা মোতাবেক কম খরচে আসলে পুষ্টি সমৃদ্ধ খাবার তৈরী কঠিন। খাবার ভালো না হলে পারফরমেন্স ভালো পাবেন না । সঠিক উপায়ে খাবার বানানোর জন্য যথেষ্ট নলেজ না থাকলে আমার পরামর্শ ভালো কোনো কোম্পানির ফিড খাওয়ানোই শ্রেয়।