বাগাতিপাড়া নাটোর অবস্থা প্রচুর খারাপ ভাই😢 একদিক দিয়ে তাপমাত্রা অন্যদিক দিয়ে টিউবওয়েল এবং পাম্প মটরে পানি উঠছে না😢 শুধুমাত্র জল মটর যেগুলো রয়েছে সেগুলো থেকে পানি তোলা যাচ্ছে😢😢 সবকিছু মিলিয়ে খুব কষ্টের ভেতর দিয়ে সময় যাচ্ছে ভাই😢 আমাদের জন্য দোয়া করবেন❤
হাঁস-মুরগি গরু ছাগলের ঘর পূর্ব-পশ্চিম লম্বা হবে। দক্ষিণ দিকে মুখ হবে। তাহলে দক্ষিণা বাতাস ঘরের ভিতর দিয়ে উত্তর দিকে চলে যাবে। ফলে ঠান্ডা থাকবে। আর কবুতরের ঘরের বড় দরজার ভিতরে ছোট্ট একটা দরজা বানাতে পারেন তাহলে ভালো হবে। প্রয়োজনে পড়া দরজা খোলা যাবে।
ভাইয়ের সব ভিডিও দেখি লাইক কমেন্ট করি,,,কিন্তু ভাইয়ের কাছে কতবার একটা প্রশ্ন করলাম উত্তর পাইনা,,,,প্রশ্নটা আবার করলাম সেটা হলো ৩৩ শতকে বিঘা আপনারা ১ বছরে কত করে লিজ বা কন্টাক নেন,,,,ধন্যবাদ,,,,
@@bismillahagro ভাই মায়া এই জিনিসটাতো গরু বিক্রির বেলাও হয় তাইকি কি আপনি গরু বিক্রি করবেন না৷ তেমনই আপনার যেই জিনিসটা ক্ষতি সাধন করছে এটা না রাখাই ভালো,এতো কষ্ট করে কবুতর, মুরগির বাচ্চা ফুটাচ্ছেন এগুলো যদি ভালো করে বড়ই না হয় তাহলে লাভ কি৷ মায়ার চেয়ে কষ্টটাই আমার মনে হয় বড়ো 🙏🙏🙏
ভাই আপনার কাছ থেকে একটা গাইড লাইন চাই,আমি একটা গর্ববতি ফ্রিজিয়ান বকনা কিনি, আমার কাছে আনার ২০-২৫ দিন পর বাচ্চা দেয়,বাচ্চা দেয়ার বয়স প্রায় ৭-৮ মাস,এই পর্যন্ত ৩ বার বিজ দেছি রাখেনি,আমি প্রথমে নিজে খাবার তৌরি করে খাওয়াতাম,এখন কোয়ালিটির ফিড দেই ৫ কেজি, গরুটাদুধ দেয় ৫ কেজি, খড় পর্যাপ্ত, ঘাস দেই ৫-৭ কেজি, ডিসিপি, ডিবি, ক্যলসিয়াম,দেই নিয়মিত,তবু কেন বিজ রাখতেছেনা, পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন আশাকরি
বিড়াল বেশি জ্বালাতে লাগলে ধরে মাঝের মধ্যে দু-একটা কেলানি দিলেই ঠিক হয়ে যাবে😂 আমারও আছে বাড়িতে বিড়াল দুইটা😅❤ আমার বিড়ালেও মুরগির বাচ্চা ধরতো এবং আমার একটা পাখির বাচ্চা ছিল ওইটা কেউ ধরে মেরে ফেলছে😢 ইয়ার্কি না ভাই যখন দেখবেন এমনটা করছে মাঝেমধ্যে একটু মারার মতো করবেন তাহলে দেখবেন স্বভাবটা বাদ দিয়ে দিচ্ছে।
আসসালামু আলাইকুম ভাই, বেশ কয়েকবার আপনার বেশ কয়েকটা ভিডিওতে কমেন্ট করেছিলাম আপনার সাথে দেখা করতে চাওয়ার ব্যপারে . তাই একটু বিস্তারিত ভাবে আপনার ঠিকানা বা যোগাযোগ এর মাধ্যম টা যদি পেতাম..উপকৃত হতাম
ভাই দেশি গরু পালনে কত টুকু লাভ হবে বলবেন প্লীজ,সৌদি প্রবাস থেকে বলতেছি ভাই,গ্রামের বাড়ি ভাই, বড় গরু থেকে ছোট গরু পালন সুবিদা বেশি আর কি, একটু বলবেন প্লীজ❤❤❤
যে বিড়াল ক্ষতি করে, তা পোষার তো দরকার নাই,,,,,,,সেটার প্রতি দরদ দেখিয়ে অন্য বাচ্চাদের ক্ষতি করা,,আমার কাছে সঠিক মনে হয় না,,,দরকার, হলে,বিড়াল কে হালকা মেরে মেরে ভয় দেখাতে হবে,, যাতে ও বাড়ি থেকে চলে যায়,,,,