Тёмный

প্রশ্ন উত্তর পর্ব ১২|| Question answer part 12 

Farming adviser Anath Halder
Подписаться 349 тыс.
Просмотров 28 тыс.
50% 1

#question #Answer #farmingadviseranathhalder

Опубликовано:

 

9 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 452   
@farmingadviseranathhalder7579
@farmingadviseranathhalder7579 4 года назад
অপ্রত্যাশিত ভুলের জন্য ক্ষমা প্রার্থী। 1 কিলো নাইট্রোজেন = 2 কিলো 217 গ্রাম ইউরিয়া। 1 কিলোগ্রাম ফসফেট = 6 কিলো 250 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট। 1 কিলো পটাশ=1 কিলো 660 গ্রাম মিউরিয়েট অফ পটাশ।
@chandanadhargupta6973
@chandanadhargupta6973 4 года назад
বিজয়ার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ।এই রে!আবার পাগলা দিদির পাল্লায় পড়েছি,ভাবছেন নিশ্চয়ই?কি করবেন আর ,দুর্ভাগ্য আপনার আর সৌভাগ্য আমার ।আমার ভাষা বিন্যাসের কথা বলে আপনি নিজের মর্মস্পর্শী ও সরলতার ভাষায় সকলকে আপন করে বাজিমাত করছেন ।যাক্,আসল কথায় আসি ।হলুদের পরিচর্যা episode এ আমার অতো বড়ো কমেন্টস টা পড়েছেন আবার তার উত্তর ও দিয়েেছেন!আমি অভিভূত।"Coments "কথাটার প্রকৃত অর্থের সাথে আমার কথা গুলো যায় না তবুও মনের কথা গুলো আপনার সাথে share করতে পারি বলেই Coments section এ লিখে ফেলি।কোথাও বেড়াতে যাইনি বা কিছু ই হয়নি, ও কমেন্টস গুলো এতো বড়ো করে ফেলি বলে নিজের ওপর কিছু টা রাগে ও অভিমান মাঝে কিছু দিন কোনও কমেন্টস করিনি দেখছি সেটা ও আপনাদের চোখ এড়ায়নি। ওলের ফুলের ব্যাপার টায় দুঃখিত হবেন না।অনেকের হয় তো কিছুই হয় নি।আমার মনের চঞ্চলতা ও দুঃখে কথাগুলো share করে ফেলেছি।কারোর মনে কুসংস্কার তৈরি হোক এটা যেন না হয় ।কারণ অনেকেই ওলে সংক্রান্ত কাজে যুক্ত তাঁরা ওলের ফুল জমি তে দেখেছেন অথচ তাদের কোনো ক্ষতি হয় নি।বাদ দিলাম সেসব কথা ।আপনার 12 no.প্রশ্নোত্তর পর্ব যখন প্রকাশ হলো তখন আমি আগের কমেন্টস টা লিখেছিলাম তাই তখনই কমেন্টস করতে পারিনি ।এখন লিখতে গিয়ে শুনলাম all time mango-র কথা আমার বাড়ীতে একটা এইরকম গাছ বসিয়েছিল 2/3 বছর হবে (মাটিতে)।গাছটিতে 2
@chandanadhargupta6973
@chandanadhargupta6973 4 года назад
দুর্ দুর্,কিছুতেই কমেন্টস টা শেষ করতে পারছি না, আর লিখতে পারি কিন্তু কি করে incomplete Coments renew করতে হয় জানিনা বলেই এতো হেনস্থা ।আম গাছের পাতার ধার গুলো শুকিয়ে গিয়ে কুঁকড়ে যাচ্ছে।প্রতিকার বলুন ।এবার টবে লাগানোর ইচ্ছা আছে। 12 no coments দেখতে দেখতে জানিনা কেমন করে keyboard-এর অন্য কোনও জায়গায় আঙ্গুল ঠেকে গিয়ে আপনার 10 no প্রশ্নত্তোর পর্ব চলে আসে তাতে আমার খোলেপচা জলের সমাধান পেয়ে গেলাম ।যিনি কুমড়ো গাছের 3G/4G করেেছেন আমার মনে হয় ওনার Gio Co .এর সাথে যোগাযোগ করলে Co.ওনার দক্ষতাটা্ লুফে নেবে।আপনার অসীম ধৈর্য ।আর অতিরিক্ত হরমোন ব্যবহারকারীদের বলি ওনার এতো ভিডিও দেখার পরে ও খোদার ওপর খোদগারী করার ইচ্ছা হয়?একটা সুস্থ সাবলীল সু স্বাস্থ্যের অধিকারী হয়ে থাকার চেয়ে সুমো পালোয়ান হওয়া কি খুব ভাল?জানিনা কি লিখলাম,কতোটুকু অধিকারের মধ্যে রইলাম বা সীমা লঙঘন করলাম ।যা খুশি বলবেন কিন্তু রাগ করে দিদিভাইয়ের কথা ভুল বুঝবেন না ।পরিবারের সদস্যদের প্রতি শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করলাম ।
@mozammelhaque5138
@mozammelhaque5138 4 года назад
@@chandanadhargupta6973 :: VN BC
@hridaybiswas4318
@hridaybiswas4318 3 года назад
@@chandanadhargupta6973 শ্রশ্রিষছ লজ
@drjakir8906
@drjakir8906 3 года назад
আমার আলুর বীজ বাহিতো পচা লেগেছে। আলুর বয়স ২৬ দিন। করণীয় কি জানাবেন প্লিজ। জাকির ছ।চৌগাছা যশোর
@silentlife3018
@silentlife3018 4 года назад
গত কয়েকদিন ধরে আপনার ভিডিও দেখছি। আসলেই মুগ্ধ আমি। আপনি অনেক ভাল মানুষ আর অন্তর থেকে কথা বলেন আর সব চেয়ে বড় কথা আপনি আমাদের জন্য অনেক কষ্ট করছেন বুঝা যাচ্ছে। অনেক দিন বেঁচে থাকুন স্যার।
@farmingadviseranathhalder7579
@farmingadviseranathhalder7579 4 года назад
আপনি ভাল থাকুন আপনার পরিবারের সকলে সুস্থ থাকুক এই কামনা করব। চলুন সকলে এগিয়ে চলি ধন্যবাদ।
@sanidaspur
@sanidaspur 4 года назад
Sir, আপনার ভিডিও দেখে, গাছ লাগানো আমার hobby তে পরিণত হয়েছে। তাই আমার 10 কাঠা জায়গার উপর আমি প্রায় সব রকম গাছ লাগিয়ে ফেলেছি। যেমন বেশ কিছু লাউ, কুমড়ো, সিম, বিম, বরবটি, বেগুন, টমেটো, ঢেঁড়স,উচ্ছে,লঙ্কা,পেঁপে আর কিছু আম, পেয়ারা,লিচু,কুল ইত্যাদি। আমাকে fungicide, insecticide আর যা যা হাতের রাখা দরকার please জানাবেন। ধন্যবাদ। খুব ভালো থাকুন।
@farmingadviseranathhalder7579
@farmingadviseranathhalder7579 4 года назад
আল্লাহ আপনার মঙ্গল করুন ভালো লাগলো শুনে। সাপ পাউডার, টাটা মাস্টার, সেকটিন থাকলে ছত্রাকনাশক হয়ে গেল আর পোকার জন্য একতারা কমদামের বা থিম,লক 5 বা মিসাইল রাখতে পারেন।
@sanidaspur
@sanidaspur 4 года назад
@@farmingadviseranathhalder7579 অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন। পরের ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম।
@ashadujjamanrussell1624
@ashadujjamanrussell1624 4 года назад
শুভেচ্ছা রইল। 1 . পেঁয়াজ চাষের কলাকৌশল সম্পর্কে বিস্তারিত জানাবেন প্লিজ। 2 . লেবুর কলম বাড়ির টবে আছে, এর যত্ন ও জমিতে রোপন সম্পর্কে জানাবেন। 3 . পাতাকপি চাষের কিছু তথ্য দরকার, এ সময় চাষে কি লাভবান হতে পারা যাবে? 3, আমার লেবুর বাগান আছে , লেবুর চাষে অধিক লাভ করার সঠিক বিষয় পরামর্শ দেবেন আশা করেছি। আজকের মতো ধন্যবাদ। পূজোর শুভ্র শুভেচ্ছা রইল।
@imranctg3790
@imranctg3790 4 года назад
দাদা, আপনার জীবনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আপনার ভিডিও দেখে কৃষির প্রতি গভীর প্রেমে পড়ে গেলাম। আপনার নতুন নতুন ভিডিও'র অপেক্ষায় থাকি। আপনার ভিডিও দেখে বাড়ির আঙিনায় আর ছাদে সবজি চাষ শুরু করেছি। গাজর বীজও ফেলেছি।তবে দাদা, একটা বড় সমস্যায় পড়তেছি সেটা হলো ঔষধের ক্ষেত্রে। আপনি যে ঔষধের নাম বলেন তা আমাদের বাংলাদেশে সহজে পাই না।আমি বাংলাদেশের কৃষি বিভাগ থেকে অনুমোদিত ঔষধের তালিকা সংগ্রহ করেছি। সেখান থেকে গ্রুপ নাম অনুসারে প্রোডাক্ট খোঁজে তা লিখে দোকানদারের কাছে নিয়ে গিয়ে ঔষধ কিনে আনি, তাও গ্রাম থেকে শহরে গিয়ে। তাই দাদা, জৈব উপায়ে প্রায় গাছে ব্যবহার করা যায় এমন ছত্রাকনাশক, রোগ, পোকা, লেদা পোকা এসবের জন্যে কোন কোন ঔষধ সংগ্রহে রাখতে হবে তা গ্রুপ নামসহ দিলে ঔষধগুলো সংগ্রহে রাখা যাবে। এরই মধ্যে আমি বায়োডার্মা, টাটা মাস্টার, সাফ পাউডার, সেকটিন, কোসাইড পাউডার এসব ঔষধের গ্রুপ নাম ধরে ঔষধ কিনে এনেছি।আমাকে আর কি কি ঔষধ সংগ্রহে রাখতে হবে (বিশেষ করে জৈব) তা বলে দিলে উপকৃত হব।
@sushovonadak3552
@sushovonadak3552 4 года назад
জেঠু তোমার ফার্টিলাইজার দোকানের ভিডিও দেবে। তুমি কি কি কোম্পানির পেস্টিসাইডআর ফার্টিলাইজার দোকানে রাখো । পেস্টিসাইড এন্ড ফার্টিলাইজার লাইসেন্সিং রিনুয়াল লাইসেন্স প্রসেসিং টা সম্পর্কে একটি দেবে । আমাদের ফাটিলাইজার আর দোকানে কি কি কোম্পানির ইনসেকটিসাইড আর ফাংগিসাইড রাখলে সবচাইতে ভালো কার্যকারিতা পাওয়া যাবে একটু জানাবে।
@souravmoyra6007
@souravmoyra6007 4 года назад
আমি সৌরভ ময়রা বেহালায় থাকি।আপনার এই প্রশ্ন উত্তর পর্ব টি খুব ভালো লাগে স্যার,👍 অনেক কিছু জানতে পারি । আমার একটি সাধারণ প্রশ্ন আছে, গ্রাফটিং এর গ গাছে সেই বছরই ফল পাওয়া যায় বা খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায়, কিন্তু কলমের গাছে ফল আসছে দু- তিন বছর সময় লেগে যায়। কেন? যেখানে দুটি গাছ ই তো ফলন্ত।তাহলে একটা গাছে তাড়াতাড়ি আর একটা গাছে দেরি করে ফল আসে কেন?
@biswajitpaul4805
@biswajitpaul4805 4 года назад
স্যার,প্রথমেই প্রণাম জানাই🙏🙏🙏🙏।আর রোগ পোকা নিয়ন্ত্রণ করার জন্য যে কীটনাশক পাওয়া যায় তাদের কেমিক্যাল কম্পোজিশন ও কোন ওষুধ কোন কোন পোকা নিয়ন্ত্রণ করে তার উপর ডিটেইলস ভিডিও বানাবেন। ভালো থাকুন।ধন্যবাদ।
@plant__kingdom
@plant__kingdom 3 года назад
যতই আপনার ভিডিও দেখি ততই অবাক হই, বলার ভাষা নেই, অনেক প্রণাম আপনাকে...বেগুন গাছে সারের মাপ কত ,মনে npk কি মাপে দেবো আর কতদিন ছাড়া
@deeptamdutta1603
@deeptamdutta1603 3 года назад
বিভিন্ন সুপরামর্শ এর জন্য অনেক ধন্যবাদ স্যার। একটা প্রশ্ন ছিল, এই ভিডিওতে আপনি বলেছেন সর্ষের খোল ও 10.26.26 একসঙ্গে পচিয়ে টবের গাছে দিতে। এই সারটা কতদিন অন্তর অন্তর দিতে হবে? আমি ছাদে বাগান করি, প্রধানত গোলাপ ও জবা গাছ।
@litonmizba6600
@litonmizba6600 3 года назад
নমস্কার আঙ্কেল, আমি বাংলাদেশ থেকে আপনার অনুষ্ঠান দেখি, আমি জানুয়ারি মাঝামাঝি সময় থেকে শেষ সময় পর্যন্ত,কি সবজি আবাদ করতে পারি,দয়া করে বিস্তারিত জানালে প্লিজ, আপনার অনুষ্ঠান খুব ভালো লাগে, সব সময় দেখি,এবং সাবস্ক্রাইব করেছি, নোটিফিকেশন চলে আসে।ধন্যবাদ আঙ্কেল।।
@sanatandandapat6279
@sanatandandapat6279 Год назад
স্যার ভালো আছেন আমাদেরকে আরো নতুন প্রশ্ন উত্তর পর্ব দেখান এবং আরো নতুন চাষ পদ্ধতি আমাদেরকে শেখান। এতে আমরা আশা করছি আরও উপকৃত হব
@akashsinha3172
@akashsinha3172 4 года назад
আপনি জৈব এবং রাসায়নিক ঔষধের উপর ডিটেলসে একটি ভিডিও করুন, যেখানে আমরা ওষুধের নাম, এবং কি জন্য ব্যবহার করা হয়, এবং কতটা পরিমাণে ব্যবহার করতে হবে ইত্যাদি সমস্ত তথ্য পেয়ে যাব। আমাদের মতন ছাদ বাগানিদের জন্য এটা বিশেষ উপকারে লাগবে। ধন্যবাদ।
@farmingadviseranathhalder7579
@farmingadviseranathhalder7579 4 года назад
হা ভালো পরামর্শ দিয়েছেন ধন্যবাদ জানাই চেষ্টা করব।
@gopalsadhunabadwip2275
@gopalsadhunabadwip2275 4 года назад
দশমীর প্রণাম রইল আপনাদের জন্য। ধন্যবাদ Sir আজকে আমার লাউ গাছের ডাটা খেলাম কি সুন্দর খেতে হয়েছে sir
@sanidaspur
@sanidaspur 4 года назад
আপনার ভিডিও দেখে, গাছ লাগানো আমার hobby তে পরিণত হয়েছে। তাই আমার 10 কাঠা জায়গার উপর আমি প্রায় সব রকম গাছ লাগিয়ে ফেলেছি। যেমন লাউ, কুমড়ো, সিম, বিম, বরবটি, বেগুন, টমেটো, ঢেঁড়স,উচ্ছে,লঙ্কা,পেঁপে আর কিছু আম, পেয়ারা,লিচু,কুল ইত্যাদি। আমাকে fungicide, insecticide আর যা যা লাগবে please জানাবেন। ধন্যবাদ। খুব ভালো থাকুন।
@sisirchakraborty2749
@sisirchakraborty2749 3 года назад
Sir amar marigold gachher daga theke sukiye kalo hoye aachhe,kuri kalo chhoto hoye aachhe,benkey jachchhe,flower chhoto hochchhe, kon medicine use korbo aktu boley din, sir leaf minor ebang leaf curl jonnya kaka 2bar spray korte bolechhen korechhi kaj hochchhe
@krishanumondal4265
@krishanumondal4265 3 года назад
Apni khub sohoje bojhan. Thank you sir.
@bhagirath3
@bhagirath3 4 года назад
খুবই Informative vdo sir অনেক কিছু জানতে পারছি
@sumonpal19
@sumonpal19 3 года назад
Uncle, ektu odvut problem hocce amar roof top garden e. Chalkumro (koek mas age) khub choto obostha te (4-5 inch) buro hoe jacche. I mean boyoshko chalkumro r jemon large size seed hoi temon r খেতে o boro chalkumro r moto. Ami vablam j jotno thik nea hoini.. Tarpor apnar লাউ er video dekhe mati তৈরি korlam, sorshe khol pocha ditam. But same problem lau teo.. Emon ki sosha teo.. PGR dea suru korechi. Keno emon hocche ektu bolben?
@sumanlaskar4774
@sumanlaskar4774 4 года назад
দু'বছর 6 মাস মতো বয়স বাড়ির আঙিনায় একটা ডালিম ফলের গাছ আছে ফুল অনেক আসছে কিন্তু ফল হচ্ছে না। কীটনাশক হিসাবে নিম তেল ব্যবহার করেছি। গোড়ায় কিছুদিন আগে গোবর সার আর আপনার বলা ফর্মুলা ভাত খোল দিয়েছি । সমাধান সূত্র পেলে চির কৃতজ্ঞ থাকিব। 🙏
@mrinalmandal6729
@mrinalmandal6729 4 года назад
Onek kicho jante parlam. Dhannabad kaku🙏🙏🙏🙏
@maheshnaskar9268
@maheshnaskar9268 3 года назад
পিয়াজ চাষ পদ্ধতি কোন মাসে বসানো হয় কি কি রোগ হয় কোন কোন ওষুধ দিতে হয় ফুল ট্রেনিং
@apurbapaul9382
@apurbapaul9382 4 года назад
Sir. বিজয়া দশমীর শুভেচ্ছা জানাই. ভালো থাকুন সুস্থ থাকুন এবং চারিদিকে আপনার নাম আরও ছড়িয়ে পড়ুক. Sir আমার উচ্ছে গাছ 45দিনের হয়েছে. প্রায় 5 হাত এর উপরে লম্বা এবং ভালো হয়েছে আপনার আশীর্বাদে. কিন্তু গাছের ফল সংখ্যায় কম দেখতে পাচ্ছি. কিছু কি করা যাবে sir ?? এখন তো দাম 50টাকা কিলো. আজ প্রথম 3কিলো উচ্ছে তুলেছি. আমি তো ব্যাবসা ভিত্তিক এবং রাসায়নিক ভাবে করছি. অসংখ্য ধন্যবাদ sir.
@ashimaroy880
@ashimaroy880 4 года назад
Nitrogen loving corp, Phosphorus loving crop, Potassium loving crop ei niye akta video korun.
@sahjamanbhuiyan3312
@sahjamanbhuiyan3312 4 года назад
আমি একজন ছাদ বাগানি।আপনার প্রশ্ন উত্তর পর্ব গুলা অনুশীলন করি ।আমার ছাদে আঠারোটি অলটাইম ম্যাঙ্গো (কাটিমন) আম গাছ আছে ।ঐ গাছগুলো কে তাতানোর জন্য টেপে ভাত বা খোল +বাদাম পচা পানি দেওয়া যাবে কিনা?
@plant__kingdom
@plant__kingdom 3 года назад
Sir, lau ba kumro ba jinga ba sosa mane uvaylingo gach er main je sakha tate ki sudhui purush ful hoy?? Sei sakha ta katle je sakha gulo beroy tatei ki meye ful ase???
@mesesmonir7671
@mesesmonir7671 4 года назад
আমি বাংলাদেশ থেকে আপনার চ্যানেল দেখছি।আপনার ভিডিও গুলো আমাদের জন্য খুবই উপকারি।কিন্তু আমি খুব আপসেট কারন আমার বাড়ির আঙ্গিনায় রোদ আসেনা।তাই আমি কোন সবজি করতে পারিনা।ছায়ার মধ্যে কোন কোন সবজি করা যায় এটা নিয়ে একটা ভিডিও করলে আমি খুব উপকৃত হবো।আপার উওরের অপেক্ষায় আছি।
@farmingadviseranathhalder7579
@farmingadviseranathhalder7579 4 года назад
আপনি অবশ্যই ওখানে হলুদ চাষ করবেন ওল চাষ করতে পারেন আদা চাষ করতে পারেন এখন আপনি ধনেপাতা কিছুটা টবে করে দেখুন বা মাটিতে গাজর করে দেখতে পারেন। কিছুক্ষণ যেন রোদ্দুর পায়। একটু পালন বীজ বুনে দিন । হয়তো লম্বা লম্বা হবে , চেষ্টা করুন কিছুটা সফল হবেন।
@sanchitabanerjee2995
@sanchitabanerjee2995 3 года назад
Thanks
@almamun8540
@almamun8540 4 года назад
দাদু বাংলাদেশে স্প্রের জন্য npk ঘুলোন সার নেই।তো ইউরিয়া,ফসফেট,পটাস এই সার গুলো কি যে কোনো ফসলে পানিতে গুলে স্প্রে করা যাবে।যদি যায় তাহলে কোন টা কি পরিমান দিতে হবে।দাদু উত্তরের অপেক্ষায় থাকলাম।
@rathinmondal2001
@rathinmondal2001 3 года назад
আমি আপনার গুনগ্রাহী। ছাদ বাগানের জন্য প্রয়োজনিও সার, ওষুধ, কীটনাশক রাখা দরকার তার একটি তালিকা সহ ভিডিও আনুন। কোন কোন মাসে কি ধরনের গাছ ছাদে করা যায় তারও একটি তালিকা সহ ভিডিও আনুন। আপনার অনুসরণকারীদের কাছে আপনিই শেষ কথা, তাই দাবিও করা যায়। নির্ভরযোগ্য বীজ প্রাপ্তি কোথায় পাব? তাদের ঠিকানা চাই। রথীন মণ্ডল, বিক্রমগর, যাদবপুর, কলকাতা।
@balaramnandi7378
@balaramnandi7378 2 года назад
কুমডা ,শশা,ঢেডস বীজ পলিথিন টবে গাছ ফুটিয়ে পনের দিন পরে জমিতে বসালে খরচ কম হবে ,কোনরকম ক্ষতি হবে ?দয়াকরে বলবেন।
@sudiptoroy8045
@sudiptoroy8045 3 года назад
Sir ame lonka chara lagiya chelam business korar Jonno 4000 pis.laganor aga 10 26 r সৱষাৱ khol Diya lagiya chelam ..tao prai 2000 gach mora jacha ...notun chara laga nor porao same problem gora pocha jacha ..ame ki kora bachabo gach gulo ka
@biswajitbarik1265
@biswajitbarik1265 4 года назад
Trichoderma Viride 5gm/1Lt, Agromin Gold 1.5ml/1Lt,Miraculan .5ml/1Lt একসাথে জলে মিশিয়ে বিকেলে স্প্রে করা যাবে।তাড়াতাড়ি জানাবেন প্লিজ।
@ashimkumarbose2576
@ashimkumarbose2576 4 года назад
শুভ বিজয়ার শুভেচ্ছা জানাই দাদা । বাগানে উইপোকার উপদ্রব কি ভাবে নিশ্চিহ্ন করবো ? যদি কোনো উপায় জানাতে পারেন উপকৃত হই। আর টবে জামরুল গাছের বয়স প্রায় তিন বছর। ফল আসছে না । জৈব পন্থায় হলে ভালো হয়। নমস্কার।
@souraavghosh11
@souraavghosh11 3 года назад
Sir suvho bijoyar pronam neben. Amar goli te bagan. Motamoti hoche. Sudhu korola ta pata kukre jache, r jhinge pata te holud spot hoche, r sim te patar kinara gulo sukoche purota noi. Nijeke valo rakben amader jonno. 🙏
@somsubhramondal9589
@somsubhramondal9589 4 года назад
Sir sarse ar badam pachano khole e 8-9 diner mathai poka hoye jachhe ki korbo...poka laga khol ki gachhe deoa jbe Ami Amazon e tricodarma viridi order korechhilm ora abtec er Azospirillium diyechhe...eta ki ar kno gachhe babohar kore ektu bolben
@debashischakraborty2320
@debashischakraborty2320 4 года назад
খুব সুন্দর লাগলো। আমার একটি কথা ছিল সেটা হলো যে উত্তরবঙ্গের মাটিতে ( সেখানে এঁটেল মাটি) মুগ ডাল চাষ সম্ভব কিনা দয়া করে যদি জানান। চৈত্র মাসে এখানে সবার জমি ফাঁকা থাকে তাই কাজে লাগাতে চাইছিলাম।
@farmingadviseranathhalder7579
@farmingadviseranathhalder7579 4 года назад
অবশ্যই অবশ্যই হবে আমাদের এদিকে তো এঁটেল মাটিতে আমরা মুগ চাষ করি। ওটা ফেলতে হবে ফাল্গুন মাসের 10 তারিখের মধ্যে উত্তর বঙ্গের কোন জেলায় আমাকে বলবেন পরে ফারাক্কা বাঁধের উপর থেকে আমরা উত্তরবঙ্গ বলি আর ফারাক্কা ব্যারেজের দক্ষিণে দক্ষিণবঙ্গ বলি।
@debashischakraborty2320
@debashischakraborty2320 4 года назад
উত্তরবঙ্গে আমার দক্ষিণ দিনাজপুরে বাড়ি
@pabitramaiti5114
@pabitramaiti5114 4 года назад
আমি দক্ষিণ 24 পরগনা কুলতলী থেকে পবিত্র মাইতি বলছি। করলা গাছ ফাটা কারণ ও পতিকার । পিযাচ চাষের একটা ভিডিও করলেই উপকার হবে।।
@debashischakraborty2320
@debashischakraborty2320 4 года назад
ফাল্গুন মাসের আগে যদি মুগ ডাল চাষ সম্পর্কে একটু বিস্তারিত বলেন তাহলে আমি দেড় বিঘা জমি দিয়ে মুগ ডাল চাষ করতে পারি। উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায় আমার বাড়ি। যদিও বর্তমানে আমি দক্ষিণ 24 পরগনা মহেশতলাতে থাকি।
@malayhaldar3777
@malayhaldar3777 4 года назад
Shubho bijoya sir
@debasishbarua1935
@debasishbarua1935 4 года назад
লঙ্কা গাছে ফুল হচ্ছে লঙ্কা হচ্ছে না,টমেটো গাছেও একি অবস্থা
@ranajitmondal7544
@ranajitmondal7544 4 года назад
নারকেল গাছ নিয়ে একটা ভিডিও করুন।আমি ভিয়েতনাম নারকেলের চারা লাগিয়েছি 3ফুট/3ফুট গর্ত করে NPK, খোল, 3G, DAP,50 kg গোবর সার মিশিয়ে 20 দিন রেখে লাগিয়েছি।এখন এর কি রোগ হয় এবং এর প্রতিকার কিভাবে হয় জানাবেন।আসলে আমি কোনো চাষী নই,ফল ফুলের গাছ আমার সখ। বাড়ি নদীয়া,চাকুরিসূত্রে থাকি কূল্পী তে।
@farmingadviseranathhalder7579
@farmingadviseranathhalder7579 4 года назад
আমি নারিকেল গাছের পরিচর্যা নিয়ে খুব শীঘ্রই ভিডিও আনবো আমারটা দেখে নিন কেমন লাগে।
@basudebmajumdar3055
@basudebmajumdar3055 4 года назад
Vietnam er narkel chara kothaay pelen ektu janaben?
@ranajitmondal7544
@ranajitmondal7544 4 года назад
7699016064
@ranajitmondal7544
@ranajitmondal7544 4 года назад
@@basudebmajumdar3055 call for viyetnum coconut plant
@amdadulhoque5337
@amdadulhoque5337 3 года назад
সব শমাই আপনার ভালো থার জন্য কামোনা করি ও করবো ইনশাআল্লাহ অবশ্যই এবং আপনার কাছে একটা আবেদন করছি যে আমি সামনে রামজান এর জন্য ( তরমুজ ) চাষ করার কিন্তূ আপনার আশাই আছি একটা ভিডিও প্রকাশ করলে আমাদের জন্য ভলো হবে
@sonasonai4322
@sonasonai4322 4 года назад
স্যার নারকেল গাছে ফুল আসে কিন্তু ছোট নারকেল গুলি ঝরে পড়ে উপায়ই কী নারকেল দাঁড়াতে না
@nayanmaity9169
@nayanmaity9169 4 года назад
Ai somoy gache ki ki fertilizers dorkar and kon pgr dorkar...ai somoy boro tomato gacher video korun....
@subhankardebnath4110
@subhankardebnath4110 3 года назад
দাদা আপনি যখোন যে সবজির লাগিবার ভিডিও বানাবার সময় যদি কখোন লাগানো ভালো কোন মাসে শুরু করবে কোন মাসে চারা লাগাবে মাস গুলো বলে দিলে ভালো হয় ।
@parthamondal8658
@parthamondal8658 4 года назад
শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন স্যার।
@farmingadviseranathhalder7579
@farmingadviseranathhalder7579 4 года назад
আপনাকে অভিনন্দন জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন ,ধন্যবাদ।
@chaitalighosh1084
@chaitalighosh1084 4 года назад
দাদা শুভ বিজয়ার প্রনাম নেবেন। আপনার পরিবারের সকলে ভালো থাকুন।
@farmingadviseranathhalder7579
@farmingadviseranathhalder7579 4 года назад
হ্যাঁ দেখতে দেখতে কেটে গেল পূজা । আবার মা আসবেন এক বছর পর ।ভাল থাকুন সকলে। সেই সঙ্গে শুভেচ্ছা জানাই ধন্যবাদ।
@sonasonai4322
@sonasonai4322 4 года назад
স্যার waste Decomposer এটা কি স্যার এটা বানানোর ঘরোয়া উপায় কি এটার কাজ কি ভালো জানাবেন ধন্যবাদ স্যার
@lalonsk7935
@lalonsk7935 3 года назад
দাদা আপনি ভালো থাকেন আপনার সুস্থতা কামনা করি আপনার ভিডিও পাওয়ার জন্য আমি প্রতিমুহূর্তে অপেক্ষা করি এবং আপনাকে ফলো করে আমি সবজি আবাদ করি নেক্স ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম আমার কমেন্টের জন্যদুঃখ পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন প্লিজ দাদা
@rimasultana8872
@rimasultana8872 4 года назад
স্যার সালাম নিবেন, আশা করি পুজা উৎসব ভালোভাবেই কাটিয়েছেন। স্যার আমার করলা গাছগুলোতে ফল আসতেছে কিন্তু কস্টের কথা হলো গাছগুলোর পাতা হলুদ হয়ে যাচ্চে আবার মাজে মাজে কুকড়ানো। মিস্টি কুমমড়া গাছগুলোতে পুরুষ ফুল আসছে কিন্তু সমস্যা সেই একটাই পাতা হলুদ ার কুকড়ানো। স্যার দয়া করে আমার সখের বাগানটাকে বাচানোর উপায় বলেন। বাংলাদেশে যেসব ঔষধ সহজেই পাওয়া যায় এমন। সঙ্গে এটাও জানাবেন বেশি ফলনের জন্য কি করতে পারি।
@farmingadviseranathhalder7579
@farmingadviseranathhalder7579 4 года назад
তোমাকে আর thiomethoxam গ্রুপের ওষুধ আমাদের এখানে actara ,Torpid, Act, পাঁচগ্রাম পাতার দাম 20/22 টাকা এই দামে বিক্রি হয় খুব কম দামে ভালো কাজ করবে ।প্রতি লিটার জলে হাফ গ্রাম মিশিয়ে বিকাল বেলায় স্প্রে করবে তিন দিন ছাড়া দুবার আশাকরি উপকার পাবে। আর পাতা হলুদ হয়ে যাওয়ার জন্য প্রতি লিটার জলে আড়াই গ্রাম টাটা মাস্টার বা রিডোমিল গল্ড তোমাদের ওখানে এই নাম ধরে বলবে মেটালাক্সিল ম্যানকোজেব হলুদ রঙের পাউডার প্রতি লিটার জলেআড়াই গ্রাম মিশিয়ে বিকালে স্প্রে করবে পোকার ওষুধ দুদিন পরে এটাও পাঁচদিন ছাড়া দুবার ব্যবহার করবে হলুদভাব আশা করি কম হবে, ভালো থেকো ধন্যবাদ জানাই।
@rimasultana8872
@rimasultana8872 4 года назад
স্যার আপনার পরামর্শের জন্য ধন্যবাদ তবে একটা বিষয়ে ক্লেয়ার করবেন প্লিজ সেটা হলো টাটা মাস্টার আগে স্প্রে করব নাকি টরপিড। আরেকটা বিষয় সেটা হলো আপনি বলেছেন তিনদিন ছাড়া মানে কি একটানা তিনদিন স্প্রে করব নাকি তিনদিন পরপর স্প্রে করব। প্লিজ স্যার আমার গাছগুলোকে বাচান।
@tomalsaha3379
@tomalsaha3379 4 года назад
বাদাম ও সরিষা দিয়ে তৈরি একটা জৈব সারের কথা বলেছিলেন সেটা প্র্যাকটিক্যালি তৈরি করে দেখান। ধন্যবাদ।
@tanmaymalik7594
@tanmaymalik7594 4 года назад
1 bigha jhomite Sosa chash rastay anik poddoti dana bosano age jhomite bakteria chotta ac matar jonno ki osud debo gorome valo jater Sosa dana kothay pabo ak bigha jhomite chal guro deya jabe ki koto keji chal guro deya jabe Sosa gacher gora pocha roger ki osud ki choto Sosa gache ki vitamin dele Sosa gache sekhor charbe Sosa dana varmi compost er sathe trichoderma viridi diye dana bosano jabe ki deya gele koto poriman debo ami hooghly theke bolchi ami vage jomi chash kori sir apnake amar khuv valo lage
@suprasanta
@suprasanta 4 года назад
ভালো লাগলো। ধন্যবাদ।
@farmingadviseranathhalder7579
@farmingadviseranathhalder7579 4 года назад
ধন্যবাদ জানাই ভাল থাকুন।
@koustavpal7036
@koustavpal7036 3 года назад
নমস্কার স্যার আমি পশ্চিমবঙ্গের হুগলি জেলা থেকে বলছি আমার একটি জিজ্ঞাসা ছিল। আমন ও বোরো ধানের মাঝে সরিষা চাষ করা যায় যদি যায় কোন প্রজাতির সরিষা লাগানো ভালো?
@bivaskarmakar7800
@bivaskarmakar7800 3 года назад
I have used liquid rotten kitchen waste to my cucumber plant, but leaves are become yellowish and dry, plead inform me why it is happened ? and cure procedure from it.
@santurakshit9749
@santurakshit9749 3 года назад
স্যার বাড়িতে একটা নারকেল গাছ বসিয়েছি গাছটার বয়স 6-7 মাস হবে. গাছের পাতা গুলো শুখিয়ে যাচ্ছে... আমি সার দিচ্ছি 10.26.26 আর খোল পচানো জল... কি করবো বলুন🙏🙏🙏🙏
@biswajitmondal5617
@biswajitmondal5617 4 года назад
Thanks 🙏🌹🌹🌹🌹
@paramitam4002
@paramitam4002 2 года назад
Sir apnar Karala gacher pata jhimie jache. Anya gach sab thik ache. Apni doga dekhte sikhiechen, dekhlm pipre hoeche, Kal neem tel spray korechi. R ki korbo sir?? Pranam neben..
@farmingadviseranathhalder7579
@farmingadviseranathhalder7579 2 года назад
পর পর তিন দিন নিম ঘটিত ওষুধ স্প্রে করবেন। চার দিন বন্ধ আবার ঐভাবে স্প্রে করবেন। আশাকরি উপকার পাবেন।
@paramitam4002
@paramitam4002 2 года назад
@@farmingadviseranathhalder7579 Acha sir. Tai korbo. Sustha thakben..
@sukantamondal7826
@sukantamondal7826 4 года назад
নমস্কার দাদা আমি ব্যবসাভিত্তিক লেবু বাগান করেছি মালটা কিন্তু বাগানে মাটি এত পরিমাণ নোনা হয়ে গেছে গাছ গুলো মারা যাচ্ছে কি করব ভেবে পাচ্ছি না মনটা খুব খারাপ একটু বলবেন দুই রকম পদ্ধতিতে রাসায়নিক ও জৈব ধন্যবাদ
@arupdhali527
@arupdhali527 4 года назад
Amader ful er tob er mati te khub kecho o bhibhinno rokom er poka hocche o gach jhimiye jacche. Ete ki kora jae please ektu janaben sir.
@arifrahman7710
@arifrahman7710 3 года назад
Sir akhon kamon asen, apni onek dhin beche thakben kiosk der zonno apnr zonno sub Son of suvo kamona kori sir bangdsh estreptacycline/ estreptamaicine kobotor,has. Morgi use kore ai tai ki sobzir willting er zonno kaz kore.
@nayanmaity9169
@nayanmaity9169 4 года назад
Sir boro tomato gacher akta new video korun....jader 40/50 diner tomato gach hoyeche....
@palashghosh7735
@palashghosh7735 3 года назад
Amar Bonsai Botgach er natun coche pata sukie jacche , eke bachanor upai ki ? Pls janan . P ghosh , baruipur
@kabitanandi2399
@kabitanandi2399 4 года назад
বিজয়ারপ্রনাম নেবেন দাদা ।বড়ীর অন‍্যান‍্য গুরুজনদের জানাই প্রনাম ছোট দের জানাই ভালো বাসাও শুভেচ্ছা।
@JakirKhan-oj1vc
@JakirKhan-oj1vc 3 года назад
আগামি জৈষ্ঠ/আষাঢ় মাসে আগাম বেগুন চাষ করলে কি জাতের বেগুন চাষ লাভজনক হবে বলবেন। গড়বেতা এলাকা থেকে বলছি।
@rajibgoswami94
@rajibgoswami94 4 года назад
Sir, boro dhan chas er puro poddhoti ta simple vabe ektu bujhia dite parben? Ami chas er kicchhu jani na. Natun chas suru korte chai. Sei dik theke arki.
@biswajitray1667
@biswajitray1667 4 года назад
Sir, Alu basiachi 21 Oct'20 sab rakam fertilizar dia R kal Jalpaigurite khub beisti chilo ...jomi jale vhore gechilo..আল kete jal ber kore diachilam.aj bristi nei.. bich saaf dia shodhon kore chilam..akhon ki kichu kora jae jata sir loss na hoe jae..r begun er baos 23 din r karlar (bech ropon theke) 21 din NATIVO deoa jete pare jodi fungicide darkar pore?khub urgent sir
@farmingadviseranathhalder7579
@farmingadviseranathhalder7579 4 года назад
10 লিটার জলে আট গ্রাম নেটিভ মিশিয়ে স্প্রে করুন চারদিন ছাড়া দু বার বেগুনে এবং করলাতে । আর আলুর ব্যাপারটা জল জমে আছে বলে জানা যায় , কি করা যাবে জলদি করে জল বের করে দেন ।গাছ এখন বার হয়নি দেখা যাক কিছু করার নেই একটু অপেক্ষা করুন খুব বেশি ক্ষতি হতে পারেনা বড়জোর মাঝে মাঝে দু একটা মাদার আলু পচে যেতে পারে সেখানে আবার পুনরায় খোপ পূরণ করতে হবে বা পুনরায় আবার গাছ বসাতে হবে এটা হতে পারে।
@biswajitray1667
@biswajitray1667 4 года назад
@@farmingadviseranathhalder7579 Sir, ashakho ধন্যবাদ....apni achen sahos pachhi...valo thakbe..bijya dashmir pronam neben.
@shibsaha7405
@shibsaha7405 2 года назад
Sir meothrin(fenpropathrin 30 '/.ec) dose koto ?♥️🙏
@joydevdas675
@joydevdas675 4 года назад
মাস্টার মশাই আমি modicare কোম্পানির active 80 ব্যবহার করি 10L জলে 3-5ml ব্যবহার করি সবসময় ব্যবহার করা যায় কি মাস্টার মশাই ????? ????????
@sanchitabanerjee2995
@sanchitabanerjee2995 3 года назад
Fungicide er sathe sticker deoa jabe?? Joibo barite toiri....
@farmingadviseranathhalder7579
@farmingadviseranathhalder7579 3 года назад
অবশ্যই দেওয়া যাবে আপনি রাতে রিটা ফল ভিজিয়ে রাখবেন খুব ভালো হবে‌। অথবা দশ লিটার জলে,ক্লিনিক প্লাস শ্যাম্পুর অর্ধেক পাতা যেগুলো এক টাকা করে দাম ও দিলে যথেষ্ট।
@amitdas2556
@amitdas2556 3 года назад
দাদা আমার একটি বকফুল গাছ আছে কিন্তু তার সব পাতা ঝরে পড়ে গেছে । গাছে মাকড়শার জাল এর মতো একধরনের পোকা হয়েছে ফলে সব পাতা ঝরে পড়ে গেছে।এখন আমার কি করা উচিৎ?
@siprasarkar2115
@siprasarkar2115 4 года назад
শুভ বিজয়া কাকু।।। ব্রোকোলি গাছের পাতার গোড়া থেকে যে কচ বা কুশি বের হয় সেগুলো রাখব না কি কেটে দেব
@mukulpramanick9582
@mukulpramanick9582 4 года назад
Booster 2 এর গায়ে লেখা আছে বেগুন গাছে 7দিন অন্তর এবং অন‍্যান সবজিতে 15 অন্তর স্প্রে করতে। তো আমি এখন কী করব ?
@mallikabhattacharya1411
@mallikabhattacharya1411 4 года назад
শুভ বিজয়া sir
@ashimaroy880
@ashimaroy880 4 года назад
Aloe vera gel ke sticker hisabe use korte pari?
@jahaingirmondal2764
@jahaingirmondal2764 3 года назад
Good vidio
@suklalmunda3948
@suklalmunda3948 4 года назад
Sar -Aami ei somy karala o uchchhe lagate chai Thik habeto? jadi hay Tahale .kon kon kompanir Beech lagabo?(belpahari -kankrajhore.)
@akbarsardar686
@akbarsardar686 3 года назад
Thank-you
@Frnds_garden
@Frnds_garden Год назад
স্যার,খুব ভালো বীজ ও অল্প বীজ কোথায় পাবো ? জানালে খুব ভাল হয়।
@farmingadviseranathhalder7579
8337060050এই নাম্বারে যোগাযোগ করুন।
@maslemabegam1815
@maslemabegam1815 3 года назад
kaku vitamin mirakular r kono bis ak sathe Spry kora jabe k??? r kaku akhon ven di ak por jaol deoya jabe... chara beranor....
@farmingadviseranathhalder7579
@farmingadviseranathhalder7579 3 года назад
ওর সাথে একতারা মিশিয়ে স্প্রে করা যাবে। আর যদি ভেনডি চারার বয়স কুড়ি/ পঁচিশ দিন হয় তাহলে যে কোনো ভিটামিন স্প্রে করতে পারো।
@maslemabegam1815
@maslemabegam1815 3 года назад
@@farmingadviseranathhalder7579 kaku....... amaderke lonka khete 3 gacher pata pura kukre geche ulala paoya jasche na... onno kono valo osudher name bolun.... r roko pouder o paoya jasche na.... khali dale tata master dilam holud gach gulor jonno.... r kaku bollam ki 1 mas ba 20 .. 25 din hole akhon vendi khete jol deoya jabe???????
@maslemabegam1815
@maslemabegam1815 3 года назад
@@farmingadviseranathhalder7579 dukkher bisoi kaku December bor a j 400 gm vendi lagaichi.... otaite pari ni,..... amar husband helmasi kore osudh dei ni sob gora pocha rore more gecilo..., ami tanki kore osdh dite pari na tai ato rog bedhi.... na hole apnar kotha moto ami jodi osdh tik tak dei kono jhamelai hobe na
@asimsamanta9072
@asimsamanta9072 4 года назад
স্যার অসংখ্য ধন্যবাদ
@souraavghosh11
@souraavghosh11 3 года назад
Sir amar barite ja sobjir khosa hoe sei gulo sob rode valo kore sukiye mixer a guro kore niyechi. Seita ki vabe bavoyer korbo.
@ashanurkhan4220
@ashanurkhan4220 3 года назад
Thank you sir
@farmingadviseranathhalder7579
@farmingadviseranathhalder7579 3 года назад
ধন্যবাদ জানাই ভাল থাকুন।
@kaushikbhattarjee1351
@kaushikbhattarjee1351 4 года назад
স্যার আমার মালটা লেবুগাছে ভাত দিয়েছি একমাস আগে। গাছের বয়স 15 মাস, PGR allwine goldsupper সব দিয়েছি ।গাছ বাড়ছে না স্যার।কি করবো দয়াকরে জানাবেন।
@biswajitkarmakar7330
@biswajitkarmakar7330 4 года назад
শুভ বিজয়ার প্রণাম নেবেন।
@tapansarkar8285
@tapansarkar8285 Год назад
Gipsum paini ,tar poriborte sulpar diye pH komate 12 inchi tobe koto poriman 5 ,5 namate parbo
@farmingadviseranathhalder7579
সালফার দিয়ে PH কমানো যায় না।
@rabinsardar7673
@rabinsardar7673 4 года назад
Bijoyar ponam neben sir.ekti 45 diner gache khub tara tari koto din chara chara sar,bis,ousad dite pari.sob rokom gacher jonno dose eki rokom thakbe?plz bolun sir.
@farmingadviseranathhalder7579
@farmingadviseranathhalder7579 4 года назад
গাছে যদি পোকা লাগে বা রোগ লাগে তখন ওষুধ দিতে হয়। আগে থেকে দেবেন কেন? আর 45 দিন বয়স হয়েছে মানে আপনার ভিটামিন লাগবেই যেকোনো একটা পিজি আর আপনাকে 12দিন ছাড়া স্প্রে করতে হবে। তবে বেশি ফল পাবেন আর গাছের গোড়ায় খাবার দিয়ে যেতে হবে। এই দুটো কাজ করতে হবে । যদি আপনি করোলা টমাটো লঙ্কা এইসব চাষ করে থাকেন তাহলে সপ্তাহে একবার করে পোকার জন্য ওষুধ দিতেই হবে না হলে গাছ কুঁকড়ে যাবে।
@apalimandal9858
@apalimandal9858 4 года назад
মহা নবমীর শুভেচ্ছা, অভিনন্দন।এই পূজোতেও আপনি ভিডিও করার সময় বার করেছেন , অভিভূত হয়ে যেতে হয়। এবার মন দিয়ে আপনার মূল্যবান উপদেশ শুনব, প্রনাম নেবেন🙏
@mayasaha9371
@mayasaha9371 4 года назад
The
@BASUANIRBAN0907
@BASUANIRBAN0907 4 года назад
Kaku sim gach ta khub boro hoyechhe, alwin gold diyechhi, bio zyme diyechhi, ful aschhe na temon, sim dhorechhe na... Please help... Regular khol pochano jol dei
@gourangajana7866
@gourangajana7866 4 года назад
স্যার আমার একটি প্রশ্ন ছিল আপনি বলেছেন চালের গুঁড়া বা ভাত মাটিতে মিশিয়ে গাছের গোড়ায় দিতে কিন্তুু সেটা না করে চালের গুঁড়া পোচিয়ে গাছে দিলে কোনো উপকার হবে এবং কতদিন পোচাতে হবে
@farmingadviseranathhalder7579
@farmingadviseranathhalder7579 4 года назад
ভাত বা চালের গুঁড়ো কমপক্ষে 25 দিন পচাতে হবে, এক মাস হলে আরো ভালো হয় তারপরে টবে আনতে পারা যাবে।
@dipankargarai4083
@dipankargarai4083 4 года назад
স‍্যার আমি বাকুড়ার সিমলাপাল ব্লক থেকে দিপঙ্কর গরাই আমার 5 কাঠা জমিতে আলু এর পর ,কুদরি আবার আলু ,কুদরি এভাবে 7 বছর চাষ করছি । এখন কুদরি তে ফলন হচ্ছেনা ,গাছ কুকড়ানো ,গাছ হতে সময় বেশিলাগে । এ বছর কুদরির পর বুলেট ধান লাগিয়েছি।তাহলে ধানের পরে আলু,তার পর কুদরি করতে চাই । এই জমিতে বছরে 1টাক্টার গবোর সার আর 10:26:26 3-4টি ,খৈল 50 কেজি দেওয়া হয় । এখন মাটিতে কি কিছু দিতেহে?
@farmingadviseranathhalder7579
@farmingadviseranathhalder7579 4 года назад
আলুর পরে আমি বলব এবছর ভেন্ডি চাষ করুন যেমন রাধিকা বা কলস এর গুঞ্জন বা নামধারী 862 যেকোনো দুটি জাত চাষ করুন এবং শ্রাবণ মাসের মাঝামাঝি পর্যন্ত খুব ভালো দামে বিক্রি হবে ।তারপরে আবার ধান চাষ করবেন আর চারিদিকে কুদরী চাষ করুন। ভেন্ডি কিন্তু ফাল্গুন মাসের শেষের দিকে লাগাবেন তবে মজা পাবেন কারণ চৈত্র মাসে দাম কমে যাবে বৈশাখ মাসে দাম কমে যাবে কিন্তু জ্যৈষ্ঠ থেকে আবার দাম বাড়বে ।জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ অনেক দাম বাড়বে তখন অথচ আপনার মাটিটা ভালো হবে কারন একটা গভীরে শিকড় যায় এমন গাছ চাষ করছেন। আর মাটিটা ও ঠিক হবে।
@dipankargarai4083
@dipankargarai4083 4 года назад
ধন‍্যবাদ স‍্যার সুভ বিজয়ার সুভেছা ।
@mintubag4411
@mintubag4411 4 года назад
Sir Amar potal gacher ful ar Porag Milan koranor por potaler jali holud hochca ta prirai 70%jodi rasayanik ooo joubo kitnashak ar nam bolen tahole khub valo upokar petam .ar aage Ami dui barer reply paini doya kore bolben please
@mdmohanali5475
@mdmohanali5475 3 года назад
Vai Ami apner video daklam khub sundor kora apni Kotha bolen Thanks....amr akta Ques selo Ai Booster 4 ta kokhun spay korbo sokala na bekala plz bolben
@farmingadviseranathhalder7579
@farmingadviseranathhalder7579 3 года назад
বুস্টার 4 কিন্তু পটল এবং কাঁকরোল দুটো গাছে ব্যবহার করা যায়। আপনাকে বিকাল তিনটের পরে স্প্রে করতে হবে।
@ajoybasak3789
@ajoybasak3789 4 года назад
খুব ভালো লাগলো স্যার ধন্যবাদ,আপনার কোন ফেসবুক একাউন্ট আছে তাহলে আমি ফটোগ্রাফির মাধ্যমে আপনার থেকে সাহায্য পেতাম, শুভ বিজয়া ধন্যবাদ আপনাকে
@greenoxygen6291
@greenoxygen6291 4 года назад
শুভ ঁবিজয়ার শুভেচ্ছা নমস্কার ও সেলাম জানাই সকলকে ও অনন্ত বাবুকে আমার প্রশ্ন করার পর অনেক দিন কেটে গেছে তার মধ‍্যে female ফুল অনেক এসেছে কিন্তু সব ফুল পড়ে যাচ্ছে আর সব meal ফুল ফুটছে উপায় কি?
@tapanhalder8026
@tapanhalder8026 4 года назад
Lau gach onek boro hoye geche. Gacher goray pipre o ulipoka hoye Lau gach mara jachhye. Ki korbo ektu bole din. Khub jaruri
@samirandas6814
@samirandas6814 4 года назад
তিত বেগুন বা বন বেগুন এর সাথে হাইব্রিড বেগুন গ্রাফটিং করলে এর সুবিধা কী ? রোগ বা ফলন কেমন হয়।
@ajoybasak3789
@ajoybasak3789 4 года назад
এই বিষয়ে আমি খুবই উপকৃত হব কারন আমি গ্ৰ্যফটিঙ করেছি
@shyamalmandal5331
@shyamalmandal5331 4 года назад
@@ajoybasak3789 bij kothay pelen
@ajoybasak3789
@ajoybasak3789 4 года назад
ডাল কাটিং দিয়ে হয়
@ajoybasak3789
@ajoybasak3789 4 года назад
ছবিতে যে পাঠাব
@naturebeautyandgardening7943
@naturebeautyandgardening7943 4 года назад
Thank you for the information Sir
@taslimasharmin6785
@taslimasharmin6785 4 года назад
মিরাকুলান এবং ছএাক সাফ পাউডার একসাথে মিলিয়ে দেওয়া যাবে। দোয়া করে বলবেন। আমি আপনার পেইজে নতুন। বাংলাদেশে থাকি। ভালো থাকবেন।
Далее
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
Просмотров 369 тыс.
Question - Answer part 4
14:52
Просмотров 25 тыс.