আসসালামু আলাইকুম ভাই, আমার আমেল মনজিল ভিসা আমি ৪ বছর ধরে সৌদি আরব অবস্থান করছি এতদিন সব কিছু টিক টাক আছিল,কিন্তুু বিগত ৪ মাস ধরে আমার আকামা কপিল নতুন করে বানিয়ে দেয় নাই, আমাকে কোন ধরনের মামলা কিংবা হুরুফ ও দেয় নাই, তাহলে এখন আমি দেশে কি ভাবে যাব এবং নতুন ভিসা দিয়ে আসতে হলে কি কি করতে হবে আমার,দয়া করে আমাকে সুপরামর্শ দিয়ে সহযোগিতা করবেন ভাই 🙏
আসসালামু আলাইকুম ভাই আমি সৌদি আরব আসছি এখনো তিন মাস হতে পাঁচদিন বাকি আছে আমি প্রায় ১৭ দিন হইছে রোড পারাপার হতে গিয়ে পুলিশের কাছে জরিমানা হইছে ৭৫০ রিয়ালের এখন যদি এই টাকা না দিয়ে অন্য কোথাও কাফেলা হই তাহলে সমস্যা আছে কিনা জানাবেন। আমাকে একমাসের মধ্যে এবছারের মধ্যমে পরিশোধ করতে বলছে এখনো প্রায় ১২ দিন সময় আছে
চাইলে তিন মাসের ভিতরে দেশে যেতে পারবেন। আরো একমাস থেকেও যাইতে পারবেন। কারণ বর্তমানে আপনি প্রবেশন পিরিয়ডে আছেন। আশা করি বুঝতে পারছেন। এক্ষেত্রে শুধু টিকেট কাটলেই হবে কিন্তু তিন মাস পার হয়ে গেলে আর এটা সম্ভব হবে না মনে রাখবেন।
আসসালামুয়ালাইকুম ভাই কেমন আছেন আপনার কাছে একটা প্রশ্ন ছিল আমার আমি সৌদি আরবে থাকি আমি ছুটিতে দেশে আসছি, এখন যদি আমি না যাই পরবর্তীতে নতুন করে যেতে চাই পরে কি আমি যেতে পারবো নতুন ভিসায় আমার পাসপোর্ট এমআরপি আমি যদি ই-পাসপোর্ট বয়স চেঞ্জ করে আমি কি যেতে পারবো
আলোচনা তেমন যুক্তিযুক্ত হলো না। আপনার এ সহজ নিয়ম গুলো সবাই জানে। আপনার উচিত ছিল হুরুজ নেহায়া অর্থাৎ ফাইনাল এক্সিট যাদের এক্সপায়ার হয়ে গেছে তাদের সম্পর্কে বিশেষ আলোচনা করা। কারণ তারাই বেশি বিপদে আছে।
ভাই আমি সৌদি আরবে এসেছি একমাস হলো,আমি আবার দেশ চলে যেতে চাচ্ছি।কিন্তু আমার টা সাপ্লাই ভিসা,তাই কোম্পানি আমাকে চুক্তি পএে সাইন করিয়ে আমাকে আর যেতে দিচ্ছে না।এখন আমি কিভাবে দেশে যেতে পারি,প্লিজ দয়া করে বলুন। আর এখনো আমাকে আকামা দেয়নি!!😢
@@Irfan18027 আপনি চাইলে এখন দেশে চলে যেতে পারবেন কারো কোন সাহায্য ছাড়াই। বর্তমানে আপনি প্রবেশি অন পিরিয়ডে আছেন। শুধু টিকেট কাটলে আর পাসপোর্ট থাকলেই হবে।
@@Irfan18027 যত সাইন নেকনা কেন আপনি চাইলে তিন মাসের ভিতরে যেকোন সময় যাইতে পারবেন। শুধু পাসপোর্টটা সাথে রাখবেন আর একটা টিকেট কিনবেন আর কারো সাথে যোগাযোগ করা লাগবে না। আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন।
ভাইয়া আমি গতকাল মক্তব আমেলে গিয়ে Exit লাগাতে গিয়েছি তখন আমার বাছমা নিয়েছে বলছে আবার নতুন ভিসায় আসতে পারবো রবিবার আবার যেতে বলছে এই বিষয়টা নিয়ে একটু নিষ্চয়তা দিতে মনের চিন্তা থেকে যায় দেশের মানুষ হিসাবে যদি একটা সুনিশ্চিত তথ্য পায় আর কোনো ভয় থাকবেনা দয়া করে জানবেন। আর খুরুজ লাগার পর আমি কতদিন থাকতে পারবো সৌদিতে?
আগে মালগি ছিলো নতুন নিয়মে মালগি কেনছেল হয়ে গেছে নিশ্চিত হয়েছি আমার পাসপোর্ট মালুমাত করেছি তিন দিন আগে কিন্তূ মালগি থাকা অবস্থায় পাসপোর্ট মালুমাত হয় নি তারপর exit এর জন্যে গেছি
ভাই আমার ইকামা এক্সপায়ার, আমি 15 দিন হল,জেদ্দা কনস্যুলেটে ফাইনাল এক্সিট এর জন্য আবেদন করেছি।আমার কফিলের মক্তব আমেল জেদ্দায়, এখন ফাইনাল এক্সিট লাগতে কত দিন সময় লাগতে পারে মিনিমাম।