ব্যান্ডের নামটা ❝ অর্থহীন ❞ হলেও, প্রতিটা গান এতটাই অর্থপূর্ণ যে জীবনের সাথে মিলে যায়। ব্যান্ডের প্রথম লাইনআপ টু বর্তমান লাইনআপ সবাই যার যার জায়গা থেকে আলো ছড়িয়েছে, ছড়িয়ে যাচ্ছে। ভেতর থেকে ভাঙাচোরা মানুষগুলোর জন্য অর্থহীনের গানগুলো অদ্ভুত রকম পছন্দের। এপিটাফের সুর যেমন আমাদের ভালোবাসতে শেখায়, তেমনি চাইতে পারো সিরিজ কিংবা নিকৃষ্ট সিরিজ আমাদের ঘৃণা করতে শেখায়। অসমাপ্ত ক্যান্সারের নিশিকাব্য আমাদের নতুন উদ্যমে পথ চলতে শেখায়। অদ্ভূত ছেলেগুলো আমাদের কল্পনায় ভাসিয়ে নিয়ে যায়। Bassbaba মানুষটা একটা ঘোরের মতো। মানুষটার ব্যক্তিত্বের প্রেমে পড়ে যাই বারবার। ডেডিকেশন আর তীব্র ইচ্ছাশক্তির প্রমাণ তিনি দিয়ে যাচ্ছেন বারংবার। আমরা এতো তাড়াতাড়ি আপনাকে হারাতে দেবো না হে প্রিয়। অদ্ভুত ছেলেটার হাঁটাচলা যেন কখনো শেষ না হয়। ফিনিক্সের ডায়েরি'র জন্য নিরন্তর শুভকামনা প্রিয় অর্থহীন💙
sumon bhai er decision ta vallagse.. sobai jokhn bole(even artcell) age music amdr nijer valo lagte hobe pore amdr fan .. tokhn sumon bhai ese vision dilo je ebar amdr music hobe fan der jonne... loved it...
Love you Bassbaba Sumon Sir, Shishir Bro, Mark Bro, Mahaan Bro 🥰 I respect you all. Aurthohin lives in me💙 Patiently waiting... Always be safe with happiness...
আমাদের আর ফেমাস হওয়ার দরকার নেই। আমাদের আর কোনো টাকা পয়সা কামানোর দরকার নেই অর্থহীন করে। আমাদের আর কাউকে খুশি করার দরকার নেই। একমাত্র আমাদের ফ্যানদের ছাড়া। লাভ ফর অর্থহীন ❤️🎯