ফেনীর প্রত্যত্ন অঞ্চলে হেলিকপ্টার পাঠানো হোক আমার প্রিয় জেলার মানুষ গুলো পানিতে আটকা পড়ে আছে।। দুই তিন দিন খাবার পানি ছাড়া আছে ছোট বাচ্চাদের নিয়ে যে যেভাবে পারুন সাহায্য করুন।।
সেচ্ছাসেবী যারাই ফেনীতে উদ্ধার এবং খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছেন আপনারা ফুলগাজী বাজারের পরে ঘনিয়ামোড়া থেকে পরশুরামের চিথলিয়া ও মির্জানগর ইউনিয়ন যাওয়ার চেষ্টা করেন। অনেকেই বন্ধুয়া মুন্সিরহাট পর্যন্ত যাচ্ছেন, ফুলগাজীর পরে বন্যার পরিস্থিতি খারাপ। নদী ভাংগার আশেপাশের বাড়ি গুলো থেকে উদ্ধার আগে দরকার। ফেনী থেকে ২৫ কিলোমিটার পরে গিয়ে উদ্ধার করেন,৫ দিন ধরে অন্ধকারে সবাই,ক্ষুধার্ত সবাই। বিশুদ্ধ পানি,শুকনো খাবার,মোমবাতি দরকার।
আসসালামু আলাইকুম ভাই ফেনী দাগুন ভুঁইয়া সিনদুর পুর এর মুন্সির হাট বাজার, ওলা তলী বাজারও দরবেশ হাট বাজার এদিকে এান দেওয়া হয় নাই ভাই। যদি আপনারা যেতেন তাহলে অনেক ভালো বিশ্বাস না হলে ভাই মানুষ কে জিজ্ঞেস কইরেন প্লীজ ভাই সেদিক টা একটু দেইখেন ভাই প্লিজ 🥹🥹🥹🥹
all world united Nation America muslim countries European union UNICEF and China are appeals to helps floods effected peoples of Bangladesh needed foods healthcare medicians and shelters immediately
Desh ar sob Dol ka Onurod🙏 korbo sobai ak hon.... Desh ka bachan, Desh ar Manus ka bachan.... Pora dakbo Ka koto ki guna korsa.... Aga sobai ak hon. Sobar Akotae Desh ka parba bachata.... Awomileg, BNP, Jamat, Students sobai Ak hon Aga amr Bangladeshi.. Allah rokkha koro Malik. Sobai ka Buzar toufiq Dan koro Malik.. Sobar Mona ginna bodla Valobasha Dao Malik🤲 Maf kora Dao 😢.. Save Bangladesh🇧🇩.... Amin. Amin. Amin
আমরা ফেনী বাসি এরকম কখনো ই দেখি নাই। কিছু কিছু জায়গায় সেনাবাহিনী ছেলেপেলেদের যেতে দেয়নি। পর্যাপ্ত নোকা ছিল না৷ পর্যাপ্ত নোকা থাকলে অন্তত এলাকার ছেলেপেলে অনেক মানুষকে সাহায্য করতে পারত। আমাদের এলাকার ছেলেরা কলাপাতার বেলা বানিয়ে অনেক মানুষকে বাচিয়েছে। ওইদিকে ২ দিন কাউকে দেখা যায়নি।
দলবল নির্বিশেষে বন্য মানুষের বিপদে এগিয়ে আসেন এবং ঝাঁপিয়ে পড়ুন প্রাথমিকভাবে মানুষকে পানি থেকে উঠিয়ে আনতে হবে তারপর খাদ্যের ব্যবস্থা করুন পোশাকের ব্যবস্থা করুন কিন্তু প্রাথমিকভাবে পানি থেকে উচু জায়গায় আনতে হবে
দেশে বন্যা হবে সে ব্যাপারে উপদেষ্টারা কেন ব্যবস্থা নেয়নি? সরকার কেন ত্রান পাঠাতে ব্যার্থ? বন্যার ভয়াবহতার কারণে জাতিসংঘের তদন্ত দল যেন আসল তথ্য না পায়, সে জন্যই কি বন্যার পূর্বাভাস জনগণকে জানানো হয়নি?
২০০৬ সালে স্বাধীনতার ৩৫ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ৫৪৩ ডলার । ২০২৪ সালে স্বাধীনতার ৫৩ বছরে এসে মাথাপিছু আয় দাড়ায় ২৭৮৪ ডলারে । আওয়ামীলীগ সরকার করে গেল এই উন্নতি।