আল্লাহ কি ভাবে করবে উপর থেকে কিছু ফেলবে নাকি কাল্পনিক ফেরেশতা আল্লাহ কোথা থেকে এলো মনু। দেবতা হুবাল কে আল্লাহ বলতো এই সেই দেবতা হুবাল আল্লাহকে চুরি করে নেয়া মনু এই দেবতার পুজা নবী নিজে করেছে মনু। ১৪৫০ আগে নবুয়তের আগে। একটু লেখা পড়া কর। সহজ ফেস বকে ইউটিউবে সার্চ দাও।
আসসালামু আলাইকুম প্রিয় দেশ বাসী ভাইয়েরা আমি একজন অর্থনীতি ছাত্র। আমি যত টুকু বুঝতেছি আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ অবস্থায় আছে। এর পরে আমরা দূর্ঘটনার স্বীকার বন্যাতে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রিয় ভাইয়েরা আপনারা দেশের এই করুণ অবস্থায় সুযোগ না নিয়ে আপনাদের সকল দাবী আগামী এক বছর বন্ধ রাখেন দেশের অর্থনৈতিক চালিকাশক্তি বাড়তে দেন। বতর্মান যিনি প্রধান উপদেষ্টা আছে তাকে সহযোগিতা করি এবং বিভিন্ন বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়াই। এবং সকল প্রকার দুর্নীতি রক্ষা করি। তা না হলে দেশ এভাবেই বিভিন্ন আন্দোলন এর ক্ষোভে পরে থাকলে দেশের অর্থনৈতিক অবস্থা এবং মুদ্রাস্ফীতি শ্রীলঙ্কার মতো দেউলিয়া ঘোষণা দিতে হবে। তাই আসেন সবাই মিলে দেশের পাশে দাড়াই। আহ্বানে মাসুদ রানা
প্রশাসন স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্শন করছি আপনারা খাল গুলো এবং সুইজগেট গুলো খুলে পানি নামানোর জন্য ব্যাবস্থা করুন । পানি নামানো না গেলে অবস্থা আরও ভয়াবহ হবে।
মানুষ খাবার এবং বিশুদ্ধ পানির জন্য হাহাকার করতেছে প্লিজ এগিয়ে আসেন। ফেনী থেকে পাঠাননগর হয়ে কাছারি বাজার মাদরাসা আশ্রয় নিয়েছে অনেক মানুষ। শান্তি কমিউনিটি সেন্টার, হাসিকাজি মসজিদ লক্ষীপুর, সোনাপুর গ্রম, লক্ষীপুর গ্রাম।
ভাই আজকে ৫ দিন পর কারেন্ট পাইছি। ফেনীর হাজার হাজার মানুষ শেষ যা মুখে বলার মতো না। আমার বয়স ২৪ এই প্রথম এমন কিছু নিজের চোখে দেখছি ভাই খাওয়ার পানি ছিল না একটা পরিবার এ। আল্লাহ রহমত ছাড়া এত অল্প সময় এ আমরা রিকভার করতে পারতো না ফেনী জেলা। ঢাকার অনেক ভাই কে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। Aiub অনেক ভাই ত্রান নিয়ে আসছে 🙏