ধন্যবাদ স্যার, আপনার দ্বীনি জীবনের কথা আগেও অনেক শুনেছি প্রশিক্ষণ শেষ করা ক্যাডেটদের কাছে, কিন্তু আজ এই কঠিন সময়েও যে আপনি অকপটে সত্যিটা বললেন, এতে একেবারে নিশ্চিত হলাম যে দুনিয়াবী জীবন আপনার কাছে তুচ্ছ, দুনিয়াতে আপনি কাউকে পরোয়া করেন না!!❤❤
সত্য কথা বলার জন্য পুলিশ অফিসার স্যার কে ধন্যবাদ। এভাবে বাংলাদেশ চলতে পারে না, সবাইকে নিজ নিজ জায়গা থেকে পরিবর্তন হতে হবে, নিজে পরিবর্তন হলে দেশ পরিবর্তন হবে, প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।
এই যে ২৫২ জন এসআইকে এক বছরের কঠোর প্রশিক্ষণ শেষে যোগদানের মাত্র কয়েকদিন আগে অত্যন্ত সিলি কারণ দেখিয়ে (নাস্তা না খেয়ে হৈচৈ করেছে🤣) বাড়ি পাঠিয়ে দিলো, এটা একটা বাজে উদাহরণ তৈরি হয়েছে। এতো তাড়াহুড়ো না করে যদি এদের মধ্যে যাদের দলীয় সুপারিশে এবং টাকার বিনিময়ে নিয়োগ হয়েছে তাদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বাদ দেয়ার উদ্যোগ নেয়া হতো তাহলেও অধিকাংশ বাদ যেত এবং গ্রহনযোগ্যতা পেত। একইসাথে যারা যোগ্যতাবলে নিয়োগ পেয়েছে তাদের উপর অবিচার করা হতো না।
প্রিন্সিপালের ফেয়ার আনবায়াসড জাস্টিসের সাথে সাথে ফেয়ার আনবায়াসড সিলেকশনও চাওয়া উচিত ছিল। কিভাবে একটি আলোচিত জেলা থেকে এত সং্খক ক্যাডেট সিলেকশন হল তার তদন্ত হওয়া উচিত।
কোন বিশৃঙ্খলার অভিযোগ না থাকলেও শুধু ছাত্রলীগের সাথে সংযুক্ত থাকাটাই বহিস্কারের জন্য যথেষ্ট! মেরিটক্রাটিক প্রশাসন গড়ে তোলার জন্য বিগত ফ্যাসিস্ট আমলের দলীয়করণ নিয়োগ কে এভাবেই মোকাবেলা করতে হবে। এই পদক্ষেপ সাধুবাদ পাওয়ার দাবিদার!
কিন্তু ভাই এই রেওয়াজ দেশকে কোথায় নিয়ে যাবে সেটা কি ভেবে দেখেছেন,,, এক দিন দেখবেন দল লিগ আমলের চাকরি বাতিল করছে। লিগ দল আমলের চাকরি বাতিল করছে,।। সাধারণ পাবলিক মারাখাওয়া ছাড়া উপায় নেই।।।
@@HAKUNAMATATA-n9vহয়তো না জেনেই বলছেন! এমন অনেককে অব্যাহতি দেয়া হয়েছে যাদের কেউ কোনো দিনই কোনো প্রকার রাজনীতির সাথে যুক্ত ছিলো না। যদি দূর্নীতির অভিযোগে প্রমাণ থাকে কারো বিরুদ্ধে তাকে সেই অভিযোগ দেখিয়ে বরখাস্ত করবে কিন্তু শৃঙ্খলা ভঙ্গের নামে নাটক সাজিয়ে বাদ দিতে হবে কেন!?
দেশে বর্তমানে কয়েকজন সৎ ব্যক্তির মধ্যে পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি নাজিবুর রহমান স্যার একজন তাকে দেশের বড় কোন দায়িত্ব নিয়োজিত করলে দেশের কল্যাণে কাজে আসবে ইনশাআল্লা
এটার দায়ভার তো শুধু প্রশিক্ষণরত শিক্ষার্থীদের নয়, এটা যারা দায়িত্বে ছিল তাদের ব্যর্থতা,ধন্যবাদ নাজিবুর রহমান স্যার কে সত্য কথা বলার জন্য, এত বৈষম্য কেন
এস আই ট্রানিং চলা কালে এক জন এস আই এর পিছনে রাষ্ট্রের কয়েক লক্ষ টাকা ব্যয় হয়।প্রতিহিংসার মাধ্যমে এদের চাকরি থেকে অব্যবহিত দেয়াটা সমন্বয়কদের অর্জন হলেও,রাষ্ট্রের অনেক বড় ক্ষতি।
মেধা, সততা ও মানবিকতায় তার লেভেলে বর্তমানে মানুষ পাওয়া কঠিন। পুলিশ অফিসার হিসেবে গত একশো বছরে সে একটা উদাহরণ, স্যার কে কাছ থেকে দেখেছি, জেনেছি তাই বলছি।
দেশে বর্তমানে সৎ অফিসারদের মধ্যে পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি জনাব নাজিবুর রহমান স্যার একজন তাকে দেশের বড় কোন দায়িত্ব নিয়োজিত করলে দেশের কল্যাণে কাজে আসবে ইনশা-আল্লাহ❤ He is a great person
এখানে প্রিন্সিপালের বক্তব্য শোনালো কিন্তু বিশৃঙ্খলা প্রিন্সিপালের ক্লাসে হয়েছে এমন কিছু শোকজ নোটিসে বলা হয়নি। বরং বলা হয়েছে উনি প্রবেশের আগে ক্লাস প্রস্তুতির সময় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এখানে ক্লাস নিতে সহযোগিতাকারিদের বক্তব্য কি? তাদের বক্তব্য না শুনিয়ে জনগণের কাছে বিভ্রান্তি ছড়ানো হলো কেন?