আল্লাহু মানুষের জন্য কত কিছু সৃষ্টি করেছেন আর আমরা পাপী বান্দা তার ইবাদত না করে গান বাজনা খারাপ কাজে মুগ্ধ থাকী।হে আল্লাহ্ আমাদের সকল মুসলমানদের হেদায়েত দান করুন আমিন।
দেখা জাবে কিছু দিন পর সরকারি কিছু আমলা বিদেশ গিয়ে ট্রেনিং নিতে হবে কি ভাবে মাছের আঁশ সংরক্ষণ করা যায় তা শিখার জন্য আর এইসব করে লুটি নেবে সরকারের কোটি টাকা
ভাই ভুল কি বললাম দেখেন নাই কয়দিন আগে পুকুর কাটা শিখতে বিদেশ ভ্রমন তারপর খিচুড়ি রান্না শিখতে বিদেশ ভ্রমন তো এটা শিখতে যে বিদেশ ভ্রমন বাজেট হবেনা তা বলা বড়ই মুশকিল সমস্যা কি টাকাতো তাদের বাপের পকেটেরটা জাবেনা জাবে জনগণের পকেটরটা সুযোগ পেলেই দেখবেন বাজেট হয়ে গেছে এটাই বর্তমান প্রেক্ষাপট বলে
শবে বরাত বা ভাগ্য রজনী বলতে কিছুই নেই। শব মানে রাত্র আর বরাত মানে ভাগ্য যা ফারর্সি শব্দ। হাদিসে আসছে সাবানের মধ্য রাত্রি বা লাইলাতুন নিসফি মিন সাবান। শবে কদর রাত্র কে ভাগ্য রজনী বলা যেতে পারে যা হাজার মাস থেকেও উত্তম। সবাইকে বিদআত মুক্ত ও শীর্ক মুক্ত আমল করার তৌফিক দান করুক আমিন