Тёмный

ফ্রান্সের ঐতিহাসিক জাতীয় মসজিদ | FRENCER OITHIHASIK ZATHIO MASJID  

Riaj Khan
Подписаться 2,7 тыс.
Просмотров 40
50% 1

Опубликовано:

 

29 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 6   
@mdhamimahmed8352
@mdhamimahmed8352 4 месяца назад
রিয়াজ ভাই , আসসালামুয়ালাইকুম । কেমন আছেন বড়ভাই ? আমি হামিম , চিনতে পেরেছেন ? সেই গত বছর থেকে আপনার ভিডিও নিয়মিত দেখি । গ্রীস থেকে বাই রোডে ইতালি যাওয়ার জরুরী গোপন পরামর্শ - আপনার ঐ লাইভ টা আমি ডাউনলোড করে প্রায় ১০ বারের বেশি দেখেছিলাম । এছাড়াও গ্রীসে স্ট্রবেরি বাগানে কাজ করা বাঙালি ভাই দের কষ্টের জীবন , আপেল গোশত রেসিপি , ভিন্ন ভাষার মানুষেরা মিলে পিকনিক এই ভিডিও গুলো দেখছি । আগে আমার ল্যাপটপ এ আপনার ভিডিও নিয়মিত দেখতাম । ল্যাপটপ টা নষ্ট হয়ে যাওয়ার পর youTube থেকে রীতিমত বিচ্ছিন্ন হয়ে গেছিলাম। আজকে অনেক দিন পর হঠাৎ করে আপনার ভিডিও দেখতে পেয়ে কমেন্ট না করে থাকতে পারলাম না । আবার subscribe করে দিলাম। বড়ভাই , আপনার দিনকাল কেমন যাচ্ছে ? জানাবেন প্লিজ । আপনার উত্তরের অপেক্ষায় রইলাম
@riajkhanbd
@riajkhanbd 4 месяца назад
ওয়ালাইকুম আছসালাম, ভাইজান আছসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভাইজান আমি ভালো আছি আপনি কেমন আছেন, আপনার পরিবারের সবাই কেমন আছেন, ভিডিও গুলি দেখার জন্য 🙏🙏 আমি আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সব সময় কৃতজ্ঞ থাকবো, আমাকে যদি কোনো প্রয়োজন মনে করেন আমার ফেসবুক পেইজে আমার ওয়াট্সআপ নাম্বার দেওয়া আছে, আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ এবং নেক হায়াত দান করুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤️❤️ ।
@mdhamimahmed8352
@mdhamimahmed8352 4 месяца назад
@@riajkhanbd বড়ভাই , আপনি যে এত গুছিয়ে , সুন্দর করে , আন্তরিকতার সাথে reply দিয়েছেন , আমি খুব খুশি হয়েছি । many many thanks . . . আমি ঢাকায় ছোট খাটো একটা চাকরি করি translator হিসেবে . . . দেশের বাড়ি পাবনা , নানার বাড়ি নাটোর জেলা লালপুর থানা । পুরো বাঙলাদেশ এখন ঈদের ছুটি পেয়ে সবাই গরু খাসি নিয়ে ব্যস্ত । আপনারা বিদেশের মাটিতে কিভাবে আসন্ন ঈদ উৎযাপন করবেন সেটা নিয়ে একটা ভিডিও পেলে খুব খুশি হব । ভিডিওর অপেক্ষায় রইলাম বড়ভাই । ভালো থাকবেন ।
@riajkhanbd
@riajkhanbd 4 месяца назад
চাকরির পাশাপাশি দেখেন ছোট খাটো কোনো ব্যাবসা করা যায় কি, ঈদের দিনেও কাজ করতে হয় এবং পরিবার ছাড়া ঈদের দিনটা খুব বেশি মন খারাপ থাকে সে জন্য ভিডিও বানাতে পারি না এই ঈদে ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ, আল্লাহ যেন আমাদের সবাইকে হালাল রুজি করার তৌফিক দান করুন, আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো ❤️❤️
@mdhamimahmed8352
@mdhamimahmed8352 4 месяца назад
@@riajkhanbd আপনি যে হালাল রুজির প্রসঙ্গ তুললেন এ ব্যাপারটা একেবারে আমার মন ছুঁয়ে গেছে । আমি এ প্রসঙ্গে ইমাম হোসেন স্যার এর ৩ পর্বের ধারাবাহিক সিরিজ দেখেছি যেটা youtube এর অন্যতম সেরা ইসলামিক লেকচার মনে হয়েছে আমার কাছে । আর বড়ভাই . . . ব্যাবসার ব্যাপারে আমার পরিবার , বাবা মা সবার দিক থেকে চরম আপত্তি আছে । বাবা মা চায় ব্যবসায় পুঁজি না খাটিয়ে সেই টাকা দিয়ে বিদেশে গিয়ে ভালো কিছু করি । তাদের কথায় যুক্তি আছে । বর্তমানে যেই বাস্তবতা , তাতে আমার মনে হয় না কেউ ব্যাঙক থেকে সুদের উপর লোন না নিয়ে ব্যাবসা করতে পারে। লোন বিষয়টি আমার অপছন্দ । এখন দেখি , বিদেশে গিয়ে ভালো কিছু করতে পারি কিনা । আমি ইঙরেজিতে আলহামদুলিল্লাহ ভালো । English speaking করতে পারি fluently . বিভিন্ন প্রতিষ্ঠানে ইংরেজি পড়াইছি দীর্ঘদিন । পিজজা বানাতে পারি । সাইকেল চালানো পারি । ঢাকার লালমাটিয়ায় food panda এর যে hub আছে , সেই area তে food delivery করছি মাস দুয়েক । যাই হোক , বড়ভাই দোয়া করবেন - বিদেশে এসে ভালো কিছু যাতে করতে পারি ‌
@mdhamimahmed8352
@mdhamimahmed8352 4 месяца назад
​@@riajkhanbdঈদ মোবারক , রিয়াজ ভাই । আসসালামুয়ালাইকুম ‌। কেমন আছেন ? আপনাকে , আপনার পরিবারের সদস্যদের এবং আপনার সাথে থাকা সমস্ত প্রবাসী বাংলাদেশী ভাইদের জন্য ঈদের শুভেচ্ছা ।
Далее