উপজেলাগুলোতে যদি ট্রেনিং এর ব্যবস্থা থাকত তাহলে অনেক লোক বেকার বসে থাকত না। যারা ট্রেনিং সেন্টার পরিচালনা করে তাদেরকে এই বিষয়ে শুভদৃষ্টি দেওয়া একান্ত প্রয়োজন। আশা রাখি ট্রেনিং সেন্টারের যারা কর্তৃপক্ষ রয়েছে তারা একটা উপজেলায় যদি একটা করে ট্রেনিং সেন্টার হত তাহলে আমাদেরকে আর ঢাকার মুখী হতে হতো না।আমাদের দিনাজপুরের প্রতিটা উপজেলায় ট্রেনিং সেন্টার করার আহবান জানাচ্ছি।
আপনি সঠিক কথা বলেছেন, ভাই আমি একা একা পারছি না, আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে বড় উপকার হয়, আমি একজন web developer(HTML, CSS, JavaScript, Bootstrap, some PHP, and MySql database)
বাস্তবে ইনকাম এত সহজ নয়, প্রায় দেড় বছর হলো কাজ পাওয়ার জন্য চেষ্টা করতেছি, কোনো কাজ পাচ্ছি না। মার্কেটপ্লেসে hight কম্পিটিশিণ চলতেছে, কাজ পাওয়া যাচ্ছে না😥😥
@NCZ তা ঠিক বুঝলাম, কিন্তু একটি নতুন account খুললে তা তো রেঙ্ক করে না, আর আপনি নতুন হিসেবে কিভাবে ক্লায়েন্ট কে বুঝাবেন যে আপনি ভালো কাজ পারেন। সবাই তো যাদের হিউজ ভালো রিভিউ আছে, তাদেরকেই অর্ডার দেয়
বাংলাদেশ থেকে এগুলো করা আসলে এত সহজ নয় যত সহজ মানুষ মনে করে 😢 বাংলাদেশে কোন পেমেন্ট গেটওয়ে নাই 😢 আরো অনেক সমস্যার শিকার হচ্ছে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা ।😢😢😢😢
@@abumdnayeemkhan7211 আমি বলতে চাইছিলাম যে বাংলাদেশের এত পরিমাণ রেমিটেন্স ফ্রিল্যান্সাররা আনছে । তাদের সুবিধার জন্য কিছুতো করা উচিত ! আর উক্ত ভিডিওতে এমন ভাবে কথা গুলো বলা হয়েছে যে মনে হয় চাইলেই হাজার হাজার ডলার ইনকাম করা সম্ভব । প্রচুর খাটাখাটনি হয় ভাই। যত সহজ ভাবে দেখিয়েছে তত সহজ আসলে না ।😭
বর্তমানে আমাদের দেশে পেপাল এর বৈধতা নেই। আর তাই ফ্রিল্যান্সাররা অনেক সমস্যায় পড়ে। আর তাই যদি বাংলাদেশে পেপাল বৈধতা পাই তাহলে ফ্রিল্যান্সাররা আরো বেশি এগিয়ে যাবে
১০- ১৫ বছর আগে যারা ফ্রি ল্যান্সিং করত তারা খুব ভালো অবস্থানে আছে। আর বাংলাদেশের কিছু অযোগ্য লোকের কারনে এ অবস্থা । বর্তমানে যারা ফ্রি ল্যান্সিং করছে বা করবে তারা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
@@nayeef11 কারন হল প্রথম ধাক্কাটা হচ্ছে হাই কম্পিটেটিভ দ্বিতীয় হল AI, উন্নত বিশ্বের চিন্তাভাবনা আমাদের চেয়ে অনেক এগিয়ে, আর আমাদের অদক্ষতা । এখন AI আসাতে পৃথিবীর অনেকেরই চাকুরী হারাচ্ছে। তবে উপায় বের করতে পারলে সাকসেস হওয়ায় যাবে।
বাংলাদেশ সরকার জানে যে বাংলাদেশে একই পরিমাণ ফ্রিল্যান্সার আছে তার পরেও বাংলাদেশের জন্য কোন অসুবিধা নেই । ফ্রিল্যান্সারদের জন্য কোন পেমেন্ট গেটওয় নেই । সরকার বলেছে পেপাল আনবে চার বছর আগে চার বছর পার হয়ে গেল পেপালের খোজ খবর নাই 😢😢😢
বাংলাদেশের ফ্রিল্যান্সারদের জন্য কোন ভাল পেমেন্ট গেটওয়ে না থাকায়, বাংলাদেশের ফ্রিলান্সাররা এখনোও অনেক পিছিয়ে আছে, যদিও বাংলাদেশ সরকার আজ থেকে চার বছর পূর্বে বলেছিলেন পেপাল বৈধ করে দিবেন, কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত পেপালের কোন খোজ খবর নাই, এমন কি এর কোন আলোচনাও করা হয় না। 😢😢😢
সাংবাদিক ভাই। সাংবাদিকতা করে আর কতটাকা বেতন পান! আপনি সাংবাদিকতা ছেড়ে ফ্রিল্যান্সিং করেন। মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন।😂😂😂😂 এতোটাই সহজ ফ্রিল্যান্সিং!!!!
বাংলাদেশেী মানুষের কাজের প্রতি আগ্রহ ডেডিকেটশন খুবই কম। টিম বড় করার জন্য যখন নিউ রিক্রুট নেই, একটা পোস্ট করলে ১৫০ মানুষ কমেন্ট করে ৮০ জন্য ম্যাসেজ করে এর ভিতর রিপ্লাই দিলে ২০ জন রিসপন্স করে তার মধ্যে কাজ পারে ৫জন আর আগ্রহ আছে ৩ জন এমন পাওয়া যায় এদের কাজ দিলে একজন কাজ নিয়ে ডেডলাইন পার হয়ে গেলেও খবর থাকে না গায়েব হয়ে যায় আর একজন সময় চায় সমস্যার কথা বলে সময় দেওয়া হলেও তার সময় আর শেষ হয় না আর বাকি একজন এক্সিডেন্ট করবেই মাস্ট। একবার একজনের কারনে আমি ফাইভারের লেভেল হারিয়ে ফেলি তা ফিরে পাব এই মাসের ১৫ তারিখ ইনশাহ্ আল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য।
এই নিউজগুলো দেখে মানুষ চাকরি ছেরে যাচ্ছে ফ্রিল্যান্সিং করতে যারা এমন চেষ্টা করছেন বলবো কেও এমন চেষ্টা করবেন জার 2 বছর প্লাস ফ্রী সময় দাওয়ার যোগ্যতা আছে তারাই শুধু আসবেন আর নাহলে সময় নষ্ট হবে
আমার অনেক দিনের ইচ্ছা ছিল ফ্রিল্যান্সিং করা বা শেখা, প্রবাস ফেরত হয়ে এখন বাংলাদেশে আছি, সেই স্বপ্নটা পূরণ করার জন্য আজ থেকে কোচিং করা শুরু করে দিলাম, সবাই দোয়া করবেন আমি যাতে সাকসেসফুল হতে পারি ইনশাআল্লাহ।
এই ধরনের ধান্দাবাজি রিপোর্ট করা বন্ধ করুন এত সহজ না কাজ পাওয়া কাজ পেলেও লাখ টাকা তো দুরের কথা এই সব রিপোর্টগুলো করায় ট্রেনিং সেন্টারগুলোর ব্যবসা বৃদ্ধি করার জন্য মাঝখানে কম্পিউটার ব্যবসায়ীরা লাভাবন হচ্ছে
@@lwsalem প্রথমত আমি ব্যক্তিগত ভাবে প্রনোদনার কথা বলি নাই, সেটা প্রতিবেদনে উল্লিখিত। আর আপনার বংশের পরিচয় দিলেন ব্যবহারের মাধ্যমে। মন্তব্য করার আগে ভেবে দেখবেন। যত্তসব ইডিয়ট!
বর্তমানে ফ্রিল্যান্সারদের সামাজিক অবস্থান খুবই খারাপ খারাপ, বিভিন্ন সময়ে ফ্রিল্যান্সারদের সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে এবং তাদেরকে হুমকি-ধামকি দিয়ে চাঁদাবাজি করার চেষ্টা হচ্ছে এই বিষয়ে আইসিটি মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করি
এখানে জারা বোলছে এতো সহজ না এতো সহজ না, এটা ব্যর্থ দের কথা,, জে কনো কাজে, লেগে থাকতে হবে,, আর এটা মাথায় রাকতে হবে,, সফলতা পরিশ্রম এর পরে আসে,, so এই সব আজে বাজে কমেন্ট পরে কেও, পিছু হবেন না
Ami freelancing ka freelancing bolar satha akmot na!. Cuz ata akta others businesses ar motoie business model. Amra clint khuja ber kori then tadar ja service dorkar oita dei tar jonno tara pay kora. Onno sob business o to amon naki!. So ataka freelancing na bola business bolla suntao valo laga. Onno karo kaca bollao tar kaca respect bara jai!
Payneer diye niye nin😊😊, Bkash/Upai theke Payneer account khulle shorashori verify kore dei , Abar instant taka Bkash othoba Upai a ante parben. So use koren eta❤. Happy freelancing 🎉🎉
Egula side job ba second job or part time job hisebe thik ache.... Kintu freelancing konodin career hote pare na je jai boluk..... Kotha ta kharap suna geleo shotto
Probasi der theke amara kom foreign currency desh e ani na! Amra sob taka banking channel e ani ja reserve baray but govt kono incentive dey na amader!