অতীতের সাক্ষী হিসেবে স্মৃতি টুকু রেখে দিলাম কমেন্ট বক্সে,, হয়তো একদিন আমি থাকবো না কিন্তু আমার স্মৃতি গুলো যুগ যুগ ধরে পড়ে রবে,, আমাদের পরবর্তী জেনারেশন হয়ত কমেন্ট গুলো পড়বে আর ভাববে আমরাও একদিন এই গান গুলো শুনে মনের কোণে আবেগ জমা করতাম..!! সাগর আহমেদ
লুকিয়ে থাকা হাজারো কষ্টের বহিঃপ্রকাশ গানের মাধ্যমে। মানুষ অনেক সময় শত কষ্টের মধ্যেও কাঁদে না বরং হাসে। তার মানে আপনি এটা ভেবে নিয়েন না সে খুবই সুখি। আসলেই বেশি হাসতে পারে এমন লোকজন মুনাজাতে নিজের মরন কামনা করে। এটাই বাস্তবতা 😮💨😮💨😮💨😮💨
একবুক ভালোবাসা উজাড় করে দিয়ে ও তাকে ধরে রাখতে পারিনি, কারণ তখন আমি বেকার যুবক ছিলাম, এখন আমার টাকা পয়সা সব হয়েছে, কিন্তু ভালোবাসার মানুষটি এখন আর নেই,😢
আমরা যারা এমন লিরিকের গান শুনে নিজেদের অনুভূতিকে জাগিয়ে তুলি চিন্তা করে দেখেন যে গানটি লিখেছে তার অনুভূতিটি কেমন সবার জীবনেই একজন সুইটি আসে!তবে এর জন্য জীবন আটকে থাকে না