তাহলে জামাতকেও বিএনপির গৃহপালিত হলতে হবে। তারাও তো বিএনপির সাথে ইলেকশনে অংশ নেয়। আপনারা অংশ নেবেন না আর অন্য দলকে বিভিন্ন ট্যাগ দিবেন তা তো হয় না!! তাদের দল হিসেবে অংশ নেবার সাংবিধানিক অধিকার আছে। এতটা জোর করবেন না যে পরে অন্য্রা হাসে আর আপনারা কাঁদেন। সবার ভালো দিন যেমন আসে খারাপ দিনও আসে।
জামাত-শিবির বিএনপির সাথে জোট করেছে সেখানে ক্ষতি হয় নাই কিন্তু জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে জোট করেছে এখানে ক্ষতি কিসের হয়েছে কাদেরকে রাজনীতি করার অধিকার নাই এটা তো সংবিধানের দিয়েছে যার যার অধিকার
সংগঠন শক্তি শালী করুন। জাতীয় পার্টিকে শক্তিশালী করার জন্য যা করা লাগে সেইটি করুন। কথায় কথায় দল বন্ধ করার কথা যারা বলেন তাদের মতো অরাজনৈতিক অনভিজ্ঞ,মৃর্খ দের হটাতে হবে। প্রতিজ্ঞা করুন শক্তি সঞ্চয় করুন। ধন্যবাদ কাদের ভাই।
ইলেকশনের আগে আপনি ইন্ডিয়া থেকে এসে বলেছিলেন যে ইন্ডিয়া আমাকে বরণ করেছে কোন কথা বলার জন্য দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে নিজের স্বার্থ চিন্তা করে তখন কোন কথা বলেননি
কেন করতে হবে, তারা কি পেট্রলবোম মেরে মানুষ হত্যা করেছে? সরকারী প্রতিষ্ঠানে লূটপাট করেছে? ৪০০ -৫০০ থানা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে? হাজার খানেক পুলিশ পিটিয়ে বা জ্বালিয়ে হত্যা করেছে?
যারা বলছেন সুবিধা নিয়েছেন,,, তাঁদের ও জানা আছে,,, সুবিধা সবাই নিয়েছে,,, যারা নেয়নি তারা আসলে সুবিধা পায়নি,, খোলা খুলি ভাবে বললে তারা সুবিধা পাবার যোগ্যতায় ছিলোনা,, থাকলে তারাও পেতেন,, নিতেন,,,,, এখন কিছু সময়ের সুযোগে এইসব সংন্ত্রাসী কাজ কাম করে সুবিধা পাচ্ছেন,, পাবার চেষ্টা করছেন,,, এরা ও বিচারের আওতায় আসবে,, শুধু সময়ের ব্যাপার,,,
আবুল খায়ের কোং বরিশাল বিভাগে ডিওমো রাছেল সহ অনেক অফিসার মিলে অনেক পরিবেশকে এর কাছ থেকে বেলাং চেকবই নিয়ে মাল দিয়ে এবং রিটার্ন মাল না নিয়ে টাকা নিয়ে এবং হিসাব না দিয়ে চিটাগং কোড এ মামলায় অভিযুক্ত করিছেন আপনারা সবাই এ-ই বিষয় টা দেখবেন দয়া করে
অফিসে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ করছি। একই সঙ্গে প্রশ্ন করছি : আপনাদের প্রায় সকল নেতার বিরুদ্ধে মামলা হওয়ার সময়ের দাবী। কিন্তু, হয়নি! আপনারা কোন যাদু বানটোনা করেছেন যে, আপনারা হাজতের বাইরে আছেন....