ঠিক, বলছেন ভাই ! এখনো তো ইউটিউবার হতে পারিনি। শিখতেছি, শিখতে গেলে ভুল হবেই। আর আপনার ও বুঝতে হবে অভ্র দিয়ে লেথা। অনেক সময় এ রকম হয়। বুঝা তো যাচ্ছে যে কি লেখার চেষ্টা করলাম। ফটোশপে অভ্র মাঝে মঝে ঝামেলা হয় আমার এখানে, বানান যে জানিনা তা-না, থাম্বনেইল এর সাথে মিল রেখেই ক্যাপশনে লিখা হয়েছে, ঠিক করার চেষ্টা করা হবে । আপনার মতামতের জন্য আপনাকে ধন্যবাদ।